DIY Projects :) মাস্কের ফেব্রিক্স দিয়ে কোট টাই পরা কলমদানি তৈরি || ভালো লাগে নতুন কিছু তৈরি করতে।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

মাস্কের ফেব্রিক্স দিয়ে
কোট টাই পরা কলমদানি

Polish_20211214_192744106.jpg

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"
আসলে মাস্কের ফেব্রিক্স দিয়ে অনেক কিছু করা সম্ভব। আজকে এই ফেব্রিক্স দিয়ে কোট টাই পরা কলমদানি তৈরি করে দেখাবো। চলুন শুরু করি।

🧬 প্রয়োজনীয় উপকরণ 🧬
IMG20211214103815_01.jpgIMG20211214135538_01.jpg
IMG20211214185801_01.jpg
ꕥ মাস্ক
ꕥ সুতার কোর
ꕥ কার্ড বোর্ড
ꕥ কাঁচি
ꕥ আঠা

"চলুন কিছু বানাই"
IMG20211214103821_01.jpgIMG20211214140139_01.jpg
প্রথমেই দুটি সুতার কোর নিয়ে আঠা এবং টেপ দিয়ে লাগিয়ে নিলাম। ঠিক মতো লেগেছে কিনা ভালোভাবে দেখে নিলাম।

"চলুন কিছু বানাই"
IMG20211214135509_01.jpgIMG20211214135538_01.jpg
IMG20211214135729_01.jpg
এখন তলানি তৈরি করবো। একটি কার্ড বোর্ড নিয়ে পেন্সিল দিয়ে গোলাকার দাগ কেটে নিলাম। এবার কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর আঠা দিয়ে কার্ড বোর্ড লাগিয়ে নিলাম।

"চলুন কিছু বানাই"
IMG20211214134315_01.jpgIMG20211214140637_01.jpg
এখন গোলাপি রঙের গাড়ি প্রিন্টের একটি ফেব্রিক্স দিয়ে কোরগুলো ঢেকে দিলাম।

"চলুন কিছু বানাই"
IMG20211214142710_01.jpgIMG20211214143101_01.jpg
IMG20211214144311_01.jpg
এবার নীল রঙের ফেব্রিক্স নিয়ে কিছুটা কেটে নিয়ে গোলাপী ফেব্রিক্সের ভেতরে লাগিয়ে দিলাম।

"চলুন কিছু বানাই"
IMG20211214150624_01.jpg
IMG20211214183505_01.jpg
এখন আমাদের কোটের কলার বানানোর পালা। গোলাপি রঙের গাড়ি ফেব্রিক্স কেটে নিলাম কলার আকৃতিতে। এরপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম কলার গুলো।

"চলুন কিছু বানাই"
IMG20211214165625_01.jpgIMG20211214165931_01.jpgIMG20211214170135_01.jpg
IMG20211214170728_01.jpgIMG20211214183659_01.jpg
এবার আসুন টাই বানাই। প্রথমেই সাদা গাড়ি ফেব্রিক্স নিয়ে ভাঁজ করে কেটে নিলাম। এরপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

"চলুন কিছু বানাই"
IMG20211214162341_01.jpgIMG20211214162722_01.jpg
এইধাপে পকেট তৈরি করে নেবো। প্রথমেই নীল গাড়ি ফেব্রিক্স নিয়ে পকেট আকৃতিতে কেটে।

"চলুন কিছু বানাই"
IMG20211214181631_01.jpgIMG20211214182005_01.jpg
IMG20211214185139_01.jpg
এখন গাড়ির চাকা কেটে নিয়ে বোতাম বানিয়ে নিলাম। এবার বোতাম আর পকেট আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস আমাদের কোট টাই পরা কলমদানি তৈরি।

😍 উপস্থাপন করলাম 😍
IMG20211214185538_01.jpg
IMG20211214185538_01~2.jpg

"পরিশেষ"
IMG20211214185345_01.jpg
আসলে ফেব্রিক্স দিয়ে যেকোন জিনিস তৈরি করা বেশ কঠিন কিন্তু আমি বেশ কসরত করে তৈরি করে ফেলেছি কোট টাই পরা কলমদানি ভদ্রলোককে।আর উপস্থাপন করলাম আপনাদের সামনে।
কেমন হলো জিনিসটা ?

ছবির বিবরণ
বিষয়বস্তুকোট টাই পরা কলমদানি
ছবি তোলার যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন
Sort:  

মাস্কের ফেব্রিক্স দিয়ে কোট টাই পরা কলমদানি তৈরিটি দেখতে জাষ্ট ওয়াও লাগছে। সত‍্যি আমি অবাক এই গুলো দিয়ে আপনি এতো সুন্দর জিনিস তৈরি করলেন কীভাবে। আপনার সৃজনশীলতা বরাবরই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর মাস্কের ফেব্রিক্স দিয়ে কোট টাই পরা কলমদানি তৈরি স্টেপ বাই স্টেপ এতো সুন্দর করে তুলে ধরেছেন যে কেউ খুব সহজেই বুঝতে পারবে। শুভকামনা ও অভিনন্দন ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
পাশেই থাকুন 🥀
অনেক দোয়া রইল 🥀

 3 years ago 

আপনার এই DIY টি দেখে আমি হতবাক। এতটাই ইউনিক এবং দেখতে সুন্দর হয়েছে কি আর বলবো। বলতে বাধ্য হচ্ছি আপনার ক্রিয়েটিভিটি আছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই ♥️

 3 years ago 

ভাইয়া কি পরিমাণ ভালো হয়েছে তা মুখে প্রকাশ করতে পারবোনা।
কি যে সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে দোকানে বিক্রি করে এমন কোনো কলমদানি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু 💌

 3 years ago 

ভাইয়া মাস্কের ফেব্রিক্স দিয়ে কোট টাই যা সত্যি অনেক ইউনিক ছিল। আমি এই প্রথম দেখলাম এরকম। আর আপনার পোস্টটি অনেক সুন্দর সাজানো ছিল এবং লেখাগুলো সুন্দর ছিল।

ভাইয়া ধন্যবাদ আমাদেরকে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু খুব চমৎকার একটি মন্তব্যের জন্য ♥️
পাশেই থাকুন 🥀
আর আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম জানাই ❤️
খুব ভালো কাজ করুন এই প্রত্যাশায় বিদায় নিলাম ❤️

 3 years ago 

আপনি সত্যিকারের একজন ক্রিয়েটিভ ব্যক্তি। আপনাকে যতবার দেখি নতুনভাবে আবিষ্কার করি। আপনার এই কাজগুলোর প্রশংসা করে শেষ করা যাবে না। সত্যিই আপনার হাতে ও মাথার মধ্যে যাদু আছে। 🥰
তাই তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়ে ফেলেন নিমিষেই 🤩

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার ♥️
দোয়া রইল ♥️

 3 years ago (edited)

এই প্রথম কোট টাই পরা কলমদানি দেখতে পেলাম😄। আপনার তৈরি কলমদানি টি অসাধারণ হয়েছে। আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয়। আপনি ছোট ছোট কিছু জিনিস দিয়ে অসাধারণ একটি কলমদানি তৈরি করেছেন যা অনেক ভালো লেগেছে আমার কাছে।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই ♥️

 3 years ago 

স্যার আপনি মাস্কের ফেব্রিক্স দিয়ে কোট টাই পরা কলমদানি তৈরি করেছেন অসাধারণ হয়েছে আপনার প্রশংসা করতে হয় আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কোট টাই কোটের মাস্কের ফেব্রিক্স দারুন হয়েছে। দেখে অনেক বেশি ভালো লাগলো। এর সাথে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন যা দেখার মতো। এভাবেই চালিয়ে যান পাশে আছি সবসময় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ লিমন।
তোমার ডাই প্রজেক্ট সুন্দর হচ্ছে। এগিয়ে যাও ♥️

 3 years ago 

মাস্কের ফেব্রিক্স দিয়ে কোট টাই পরা কলমদানি তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন। আপনার উপস্থাপন দেখে আমি তৈরি করতে শিখতে পেরেছি। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

ভাইয়া অসাধারন সুন্দর সৃজনশীল ভালো কাজ করেছেন আপনি। সত্যিই আপনি অসাধারণ প্রতিভার অধিকারী। মাক্স দিয়ে কোট পরা কলমদানি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপের বর্ণনাগুলো খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74