Diy Project :-) চলুন ফান্টম দাদার রোবট 🤖 বানাই ✨|| Honorable Phantom Robot 🤖 (First Ever)

in আমার বাংলা ব্লগ2 years ago
✨ সৃজনশীলতাই শক্তি ✨
🤖 চলুন ফান্টম দাদার রোবট বানাই 🤖
✨ ডাই প্রজেক্ট ✨

Polish_20220126_090108223.jpg

IMG_20220126_084127.jpg
চল ফান্টম দাদার রোবট 🤖 বানাই ✨। আসলে ব্যাপারটা হচ্ছে কয়েকদিন ধরে দাদার শরীর ভালো নেই, তাই আমারও মনটা ভীষণ খারাপ। তাই চিন্তা করছিলাম এমন কিছু একটা যদি করা যায় যাতে দাদা একটু খুশি হয় তাই ফোম আর কাগজ দিয়ে রোবটটা 🤖 বানালাম। তো চলুন শুরু করি।

robot-6654032_640.webp

সংগ্রহশালা

🤖 প্রয়োজনীয় উপকরণ 🤖
IMG20220125183808_01.jpgIMG20220125183815_01.jpgIMG20220125183819_01.jpgIMG20220125184648_01.jpg
ফোমএন্ট্রি কাঁটারকাঁচিরঙিন কাগজ

bot-4878004_640.webp

🤖 চল ফান্টম দাদার রোবট বানাই🤖
✨ তৈরি প্রনালী ✨
IMG20220125190128_01~2.jpgIMG20220125190145_01.jpg
IMG20220125190532_01.jpg
প্রথমেই একটি ফোম নিয়ে ৫❌৫ এবং ৩❌৩ মাপ দিয়ে পেন্সিল দিয়ে দাগ কেটে নিলাম। এবার এন্ট্রি কাঁটার দিয়ে কেটে নিলাম। মোটামুটি আমাদের রোবটের মাথা পেট এবং পায়ের অংশ তৈরি।

bot-4878004_640.webp

🤖 চল ফান্টম দাদার রোবট বানাই 🤖
IMG20220125184648_01.jpgIMG20220125191301.jpg
IMG20220125192424.jpg
এবার লাল এবং সবুজ কাগজ নিয়ে ২সেঃমিঃ আর ১.৫ সেঃমিঃ এর কাগজ কেটে নিলাম পাঁচটি। এগুলো দিয়ে মূলত গলা, পা আর হাত হবে।

bot-4878004_640.webp

🤖 চল ফান্টম দাদার রোবট বানাই 🤖
IMG20220125194831_01.jpgIMG20220125200206_01.jpg
IMG20220125195444_01.jpgIMG20220125195907_01.jpg
IMG20220125202052_01.jpg
এবার একটি লাল কাগজের উপর হলুদ কাগজ বসিয়ে আড়াআড়ি ভাঁজ দিতে থাকলাম। ঠিক একই ভাবে আরো চারটি তৈরি করলাম। দুটি পা, দুটি হাত এবং সবশেষে গলা তৈরি করলাম।

bot-4878004_640.webp

🤖 চল ফান্টম দাদার রোবট বানাই 🤖
IMG20220125202501_01.jpgIMG20220125202518_01.jpgIMG20220125202814_01.jpg
IMG20220125202647_01.jpgIMG20220125203052_01.jpg
IMG20220125203336_01.jpg
এবার বুকের অংশ তৈরি করবো আমরা।এক টুকরো হলুদ কাগজ ফোমের উপর বসিয়ে দাগ কেটে নিলাম। এবার কাঁচি দিয়ে কোনাগুলো কেটে নিলাম সবশেষে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। একটু আকর্ষণীয় করার জন্য সোনালী কাগজের একটি লাভ কেটে নিলাম এবং লাগিয়ে দিলাম। ব্যাস বুকের অংশ তৈরি।

bot-4878004_640.webp

🤖 চল ফান্টম দাদার রোবট বানাই 🤖
IMG20220125203358_01.jpgIMG20220125203650_01.jpg
IMG20220125204040_01.jpg
এবার মাথার অংশ তৈরি করবো। ফোমের টুকরোটা সোনালী কাগজের উপর বসিয়ে মাপমতো কেটে নিলাম। এবার কাঁচি দিয়ে কোনাগুলো কেটে নিলাম। সবশেষে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

bot-4878004_640.webp

🤖 চল ফান্টম দাদার রোবট বানাই 🤖
IMG20220125204745_01.jpgIMG20220125204821_01.jpgIMG20220125205112.jpgIMG20220125205437_01.jpg
IMG20220125205708_01.jpgIMG20220125210120_01.jpgIMG20220125210928_01.jpg
IMG20220125211149_01.jpg
এবার আঠা দিয়ে সব সংযোজন করে নেয়ার পালা। প্রথমেই ফোমের টুকরোর উপর পায়ের অংশ বসিয়ে দিলাম, এরপর অপর পা। এবার হাত বসিয়ে দিলাম। সবশেষে গলার অংশ বসিয়ে মাথা লাগিয়ে দিলাম।

bot-4878004_640.webp

🤖 চল ফান্টম দাদার রোবট বানাই 🤖
IMG20220125214843_01.jpgIMG20220125215632_01.jpg
IMG20220125215731_01.jpg
এখন কলম দিয়ে দুটি চোখ 👀 একে নিমাম আর লাগিয়ে দিলাম। সবশেষে হাসি মাখা মুখ এঁকে নিলাম। ব্যাস এখন খুব কিউট লাগছে ☺️

bot-4878004_640.webp

🤖 চল ফান্টম দাদার রোবট বানাই 🤖
IMG20220125220644_01.jpgIMG20220125221434_01.jpg
IMG20220125222148_01.jpg
সর্বোশেষ ধাপ, এবার এন্টেনা লাগাবো। রঙিন ফোম কেটে এন্টেনা বানালাম আর আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস আমাদের ফান্টম দাদার রোবট তৈরি শেষ ☺️

bot-4878004_640.webp

🤖 ফান্টম দাদার রোবট পরিবেশন 🤖
IMG20220125222724_01.jpgIMG20220125222921_01~2.jpg
IMG_20220126_084127.jpg

bot-4878004_640.webp

🤖 ফান্টম দাদার রোবটের সাথে লাজুক খ্যাঁক 🦊
IMG20220125223104_01~2.jpg
ফান্টম দাদার রোবটের 🤖 সাথে লাজুক খ্যাঁক খুব দারুন দেখাচ্ছিল। বেশ ভালো পোজ দিচ্ছিলো রোবট 🤖 আর লাজুক খ্যাঁক 🦊, আমার নিজের কাছেই ভালো লাগছিল জিনিসটা ☺️

bot-4878004_640.webp

✨ নিজের কিছু কথা ✨
GIF-220126_102626.gif

এটি আমাদের ডিসকর্ড থেকে সংগৃহীত 🤖

আসলে @rme দাদা কদিন ধরে অসুস্থ, তাই মনটা ভীষণ খারাপ লাগছিল 🥺। যে মানুষটি আমাদের জন্য এতোকিছু করে যাচ্ছেন তিনি অসুস্থ মানে সবকিছু মনমরা হয়ে যাওয়া, তাই তার মন ভালো করার জন্য আজ এই ফান্টম রোবট 🤖 তৈরি করা। সবাই ওনার জন্য দোয়া করবেন 🙏 । আর রোবটটি কেমন হলো আশাকরি জানাতে ভুলবেন না।

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

ছবির বিবরণ

bot-4878004_640.webp

বিষয়বস্তুফান্টম দাদার রোবট 🤖
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
Sort:  
 2 years ago 

রোবট তৈরি দেখে তো অবাক হলাম। আপনি তো বিজ্ঞানী হয়ে যাইতেছেন ভাইয়া। একেবারে দাদার রোবট তৈরি করে ফেলেছেন। আমার কাছে তো দেখে একেবারে আকর্ষণীয় লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন। দেখতে পুরোপুরি একটি রোবটের মত দেখাচ্ছে। এত অসাধারণ একটি রোবট করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য ♥️

 2 years ago 

রোবট দাদাকে আমরা চাই না হাহাহা। রক্তমাংসের দাদাই আমাদের প্রিয়। যে দাদা ভালোবাসতে জানে, ভালোবাসা ফেরত দিতে জানে। আবেগহীন রোবট দাদা কখনোই আমাদের কাম্য নয়। সুন্দর একটি রোবট বানিয়েছেন আপনি। অনেক পরিশ্রম করেছেন কিন্তু সব শেষে ভালো একটি রোবট বানাতে পেরেছেন। শুভেচ্ছা রইল

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

প্রিয় ভাই অবশেষে দারুন ফ্যান্টম দাদার রোবট নিয়ে হাজির হয়েছেন। আসলেই আমি আপনার কাজগুলোকে যথেষ্ট মূল্যায়ন করি । আমার এত ভালো লাগে এবং আপনার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। আসলেই জিনিসটি অনেক ভাল ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে আপনার হাতের কাজ খুবই পরিষ্কার। আপনার জন্য শুভকামনা রইল প্রিয় বড় ভাই ।


IMG_20220106_113311.png

 2 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার ♥️
পাশেই থাকো।

 2 years ago 

ওয়াও ভাইয়া অসাধারন সুন্দর হয়েছে আপনার শিল্পকর্মটি ।ফান্টম দাদার রোবট অসম্ভব সুন্দর হয়েছে আপনার প্রতিধাপের আমার কাছে অনেক সুন্দর লেগেছে, এভাবে এগিয়ে যান। শুভ কামনা রইল ভাইয়া আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
পাশেই থাকুন 🥀

 2 years ago 
  • ফান্টম দাদার রোবট তৈরি দারুন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করে এবং ধৈর্য সহকারে এই রোবট তৈরি করেছেন। আপনি অনেক ভালোভাবে আপনার রোবট তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো।
 2 years ago 

জি ভাই আসলেই জিনিসটা বেশ পরিশ্রমের কাজ ছিল ♥️
শুভ কামনা রইল আপনার জন্য 💌

বাহ বাহ সুন্দর তো! আপনি অবশেষে ফান্টম দাদা রোবট তৈরি করে ফেললেন। অনেক সুন্দর হয়েছে ভাই এবং রোবট তৈরির উপস্থাপনাও দারুন ছিল। ধন্যবাদ আপনাকে ভাই। আপনার প্রতি শুভকামনা রইল।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,যে মানুষটা আমাদের জন্য এত কিছু করে যাচ্ছেন।তার যদি শরীর খারাপ থাকে আমাদের প্রত্যেকটা ইউজারের মন খারাপ থাকবে😔। কারণ আমরা তো একই পরিবারের মানুষ আর দাদা হলেন আমাদের পরিবারের প্রধান কর্তা।

ভাইয়া, ফোম রঙিন কাগজ দিয়ে ফান্টম দাদার রোবট আপনি সত্যিই নিখুঁতভাবে তৈরি। খুবই ভালো লেগেছে ফান্টম দাদার রোবট দেখে। ফান্টম দাদার রোবট তৈরি করা প্রতিটি ধাপ আপনি খুব নিখুঁত এবং সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফান্টম দাদার রোবট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু 💌
সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হলাম ♥️

 2 years ago 

  • ওয়াও এটি দেখতে তো সত্যি কারের রোবটের মত দেখাচ্ছে। সত্যি বলতেছি ভাই খুব অসাধারণ লেগেছে দেখতে। দেখে মনে হচ্ছে আপনি অনেক সময় ব্যয় করে দক্ষতার সহিত এটি তৈরি করেছেন। ধাপে ধাপে খুব অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য ♥️
অনুপ্রাণিত হলাম ভাই 🥀

 2 years ago 
টুইটার ছড়িয়ে দিচ্ছে 🤖

লিংক ✨

Screenshot_2022-01-26-11-00-53-92_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

প্রথমেই দোয়া করি দাদা যেনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। স্যার আজকে আপনি সত্যিই ধামাকা নিয়ে এসেছেন। ফান্টম দাদার রোবট 🤖 অসাধারণ হয়েছে। আমি মনে করি দাদা দেখলে অনেক খুশি হবেন। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনি প্রশংসার দাবিদার। ইউনিক আইডিয়া ছিলো এভাবেই এগিয়ে যান পাশে আছি সবসময় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

ধন্যবাদ লিমন সুন্দর মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42