ইলমাকে নিয়ে নদীর পাড়ে সংক্ষিপ্ত ভ্রমন || প্রকৃতি সবসময়ই আশীর্বাদ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
ইলমাকে নিয়ে নদীর পাড়ে সংক্ষিপ্ত ভ্রমন
প্রকৃতি সবসময়ই আশীর্বাদ

Polish_20221123_130848552.jpg

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আমার মেয়ে ইলমাকে মোটামুটি পুরোনো যারা আছেন সবাই চেনেন কারন বেশ কিছু পোষ্ট তাকে নিয়ে করেছিলাম। কিছুদিন পরেই তার স্কুলের বার্ষিক পরীক্ষা, তাই ভীষণ চাপের ভেতর যাচ্ছিল কদিন থেকেই। সকাল থেকে রাত অবধি স্কুল, বাসায় প্রাইভেট পড়া, মসজিদে আরবি পড়া, আবার তার মা পড়াতে বসে সন্ধ্যার পর। সবমিলিয়ে এখন অনেক ব্যাস্ত সে, আসলে বাচ্চাদের এখন লেখাপড়া অনেক চাপের খেলার সময় তেমন পায় না। গত কয়েকদিন ধরেই বলছিল তাকে নিয়ে ঘুরতে যাবার জন্য কোথাও।

IMG20221111165142.jpg

তাই চিন্তা করলাম এখন দূরে কোথাও যাওয়া উচিত হবেনা, এমন একটি জায়গায় ওকে নিয়ে ঘুরতে যেতে হবে যেখানে সে একটু আনন্দ পায়। তাই অনেক চিন্তা করে নদীর পাড়ে বেড়াতে যাবার জন্য মনস্থির করলাম। ব্যাস তাকে তৈরি হতে বললাম বিকেলের আগেই। তবে শর্ত দিলাম আমার সাথে অনেকটা পথ হাঁটতে হবে কিন্তু। সে মনে হয় কিছুটা ছাড়া পাখির মতো উড়াল দেবে এরকম অবস্থা।

IMG20221111165948.jpg

IMG20221111165956.jpg

IMG20221111170022.jpg

ঢাকায় আমরা যেখানে রয়েছি ঠিক তার পেছনেই রয়েছে তুরাগ নদী, হেঁটে মাত্র বিশ মিনিট লাগে। ইলমাকে নিয়ে যখন হাঁটছিলাম তখন এই গোলাপী সন্ধ্যা মালতীর দেখা পেলাম। মালিকের অগোচরে বেশ কিছু ফুল সংগ্রহ করলাম বাপ মেয়ে 🤫 তাড়াতাড়ি বেশ কিছু ছবি তুলে সেখান থেকে সামনে এগিয়ে গেলাম।

IMG20221111170500.jpg

IMG20221111170507.jpg

নদীর পাড়ে পৌঁছানোর আগেই বেশ কিছু কাশবন দেখতে পেলাম, যদিও কাশফুলের দেখা পেলাম না। তবে ইলমা ছবি তোলার বায়না ধরেছে।

Polish_20221123_130007676.jpg

Polish_20221123_125741845.jpg

বেশ মুক্ত আবহাওয়ায় আমরা দুজনে কিছু ছবি তুলে নিলাম। কেমন লাগছে আমাদের ❔ ☺️

IMG20221111171356.jpg

IMG20221111171331.jpg

IMG20221111171115.jpg

নদীর পাড়ে আসা মাত্র আমি তাকে বেশ কিছু সময় একা ছেড়ে দিলাম, আমি দূরে বসে ছিলাম। এখানে উন্নয়ন কাজের জন্য বেশ কিছু পাইপ রাখা ছিল ও সেগুলোর উপর হাঁটতে থাকলো, আর আমি ছবি তুলতে থাকলাম। দেখলাম মেয়েটা বেশ খুশি, আসলে ওর খুশি দেখে আমার কাছেও ভীষণ ভালো লাগছিল।

IMG20221111171146.jpg

আমি নিজেও কিছুটা খুনসুটির করলাম, একটা মরা শামুক 🐌 নিয়ে ছবি তোলার চেষ্টা করলাম।

IMG20221118165742.jpg

IMG20221118170611.jpg

নদীর পাড় ভীষণ সুন্দর এখানে, বেশ খানিকটা সময় আমরা হাঁটতে থাকলাম। এরকম মুক্ত বাতাসে সত্যিই ভালো লাগে ঘুরে বেড়াতে। দেখলাম ছোট একটি নৌকা বাঁধা রয়েছে। হঠাৎ কিছুক্ষণের মধ্যেই কিছু মানুষ ওটাতে উঠে নদী পারাপারের জন্য চেষ্টা করলো। আমার মনে হয়েছে তারা কেউ মাঝি না। এভাবে দূর্ঘটনা ঘটতে পারে, ওরা জেনে বুঝে এটা করেছে।

IMG20221118170701.jpg

নদীর পাশেই বিস্তর কাশবন দেখতে পেলাম। ভালোই লাগছিলো আমাদের হাঁটতে।

IMG20221118165514.jpg

হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য তার রক্তিম আভা ছড়িয়ে ডুবতে বসেছে। এবার ফিরতে হবে আমাদের। কিন্তু ইলমাকে বললাম বাবা এবার তো আমাদের ফিরতে হবে। ওর মনটা বেশ খারাপ হলো মনে হয়েছে আমার কাছে। সে আমাকে বললো বাবা আমরা আরো কিছু সময় থেকে সন্ধ্যার পর যাই। কিন্তু আমি রাজি হলাম না কারন সন্ধ্যার পর জায়গাটা নিরাপদ নাও থাকতে পারে। তাই ও কিছুটা মন খারাপ করলেও তাকে বুঝিয়ে বললাম। এরপর দুজনে ফেরার পথ ধরলাম।


এই ছিল আমাদের বাবা মেয়ের সংক্ষিপ্ত ভ্রমন কাহিনী, আশাকরি আপনাদের ভালো লেগেছে। আসলে বাচ্চাদের মাঝে মাঝেই এভাবে ঘুরতে নিয়ে যাওয়া উচিত, ওরা আসলে অল্পতেই ভীষণ খুশি হয়। আমাদের এই ভ্রমন আপনাদের কেমন লাগলো মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন 🤗 আজকের মতো বিদায় নিলাম।

ছবির বিবরণ
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানটংগী, তুরাগ নদী, ঢাকা, বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনাদের বাবা মেয়েকে দারুন লাগছে ভাইয়া।
ইলমা তো দেখছি বেশ বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। খুব কিউট হাসিটা বেশ সুন্দর। বাবার মত লাগছে। যাইহোক বেশি দূরে না গিয়ে, আপনারা কাছে নদীর পাড়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আমাদের বাবা এবং মেয়েকে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ জানাই।
খুব ভালো থাকুন দোয়া রইল।

 2 years ago 

বাবা মেয়ে মিলে নদীর পাড়ে চমৎকার একটি সময় কাটিয়েছেন।নদীর পাড়ে নৌকা দিয়ে নদী পাড় হওয়ার দৃশ্যটি সত্যি চমৎকার ছিল। আর বাচ্চারা ঘরে থাকতে থাকতে বাইরে গেলে সত্যিই মুক্ত পাখি হয়ে যায়।আর বাবা ও মেয়েকে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

 2 years ago 

ভাইয়া মেয়ে ইলমাকে নিশে নদীরপাড়ে ঘুরতে গেছেন,দেখে অনেক ভাল লাগলো। বাচ্চাদের এভাবে আসলে সময় দিলে ওরা খুব আনন্দ পায়।ওরা কিন্তু খুব বেশি কিছু চায় না। ওদের চাওয়া দূরে না হোক কাছেই যাতে বাবা, মা একটু সময় দেয়। অনেক ভাল লাগলো দুজনকেই। সেই সাথে ফটোগ্রাফিগুলোও দারুন হয়েছে। দুজনের জন্য রইলো অনেক শুভকামনা। ভাল থাকবেন ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
সত্যিই তারা বাবাদের কাছে বেশি কিছু চায় না, আমি চেষ্টা করি মাঝে মাঝেই ওকে সময় দেয়ার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমাদের বাবা মেয়ের সংক্ষিপ্ত ভ্রমন কাহিনী পড়ে ভীষণ ভালো লাগলো। ইলমাকে নিয়ে নদীর পাড়ে চমৎকার মুহূর্ত কাটিয়েছেন। আমার কাছেও যখন একটু খারাপ লাগে আমি চলে যাই নদীর পাড়ে সময় কাটাতে। আপনার তোলা ছবি গুলো দেখে ভালো লাগলো। ঈলমা মামুনি তো অনেক খুশি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আপনার মেয়ের জন্য দোয়া রইল 🤲

 2 years ago 

বাহ বেশ ভালো সময় কাটিয়েছেন তো দুজন। যদিও কিছুদূর হেঁটে গিয়েছেন, তবে অবশেষে ঘুরাঘুরি এবং কৌশলে ফুল সংগ্রহ করেছেন। এ বিষয়টি বেশ মজা দিয়েছে আপনাদেরকে, আর আমার ও অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
হ্যা সত্যিই ভীষণ আনন্দ পেয়েছে মেয়েটা।

 2 years ago 

ইলমার জন্য শুভ কামনা। আপনার মত সবার উচিৎ শিশুদের সময় দেয়া। সারাদিন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা আর ঘুরাঘুরি শিশুদের অধিকার। যা শিশুদের আনন্দময় শৈশবের জন্য একান্ত জরুরি। ছবি গুলোও দারূণ হয়েছে। ভালো থাকবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
আমার মনে হয় সবার শিশুদের সাথে ঠিক এমনটাই করা উচিত।

 2 years ago 

আপনার মেয়ের নাম ইলমা।খুব সুন্দর নাম।বেশ মিষ্টি দেখতে।আপনারা বাবা মেয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া।তুরাগ নদীর পাশে আপনারা বেশ মিষ্টি সময় কাটিয়েছেন।মালতি ফুল গুলো ভালো লাগছে দেখতে।মরা শামুক টা কিন্তু ভালোই লাগছে দেখতে।যাক আপনারা ঠিকই করেছিলেন সন্ধার আগেই চলে এসে ইলমার মন খারাপ হলেও ভালোই করেছেন।ওই জায়গা গুলো আসলেই নিরাপদ না।আপনাদের বাবা মেয়ের সংক্ষিপ্ত ভ্রমণ ভালোই লেগেছে।ধন্যবাদ শেয়ার করার জন্য ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
জি আপু সন্ধ্যায় ঐ জায়গাগুলো নিরাপদ নয়। তাইতো ওকে বুঝিয়ে নিয়ে আসতে পেরেছি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68014.74
ETH 3533.72
USDT 1.00
SBD 2.81