ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি || উইপোকার জীবনযাত্রা ভিডিও।
|
|---|
![]() |
|---|
| "ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি।" দেখুন আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই, তবে আমি ছবি তোলার ক্ষেত্রে বিশেষ কিছু খুঁজে বেড়াই। একটি মজার ব্যাপার বলি প্রথমত আমি যে কাজ করি না কেন আগে নিজেকে খুশি করার জন্য করি কারন আমি একটা চিন্তা করি যদি আমি নিজেই আমার কাজ নিয়ে সন্তুষ্ট হতে না পারি তাহলে অন্য কেউ আমার কাজে সন্তুষ্ট কেন হবে? শুধু মাত্র এই একটি চিন্তা যদি আপনিও করেন একমাত্র তখনই ভালো পোস্ট করতে পারবেন। যাক আজ এমন কিছু কাজ দেখাবো আপনাদের যা আমার কাছে পছন্দনীয়, আর আপনাদের কতটুকু ভালো লাগবে সেটাই দেখার বিষয়। তো চলুন শুরু করি। |
|---|
![]() |
|---|
![]() |
|---|
![]() |
|---|
| মানুষের মন মানসিকতা সব সময় এক রকম থাকে না। হঠাৎ কোন কারনে মন খারাপ থাকলে ভিন্ন কিছু চিন্তা ভাবনা মাথায় আনলে মন ভালো হয়। এটা একটা মন ভালো করার ঔষধ। মনটা একটু খারাপ ছিল তাই মোবাইল নিয়ে ঝুঁকে পড়লাম লাউ ফুলের ভেতর। যা দেখলাম সত্যিই অবাক হলাম। ক্যামেরা যখন জুম করলাম দেখলাম কিছু ছোট ছোট পোকা এর ভেতর থেকে কি যেন সংগ্রহ করছে। আমার মনে হয় মধু হবে হয়ত। তবে এদের মাধ্যমে লাউ ফুলের বিশাল উপকার হচ্ছে। তাদের পরাগায়ন ঘটছে আর ভবিষ্যত লাউয়ের আগমন ঘটবে। |
|---|
![]() |
|---|
![]() |
|---|
| একদমই ছোট্ট ঘাস ফুল। এটি এতটাই ছোট যা আমার মোবাইলে থাকা ম্যাক্রো লেন্সের বদৌলতে দেখা যাচ্ছে। জিনিসটা সবুজ স্নিগ্ধতায় ভরপুর। ছবিটি যখন তুলেছিলাম তখন মন স্নিগ্ধতায় ভরে গিয়েছে। |
|---|
![]() |
|---|
![]() |
|---|
![]() |
|---|
| "বুনো ফুল" যার ফল অনেকটা টমেটোর মতো। এর ফুল আর ফল ভীষণ সুন্দর দেখতে। এগুলো আমাদের চোখের সামনে থাকে কিন্তু আমরা খেয়াল করি না। একবার খেয়াল করবেন এদের সৌন্দর্য দেখবেন ভালোই লাগবে মনে। |
|---|
![]() |
|---|
![]() |
|---|
| ভীষণ ছোট্ট আর পরিশ্রমী উইপোকা গুলো। মাঝে মাঝেই আমাদের মনে হয় এতো কাজের চাপ আর এতো পরিশ্রম আর পারি না। কিন্তু এই খুব ছোট্ট উইপোকা দের দিকে তাকিয়ে দেখুন এরা দিন রাত এক করে দিয়ে মুখে করে ছোট্ট ছোট্ট মাটির কণা সংগ্রহ করে কি বিশাল মাটির অট্রালিকা তৈরি করছে। সত্যিই অসাধারণ জিনিস। আর সমস্ত বিপদ থেকে নিজের গোত্রের লোকদের বাঁচিয়ে চলেছে আর খাবারের যোগান দিয়ে চলেছে বিশাল উই গোত্রের। আর রানীর সুরক্ষার দায়িত্ব তো রয়েছেই। নিরন্তন এক বিশাল কর্মযজ্ঞ যা আমি প্রতক্ষ করেছি বেশ কিছু সময় এবং আপনাদের জন্য একটি ভিডিও ধারণ করেছি। দেখবেন নিশ্চয়ই ☺️। তবে এদের থেকে একটা জিনিস শিখেছে তা হলো বাঁচতে হলে ছুটতে থাকো, দিন আর রাত এক করে দাও। |
|---|
| বিষয়বস্তু | ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি |
|---|---|
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |
আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।
"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"
















আপনার ফটোগ্রাফি এবং ভিডিও অসম্ভব দারুন হয়েছে ভাই সত্যি প্রশান্তিময় ছিলো।গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই, আপনাদের সুন্দর মন্তব্য আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে ❣️
আপনি প্রফেশনাল ফটোগ্রাফার না হলে কি হয়েছে দাদা। আপনি কোন অংশেই তাদের থেকে কম না। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ঘাসফুল ও ছোট পোকামাকড় গুলোর । আমার কাছে ভালো লেগেছে ছবিগুলো। আপনার থেকে এমনিই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আরো পাওয়ার আশা রাখছি।
অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
সত্যিই চেষ্টা করছি ভালো কিছু করার জন্য 🥀
পাশেই থাকুন।
উইপোকার জীবনযাত্রা ভালোই লিখেছেন। কিন্তু এটি আমি একদম পছন্দ করি না। উইপোকা আমাদের বহু ক্ষতি করে গেছে এবং করছে। ওরা যে কতটা খতরনাগ যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না। তবে ওদের ও জীবন আছে। সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ভিডিওগ্রাফি দারুন।ধন্যবাদ
সত্যিই দুঃখজনক ব্যাপার 🥺
যাক ব্যাপারটা হচ্ছে এরা আসলেই বেশ পরিশ্রমী আমি শুধু এতটুকু বোঝাতে চেয়েছি।
যাক অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🥀
অসাধারণ সব ছবি গুলও।ছবি গুলো দেখে মনে হচ্ছে আপনি তাদের জীবন চক্রের গতিপথ তুলে ধরেছেন।আর আপনার ফটোগ্রাফির সাথে কেপশন টাও অনেক সুন্দর ছিলো।সব মিলিয়ে দারুন একটি পোস্ট।🖤
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
পাশেই থাকুন 🥀
অসাধারন ছবি তুলেছেন ভাই। ছবি গুলার মধ্যে অনেক ডিটেইলস ছিলো। দেখে বুঝা যাচ্ছে খুব যত্নের সাথে ছবি গুলো তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ছবি গুলো শেয়ার করার জন্য ভাইয়া। শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
আপনার ফটোগ্রাফির প্রশংসা না করলে লস। এতো সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখেই মন ভরে গেছে আমার। অসম্ভব সুন্দর হয়েছে প্রতিটি ছবি। আর ভিডিও ট না দেখলে আসলেই লস হয়ে যেতো। সব মিলিয়ে খুব ভালো ছিলো।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি মন্তব্যের জন্য ♥️
পাশেই থাকুন 🥀
স্যার আজকের ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় ইউনিক হয় আমি লক্ষ্য করি। উইপোকার জীবনযাত্রা ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে উইপোকার কাছ থেকেও আমাদের অনেক কিছুই শেখার আছে। আপনার পোস্ট টি আমার ভিশন পছন্দ হয়েছে। আশাকরি আপনি আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের কে উপহার দিবেন। এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ লিমন।
পাশেই থাক।
আমার পোস্টের কিছু কিছু জিনিস নোট করো।
ওকে স্যার
অনেক ধন্যবাদ @razuan12 তোমার চমৎকার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে ❣️
পাশেই থেকো ❣️