DIY Project :-) কাগজের মগ পরিবার 👨‍👩‍👧 || আসুন নিজে তৈরি করি(১০% তোমার @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago


" এসো নিজে করি "


Polish_20210910_215254357.jpg

"এসো নিজে করি @rme দাদার এক অনবদ্য আয়োজন, যেখানে @amarbanglablog এর প্রতিটি সদস্যের সৃজনশীলতার বিকাশ ঘটার সুযোগ রয়েছে। যা সুদূরপ্রসারী চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। একমাত্র একজন সৃজনশীল মানুষ জীবনের সঠিক আনন্দ উপলব্ধি করতে পারে। আমাদের সবার মাঝেই প্রতিভা ‌‌‌‌‌লুকিয়ে থাকে কিন্তু আমরা তার প্রকাশ কেউ করি আবার কেউ করিনা। আরে ভাই মন খুলে হাসুন আর মন খুলে বাঁচুন। যা করতে ইচ্ছে হয় করুন, নিজের কিছু সৃজনশীলতা মেলে ধরুন। কে কি বললো যায় আসেনা নিজের জীবন সৃজনশীলতার সাথে উপভোগ করুন।
আমি নিজে সময়ের অভাবে অনেক কিছু করতে পারিনা আজ একটা কিছু করার চেষ্টা করলাম।
চলুন আপনাদের দেখাই।

👨‍👩‍👧 "কাগজের মগ পরিবার" 👨‍👩‍👧



Polish_20210910_213825912.jpg

" প্রয়োজনীয় উপকরণ "



IMG_20210910_174158.jpg


যা যা দরকার নিচে দেয়া হলো 👇

  • এ৪ মাপের রঙিন কাগজ - তিনটি
  • কালো রং পেন্সিল
  • লাল রং পেন্সিল
  • সাদা রং (পেস্টেল)
  • কাঁচি
  • আঠা

" তৈরি প্রনালী "



১ম ধাপ 💡:-


IMG_20210910_183900.jpg

IMG_20210910_173322.jpg

প্রথমেই এ৪ মাপের তিনটি কাগজ নিলাম। আমি মূলত লাল, সবুজ এবং হলুদ তিন রঙের মগ তৈরি করবো তাই এই তিনটি রং বাছাই করেছি আপনারা চাইলে অন্য যেকোন রং ব্যাবহার করতে পারেন।



২ য় ধাপ 💡:-


IMG_20210910_184154.jpg

IMG_20210910_184245.jpg

IMG_20210910_184610.jpg

এবার ১৬ সে: মি: ✖️ ১৬ সে: মি: কাগজ কেটে নেবার জন্য কোণা কুণি ভাঁজ দিলাম। এরপর তা কাঁচি দিয়ে কেটে নিলাম।



৩ য় ধাপ 💡:-


IMG_20210910_184719.jpg

IMG_20210910_185042.jpg

IMG_20210910_185134.jpg

IMG_20210910_185341~2.jpg

প্রথমে মাঝ বরাবর একটি ভাঁজ দিলাম। এরপর মাঝের ভাজের অর্ধেক করে আরও একটি ভাঁজ দিলাম। অপর পাশে ঠিক একই ভাবে আরও একটি ভাঁজ দেয়া হলো। এবার দুপাশে ভাজ দিয়ে মাঝ বরাবর আনা হলো।



৪ র্থ ধাপ 💡:-


IMG_20210910_185631.jpg

IMG_20210910_185541.jpg

IMG_20210910_185807.jpg

IMG_20210910_185733.jpg

এই ধাপে ভাঁজ কৃত কাগজটি মাঝ বরাবর আবারও ভাঁজ দিলাম। এখন মাঝ বরাবর ভাঁজের অর্ধেক করে আরও একটি ভাঁজ দিলাম। উপরের দিকে আরো একটি ভাঁজ করলাম এভাবে কাগজটিকে আটটি ভাঁজ দিলাম।



৫ ম ধাপ 💡:-


IMG_20210910_190204.jpg

IMG_20210910_190311.jpg

IMG_20210910_190424.jpg

IMG_20210910_190822.jpg

IMG_20210910_191640.jpg

একপাশের একটি ভাঁজ খুলে দিলাম এবং কাঁচি ✂️ দিয়ে কেটে নিলাম। এখন পরবর্তী আর একটি ভাঁজ খুললাম এবং কাঁচি দিয়ে প্রতিটি ভাঁজ কেটে নিলাম।
প্রথম ভাজটি কেটে বাদ দিলাম কারন এটি জোড়ার কাজ করবে। এবার সুন্দর করে রং পেন্সিল দিয়ে চোখ এবং মুখ এঁকে নিলাম।



৬ষ্ঠ ধাপ 💡:-


IMG_20210910_191829.jpg

IMG_20210910_191907~2.jpg

IMG_20210910_191953.jpg

IMG_20210910_192038.jpg

IMG_20210910_192439.jpg

এখন আমরা আঠার সাহায্যে জোড়া দেওয়ার কাজটি করবো। মগের মূল অংশ আটা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর মগটি উল্টো করে কাগজের টুকরোগুলো ভাঁজ বরাবর ছড়িয়ে দিলাম। এখন প্রতিটি কাগজের টুকরোতে আঠা লাগিয়ে নিচের অংশটি জোড়া দিলাম। এখন মোটামুটি একটি মগের আকৃতি হয়ে গেছে।



সর্বোশেষ ধাপ 💡:-


IMG_20210910_192551.jpg

IMG_20210910_193011.jpg

IMG_20210910_193323.jpg

IMG_20210910_193415.jpg

IMG_20210910_193615.jpg

এই ধাপে আমরা হাতলের কাজ করবো।
৬ সে: মি: ✖️ ৬ সে: মি: একটি কাগজের টুকরো নিয়ে প্রথমে মাঝ বরাবর ভাঁজ দিলাম। তারপর অর্ধেক করে আবারও ভাঁজ দিলাম। যতটুকু চিকন করা সম্ভব ভাঁজ করলাম। এখন মোটামুটি হাতলের আকৃতি হয়ে গেছে। এবার আঠার সাহায্যে মগের সাথে জোড়া দিলাম। আমাদের মগ পরিবারের প্রথম সদস্য হয়ে গেছে। এবার দ্বিতীয় এবং তৃতীয় সদস্যকে একই ভাবে তৈরি করলাম।



IMG_20210910_193800.jpg

IMG_20210910_214133.jpg

পরিবারের সবাই একসাথে💡:-


Polish_20210910_213825912.jpg

"মগ পরিবারের সাথে আমি"


Polish_20210910_213506619.jpg

ছবির বিবরন:-

ছবি যন্ত্রমোবাইল সিম্ফনি আই-৯৫
অবস্থানসংযুক্তি
ছবির কারিগর@emranhasan

IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

Sort:  

ভাইয়া, আপনার কাগজ দিয়ে ফ্যামিলি মগগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে।ধাপগুলো অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন।।শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে 💗
শুভ কামনা রইলো ❤️

 3 years ago (edited)

অনেক সুন্দর ছিল আপনার কাগজের মগ বানানোর প্রসেস গুলো। আমি আগে কখনো চেষ্টা করিনি এবার একদিন চেষ্টা করে দেখব। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।
কিন্তু এগুলো তো মগ !
আপনি কি আমার পোস্টটি পড়েছেন?

 3 years ago 

জি ভাই আপনার পোস্টটি আমি পড়েছি টাইপিং মিসটেক 😥

 3 years ago 

ঠিক আছে কোন সমস্যা নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 💓

Amigo buen paso a paso, muy bonitos colores, lindo trabajo manual.
Saludos!!!

 3 years ago 

ধন্যবাদ আপনাকে 💗
দয়াকরে বাংলায় বলুন 🥀
আপনার মন্তব্যের জন্য আমি আনন্দিত এবং ধন্যবাদ জানাই 💗

 3 years ago 

অনেক সুন্দর এবং দারুণভাবে আপনি কাগজ দিয়ে মগ গুলো তৈরি করেছেন। কাগজ দিয়ে মগ বানানোর পদ্ধতি অনেক সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে ভাগ করে বুঝিয়ে দিয়েছেন। আপনার পুরো পোস্টটি উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ 💓
আপনার জন্য শুভকামনা রইল 🥀

অনেক সুন্দর হাতের কাজ ভাই।প্রতি ধাপে খুঁটি নাটি বর্ণনা দিয়েছেন আপনি।ধারাবাহিক ভাবে ছবি গুলো স্থাপন করায় পোস্টটি আরো উজ্জ্বল লাগছে।আপনাকে অনেক ধন্যবাদ আপনার হাতের কাজটি আমাদের মাঝে প্রদর্শন করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ এতো সুন্দরভাবে আমার কাজকে মূল্যয়ন করার জন্য ♨️
ভালো থাকবেন 🥀

 3 years ago 

ভাই দারুণ হয়েছে আপনার মগ পরিবার তৈরি। আপনি সত্যিই একজন সৃজনশীল মানুষ। অবশ্য প্রকৌশলীদের সৃজনশীল হতেই হয়। না হলে কিভাবে চলবে। চমৎকার বানিয়েছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য 🥀
আপনাদের উৎসাহ আমার শক্তি।
সত্যিই খুব ভালো লাগে যখন কেউ আমার কাজকে মূল্যয়ন করে। শুভ কামনা রইলো 🥀
ভালো থাকবেন 🥀

 3 years ago 

খুবই ভালো হয়েছে আপনার মগ তৈরী। আপনি বর্ণনা করেছেন ও খুব সুন্দর করে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে 💗

 3 years ago 

বাহ ভাই। খুব সুন্দর একটি মগের পরিবার তৈরি করেছেন। দেখতে খুবই ভালো লাগছে। এবং মগের প্রস্তুতি প্রণালির উপস্থাপনা টাও খুব ভালো ছিল। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আশাকরি সবসময়ই পাশে থাকবেন ♨️
ভালো থাকবেন 🥀

 3 years ago 

🙂🙂

 3 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে কাগজের তৈরি একটি মগ তৈরি করেছেন,এই মগ টি আমার খুবই ভালো লেগেছে। এই মগে আমার এক গ্লাস পানি খাওয়ার খুবই ইচ্ছা😁😁🤪একদিন দিয়েন ভাই পানি খেয়ে দেখবো নি।

আপনার উপস্থাপনা খুবই সুন্দর, শুভকামনা আপনার জন্য

 3 years ago 

এটি আসলে সম্ভব না 😊
আপনার জন্য এক বুক সমবেদনা রইল 🥀

 3 years ago 

সত্যিই দারুন হয়েছে স্যার, অনেক নিখুঁতভাবে আপনি কাগজের মগ গুলো তৈরী করছেন। সৃজনশীলতাই শক্তি ঠিক বলেছেন। আমিও চেষ্টা করবো ডাই প্রযেক্ট এ অংশ গ্রহণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাগজের মগ পরিবার আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো 🥀 স্যার
@emranhasan💗

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুচিন্তিত মতামতের জন্য ♨️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63049.68
ETH 3022.53
USDT 1.00
SBD 2.50