DIY PROJECT:- মাস্কের আংটি 💍 তৈরি || Made a 💍 Ring with Musk(10% for @abb-charity & 10% for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


"সৃজনশীলতাই শক্তি"



Polish_20211027_180651957.jpg

সৃজনশীলতা এমন একটি জিনিস যা সবার মধ্যে নিহিত রয়েছে। আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্য খুব চমৎকারভাবে সবার সৃজনশীলতা মেলে ধরছে যা স্টীমিট দুনিয়ায় রিতিমত আলোড়ন সৃষ্টি করেছে। অদূর ভবিষ্যতে আমরা একটি অনন্য উচ্চতা ছুঁতে যাচ্ছি। @amarbanglablog এর প্রতিটি সদস্যের জন্য রইল আন্তরিক অভিনন্দন।

"মাস্কের আংটি তৈরি💍"



IMG_20211027_165908.jpg

অনেকেই জানেন আমি একটি মাস্ক কোম্পানিতে কর্মরত রয়েছি। হঠাৎ আজ অফিসে বসেই চিন্তা করছিলাম মাস্ক দিয়ে কিছু তৈরি করা যায় কিনা 🤔 হঠাৎ এই চিন্তাটি এলো মাস্ক দিয়ে একটি আংটি তৈরি করা যায়। তাই শুরু করে দিলাম।

প্রয়োজনীয় উপকরণ 💍



IMG_20211027_192220.jpg


যা যা লাগবে 😷:-

  • সার্জিক্যাল মাস্ক
  • কাঁচি
  • সুঁই- সুতা

তৈরি প্রক্রিয়া চলছে 💍


IMG_20211027_145914~2.jpg

IMG_20211027_145944.jpg

IMG_20211027_150119.jpg

IMG_20211027_150202.jpg

প্রথমে একটি সার্জিক্যাল মাস্ক নিয়ে কাঁচি দিয়ে কানের লুপস কেটে নিলাম। এরপর মাস্কের উপরের অংশ কেটে নাকের নোসবার বের করে নিলাম।

তৈরি প্রক্রিয়া চলছে 💍


IMG_20211027_150400.jpg

IMG_20211027_150229.jpg

এই ধাপে মাস্কের নিচের অংশ কেটে নিলাম যা দিয়ে আমাদের আংটির ফুলটি তৈরি হবে।ব্যাস তৈরি করার সব উপকরণ পেয়ে গেলাম।

তৈরি প্রক্রিয়া চলছে 💍


IMG_20211027_150447.jpg

IMG_20211027_150656.jpg

IMG_20211027_150813.jpg

IMG_20211027_151100.jpg

এখন নোসবারটি নিয়ে আংগুলের আকৃতি করে লুপসটি দিয়ে শক্ত করে বেঁধে নিলাম আর লুপস এমনভাবে নোসবারের উপর পেঁচিয়ে দিলাম যাতে নোসবারটি দেখা না যায়। এভাবেই আংটির নিচের অংশ তৈরি হয়ে গেল।

তৈরি প্রক্রিয়া চলছে 💍


IMG_20211027_151551.jpg

IMG_20211027_151642.jpg

IMG_20211027_164043.jpg

এবার সবথেকে চমৎকার কাজটি করবো তা হলো কেটে রাখা মাস্কের নিচের অংশ দিয়ে ফুল তৈরি করবো। প্রথমে খুব চিকন ই গোল করে নিলাম। তারপর কোনাকুনি একটি ভাঁজ দিয়ে পেঁচিয়ে নিতে লাগলাম। একটি ফুল তৈরি হয়ে গেল।

তৈরি প্রক্রিয়া চলছে 💍


IMG_20211027_164239.jpg

IMG_20211027_164156.jpg

IMG_20211027_164552.jpg

এইবার আংটির নিচের অংশ এবং ফুলটি জোড়া লাগাতে হবে। কিন্তু কি দিয়ে লাগাবো ? প্রথমে আঠা দিয়ে লাগাতে গিয়ে ব্যর্থ হই। পরবর্তীতে চিন্তা করলাম সুঁই সুতা দিয়ে লাগাতে হবে। যেহেতু অফিসে বসেই এই কাজ চলছে তাই এক অপারেটর মেয়েকে দিয়ে সুই সুতা আনিয়ে নিলাম। হা্ অবশেষে সুই সুতা দিয়ে লাগাতে সক্ষম হলাম।

💍আংটি প্রদর্শন 💍


IMG_20211027_165750.jpg

IMG_20211027_165113.jpg

IMG_20211027_165213.jpg

আংটিটি প্রদর্শনের জন্য অফিসের সামনে একটু সবুজ জায়গায় এসে ছবি তুললাম।
কেমন হলো বন্ধুরা ?

ring-6126210_640.png

সংগ্রহশালা

জানিনা বন্ধুরা কে কতটা পছন্দ করেছেন আমার আংটি কিন্তু বিশ্বাস করুন এটি আমার কাছে হীরের থেকেও দামী

ছবির বিবরণ:-

বিষয়বস্তুমাস্কের আংটি 💍
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

সত্যি বলতে একদমই অসাধারণ হয়েছে স্যার মাস্কের আংটি এর আগে এভাবে কখনোই দেখিনি তবে আপনি তৈরী করে দেখিছেন আমার তো ভিশন পছন্দ হয়েছে, সব সময়ই আপনার পোস্ট গুলো ইউনিক হয়। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন,সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ তোমাকে (✷‿✷)
জিনিসটা আসলে একটু অনন্য 。◕‿◕。
দেখি সবার কাছে কেমন লাগে। (◕ᴗ◕✿)

 3 years ago 

আপনার সৃজনশীলতার তারিফ করতে হয়। আপনার সৃজনশীলতা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আসলেই এরকম সৃজনশীলতার না থাকলে এরকম চিন্তাধারা কখনোই আসেনা। কে ভাববে বলুন তো এরকম একটি মাস্ক দিয়ে আংটি বানানোর কথা। অনেক অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
অনেক দোয়া এবং শুভ কামনা রইল ♥️

 3 years ago 

আমি জাস্ট অবাক হয়ে গেলাম ভাই। আপনি অসাধারণ সব কাজ করেন। আপনার কাজের তুলনা নাই👌👌👌👌👌

এই ভাবেই এগিয়ে যান প্রিয় ভাই আমার।

 3 years ago 

অনেক দোয়া এবং শুভ কামনা রইল প্রিয় ভাই ♥️

 3 years ago 

আপনার কাজগুলো আমার অনেক বেশি ভালো লাগে। কারন আপনার কাজে সবসময় একটা আলাদা নতুনত্ব থাকে। আর আপনি সবসময় এমন কাজ করেন যা কেউ কখনো করেনি। এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের মাক্স দিয়ে তৈরি আংটিটি ও অনেক ইউনিক ছিল আর অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
সত্যিই খুব চেষ্টা করছি আপনাদের যাতে ভালো
লাগে। দেখুন ভালো লাগাটা আসে হৃদয় থেকে আর হৃদয় সবসময়ই নতুন কিছু খোঁজে ভালোলাগার জন্য 💌

 3 years ago 

বাহ ভাই মাক্স ব্যবহার করে আপনি একটা অনেক সুন্দর আন্টি তৈরি করেছেন। তাই দেখে খুব ভালো লাগলো। আর আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

ভাইয়া,সত্যি অসাধারণ প্রতিভা আপনার মধ্যে রয়েছে। কিভাবে এত সুন্দর একটি আইডিয়া খুঁজে পেলেন মাক্স দিয়ে আংটি তৈরির।আমি চিন্তাও করতে পারছি না খুব সুন্দরভাবে আপনি আংটিটি তৈরি করেছেন।আংটি তৈরি প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মাক্স দিয়ে আংটি তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀
আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইল 🥀
আপনার স্টীমিট দুনিয়া অনেক প্রানবন্ত হোক।
শুভ কামনা অবিরাম 💚

 3 years ago 

অনেক সুন্দর একটি আংটি বানিয়েছেন ভাইয়া। আমি তো জানতাম না যে মাক্স দিয়েও আংটি বানানো যায়। আপনার থেকে এই প্রথম দেখলাম ও শিখলাম। আপনি অনেক সুন্দরভাবে ও ধারাবাহিকভাবে সাজিয়েছেন এবং উপস্থাপন করেছেন। আপনার পোস্টটি আমার অনেক ভালো লেগেছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
দোয়া করি আপনি সুন্দর কাজ করুন (ʘᴗʘ✿)

 3 years ago 

মাক্স দিয়ে আংটি অনেক সুন্দর হয়েছে। আর ছবিগুলো যেভাবে দিয়েছেন ছবিগুলো দেওয়াতে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে এবং আংটি তৈরি করার প্রসেস বোঝা যাচ্ছে ।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

কি দেখলাম এটা ভাইয়া?অসাধারণ প্রতিভা আপনার।আপনার সৃজনশীলতা আপনার এই কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে। জাস্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🙂

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।🥀
আমি সত্যিই খুব চেষ্টা করছি ভালো কিছু উপহার দেয়ার। আশাকরি পাশে থাকবেন।

 3 years ago 

আপনার বুদ্ধির প্রশংসা না করে আর পারছিনা আপনি খুবই সুন্দর করে মাক্স দিয়ে আংটি তৈরি করেছেন খুবই নিখুঁত দেখাচ্ছে সেই সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন শুভকামনা থাকলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই ♥️
আশাকরি সাথেই থাকবেন 💚

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59060.44
ETH 2608.94
USDT 1.00
SBD 2.43