DIY PROJECT :) গিফট পেপার দিয়ে দারুন কিছু || (১০% লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

"সৃজনশীলতাই শক্তি"



ডাই প্রজেক্ট বলতে আমরা কি বুঝি?


সাধারণত ডাই প্রজেক্ট বলতে আমরা বুঝি নিজে সৃজনশীল কিছু কাজ করা। দেখুন মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসেনা। দেখতে দেখতে এবং একটু আধটু চেষ্টা করতে করতেই একদিন মানুষ অনেক অভিজ্ঞ হয়ে ওঠে। অনেকেই আছেন কি প্রজেক্ট করবো মানুষ হাসবে নাতো এগুলো চিন্তা করতে করতে আর কিছু করেই না। আরে ভাই শুরু করুন দেখবেন আপনারটা একদিন সুন্দর এবং সেরা হবেই। আবার এমন কিছু লোক রয়েছে যে একজন একটা প্রজেক্ট করলো সেও ঘুরে ফিরে একই জিনিস করলো, তাহলে এখানে সৃজনশীলতার বিকাশ ঘটলো কই?
নিজে যাই করুন সুন্দর করে চেষ্টা করুন দেখবেন সত্যিই অসাধারণ সুন্দর হবে একদিন।।।।।



"গিফট পেপার দিয়ে ওয়ালমেট"


Polish_20211022_233427224.jpg

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

divider-3071771_640.png

"✂️ প্রয়োজনীয় উপকরণ ✂️"


IMG_20211022_131350~2.jpg

IMG_20211020_163328.jpg


যা যা লাগবে ✂️:

  • গিফট পেপার
  • রঙিন কাগজ
  • কার্ডবোর্ড
  • পেন্সিল
  • কাঁচি
  • সুতা
  • আঠা

divider-3071771_640.png

"কিভাবে বানালাম"


গত দুই দিন ধরে এটার পিছনে খাটুনি করলাম। চলুন দেখি কিভাবে বানালাম।



"তৈরির কাজ চলছে"


IMG_20211020_163929~2.jpg

IMG_20211020_164903.jpg

IMG_20211020_165430.jpg

IMG_20211020_171958.jpg

IMG_20211020_172550.jpg


প্রথমে লাল রঙের কাগজ নিয়ে লাভ তৈরি করে নিলাম। এরপর একটি কার্ড বোর্ড লাভ আকৃতির করে কেটে নিলাম এবং আঠা দিয়ে লাগিয়ে নিলাম। রঙিন কাগজ দিয়ে লাভ তৈরি করার কারন হলো গিফটের কাগজগুলো খুব পাতলা হয় যাতে উপর থেকে কার্ড বোর্ড দেখা না যায় তাই করা হয়েছে।

divider-3071771_640.png

"তৈরির কাজ চলছে"


IMG_20211020_175425~2.jpg

IMG_20211020_182807.jpg

IMG_20211020_184218.jpg

IMG_20211020_211842.jpg

এইবার আমরা একটি গাছের ডাল বানাবো যেখানে পাখি বসবে এবং অনেক ফুল থাকবে। প্রথমে একটি কালো কাগজ নিয়ে এতে পেন্সিল দিয়ে গাছের ডাল আঁকলাম। এরপর আঠা দিয়ে কার্ডবোর্ড এর উপর লাগিয়ে দিলাম। এখন কাঁচি দিয়ে কেটে নিলাম। গাছের ডাল তৈরি হয়ে গেল।

divider-3071771_640.png

"তৈরির কাজ চলছে"


IMG_20211020_213222~2.jpg

IMG_20211020_213856.jpg

IMG_20211020_214319.jpg

IMG_20211020_215112~2.jpg

IMG_20211020_215429~3.jpg

IMG_20211022_180314.jpg

মজার কাজ পাখি তৈরি। প্রথমে একটি কার্ডবোর্ডে একটি পাখির ছবি অংকন করলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর গিফট পেপার নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম এবং কাঁচি দিয়ে আবার কেটে নিলাম। সবশেষে সুন্দর করে চোখ বানিয়ে লাগিয়ে দিলাম।
কি কেমন হলো পাখিগুলো ?

divider-3071771_640.png

"তৈরির কাজ চলছে"

IMG_20211020_222443~2.jpg

IMG_20211020_222556.jpg

IMG_20211020_233134.jpg

IMG_20211020_235024.jpg

IMG_20211022_122343.jpg

IMG_20211022_131031~2.jpg

ফুল বানাবো আছেন তো সাথে ?
প্রথমে রঙিন কাগজ নিয়ে ছবির ন্যায় ভাঁজ করে কেটে নিলাম। এরপর গিফট পেপারও একই পদ্ধতিতে ভাঁজ করে কেটে নিলাম এবং আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর ফুলের মাঝখানে লাল রঙের কাগজ হাতের আঙ্গুল দিয়ে ছোট গোলাকার করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল চমৎকার ফুল।
কি কেমন লাগলো ফুল ?

divider-3071771_640.png

"তৈরির কাজ চলছে"


IMG_20211022_170236.jpg

IMG_20211022_170641.jpg

IMG_20211022_173713.jpg

লাভ তৈরি করতে ভালোই লাগে কি বলেন? প্রথমে কার্ড বোর্ডের উপরে লাভ একে নিলাম ।
এরপর কাঁচি দিয়ে লাভ কেটে নিলাম এবং আঠা দিয়ে একটি নীল রঙের গিফট পেপারের ওপর লাগিয়ে দিলাম । সব শেষে আবার কাঁচি দিয়ে লাভ গুলো সুন্দর করে কেটে নিলাম।

divider-3071771_640.png

"তৈরির কাজ চলছে"


IMG_20211022_181116.jpg

IMG_20211022_181730.jpg

IMG_20211022_190329.jpg

IMG_20211022_190709.jpg

IMG_20211022_194534~2.jpg

এবার সবকিছু জোড়া দেওয়ার পালা। ফুল, পাখি ও গাছ সবকিছু আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এখন একটি কালো রঙের সুতা নিয়ে সুন্দর এই ভালোবাসাগুলো ঝুলিয়ে দিলাম। ব্যাস অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আমার প্রজেক্ট তৈরি।

divider-3071771_640.png

"ঝুলন্ত শিল্পকর্ম"

IMG_20211022_201718.jpg

IMG_20211022_201803.jpg

divider-3071771_640.png

"আমাদের ছবি তোলা"

Polish_20211023_115313714.jpg

divider-3071771_640.png

"নিজস্ব কিছু অনুভুতি



আজকের প্রজেক্ট অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য কাজ ছিল। আশাকরি সবাই জানাবেন কেমন ছিল। তো আজকের মতো বিদায় নিলাম।
শুভ কামনা রইল সবার জন্য 💌

divider-3071771_640.png

ছবির বিবরণ:-

বিষয়বস্তুগিফট পেপার দিয়ে ওয়ালমেট
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

divider-4792864_640.png

divider-6118759_640.png

IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

divider-6118759_640.png

Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ ভাইয়া আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে সাজিয়েছেন সবাই খুব সহজে বুঝতে পারবে ওয়ালমেট কিভাবে বানাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার সবগুলো ড্রাই পোস্ট আমার কাছে অনেক ভালো লাগে। এরকম আরো সুন্দর সুন্দর ড্রাই পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন । অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀
সত্যিই খুব ভালো লাগলো জেনে আমার কাজগুলো আপনার কাছে ভালো লাগে।
আপনিও খুব চমৎকার কাজ করছেন এবং আমি নিয়মিত দেখার চেষ্টা করছি।
আপনার জন্য অনেক শুভকামনা রইল 💌

 3 years ago 

সত্যিই গিফট পেপার দিয়ে দারুন কিছু বানিয়েছেন।যা অসাধারণ হয়েছে এবং অসম্ভব সুন্দর লাগছে।এতদিন শুনেছিলাম দাগ থেকে দারুন কিছু।। আর আজ,,,,

 3 years ago 

দারুন মন্তব্যের জন্য ধন্যবাদ ♥️
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

ধন্যবাদ ভাইয়া নিত্যনতুন জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য।আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম আপনার আজকের ডাই প্রজেক্টটি দেখে কারণ গিফটের যেই র‍্যাপিং পেপার গুলো আমরা একসময় ফেলে দেই ওগুলো দিয়ে যে এতো সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় তা আমার কল্পনার বাইরে।প্রথমে তৈরি পাখিগুলো তো অসাধারণ ছিল আর সবিশেষে আপনার ওয়ালমেটটি।আপনার পোস্টগুলোর মাধ্যমেই আমরা অনুপ্রেরণা পাই সৃজনশীলতা নিয়ে ভাবার।দোয়া করি এভাবেই এগিয়ে যাবেন।শুভকামনা রইলো ভাইয়া❤️

 3 years ago 

অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্যের জন্য।
আপনি অনেক ভালো করছেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে 🥀

😊❤️

 3 years ago 

ওয়াও কি বলবো জাস্ট অসাধারণ হয়ছে আপনার বানানো ওয়ালমেটটি। প্রসংশা পাওয়ার মতো একটি ওয়ালমেট হয়ছে। কালার কম্বিনেশন টা অস্থির হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
আশাকরি আপনার কাছ থেকে খুব সুন্দর ডাই প্রজেক্ট পাবো। শুভ কামনা রইল ভাই 🥀

 3 years ago 

সত্যি আমি অবাক এতো সুন্দর ওয়ালমেট বানানো হয়েছে। এটি করতে অনেক অনেক সময় গেছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খুব ভালো লাগল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য 🥀
আসলেই এটি খুব সময় সাপেক্ষ কাজ ছিল।
তবে আনন্দ লাগছে যে আপনাদের ভালো লেগেছে।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 3 years ago 

অসাধারণ। যাকে বলে পারফেক্ট শট। দেখে দিলেন আপনি এসো নিজে করি প্রজেক্ট এর মূল বাণী।

খুবই চমৎকার যেটি ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়

 3 years ago 

শুকরিয়া ভাই ♥️
অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য 🥀
আপনার জন্য শুভকামনা সবসময়ই রয়েছে 🥀

 3 years ago 

অন্তরের অন্তস্থল থেকে আপনার জন্য অবিরাম ভালোবাসা।

ওয়াও
অনেক সুন্দর হয়েছে, ভাইয়া। দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

সত্যি ভাইয়া আমি মুগ্ধ হয়ে যায় আপনার কাজ
দেখে।গিফট পেপার দিয়ে দারুণ কিছু করেই দেখালেন আপনি অবশ্য । দেখতে এতটা সুন্দর লাগছে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আপনি কাজটি সম্পন্ন করেছেন। অনেক ভালো লাগলো আপনার প্রতি শুভকামনা রইল ভাইয়া। অনেক ভাল ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
আপনিও অনেক চমৎকার সব কাজ উপহার দিচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইল 💌

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার গিফট পেপার দিয়ে তৈরি ওয়ালমেট টা। আমার খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে সবকিছু আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আশা করব সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের সাথে শেয়ার করবেন

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর জিনিস বানিয়েছেন আপনি। গিফটের এ পেপার গুলো তো ফেলে দেওয়া হয়। তবে আজকে আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটা জিনিস দেখলাম। ওয়ালমেট টি অনেক সুন্দর লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀
সত্যিই এগুলো দিয়ে অনেক কিছু করা সম্ভব।
আপনি অনেক ভালো ভালো পোস্ট উপহার দিচ্ছেন, আপনার জন্য শুভকামনা রইল 💌

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63407.49
ETH 2645.11
USDT 1.00
SBD 2.81