টমেটো আর আলুর স্বাদে ছোট টেংরা মাছের চচ্চড়ি || লোভনীয় তরকারি 😋

in আমার বাংলা ব্লগ2 years ago
টমেটো আর আলুর স্বাদে টেংরা মাছের চচ্চড়ি
😋 লোভনীয় তরকারি 😋
Polish_20220906_123920456.jpg

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আমি একদম ভালো নেই কিন্তু ভালো থাকার নিরন্তন চেষ্টা করে যাচ্ছি। যাক দোয়া করবেন সবাই। আজ টমেটো আর আলুর স্বাদে ছোট টেংরা মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। ছোট টেংরা মাছ কয়েকদিন আগে কিনেছিলাম। মাছগুলো বেশ ভালো লেগেছিল আমার কাছে। টমেটো আর আলু দিয়ে এই ছোট টেংরা মাছের চচ্চড়ি দারুন লেগেছে খেতে। তো চলুন শুরু করি আজকের রেসিপি।

RNFetchBlobTmp_r54olgi63inm968zwn8qk.jpg

♍ প্রয়োজনীয় উপকরণ ♍
টেংরা মাছIMG20220903141504~2.jpgপেঁয়াজ কুচিIMG20220903141603~2.jpg
টমেটোIMG20220903140346~2.jpgটুকরোIMG20220903141739~2.jpg
হলুদ গুঁড়াIMG20220903141529~2.jpgমরিচ বাটাIMG20220903141701~2.jpg
রসুন বাটাIMG20220903141547~2.jpgলবণIMG20220903141518~2.jpg
কাঁচামরিচIMG20220903141747~2.jpgআলু কুচিIMG20220903141618~2.jpg

peppers-575843_640 (1).webp

আহ্ রান্না সে তো শিল্প ☺️

IMG20220903141504~2.jpg

IMG20220903140346~2.jpgIMG20220903141739~2.jpg
প্রথমেই ছোট টেংরা মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার টমেটো কেটে টুকরো করে নিলাম। এরপর দেশী লাল আলু কুচি করে নিলাম।
রান্নার কাজ করছি ☺️

IMG20220903141524~2.jpg

IMG20220903141535~2.jpgIMG20220903141558~2.jpg
রান্নার শুরুতে একটি পাতিল নিয়ে নিলাম। আমরা সমস্ত মশলা একসাথে মাছের সাথে মাখিয়ে রান্না করবো। এজন্য টেংরা মাছের মধ্যে প্রথমেই লবণ দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়া এবং রসুন বাটা দিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️

IMG20220903141608~2.jpg

IMG20220903141630~2.jpgIMG20220903141726~2.jpg
এবার প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আলু কুচি এবং মরিচ বাটা দিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️

IMG20220903141747~2.jpg

IMG20220903141813~2.jpgIMG20220903141834~2.jpg
এই ধাপে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কিছুটা পানি দিয়ে দিলাম এবং পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220903141739~2.jpgIMG20220903141902~2.jpg

IMG20220903141927~2.jpg

এবার টমেটো দেয়ার পালা। তরকারিটার উপর টমেটো 🍅 দিয়ে চুলায় চাপিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220903143957~2.jpgIMG20220903144024~2.jpg

IMG20220903144003~2.jpg

এবার চুলায় চাপিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবং বিশ মিনিট রান্না করলাম।
রান্নার কাজ করছি ☺️

IMG20220903201443~2.jpg

এবার বিশ মিনিট পর ঝোল শুকিয়ে একেবারে মাখা মাখা অবস্থায় নিয়ে এলাম। ব্যাস আমাদের রান্না শেষ। এবার পরিবেশনের পালা।

RNFetchBlobTmp_r54olgi63inm968zwn8qk.jpg

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20220903201847~2.jpg

IMG20220903201747~2.jpg

IMG20220903201855~2.jpg

RNFetchBlobTmp_r54olgi63inm968zwn8qk.jpg

😋 স্বাদের বিবরণ 😋

IMG20220903201913~2.jpg

তরকারিটা ভীষণ স্বাদের হয়েছে 😋 বেশ তৃপ্তি সহকারে খেলাম। এধরনের তরকারি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সবমিলিয়ে আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আশাকরি 🤗

RNFetchBlobTmp_r54olgi63inm968zwn8qk.jpg

ছবির বিবরণ
বিষয়বস্তুটমেটো আর আলুর স্বাদে ছোট টেংরা মাছের চচ্চড়ি
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

টেংরা মাছ আলু টমেটো দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে চচ্চড়ি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমনিতে যে কোন জিনিস মাছ দিয়ে রান্না করলে খেতে আমি অনেক পছন্দ করি তাও আবার যদি সেটা টেংরা মাছ হয় তাহলে তো কোন কথাই নেই। দেখে আমার জিভ দিয়ে পানি গড়িয়ে পড়ল ভাইয়া আপনার রেসিপি।

 2 years ago 

হ্যা ছোট টেংরা মাছ দিয়ে তরকারিটা ভীষণ স্বাদের হয়েছে।
ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য 🥀

অসম্ভব সুন্দর হয়েছে ছবি এবং মার্ক করার কাজ ।রেসিপি টি সুন্দর ফুটে উঠেছে

 2 years ago 

ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
সাথেই থাকুন 🥀

 2 years ago 

টমেটো আর আলুর স্বাদে ছোট টেংরা মাছের চচ্চড়ি সত্যিই ভীষণ সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন। টমেটো দেওয়াতে দিগুন সাদ্ধ বেরে গিয়েছে। এধরনের রেসিপি দেখলে লোভ সামলাতে পারিনা। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ লিমন চমৎকার মন্তব্যের জন্য।
হ্যা টমেটো দেয়াতে স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে।

 2 years ago 

ভাইয়া আপনি ভালো নেই কেন কি হয়েছে? যাই হোক আশা করি দ্রুত সে সমস্যার সমাধান হয়ে যাক।
আর আপনার টেংরা মাছের মধ্যে ছোট ছোট বেলে মাছ ও আছে দেখছি। টমেটো এবং আলু দিয়ে যেভাবে চচ্চড়ি করেছেন দেখে মুখে পানি চলে আসলো। এভাবে বেশি টমেটো দিয়ে যেকোন খাবার রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। রেসিপিটি খুবই ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আসলে আমার ভাগ্নের খিঁচুনি রোগ এবং বেশ কিছুদিন ঢাকায় হাসপাতালে চিকিৎসা করার পর গতকাল বাড়িতে চলে গিয়েছে। বাংলাদেশে ওর চিকিৎসা নেই আর ভারতে মাথার ব্রেনের জটিল অপারেশন করতে হবে। তাই একদমই ভালো নেই আমরা।

তবুও কাজ তো করতেই হবে, কারন রিজিকের ব্যাবস্থা করতে হবে।

 2 years ago 
টমেটো ও আলু দিয়ে ছোট টেংরা মাছের রেসিপিটি দেখতে আসলেই খুব লোভনীয় লাগছে। টমেটো ও আলু দিয়ে আমিও অনেকবার ছোট টেংরা মাছের চচ্চড়ি করে খেয়েছি। খুবই সুস্বাদু লাগে। তাছাড়া ছোট মাছ দেহের জন্য খুবই উপকারী।আপনার রেসিপির পরিবেশনটাও চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

হ্যা ভাই এ মাছগুলো বেশ সুস্বাদু এবং পুষ্টিকর।
আমার পরিবারের সবাই ছোট মাছগুলো খেতে ভীষণ পছন্দ করে।

 2 years ago 

টমেটো আর আলুর স্বাদে ছোট টেংরা মাছের চচ্চড়ি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে টেংরা মাছ আমার খুবই প্রিয়। আর টমেটো দিয়ে টেংরা মাছের মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
ছোট টেংরা মাছের চচ্চড়ি দারুন লেগেছে খেতে 😋

 2 years ago 

চচ্চড়ির বিষয়টা আমার কাছে সেই ছোটবেলা থেকেই ভালো লাগে। বিভিন্ন ছোট মাছের চচ্চড়ি আমার বেশ পছন্দের খাবার ।আপনি আজকে যে রেসিপিটি শেয়ার করলেন ভাই আসলেই দেখে জিভে পানি এসে যাচ্ছে ।
ধন্যবাদ ভাই এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও ছোট মাছের চচ্চড়ি ভীষণ পছন্দ করি।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

টমেটো এবং আলু দিয়ে ছোট টেংরা মাছের খুবই সুস্বাদু লোভনীয় মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন।। নদীর এই ধরনের ছোট মাছ গুলা আমার খুবই ফেভারিট।। ইদানিং কাঁটা এবং পরিষ্কার করার ঝামেলায় খাওয়া হয়না ছোট মাছ গুলা।। আপনার প্রস্তুত করা রেসিপি দেখে খুব আগ্রহ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।

 2 years ago 

হ্যা মাছের কাঁটার কারনে অনেক ঝামেলা রয়েছে। তবুও খেতে ভালোই লাগে 😋

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41