@abb-school আমাদের অহংকার || শিখতে শিখতে এগিয়ে চলা।

in আমার বাংলা ব্লগ2 years ago

@abb-school
আমাদের অহংকার
"শিখতে শিখতে এগিয়ে চলা"

@abb-school.gif

"ছবিটি কেনভা দিয়ে তৈরি"

সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। @abb-school আমাদের অহংকার, যা @rme দাদার এক অনবদ্য চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। এই স্কুল 🏫 বর্তমানে পুরো স্টীম ব্লকচেইনে ব্যাপক আলোড়ন এবং সুনাম বয়ে এনেছে #amarbanglabolg এর জন্য। প্রতিনিয়ত নতুন ব্লগারদের ব্লগিং জীবন সুন্দর করার চেষ্টা করে যাচ্ছে স্কুলটি। যারা বর্তমানে এখানে শেখার চেষ্টা করছেন এবং ভেরিফাইড ব্লগার হয়েছেন তারা সত্যিই সৌভাগ্যবান। কারনটা হচ্ছে একজন নতুন মানুষকে শিখিয়ে পড়িয়ে একজন পরিপক্ক ব্লগার তৈরি করে চলেছে স্কুলটি যা এই স্টিমিট ইতিহাসে প্রথম এবং একমাত্র প্রচেষ্টা। তাই আমি মনে করি নিজেকে সৌভাগ্যবান মনে করে সর্বোচ্চ প্রচেষ্টার সাথে এই অসাধারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে যাওয়া উচিত।

কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কয়েকটি লেবেল পার করার পর কিছু মানুষ এখান থেকে হারিয়ে যান কিংবা শেখার আগ্রহ আর থাকে না। কারন হিসেবে বলা যায় নিজের ব্লগিং ক্যারিয়ার এবং @abb-school এর গুরুত্ব বুঝতে না পারা। তাছাড়াও কিছু মানুষ রয়েছেন যারা সত্যিই কাজ করতে চান কিন্তু শিখতে পছন্দ করেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করেছি লেবেল-৪ শেষ করার পরও টেক্সট জাষ্টিফাই কোড ব্যাবহার সম্পর্কে কিছুই জানেন না। তাছাড়াও এমন কিছু খুব সাধারণ বিষয় যেগুলো লেবেল-১ এ শেখানো হয়। সবমিলিয়ে কিছু ক্ষেত্রে তাদের শেখার ব্যাপক অনীহা প্রকাশ পায় কিন্তু সাপোর্ট নিয়ে হতাশা ব্যাক্ত করেন। মূল বিষয়টি হচ্ছে কোন কাজে নিজের আধিপত্য স্থাপন করতে হলে নিজেকে তৈরি করে সর্বোচ্চ গুরুত্ব এবং দায়িত্বের সাথে এগিয়ে যেতে হবে। আপনি যখন কোন বিষয়ে সত্যিই পরিপক্ক হয়ে উঠবেন একমাত্র তখনই ভালো ফলাফল প্রত্যাশা করতে পারেন, তার আগে নয়। কিন্তু এই শেখার জায়গাটায় আমরা সময় এবং পরিশ্রম করতে নারাজ।

এখানে কিছু অভিজ্ঞতা উপস্থাপন করতে চাই হয়তো কিছু মানুষ এই কাজগুলো শেখার জন্য আগ্রহী হয়ে উঠবেন। আমরা যারা পুরাতন ব্লগার এবং বেশ লম্বা সময় এই কাজটির সাথে যুক্ত রয়েছি আমাদের আজকের এই অবস্থানের পেছনে রয়েছে অনেক সময়, ধৈর্য্য এবং পরিশ্রমের গল্প। এখনো মনে আছে শুধুমাত্র কিভাবে পোস্ট করতে হয় তা শিখতে সময় লেগেছিল তিনদিন কারন শেখানোর মতো কেউ ছিল না। আর লিখা গুলো সমান্তরাল করে উপস্থাপন বা কোড জাষ্টিফাই কোড ব্যাবহার সম্পর্কে জেনেছিলাম তিনমাস পর, আর প্রথম কিছু ডলারের ভালো ভোট পেয়েছিলাম বেশ কিছু মাস পর। পূর্ন মার্কডাউন কোড সম্পর্কে জানতে পারি ছয়মাস পর। এরপর থেকে ধীরে ধীরে নিজের চেষ্টায় পোস্টের গুনগত মান বাড়াতে সক্ষম হয়েছি। এখানে কথা গুলো বলা উদ্দেশ্য হচ্ছে এমন কোন ব্যাক্তি কিংবা সম্প্রদায় ছিলনা যে হাত ধরে একসাথে ভালো সাপোর্ট এবং দায়িত্ব নিয়ে শেখাবে। সেদিক থেকে আপনারা ভীষণ সৌভাগ্যবান #amarbanglablog আপনাদের হাত ধরেছে আর @abb-school শেখানোর দায়িত্ব নিয়েছে আর সাপোর্ট তো চোখের সামনেই রয়েছে।

তবুও যারা নিতান্তই অবহেলা নিয়ে ক্লাস করেন এবং শুধুমাত্র সাপোর্ট পাওয়ার আশায় কাজ করছেন তারা আমাদের স্কুলের গুরুত্ব বুঝতে ব্যার্থ হয়েছেন। তাদের জন্য সত্যিই দুঃখ হয়, যারা মাঝ রাস্তায় কাজটি ছেড়ে দেন এবং লেবেলসমূহ শেষ করার পরও নিজের কাজের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটাতে ব্যার্থ হোন।

তবে সবথেকে বড় বিষয় আমাদের @abb-school অসংখ্য মেধাবী এবং সৃজনশীল ব্লগার তৈরি করেছে। যারা এই স্টিমিট প্লাটফর্মে চমৎকার কাজ উপহার দিয়ে চলেছেন। আমাদের স্কুল আজ সফল এবং দূর্বার গতিতে এগিয়ে চলছে। আর আমরাও এই অসাধারণ উদ্যোগের সাথে সামিল হয়ে শিখতে শিখতে এগিয়ে যাচ্ছি।

আমাদের স্কুল আমাদের অহংকার.gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

জি দাদা আমার বাংলা ব্লগের সদস্য আছে আমরা সবাই সত্যি সৌভাগ্য যে এত সুন্দর একটি কমিউনিটি পেয়েছি যেখানে আমরা আমাদের মনের মতো নিজের ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারছি৷ যেখান থেকে আমরা কিছু জানি না সেই এবিবি স্কুল হাতে করে শিখিয়ে পুড়িয়ে মানুষের মত মানুষ করলো৷
আর এক পর্যায়ে ভেরিফাইড হওয়ার পর অনেক সদস্য হারিয়ে যায় ৷ জানিনা তারা আসলে কিসের জন্য হারিয়ে গেছে৷ তবে তার আসলে আমার বাংলা ব্লগের মর্ম বুঝতে পারেনি৷
অসংখ্য ধন্যবাদ ভাই আমার বাংলা কমউনিটি নিয়ে৷ অনেক সুন্দর কিছু কথা লিখেছেন৷

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

@abb-school আমাদের সবার অহংকার। যা @rme দাদার এক অনবদ্য চিন্তা চেতনার বহিঃপ্রকাশ

আপনি ঠিকই বলেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সর্বোচ্চ প্রচেষ্টার সাথে এই অসাধারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের উচিত। আমরাও এই অসাধারণ উদ্যোগের সাথে সামিল হয়ে শিখতে শিখতে এগিয়ে যাচ্ছি। আপনার কথার সাথে আমি একমত। আশাকরি নতুন ইউজাররা আপনার পোস্ট ভিজিট করলে অনেক কিছু শিখতে পারবে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

ধন্যবাদ লিমন সুন্দর মন্তব্যের জন্য।
হ্যা আমাদের সবসময়ই এবিবি স্কুলের অগ্রযাত্রার সাথে সামিল হয়ে এগিয়ে যেতে হবে।

 2 years ago 

আসলেই ভাইয়া আমরা যারা পুরাতন ইউজার তাদের অনেকেরই সবকিছু শিখতে অনেক বেশি সময় লেগেছিল। তারপরও কিছু কিছু জিনিস অজানাই ছিল। তবে এখন যারা নতুন ইউজার তাদের সবকিছু হাতে-কলমে শেখানো হচ্ছে। কিন্তু অনেকেই অবহেলার সাথে ক্লাসগুলো করছে। এটা আসলেই খুব দুঃখজনক।
abb-school এর মাধ্যমে আমিও নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। এই abb-school সত্যি আমাদের অহংকারের একটি বিষয়।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
সত্যিই এবিবি স্কুল আমাদের শেখার ঘাটতিগুলো পূরন করতে সক্ষম হয়েছে। এটা আমাদের গর্বের জায়গা।

 2 years ago (edited)

অনেক গুরুত্বপূর্ণ কিছু লেখা লিখেছেন বেশ ভালো লাগলো আর আমি ও আপনার সাথে একমত।

যারা নিতান্তই অবহেলা নিয়ে ক্লাস করেন এবং শুধুমাত্র সাপোর্ট পাওয়ার আশায় কাজ করছেন তারা আমাদের স্কুলের গুরুত্ব বুঝতে ব্যার্থ হয়েছেন।

অনেক ধন্যবাদ আপনাকে মোটিভেশনাল একটি ব্লগ আমাদের দেওয়ার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।
ভালো থাকবেন ভাই।

 2 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ আমার মন্তব্যের খুব চমৎকার একটি রিপ্লাই দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার পুরো পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।
আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। abb-school এর মাধ্যমে আমিও নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য শ্রদ্ধেয় দাদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ‌‌। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
এবিবি স্কুলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত শেখার মাধ্যমে এগিয়ে যাচ্ছি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই।
এবিবি স্কুলের মাধ্যমে আমরা এই প্লাটফর্মের সবকিছু জানতেও শিখতে পেরেছি। কারণ আমাদের এই প্লাটফর্ম সম্পর্কে আমরা জানতাম না তাহলে কিন্তু এখানে বেশি দিন টিকে থাকতে পারতাম না। কিন্তু এখন এবিপি স্কুলের মাধ্যমে আমরা এই প্লাটফর্মের সম্পর্কে সবকিছু জেনে গেছি। তাই এই প্লাটফর্মে টিকে থাকার জন্য প্রতিনিয়ত কাজ করতেছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি বিষয়ে আমাদের সাথে তুলে ধরার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65