অসচেতন বাঙালি।

in আমার বাংলা ব্লগlast year
অসচেতন বাঙালি

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

প্রতিদিন পত্র পত্রিকা কিংবা টেলিভিশন খুললেই অহরহ দূর্ঘটনার খবর শুনতে পাই। কোন মৃত্যু সংবাদ পেলেই আমাদের আফসোসের শেষ থাকে না। সবসময় কিন্তু এই দুর্ঘটনা হঠাৎ করে হয় না, কিছু কিছু ক্ষেত্রে এসব দূর্ঘটনা আমাদের নিজেদের কারনে ঘটে থাকে। বলতে পারেন আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি।

হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি আমরা? ছবিটি আজকে বিকালে উত্তরার এদিকটা থেকে তুলেছি, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কি পরিমান মানুষ পুরো ট্রেনের উপর উঠেছে। আমার মনে হলো, ট্রেনের ধারন ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী উঠেছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইন্জিন এবং বগির ছাদের উপর উঠেছে যেখানে নিরাপত্তার ছিটে ফোটা নেই। একটু এদিক সেদিক হলেই এখান থেকে পরে নির্ঘাত মৃত্যু, কিন্তু সেদিকে মানুষের কোন খেয়াল কিংবা চিন্তা ভাবনা নেই।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

দেখুন আমি মানছি আমাদের দেশের জনসংখ্যা বেশি এবং সেই তুলনায় যানবাহন কম। কিন্তু তাই বলে কি একদমই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে যেতে হবে ? যেখানে একটু এদিক সেদিক হলেই সরাসরি মৃত্যু। আপনি দেখছেন এই ট্রেনটাতে ভিড়, চাইলে পরের ট্রেনটায় উঠে যেতে পারেন। আমি মানছি এতে হয়তো আপনার ত্রিশ মিনিট দেরি হবে, কিন্তু আপনি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে বাঁচতে পারেন। আমরা বাঙালিরা স্বভাবতই একটু অস্থির প্রকৃতির এবং মাঝে মাঝে ঘোলা পানিতে মাছ শিকার করতে ভালোবাসি। ধরুন এই ভিড়ের মধ্যে অধিকাংশই রয়েছে যারা টিকিট না কেটেই ট্রেনে চেপে রওনা করেছে গন্তব্যের উদ্দেশ্যে আবার কিছু উঠেছে বিপদে পরে। যারা ইচ্ছে করে ভিড়ের মধ্যে উঠেছে তারা আসলে রেলের ভাড়া না দেয়ার জন্য এসব কাজ করে থাকে এবং নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়।

উত্তরা এপাশটায় প্রায় প্রায়ই দূর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে, তবুও মানুষ সুধরায় না। কেন জানি বাঙালি নিজের ভালো নিজে বুঝতে চায় না। যাইহোক হয়তো আপনি চিন্তা করতে পারেন হঠাৎ আমি বিষয়টি নিয়ে কেন লিখলাম? কারনটা হচ্ছে যারা ট্রেনে এভাবে আসা যাওয়া করে তারা হয়তো আমাদের মতো মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষ, আবার হতে পারে কেউ আমাদের আত্মীয় স্বজন। আমাদের সবাইকে বোঝানো উচিত কখনো জীবনের ঝুঁকি নিয়ে এভাবে আসা যাওয়া করা উচিত নয়। সময়ের চেয়ে জীবনের মূল্য অনে বেশি।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ভাইয়া আসলে ঠিক বলেছেন বিপদ মাঝে মাঝে হঠাৎ করে আসে আবার মাঝে মাঝে মানুষের অসচেতনতার কারণেই আসে। আসলে বেশিরভাগ মানুষ এই অসততার কারণে দুর্ঘটনা ডেকে আনে। ট্রেনের মধ্যে মানুষ যেভাবে চলছে আমার তো দেখেই পা শিরশির করছে। সবাইকে এসব ক্ষেত্রে সচেতন হওয়া দরকার।

 last year 

বাংলাদেশের মানুষ অনেক বিপদ নিজেরাই ডেকে আনে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এদেশে চলাচল করে।

 last year 

হ্যাঁ কেউ বা প্রয়োজনে আবার কেউ অসচেতনতার কারণেই ট্রেনের এইভাবে যাতায়াত করে, লোকাল ট্রেনগুলো এত জঘন্য পরিমাণ ভিড় হয় স্বাভাবিকভাবে একটা মানুষের অসুস্থ হয়ে যাবে।

 last year 

এভাবে অসচেতন হয়ে চলাফেরা করার ফলে এরা অসুস্থ বেশি হয় এবং দূর্ঘটনায় পতিত হয়।

 last year 

বিশেষ করে ঈদের সময় আমাদের এলাকায় ট্রেন ভ্রমনের ক্ষেত্রে এমনটা লক্ষ্য করা যায় যদিও মাঝেমধ্যে আমি রেল লাইনের দিকে গেলে এরকম ট্রেনে ঝুলে ঝুলে জার্নি করতে দেখি তখন অবশ্য নিজের কাছেই আফসোস লাগে । আসলে সময়ের মূল্যর চেয়ে জীবনের মূল্য যে অনেক বেশি সেটা অনেকেই বুঝতে চায় না। হ্যাঁ আপনাকে জার্নি করতে হবে তাই বলে জীবনের ঝুঁকে নিয়ে কি জানি করতে হবে?? আসলে এই বিষয়টা আমারও কোনমতে মাথায় ঢুকে না।

 last year 

আমাদের দেশের মানুষ আসলে সচেতন কম। আগে যাবার প্রবনতা থেকে এরকম অবস্থা হয়।

 last year 

সুন্দর একটি পোস্ট করেছেন। যেমন চিন্তাভাবনা তেমনি কাজ। এদেশের মানুষের প্রকৃত চিত্র এটি। কারো মধ্যে কোন ভয় নেই। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে লোকাল ট্রেনে চরাটাও কিন্তু অনেক রিক্সের। এত কিছু বোঝার পরও যে বাঙালি কেন এমন করে। কেন যে তারা সময় হয়েছে জীবনের বেশি মূল্য দিতে জানে না সেটাই বুঝিনা।

 last year 

একটি দূর্ঘটনা পরিবারের জন্য অনেক বড় ক্ষতি। মানুষ এগুলো বুঝতে চায় না, এর ফলে ক্ষতির মুখে পরে যায়।

 last year (edited)

সত্যি তাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি একদমই ঠিক বলেছেন আমরা আমাদের বিপদ নিজেই ঢেকে আনি। ছবি গুলো দেখেই বোঝা যাচ্ছে এসব কম শিক্ষিত লোক। এজন্য এ অবস্থা। তবে আমাদের একটু বোঝা উচিত আর ধৈর্য ধারন করা উচিত। ৩০ মিনিট পরে গেলেও যদি আমার ক্ষতি না হয় তাই ভালো। আল্লাহ তুমি সকল মানুষদের কে বোঝার তৌফিক দান করুন আমিন।

 last year 

শিক্ষিত আর অশিক্ষিত ব্যাপার না। নিজের ভালোটা এরা বুঝতে পারে না, এটাই সমস্যা।

 last year 

সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন। বাঙালি আছেই শুধু কার আগে কে যাবে।সেখানে জীবনের কথা কারো ভাবনাতেও নেই।আপনার পোস্টে এদের চিত্র খুব সুন্দর ভাবেই আপনি তুলে ধরেছেন। সময়ের চাইতে জীবনের মূল্য যে অনেক এটা তারা বুঝতে চায়না।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এই ধরনের চিত্র গুলো সবচেয়ে বেশি চোখে পড়ে ঈদের সময়। যারা এসব করে তারা একেবারের জন্যও ভাবে না, এভাবে বাস বা ট্রেনের ছাদে উঠলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশাসনের উচিত এগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। দারুণ একটি টপিক নিয়ে পোস্ট করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

না ভাই এটা ঈদযাত্রার ছবি না। গত পরশুদিনের ছবি এগুলো, আর এজন্যই ভীষণ অবাক হয়েছিলাম। মানুষের মাঝে এক বিন্দু সতর্কতার বালাই নেই।

 last year 

আমি এটা ঈদের সময়ের চিত্র বলিনি ভাই। আমি বলেছি এই দৃশ্য গুলো ঈদের সময় সবচেয়ে বেশি দেখা যায়। তাছাড়া অন্যান্য সময়ও মাঝে মধ্যে দেখা যায়। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাইয়া সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই বাক্যটা সবাই শুধু মুখেই বলে। কেউ কাজে প্রকাশ করতে চাই না। এই যে আপনার ছবিটির মাধ্যমেই দেখা যাচ্ছে। একটা ট্রেন পড়ে আসলে কিন্তুু সুন্দর ভাবে আসতে পারে। তাদের একটু দেরী সহ্য হয় না। যার ফলে দূর্ঘটনার শিকার হতে হয়। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.041
BTC 93432.84
ETH 3299.80
USDT 1.00
SBD 8.34