আমার তোলা কিছু আলোকচিত্র|| নতুন কিছুর খোঁজে ✨

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার তোলা কিছু আলোকচিত্র
নতুন কিছুর খোঁজে ✨


Polish_20220729_114056303.jpg

শুভ সকাল #amarbanglablog পরিবার। আশাকরি সবাই ভালো আছেন। যদিও জানি অনেকেই অসুস্থতার সাথে লড়াই করছেন আর লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পরেছেন। উপর ওয়ালা সবাইকে সুস্থতা দান করুন আর লোডশেডিং হয়তো এতো সহজে যাবে না, আমাদের এভাবেই অভ্যস্ত হয়ে উঠতে হবে। যাক এগুলো ছিল ভিন্ন বিষয়, এবার আসি আজকের পোস্টের বিষয়ে। যখন থেকে আমার নতুন মোবাইল ফোন কিনেছি, ছবি তুলতে বেশ ভালোই লাগে। এই মোবাইলে ছবি মোটামুটি ভালো আসে তাই ছবি তোলার বেশ নেশা পেয়ে গেছে। চলুন আজ আপনাদের আমার কিছু ছবি দেখাই। আমি সবসময়ই নতুন কিছু খুঁজে বেড়াই, সব আপনাদের জন্য 🤗 আশাকরি আজকের ছবিগুলো ভালো লাগবে। চলুন দেখে আসি।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220726080957~2-01.jpeg

IMG20220726081028~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

এটা ভীষণ ছোট্ট ঘাসফুল যা আমার মোবাইলে থাকা ম্যাক্রো লেন্স ব্যাবহার করে তুলতে সক্ষম হয়েছি। আসলে ছোট্ট ঘাসফুলের মাঝেও যে অপরুপ সৌন্দর্য্য লুকিং থাকতে পারে তা খুব ভালো ভাবে খেয়াল না করলে বুঝবেন না। আসলে চেষ্টা করতে হবে সৌন্দর্য খুঁজে বের করার। এখানে একটা বিষয় হচ্ছে বেশি দূরে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র মনের জানালা খুলে তাকিয়ে দেখুন প্রকৃতি কত সুন্দর। প্রকৃতি আমাদের নিরাশ করে না কিন্তু আমরা প্রকৃতিকে নিরাশ করি বিভিন্নভাবে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220606175735~2-01.jpegIMG20220606175652~2-01.jpeg

IMG20220606175644~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি। কত সুন্দর করে তিনি প্রতিটি প্রানী সৃষ্টি করেছেন। এই জুয়েল বাগ আমার সবসময়ই ভালো লাগে। সবুজ ঘাসের মাঝে যেন অপরুপ বর্নীল এক রত্ন। আমি একে দেখা মাত্রই ছবি তুলতে চেষ্টা করি। কেমন লাগে আপনাদের এই চমৎকার পোকাটি ?

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220630203154~2-01.jpeg

IMG20220630203300_BURST007~3-01.jpegIMG20220630203422~3-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

এই পোকাটি মোটামুটি সবাই চেনেন, এটা ঘাস ফড়িং। একে পেতে হলে জঙ্গলে যেতে হয়না আমার, এটি লাফিয়ে লাফিয়ে ঘরে চলে আসে। আর আমার মেয়ে ঈলমা এটাকে সবুজ ঘোড়া বলে। সে মাঝে মাঝে ধরে সুতা লাগিয়ে ঘরের ভেতর ছেড়ে দেয়। বলতে পারেন এটা অতিথির মতো মাঝে মাঝেই ঘরে এসে হানা দেয়।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220723123427~2-01.jpegIMG20220723123723~2-01.jpeg

IMG20220723120823~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

এক জোড়া কবুতর 🕊️ । না আমি এখন কবুতর পালন করছিনা। গতকাল আমার লাভ বার্ডের জন্য খাবার কিনতে গিয়ে তাদের দেখা পেলাম। খুব ইচ্ছে করছিল বাসায় এনে লালন পালন করি কিন্তু থাকি অন্যের বাসায় এতো কিছু রাখতে দেবে না, এই একটা সমস্যা। তবে খুব ইচ্ছে আছে একদিন আমার অনেক রকম পাখি থাকবে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220723215809~2-01.jpegIMG20220723215646~2-01.jpeg

IMG20220723215405~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

এই পোকাটার নাম আমি সঠিক জানিনা তবে ঝিঁঝিঁ পোকা হতে পারে। আপনারা কেউ এর নাম জানলে জানাবেন 🤗 এটি মাঝে মাঝেই ঘরের ভেতর চলে আসে। অবাক হলাম তার ছবি তুলতে গিয়ে একবার ডিগবাজির মতো দিল । আমি ছবি তুলে তাকে বিদায় করেছি ঘর থেকে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

🪴 পরিশেষ 🪴


আমার তোলা আজকের ছবিগুলো কেমন লাগলো আশাকরি জানাবেন। আমি সবসময়ই নতুন কিছু খোঁজার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণা সবসময়ই আমাকে কাজের গতি বাড়িয়ে দেয় বহুগুণে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।


বিদায় নিলাম 🤗

Sort:  
 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে খুব সুন্দর ভাবে আজকের পোস্ট উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফি বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। সর্বশেষ পোকাটির নাম আমারও জানা নেই। তবে আমার মনে হয় আমিও দেখেছি এই পোকাটি। হাঁটার মধ্যে হঠাৎ হঠাৎ অনেক জোরে লাফ দেয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
পোকাটির নাম আমিও জানি না।
যাক অপেক্ষায় আছি কেউ না কেউ নিশ্চয়ই জানবে।
আপনার মন্তব্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে।
অনেক দোয়া রইল আপনার জন্য।

Defending our natural habitat.🙏👍

 2 years ago 

আপনার আলোকচিত্র গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর কিছু আলোকচিত্র আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।
আপনাদের উৎসাহ আর অনুপ্রেরণায় আমি সবসময়ই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🤗

 2 years ago 

প্রতিটি ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে আমার সবথেকে ফুলের ছবিগুলো বেশি ভালো লাগে। তাই ঘাসফুলের ছবিটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু 💌
আপনার ঘাসফুলের ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম ☺️
ঐ ছবিগুলো আমার কাছেও ভালো লেগেছে।
ভালো থাকবেন দোয়া রইল 🥀

 2 years ago 

এক কথায় অসাধারণ ভাই। আপনি খুব সুন্দর করে কিছু ম্যাক্রোফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সত্যি যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। পোকা এবং ঘাসফুল অসাধারণ ছিল।সেইসাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাই ভাই 🤗
আপনাদের চমৎকার মন্তব্যগুলোর জন্য কাজে উৎসাহ পাই।
দোয়া রইল আপনার জন্য।।।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে কবুতরের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি সম্পর্কে আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

কবুতর আমার কাছেও ভীষণ ভালো লাগে।
আমার ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম 🤗
ভালো থাকবেন দোয়া রইল 🥀

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি ফুলগুলো এত সুন্দর ভাবে তুলেছেন যে অদ্ভুত সুন্দর লাগছে। তাছাড়া পোকামাকড়ের ছবি ও সুন্দর হয়েছে আপনার উপস্থাপনাও ছিল যথেষ্ট ভালো ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাই আপু চমৎকার মন্তব্যের জন্য 🥀
ছবিগুলো যথেষ্ট সময় নিয়ে তুলেছিলাম, আপনাদের মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
খুব ভালো থাকুন দোয়া রইল 🥀

 2 years ago 

ঠিক বলেছেন এখন অনেকেই অসুস্থ। লোডশেডিং এর ঝামেলা তো আছেই। আপনার নতুন ফোন কিনে দারুন ফটোগ্রাফি করেছেন। প্রথম ফটোগ্রাফি দুইটা আসলে সত্যি খুবই ভালো লেগেছে। এছাড়াও প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই 🤗
প্রথম দুটি ছবি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
আসলে এধরনের ফটোগ্রাফী বেশ সময়সাপেক্ষ কাজ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63501.83
ETH 2650.23
USDT 1.00
SBD 2.81