DIY PROJECT :-) এসো নিজে করি ছোট্ট সোফা অরিগামি || (১০% লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

" সৃজনশীলতাই শক্তি "



"ভালো থাকা মানেই স্টীমিট"



কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন 🥀। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আবার আপনাদের মাঝে একটি চমৎকার হাতের কাজ নিয়ে হাজির হলাম। চলুন শুরু করি।



" মিনি সোফা "



Polish_20210917_004648850.jpg

" প্রয়োজনীয় উপকরণ "

IMG_20210915_205607~2.jpg


যা যা প্রয়োজন সোফা তৈরিতে :-

  • লাল কাগজ এ৪ সাইজ দুইটি
  • রং পেন্সিল (কালো এবং সাদা)
  • আঠা ছোট একটি
  • কাঁচি ✂️

✂️ তৈরি প্রক্রিয়া ✂️

IMG_20210916_212042~2.jpg


✂️ তৈরির অগ্রগতি ✂️


IMG_20210915_205932.jpg

IMG_20210915_210005~2.jpg

IMG_20210915_210654.jpg

প্রথমে ১৫ ❌১৫ সে: মি: লাল একটুকরো কাগজ নিয়ে কোনাকুনি দুদিকে ভাঁজ দিলাম।

✂️ তৈরির অগ্রগতি ✂️

IMG_20210915_210852.jpg

IMG_20210915_210942~2.jpg

IMG_20210915_211104.jpg

প্রথমে নিচের কোণ থেকে মাঝ বরাবর ভাঁজ দিলাম।
এরপর নিচের ভাঁজের ঠিক মাঝখানে আবার আরেকটা ভাঁজ দিলাম।

✂️ তৈরির অগ্রগতি ✂️

IMG_20210915_211242.jpg

IMG_20210915_211320.jpg

IMG_20210915_211451.jpg

IMG_20210915_211835.jpg

উপরের ধাপের মতো ঠিক একই রকম ভাঁজ দিলাম।
এরপর মাঝ বরাবর দুপাশে চিকন করে দুটি ভাঁজ দিলাম।

✂️ তৈরির অগ্রগতি ✂️

IMG_20210915_212015.jpg

IMG_20210915_212310.jpg

IMG_20210915_212100.jpg

IMG_20210915_212609~2.jpg

IMG_20210915_212836.jpg

এই ধাপে কিছুটা ভাঁজ খুলে নিচের থেকে উপরের দিকে একটি ভাঁজ দিলাম। আবার নিচের থেকে উপরের দিকে ছোট একটি ভাঁজ দিলাম। এবার এই ভাঁজ নিয়ে উপরের দিকে তুলে আবার একটি ভাঁজ দিলাম। মাঝ বরাবর আরও একটি ভাঁজ। এভাবে অপর পাশে একই রকম ভাঁজ করে দিলাম।

✂️ তৈরির অগ্রগতি ✂️

IMG_20210915_212901.jpg

IMG_20210915_213251.jpg

IMG_20210915_214332.jpg

IMG_20210915_220031.jpg

এবার বাক্স তৈরির পালা। ছবিতে দেখানো প্রক্রিয়ায় হাতের সাহায্যে বাক্স তৈরি করলাম। ঠিক একই প্রক্রিয়ায় আরও একটি বাক্স তৈরি করলাম।

✂️ তৈরির অগ্রগতি ✂️

IMG_20210916_204015~2.jpg

IMG_20210916_204143.jpg

IMG_20210916_204330~2.jpg

IMG_20210916_205019.jpg

এবার দুটি বাক্স একটির ভেতর আরেকটি ঢুকিয়ে দিয়ে বসার মূল কাঠামো তৈরি করলাম। এখানে পেছনে হেলান দেয়ার অংশ এবং হাতল তৈরি করার পালা। একটি কাগজ কাটলাম ৮❌৮ সে: মি: এবং আরও দুটি ৪ ❌৬ সে: মি: । এখন একটি কলম নিয়ে হাতে চাপে কিছুটা গোলাকার আকৃতি দিয়ে বাক্সের মধ্যে লম্বা লম্বি অংশে ঢুকিয়ে দিলাম। এই হয়ে গেল হেলানের অংশ। এবার একই রকম করে আড়া আড়ি ভাঁজের মধ্যে দুটি কাগজ ঢুকিয়ে হাতল তৈরি করলাম।

✂️ তৈরির অগ্রগতি ✂️

IMG_20210916_210001.jpg

IMG_20210916_211835.jpg

এবার সবথেকে মজার কাজ কুশন তৈরি। এবার ছোট দুটি কাগজ কেটে নিলাম। এবার এক টুকরো নিয়ে দুই ভাঁজ দিলাম। একপাশে চোখ এবং মুখ অংকন করলাম। এবার ভেতর পাশে কিছুটা ভাঁজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল কুশন তৈরি। এবার একইভাবে আরও একটি কুশন তৈরি করলাম। এখন একটু গুছিয়ে নিয়ে পরিবেশন করলাম আপনাদের সামনে।

✂️ সমাপ্তকৃত কাজ ✂️

Polish_20210917_004158067.jpg

কি কেমন হলো ?

মিনি সোফা আর আমরা
👨‍👧বাবা-মেয়ে👨‍👧

Polish_20210917_004000822.jpg

" ছবির বিবরণ "


ছবি তোলার যন্ত্রমোবাইল সিম্ফনি আই-৯৫
ছবির স্থানসংযুক্তি
ছবির কারিগর@emranhasan

সংযুক্তি:-

@amarbanglablog
@rme

IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার। আমি মানুষকে ভালোবাসা দিতে জানি এবং পেতেও জানি।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

♥️ কেমন হলো সবকিছু
জানার অপেক্ষায় রইলাম ♥️

Sort:  

ভাইয়া আপনার ডাই প্রজেক্ট এত সুন্দর হয়েছে যা বলে বলে শেষ করতে পারবো না। ভাইয়া আপনার প্রতিভার জন্য অবশ্যই প্রশংসা করতে হয়। শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই ♥️
আপনি তো উদিয়মান তারকার মতো।
ভালো কাজ করছেন আমি মাঝে মাঝেই খেয়াল করছি। শুভ কামনা রইল 🥀
এগিয়ে যান চমৎকার সব কাজ নিয়ে।

 3 years ago 

আপনার কাগজের তৈরি সোফা টি খুবই সুন্দর হয়েছে ।আমিতো প্রথমে দেখে ভেবেছি সত্যি সোফা । কাগজ দিয়ে এত সুন্দর সোফা আমি এর আগে কখনো দেখিনি। অসম্ভব সুন্দর বানিয়েছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার রান্নার আমিতো রিতিমত ভক্ত।
যাক জেনে ভালো লাগলো আমার সোফাটি আপনার পছন্দ হয়েছে।
ধন্যবাদ ♥️

 3 years ago 

যাক আমার রান্নার একজন ভক্তও পেয়ে গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।ভালো থাকবেন।

 3 years ago 

কাগজের তৈরি সোফা সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা।

 3 years ago (edited)

ধন্যবাদ আপু ♥️
সুন্দর গুছিয়ে মন্তব্যের জন্য।
মেয়েরা শুধু ঘর সুন্দর গোছাতে পারে এমনটা নয় চাইলে আরও অনেক কিছু করতে পারে।
আপনি এবং আমাদের সম্প্রদায়ে মে মেয়েরা কাজ করছেন সবাই তার প্রমান।
শুভ কামনা আমাদের সম্প্রদায়ের সব মেয়েদের জন্য।♥️

@sshifa
@wahidasuma
@nusuranur
@tangera
@isa.ish
@green015
প্রতিটি মেয়ের জন্য শুভকামনা

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাইয়া আপনি তো হাতের কাজে দিনদিন একদম প্রো হয়ে যাচ্ছেন।প্রত্যেকটি হাতের কাজ ই যে এতোটা সুন্দর হচ্ছে কি আর বলবো তা। জাস্ট অসাধারণ হচ্ছে আর আপনাদের বাবা-মেয়েকে একসাথে দেখে মনে হচ্ছে অরিগামীটা বানাতে বানাতে বেশ ভালোই মজা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য আর মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য গুনী শিল্পী ♥️

 3 years ago 

কাগজের তৈরি সোফাটি দুর্দান্ত হয়েছে। খুব সুন্দর দেখতে হয়েছে। অনেক নিপুন ভাবে বানিয়েছেন। অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় দাদা ♥️
আপনাকে সবসময়ই পাশে চাই। মাঝে মাঝেই কিছু অজানা ঝড় কেড়ে নিতে চায় আমাদের বন্ধুত্ব। আশাকরি সব ঝড় কেটে যাবে নতুন দিনের সূচনায়। হারাতে চাই না আপনাকে ♥️
মন ভালো করে আকড়ে ধরুন বন্ধুত্বের এই তরি।

🥀শুভ কামনা অবিরাম 🥀

 3 years ago 

একদম দাদা। অনেক ভালো লাগলো । এভাবেই পাশে থাকবেন। ভাইকে উৎসাহ দেবেন। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভ কামনা দাদা।

 3 years ago 

বাহ,এটি তো একদম সত্যিকারের সোফা বলে মনে হচ্ছে আমার কাছে।এককথায় অসাধারণ বানিয়েছেন আপনি।সোফার বালিশের চোখগুলি কত সুন্দর করে তাকিয়ে আছে।নিশ্চয়ই আপনার বাচ্চারা খুব খুশি হয়েছে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ দিদি 💚
আমার মেয়ে তো রিতিমত খুব খুশি। আমার তো কিছু তৈরি করলে দুদিকে লাভ হয় এক আপনাদের সামনে কিছু উপস্থাপন করা যায় আর ওর একটা চমৎকার খেলনা হয়ে যায়। ♥️
তাই সব সময়ই কিছু তৈরি করার সময় পুরো বাসায় একটা উত্তেজনা কাজ করে যতক্ষন না তৈরি হয় এটি।

কাগজের তৈরি সোফা খুব অসাধারণ হয়েছে ভাই।কাগজ দিয়ে সোফা তৈরি করা যেন তেন কাজ না।আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন।

image.png

ছবিটি দেখে মনেই হচ্ছে না যে এটা মিনি সোফা।দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল সোফা।অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সাব্বির ভাই ♥️
আপনার মন্তব্যগুলো আমাকে বরাবরই অনুপ্রাণিত করে।
ভালো থাকবেন 💚

 3 years ago 

মাশাল্লাহ আপনি এত সুন্দর একটি মিষ্টি মেয়ের বাবা এবং সেইসাথে বাবা মেয়ে বসে একসাথে সুন্দর একটি মিনি সোফা তৈরি করেছেন অসাধারণ হয়েছে ভাই। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ পাভেল ভাই ♥️
সুন্দর মন্তব্যের জন্য।
আপনার পোস্ট আমি পড়ার চেষ্টা করছি আপনার রান্নার পোস্টগুলো খুব সুন্দর হয়। আমার কাছে অসাধারণ লাগে। আপনার জন্য শুভকামনা রইল 🥀

 3 years ago 

আপনার কাগজের তৈরি সোফা টি বাহ্ খুবই সুন্দর হয়েছে স্যার । সোফার বালিশ দুইটা আমার ভিশন পছন্দ হয়েছে। আপনি নিখুঁত ভাবে পুরো সোফা তৈরীর করেছেন। অনেক সুন্দর করে ধাপ আকারে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা আমার শক্তি।
খুব ভালো মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার পোস্টগুলো খুব ভালো হয় আমি পড়ার চেষ্টা করি। চেষ্টা করুন ইনশাআল্লাহ আরো ভালো কিছু হবে 👌।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার 💖

 3 years ago 

আসলেই সৃজনশীলতাই শক্তি তা আপনার কর্মের মাধ্যমে প্রমাণিত। খুব যত্ন করে সোফা বানিয়েছেন। শুভ কামনা রইল

 3 years ago 

ধন্যবাদ @abidatasnimora ♥️
আপনি দিন দিন অনেক উন্নতি করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল 💌

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60937.87
ETH 2674.97
USDT 1.00
SBD 2.49