ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি || উইপোকার জীবনযাত্রা ভিডিও।

in আমার বাংলা ব্লগ4 years ago

ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি



Polish_20220108_202848166.jpg
"ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি।" দেখুন আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই, তবে আমি ছবি তোলার ক্ষেত্রে বিশেষ কিছু খুঁজে বেড়াই। একটি মজার ব্যাপার বলি প্রথমত আমি যে কাজ করি না কেন আগে নিজেকে খুশি করার জন্য করি কারন আমি একটা চিন্তা করি যদি আমি নিজেই আমার কাজ নিয়ে সন্তুষ্ট হতে না পারি তাহলে অন্য কেউ আমার কাজে সন্তুষ্ট কেন হবে? শুধু মাত্র এই একটি চিন্তা যদি আপনিও করেন একমাত্র তখনই ভালো পোস্ট করতে পারবেন। যাক আজ এমন কিছু কাজ দেখাবো আপনাদের যা আমার কাছে পছন্দনীয়, আর আপনাদের কতটুকু ভালো লাগবে সেটাই দেখার বিষয়। তো চলুন শুরু করি।

IMG20211124083029_01~2.jpg

"ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি"
IMG20220107170823_01.jpg
IMG20220107170805_01.jpg
IMG20220107170741_01.jpg
মানুষের মন মানসিকতা সব সময় এক রকম থাকে না। হঠাৎ কোন কারনে মন খারাপ থাকলে ভিন্ন কিছু চিন্তা ভাবনা মাথায় আনলে মন ভালো হয়। এটা একটা মন ভালো করার ঔষধ। মনটা একটু খারাপ ছিল তাই মোবাইল নিয়ে ঝুঁকে পড়লাম লাউ ফুলের ভেতর। যা দেখলাম সত্যিই অবাক হলাম। ক্যামেরা যখন জুম করলাম দেখলাম কিছু ছোট ছোট পোকা এর ভেতর থেকে কি যেন সংগ্রহ করছে। আমার মনে হয় মধু হবে হয়ত। তবে এদের মাধ্যমে লাউ ফুলের বিশাল উপকার হচ্ছে। তাদের পরাগায়ন ঘটছে আর ভবিষ্যত লাউয়ের আগমন ঘটবে।

IMG20211124083029_01~2.jpg

"ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি"
IMG20220105162310_01~2.jpg
IMG20220105162256_01.jpg
একদমই ছোট্ট ঘাস ফুল। এটি এতটাই ছোট যা আমার মোবাইলে থাকা ম্যাক্রো লেন্সের বদৌলতে দেখা যাচ্ছে। জিনিসটা সবুজ স্নিগ্ধতায় ভরপুর। ছবিটি যখন তুলেছিলাম তখন মন স্নিগ্ধতায় ভরে গিয়েছে।

IMG20211124083029_01~2.jpg

"ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি"
IMG20220105162635_01.jpg
IMG20220105162456_01.jpg
IMG20220105162434_01.jpg
"বুনো ফুল" যার ফল অনেকটা টমেটোর মতো। এর ফুল আর ফল ভীষণ সুন্দর দেখতে। এগুলো আমাদের চোখের সামনে থাকে কিন্তু আমরা খেয়াল করি না। একবার খেয়াল করবেন এদের সৌন্দর্য দেখবেন ভালোই লাগবে মনে।

IMG20211124083029_01~2.jpg

"ছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি"
IMG20220105161706_01.jpg
IMG20220105161915_01.jpg

ভিডিও না দেখলে লস ☺️
ভীষণ ছোট্ট আর পরিশ্রমী উইপোকা গুলো। মাঝে মাঝেই আমাদের মনে হয় এতো কাজের চাপ আর এতো পরিশ্রম আর পারি না। কিন্তু এই খুব ছোট্ট উইপোকা দের দিকে তাকিয়ে দেখুন এরা দিন রাত এক করে দিয়ে মুখে করে ছোট্ট ছোট্ট মাটির কণা সংগ্রহ করে কি বিশাল মাটির অট্রালিকা তৈরি করছে। সত্যিই অসাধারণ জিনিস। আর সমস্ত বিপদ থেকে নিজের গোত্রের লোকদের বাঁচিয়ে চলেছে আর খাবারের যোগান দিয়ে চলেছে বিশাল উই গোত্রের। আর রানীর সুরক্ষার দায়িত্ব তো রয়েছেই। নিরন্তন এক বিশাল কর্মযজ্ঞ যা আমি প্রতক্ষ করেছি বেশ কিছু সময় এবং আপনাদের জন্য একটি ভিডিও ধারণ করেছি। দেখবেন নিশ্চয়ই ☺️। তবে এদের থেকে একটা জিনিস শিখেছে তা হলো বাঁচতে হলে ছুটতে থাকো, দিন আর রাত এক করে দাও।

IMG20211124083029_01~2.jpg

insect-602547_640.png

সংগ্রহশালা

IMG20211124083029_01~2.jpg

ছবির বিবরণ
বিষয়বস্তুছবির ভেতর মনের প্রশান্তি খুঁজি
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন
Sort:  
 4 years ago 
টুইটার ছড়িয়ে দিচ্ছে 💫

Screenshot_2022-01-08-22-22-29-70_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

টুইটার লিংক ✨

 4 years ago 

আপনার ফটোগ্রাফি এবং ভিডিও অসম্ভব দারুন হয়েছে ভাই সত্যি প্রশান্তিময় ছিলো।গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই, আপনাদের সুন্দর মন্তব্য আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে ❣️

 4 years ago 

আপনি প্রফেশনাল ফটোগ্রাফার না হলে কি হয়েছে দাদা। আপনি কোন অংশেই তাদের থেকে কম না। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ঘাসফুল ও ছোট পোকামাকড় গুলোর । আমার কাছে ভালো লেগেছে ছবিগুলো। আপনার থেকে এমনিই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আরো পাওয়ার আশা রাখছি।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
সত্যিই চেষ্টা করছি ভালো কিছু করার জন্য 🥀
পাশেই থাকুন।

 4 years ago 

উইপোকার জীবনযাত্রা ভালোই লিখেছেন। কিন্তু এটি আমি একদম পছন্দ করি না। উইপোকা আমাদের বহু ক্ষতি করে গেছে এবং করছে। ওরা যে কতটা খতরনাগ যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না। তবে ওদের ও জীবন আছে। সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ভিডিওগ্রাফি দারুন।ধন্যবাদ

 4 years ago 

সত্যিই দুঃখজনক ব্যাপার 🥺
যাক ব্যাপারটা হচ্ছে এরা আসলেই বেশ পরিশ্রমী আমি শুধু এতটুকু বোঝাতে চেয়েছি।
যাক অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🥀

 4 years ago 

অসাধারণ সব ছবি গুলও।ছবি গুলো দেখে মনে হচ্ছে আপনি তাদের জীবন চক্রের গতিপথ তুলে ধরেছেন।আর আপনার ফটোগ্রাফির সাথে কেপশন টাও অনেক সুন্দর ছিলো।সব মিলিয়ে দারুন একটি পোস্ট।🖤

 4 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
পাশেই থাকুন 🥀

 4 years ago 

অসাধারন ছবি তুলেছেন ভাই। ছবি গুলার মধ্যে অনেক ডিটেইলস ছিলো। দেখে বুঝা যাচ্ছে খুব যত্নের সাথে ছবি গুলো তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ছবি গুলো শেয়ার করার জন্য ভাইয়া। শুভকামনা রইলো।

 4 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀

 4 years ago 

আপনার ফটোগ্রাফির প্রশংসা না করলে লস। এতো সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখেই মন ভরে গেছে আমার। অসম্ভব সুন্দর হয়েছে প্রতিটি ছবি। আর ভিডিও ট না দেখলে আসলেই লস হয়ে যেতো। সব মিলিয়ে খুব ভালো ছিলো।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি মন্তব্যের জন্য ♥️
পাশেই থাকুন 🥀

 4 years ago 

তবে এদের থেকে একটা জিনিস শিখেছে তা হলো বাঁচতে হলে ছুটতে থাকো, দিন আর রাত এক করে দাও।

স্যার আজকের ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় ইউনিক হয় আমি লক্ষ্য করি। উইপোকার জীবনযাত্রা ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে উইপোকার কাছ থেকেও আমাদের অনেক কিছুই শেখার আছে। আপনার পোস্ট টি আমার ভিশন পছন্দ হয়েছে। আশাকরি আপনি আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের কে উপহার দিবেন। এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো।

 4 years ago 

অনেক ধন্যবাদ লিমন।
পাশেই থাক।
আমার পোস্টের কিছু কিছু জিনিস নোট করো।

 4 years ago 

ওকে স্যার

 4 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

এই কথাটার সাথে একমত মানুষের মন মানসিকতা এক থাকে না। আসলেই ভিন্ন কিছু কাজের মাধ্যমেই মানুষের মন ভালো হয়ে যায়।সবমিলিয়ে আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন এবং এরই মাঝে প্রশান্তি খুঁজে পেয়েছেন। আসলেই দারুন একটি কাজ। দারুন ছিল লাস্টের কথাটি বাঁচতে হলে ছুটতে থাকো,দিন আর রাত এক করে দাও🥰


IMG_20220106_113311.png

 4 years ago 

অনেক ধন্যবাদ @razuan12 তোমার চমৎকার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে ❣️
পাশেই থেকো ❣️

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114899.70
ETH 4205.34
USDT 1.00
SBD 0.61