আমার লিখা "সুন্দরবন" নিয়ে একটি পোস্ট স্টিমিট উইকলিতে জায়গা করে নিয়েছে। || এ আনন্দ আমাদের সবার ।
"বাংলাদেশ আমার অহংকার"
সম্প্রতি সময়ে আমি স্টিমিট উইকলিতে আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম যেখানে বলা হয়েছিল বাংলাদেশের কোন একটি পরিবেশ এবং প্রানী জগৎকে উপস্থাপন করতে হবে। আমি আমাদের সুন্দরবনকে উপস্থাপন করেছি। তারা আমার লিখাকে এবং বাংলাদেশকে মূল্যয়ন করেছেন। আমার পোস্ট প্রথম স্থান অর্জন করেছে। আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। তাই আমার আনন্দ @amarbanglablog এর সম্মানিত সদস্যবৃন্দের সাথে ভাগ করে নেবার জন্য আমার এই পোস্ট করা। "আমি মনে করি এটা সবার অর্জন।"
পত্রিকাটি আপনারা এখান থেকে পড়তে পারবেন
👉 https://drive.google.com/file/d/1pw7nwHblEfWVNuV-cvdwDgwrGjXF6m2_/view
সম্মানের সাথে স্বরন করছি-
ভালো লেগেছে। ফল দিয়ে আমাকে অনুপ্রানিত করবেন
ধন্যবাদ আপনাকে সুচিন্তিত মতামতের জন্য।
ফলাফল পোস্ট দেখুন এখানে 👇
https://steemit.com/hive-138339/@papi.mati/2-steemit-weekly-contest-winners-announcement
অভিনন্দন ভাই আপনাকে, শুনে খুবই ভালো লাগলো।
জি অনেক ধন্যবাদ ভাই 💗
অভিনন্দন @emranhasan । আপনি সত্যি একজন ক্রিয়েটিভ রাইটার ।
আমি সত্যিই খুব আনন্দিত। আপনি আমার কাজটি দেখেছেন।