ঈলমার জন্য গাড়ি কলমদানি তৈরি, যা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি || (১০% লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago
"সৃজনশীলতাই শক্তি"
Polish_20211105_221930645.jpg
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

আজ শুক্রবার আমার সাপ্তাহিক ছুটির দিন। আমি বলবো আমাদের এটি সাপ্তাহিক ঈদের দিন কারন আমি বাসায় থাকা মানে ঈলমার আনন্দের সীমা থাকে না। এখানে আরো একটি বিষয় হলো ঈলমার শুক্রবার হলো বায়না দিবস। এটা তৈরি করে দাও ওটা বানিয়ে দাও, সারাদিন এই চলে। আমি আজ ওর বায়নায় গাড়ি পেন্সিল বক্স তৈরি করলাম যা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি।

divider-5438009_640.png

" গাড়ি কলমদানি "
IMG_20211105_214825.jpg

এই চমৎকার গাড়িটি প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করেছি। এটি সাধারণ কলমদানি কিন্তু দেখতে কেমন হলো নিশ্চয়ই জানাবেন। তার আগে চলুন দেখি কিভাবে বানালাম।

divider-5438009_640.png

"প্রয়োজনীয় উপকরণ "
IMG_20211105_164254.jpg
  • প্লাস্টিকের বোতল
  • লাল এবং কালো কাগজ
  • কাঁচি
  • আঠা
  • কার্ডবোর্ড
  • গ্লু গান
  • এন্ট্রি কাঁটার
  • সোনালী রঙের লেইছ

divider-5438009_640.png

"তৈরি প্রক্রিয়া শুরু করলাম"
IMG_20211105_164637.jpg

IMG_20211105_164746.jpg

IMG_20211105_165323.jpg

প্রথমে একটি প্লাস্টিকের বোতল নিয়ে এন্ট্রি কাঁটার দিয়ে মাপ মতো দুপাশে কেটে নিলাম।

" তৈরি প্রক্রিয়া চলছে "

IMG_20211105_165336.jpg

IMG_20211105_170548.jpg

IMG_20211105_172345.jpg

IMG_20211105_171916.jpg

এই ধাপে একটি কার্ড বোর্ডের উপর বোতলটি রেখে মাপ দিয়ে গোল বৃত্ত এঁকে নিলাম। এভাবে দুবার এঁকে নিলাম। এখন কাঁচি দিয়ে গোল বৃত্ত কেটে নিয়ে বোতলের দুপাশে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম।

" তৈরি প্রক্রিয়া চলছে "

IMG_20211105_180651.jpg

IMG_20211105_182515.jpg

IMG_20211105_182710.jpg

IMG_20211105_192148~2.jpg

IMG_20211105_185424.jpg

একটি মার্কার পেন নিয়ে বোতলের মাঝখানে আমরা কলম রাখার জায়গাটা এঁকে নেবো। তারপর এন্ট্রি কাঁটার দিয়ে কেটে নিলাম। এবার লাল রঙের কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম এবং কলম রাখার জায়গাটা কেটে নিলাম এন্ট্রি কাঁটার দিয়ে। আর দুপাশে গোলাকার কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলাম

" তৈরি প্রক্রিয়া চলছে "

IMG_20211105_192736.jpg

IMG_20211105_193104.jpg

IMG_20211105_174743.jpg

IMG_20211105_175051.jpg

এই ধাপে গাড়ির সামনের আয়না তৈরি করবো লাল কাগজ দিয়ে। প্রথমে একটি লাল কাগজ নিয়ে মাপমতো কেটে নিলাম এবং আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তার পর চাকা তৈরি জন্য কার্ডবোর্ড গোল করে কেটে নিলাম আট টুকরা এবং আঠা দিয়ে লাগিয়ে চার টুকরায় রুপান্তরিত করলাম

" তৈরি প্রক্রিয়া চলছে "

IMG_20211105_200442.jpg

IMG_20211105_201513.jpg

IMG_20211105_201927.jpg

IMG_20211105_202903.jpg

এবার চাকাগুলোর একপাশে আঠা লাগিয়ে কালো কাগজের উপর রেখে চাপ দিয়ে লাগিয়ে নিলাম এবং অপর পাশেও লাগিয়ে কেটে নিলাম। এরপর চাকার পাশ বরাবর আঠা লাগিয়ে সোনালী লেইছ লাগিয়ে দিলাম।

" তৈরি প্রক্রিয়া চলছে "

IMG_20211105_203014.jpg

IMG_20211105_203251.jpg

IMG_20211105_203543.jpg

এবার চমৎকার দেখতে চাকাগুলো আঠা দিয়ে মূল বডির সাথে লাগিয়ে দিলাম।

" তৈরি প্রক্রিয়া চলছে "

IMG_20211105_205015.jpg

IMG_20211105_204018.jpg

IMG_20211105_205411.jpg

IMG_20211105_205657.jpg

IMG_20211105_210427.jpg

এইবার খুব মজার কাজ চোখ এবং মুখ আঁকা। প্রথমে বেগুনী রঙের কাগজ নিয়ে চোখের অবয়ব কেটে নিলাম পরে কিছুটা কালো রঙের কাগজ নিয়ে চোখের মনি কেটে নিলাম । সবশেষে বেগুনী কাগজের উপর মুখ এঁকে কাচি দিয়ে কেটে নিলাম। এবার আঠা দিয়ে চোখ এবং মুখ লাগিয়ে দিলাম।

" তৈরি প্রক্রিয়া চলছে "

IMG_20211105_211411~2.jpg

IMG_20211105_214530.jpg

সর্বশেষ ধাপে চাকা গুলোকে সুন্দর লাগানোর উদ্দেশ্যে লাল রঙের কাগজ গোল করে কেটে নিয়ে চাকায় লাগিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল চমৎকার গাড়ি কলমদানি।

" তৈরিকৃত কলমদানি "
IMG_20211105_214808.jpg

divider-5438009_640.png

" ঈলমার আনন্দ বাঁধ ভাঙা "
IMG_20211105_214915.jpg

divider-5438009_640.png

" সর্বশেষে কিছু কথা "
car-3399851_640.webp

সংগ্রহশালা

আসলে বাচ্চাদের গাড়ির খেলনা ভীষণ পছন্দের জিনিস, আমার মেয়ের ও ঠিক তাই। কাজটি শেষ করার পর সে কি যে খুশি বলে বোঝাতে পারবো না। আজকের কাজটি আমার সারাদিন সময় লেগেছে কিন্তু তার এক হাসি আমার সব কষ্ট দূর করে দিয়েছে। বন্ধুরা এখন রাত ২.৩০ মিনিট তোমাদের জন্য পোস্ট লিখছি আবার সকাল ৭টায় অফিস আছে তাই পোস্ট এখানেই শেষ করলাম। আশাকরি আমার কাজ কেমন লাগলো জানাবেন। শুভ রাত্রি 👀

divider-5438009_640.png

ছবির বিবরণ
বিষয়বস্তুগাড়ির কলমদানি
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

divider-5438009_640.png

আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

["হতে চাই মানবতার

করি মানবতার জয় জয়কার"]()

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপনি ঠিকই বলেন ভাই সৃজনশীলতাই শক্তি। অপ্রয়োজনীয় জিনিস দিয়ে উপকারী কিছু তৈরি করা একজন ক্রিয়েটিভ প্রতিভাবান মানুষের পক্ষেই সম্ভব। বোতল দিয়ে কলমদানি টা অনেক সুন্দর হয়েছে ভাই। এক কথায়
অসাধারণ।

 3 years ago 

ধন্যবাদ খুব চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

সৃজনশীলতাই শক্তি আপনার এই কথার সাথে কাজের মিল পায় আমি। সবসময় নতুন নতুন কিছু দেখতে পারি। আজকের কলমদানি তৈরিটি সুন্দর হয়েছে। প্লাস্টিকের বোতলের সাহায্যে কলমদানি তৈরি সত্যি অসাধারন। ইলমা মনে হয় খুব খুশি হয়েছি কলম দানিটি পেয়ে।

 3 years ago 

ধন্যবাদ ভাই খুব সুন্দর মন্তব্যের জন্য ♥️।
সত্যিই আপনার ইতিবাচক মন্তব্য উৎসাহিত করে।

 3 years ago 

ঈলমার জন্য গাড়ি কলমদানি তৈরি করেছেন দারুন হয়েছে স্যার অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন গাড়িটি দেখতে অনেক সুন্দর হয়েছে আমার ভিশন পছন্দ হয়েছে। আপনার মেয়ে গাড়ি পেয়ে অনেক খুশি। ঈলমার জন্য দোয়া রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ লিমন ♥️
পাশেই থাকো 🥀

 3 years ago 

ভাই আসলেই সৃজনশীলতার প্রশংসা না করে পারছি না।ছোট ছেলে মেয়েদের প্রিয় খেলার জিনিস হলো খেলনা গাড়ি যা আপনি নিজে বানিয়েছেন।খুব সুন্দর হয়েছে আর ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

অও,
দারুণ আইডিয়া।সুন্দর হয়েছে diy টি।
আপনার মেয়েকে খুব মিষ্টি দেখতে লাগছে।আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি 💚

 3 years ago 

প্লাস্টিকের বোতল দিয়ে খুবই চমৎকার করে ইলমার জন্য কলমদানি বানিয়েছেন।। যেটা সত্যিই অসাধারণ হয়েছে।অনেক অনেক শুভকামনা।আর ইলমা মামনির জন্য অনেক অনেক দোয়া রইল♥♥

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু 💌

 3 years ago 

সত্যি ভাইয়া আপনি এত সুন্দর জিনিস তৈরি করছেন বোতল দিয়ে ইলমা মামণির জন্য খেলনা গাড়ি।সত্যিই দেখার মতো ছিল। আপনি নতুন নতুন সৃজনশীলতার উদ্ভব ঘটান দেখে খুবই ভালো লাগে। আপনার কাজ দেখে আমি মুগ্ধ হই এবং এটি এত সুন্দরভাবে পরিবেশন করেছেন। অনেক ভাল ছিল সব মিলে একদম বেস্ট। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
খুব চমৎকার একটি মন্তব্য করেছেন।
খুব চেষ্টা করছি আপনাদের ভালো কিছু উপহার দিতে।

 3 years ago 

আপনার কাগজের এবং প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি গাড়ি কলমদানি টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি খুব সুন্দর করে ধৈর্য সহকারে গাড়ি কলমদানি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ।এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু খুব চমৎকার একটি মন্তব্যের জন্য ♥️

 3 years ago 

কলমদানি তৈরির আইডিয়া টি সুন্দর । খুবি সুন্দর করে তৈরী করেছেন জিনিস টি। আর বাচ্চার এই বিষয়ে খুবি আগ্রহী থাকে এবং ওদের মেধা এগুলো তৈরী দেখলে বৃদ্ধি পায়। শুভ কামনা রইল আপনার জন্য। ভাল থাকবেন

 3 years ago 

শুভ ভাই খুব চমৎকার একটি মন্তব্য করেছেন।
অনেক দোয়া রইল পাশে থাকুন।
আপনি ভালো কাজ করে যাচ্ছেন আপনার সার্বিক উন্নতি কামনা করছি 💖

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে গাড়ি কলমদানি আর যূদি প্লাস্টিকের জিনিস এভাবে আমরা সবসময়ই রি-ব্যবহার করি। তাহলে আমাদের পরিবেশ দূষণ মুক্ত হবে। শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু 💌
সত্যিই চেষ্টা করছি ফেলে রাখা জিনিস দিয়ে চমৎকার কিছু করার। আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে।
আশাকরি পাশে থাকবেন।

 3 years ago 

আপনার মত আমাদের সবাইকে চেষ্টা করা উচিত ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35