যাত্রা পথে মোবাইল ব্যাবহারে সতর্ক হোন।

in আমার বাংলা ব্লগ2 years ago
যাত্রা পথে মোবাইল ব্যাবহারে সতর্ক হোন

photo-1522125670776-3c7abb882bc2.jpeg

সংগ্রহশালা

মোবাইলটা এখন আমাদের নিত্য সঙ্গী, বলা যায় ঘুম থেকে উঠে হাতে নেয়া থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত হাত থেকে রাখতে ইচ্ছে করে না। মাঝে মাঝে তো এমন মনে হয় ঘুমের মধ্যেও অনেকে লাফ দিয়ে উঠে মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা খুঁজতে থাকে। সব কথার এক কথা হলো মোবাইল ছাড়া একটি মুহূর্ত থাকাটা অনেক কষ্টের। যদি আপনাকে বলা হয় একবেলা খাবার দেয়া হবে না কিন্তু মোবাইল থাকবে পাশে তাহলে আমার মনে হয় না কারো আপত্তি থাকবে। সবমিলিয়ে বলা যায় এটা একদমই আপনজনের মতো হয়ে গেছে।

তবে এই কাছের বন্ধু কখনো কখনো আপনার শত্রু হয়ে উঠতে পারে। ধরুন আপনি কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার হচ্ছেন কিংবা মোবাইল টিপতে টিপতে রাস্তা পারাপার হচ্ছেন। এরপর কি হতে পারে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন, মূহুর্তে দূর্ঘটনায় আপনি মৃত্যু পথযাত্রী হতে পারেন। গত কিছুদিন আগেও দেখা গেছে রেললাইনে কাটা পরা যুবকের কানে তখনও হেডফোন অক্ষত অবস্থায় রয়েছে। মানেটা হলো যুবকটি কানে হেডফোন লাগিয়ে রেললাইনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল কিন্তু কানে উচ্চস্বরে গান চলছিল তাই সে ট্রেন আসার শব্দ শুনতে পায়নি, অবশেষে জীবন দিয়ে তার খেসারত দিতে হয়েছে তাকে। এরকম ঘটনা অহরহ ঘটে চলেছে হরহামেশাই। তাহলে বোঝা গেলো এই কাছের বন্ধুটি মাঝে মাঝে ভীষণ বিপদের কারণ হয়ে উঠতে পারে।

আবার যাত্রা পথে আমরা অনেক সময় জানালার পাশে বসে মোবাইলে চ্যাটিং নিয়ে ব্যাস্ত হয়ে পরি। এই সুযোগটা কিছু ধূর্ত চোর নিয়ে থাকে। এরা দূর থেকে আপনার গতিবিধি খেয়াল করে জানালা দিয়ে লাফ দিয়ে ছোঁ মেরে মোবাইলটা নিয়ে দৌড় দেয়। কিছু সময়ের মধ্যেই আপনার মোবাইল হাত বদল হয়ে চলে যায় বহুদূরে। সবমিলিয়ে বোঝা যাচ্ছে যাত্রা পথে মোবাইল ব্যাবহার অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে সবদিক থেকেই, তাই আমাদের সচেতন হতে হবে এখনই। খেয়াল রাখতে হবে মোবাইলটি যাতে বন্ধুর পর্যায়ে থাকে। ‌



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

চমৎকার লিখেছেন। এধরনের দুর্ঘটনা গুলো সচরাচর দেখা যাচ্ছে। ঠিক বলেছেন যাত্রা পথে মোবাইল ব্যাবহারে সতর্ক হতে হবে। না হলে হঠাৎ করে বড় ধরনের দুর্ঘটনা ও ঘটে যেতে পারে। আর এদিকে তো চোরের উৎপাত বেড়েই চলেছে। সব মিলিয়ে আমাদের কে সচেতন থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য ।

 2 years ago 

মোবাইল ব্যাবহারে সতর্ক হতে হবে লিমন। দূর্ঘটনা এবং চোরের উৎপাত বেড়ে চলেছে।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আজ। যাত্রাপথে মোবাইল ব্যবহারে আমাদের আসলে সতর্ক থাকা উচিত। তা না হলে ঘুটতে পারে বড় ধরনের কোন অঘটন। বা মোবাইলে চুরির মত একটি অপ্রীতিকর ঘটনা।

 2 years ago 

সতর্কতা অবলম্বন না করলে বিপদ ঘটতে পারে। তাই মোবাইল ব্যাবহারে অবশ্যই সচেতন হতে হবে।

 2 years ago 

আমাদের সবাইকেই মোবাইল ব্যবহারের প্রতি যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত।সুন্দর একটি সতর্কতামূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
অবশ্যই আমাদের সতর্ক হতে হবে।

 2 years ago 

ভাইয়া খুবই সুন্দর এবং শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাইয়া যাত্রা পথে আমাদের সকলের উচিত মোবাইল ফোনটি সতর্কতার সাথে ব্যবহার করে। বিশেষ করে যাত্রাপথে জানালার পাশে মোবাইল ফোন বের করে চ্যাটিং করা থেকে আমাদের সকলেরই বিরত থাকা উচিত। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
যাত্রাপথে আমাদের সবার সতর্ক হওয়া উচিত।

 2 years ago 

আসলেই ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা মোবাইলের প্রতি আসক্ত থাকি। আসলে ঠিকই বলেছেন আপনি, মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। আর চলাচলের সময় যাত্রা পথে অবশ্যই খেয়াল করে চলা উচিত। কোন সময় কোন বিপদ হতে পারে সেটা কেউই জানে না। এটা কিন্তু একেবারেই সত্যি, কিছু কিছু মানুষ রয়েছে হেডফোন কানে দিয়ে রাস্তা পারাপার হতে যায়, যার ফলে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হয়। আপনি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট নিয়ে হাজির হলেন, দেখে এবং পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।
কিছু মানুষ কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার হয়, এটা মারাত্মক বিপদের কারণ হয়।

 2 years ago 

মোবাইলের কারণে যাত্রা পথে অনেক বিপদ-আপদ ঘটে, তাই আমাদের উচিত সবসময় সতর্ক থাকা। চলাচল করার সময় সতর্ক থাকাটাই অনেক ভালো। অনেক এক্সিডেন্ট হয় এই মোবাইলের কারণে। আর আপনি ঠিকই বলেছেন, এখন সবাই ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আবার হঠাৎ করে উঠে ফোন খুঁজতে থাকে। বেশ গুরুত্বপূর্ণ একটা পোস্ট নিয়ে হাজির হয়েছেন। খুব সুন্দর একটা পোস্ট ছিল আপনার বলতেই হয়। অনেক বেশি ভালো লেগেছে আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 94161.55
ETH 3327.52
USDT 1.00
SBD 3.17