স্বরচিত কবিতা: ফুলটুসি। || Original Poetry by @emranhasan.

in আমার বাংলা ব্লগlast year
স্বরচিত কবিতা: ফুলটুসি


photo-1619271816535-07433c30e8bb.jpeg

সংগ্রহশালা

" পটভূমি এবং আলোকপাত "

ফুলটুসি ছোট্ট মেয়ে, বাবা মা ছোট্ট বেলায় কোথায় হারিয়েছে তার মনে নেই। সবাই বলে সে নাকি এতিম, তার ওদের কথায় একসময় ভীষণ মন খারাপ হতো। ফুলটুসি এখন আর মন খারাপ করে না, বরং সে হেসে উড়িয়ে দেয়। বস্তির এক কোনে এক বুড়ি মা তাকে লালনপালন করেছেন, সে আজ সয্যাশায়ী। কি আর করা, ফুলটুসি ফুলের ঝুড়ি আর মালা নিয়ে বেরিয়ে পরেছে পেটের ভাত যোগাড় করতে। ছোট্ট এতটুকু মেয়ে এদিক ওদিক ছুটতে থাকে ফুল বিক্রির উদ্দেশ্যে। সকাল গড়িয়ে দুপুর হলো, তবুও তার একটি ফুল বিক্রি হয়নি।

কি করবে ফুলটুসি ভেবে পায়না, তবুও ছুটতে থাকে। এই ছোট্ট শরীরে খিদেটা মনে হয় বড্ড বেশি, চোখ ছলছল করে ওঠে তার। হঠাৎ করেই রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে যায়, তাকে অবাক করে দিয়ে হাত বাড়িয়ে একটি ফুল নেয় মিষ্টি ভাষী একজন মানুষ। ওমা হাতে টাকা গুঁজে দিয়ে কোথায় যেন চলে গেছে ফুলটুসি আর খুঁজে পেলো না তাকে।
ছোট্ট মেয়েটি মনে মনে শুধু সেই মানুষটির জন্য দোয়া করলো।



ফুলটুসি

সাহেব, ফুল কিনবে ফুল,
মিষ্টি ফুলের সুবাস নিতে করো নাকো ভুল।
রক্তিম লাল গোলাপ আর সুবাসিত বেলী
নাও না গো একটা ফুলের কলি।

সেই ছোট্ট থেকে আমি যে এক পথশিশু
নেইকো মাতা পিতা কোন মায়ায় পিছু
কেউবা বলে আমি জন্মের অনাথ
কোলে তুলে নেইনি কেউ বলে স্ব-জাত।

সাহেব, ফুল কিনবে ফুল,
রাস্তায় আমি মানুষ, করিনি তো কোন ভুল।
খিদের জ্বালা যেন বেড়েই চলেছে
নাও না গো একটা গোলাপ ফুল।

বেলী ফুলের মালা শুকাতে বসেছে
গোলাপ পাপড়িও বেশ ঝরেছে
দৌড়ে গিয়ে বড় গাড়ির পাশে
সাহেব আমায় দেখে মিষ্টি হাসে।

সাহেব, ফুল কিনবে ফুল,
বাড়িয়ে হাত নিলেন একটি গোলাপ ফুল
পাঁচশো টাকা দিয়ে মনে হয় করছেন ভুল
পরক্ষনেই তাকে খুঁজে পেলাম না আর কূল।

চোখ আমার যেন জল টলমলে
সাহেব টাকা দিয়েছেন বড্ড মায়ার ছলে
উপর ওয়ালা তুমি দেখো সেই জনে
আমার মুখের খাবার যেন তার পূণ্য আনে।



পরিশেষ

তুমি আজ বড্ড বড়লোক, চোখ তোমার লাল নীল আলো খোঁজে। হাজারো ফুলটুসি চেয়ে থাকে দুবেলা দুমুঠো খাবারের খোঁজে। তুমি কি লাখো মানুষের ভিড়ে একজন ফেরেশতা?



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

বাহ! ভাইয়া কি বাস্তবমুখী একটি কবিতা যতই পড়ছিলাম ততই চোখ দিয়ে পানি পড়ছে। আসলে ঠিক এরকম কত ফুলটুসি ঘুরে বেড়াচ্ছে দুমুঠো খাবার আশায়। আবার এরকমও কিছু মানুষ রয়েছে যারা এরকম ফুলটুসির খোঁজ নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। সব মিলিয়ে কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।
গতকাল হঠাৎ করেই এরকম ফুলটুসির দেখা পেলাম তাইতো ভাবলাম তাকে নিয়েই আজ কবিতা লিখা যাক। নিজের অনুভূতির সবটুকু দিয়ে তার কথাগুলো বলার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু কবিতাটি হৃদয় দিয়ে অনুভব করার জন্য।
দোয়া রইল।

 last year 

তুমি আজ বড্ড বড়লোক, চোখ তোমার লাল নীল আলো খোঁজে। হাজারো ফুলটুসি চেয়ে থাকে দুবেলা দুমুঠো খাবারের খোঁজে। তুমি কি লাখো মানুষের ভিড়ে একজন ফেরেশতা?

সত্যি ভীষণ ভালো লাগে আপনার বাস্তব মুখি কবিতা গুলো। ফুলটুসি কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার লাইন গুলোর মধ্যে বাস্তবতা লুকিয়ে আছে। উপরের লাইন গুলো পড়ে হৃদয় ছুঁয়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 last year 

ধন্যবাদ লিমন।
গতকাল এরকম এক ফুলটুসির দেখা পেলাম, তাই তাকে নিয়েই কবিতা লিখলাম।

 last year (edited)

ভাইয়া আপনার স্বরচিত কবিতা ফুলটুসি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।ছোট্ট মেয়েটিকে নিয়ে খুব সুন্দর গুছিয়ে কবিতাটি লিখেছেন। একদম বাস্তবসম্মত একটি কবিতা ছিল।আপনি কবিতায় নিজের মনের ভাব খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো জাস্ট চমৎকার।ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমাদের চারপাশে চলার পথে এমন অনেক এতিম বাচ্চা দেখা যায় যাদের মা-বাবা আছে বা নেই সে অনুভূতি গুলো কাজ করে না। কারণ তারা এই উদ্দীপনা বয়সে ছুটে বেড়ায় ফুল বিক্রি করে কিংবা ভিক্ষা করে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত থাকে। ফুলটুসির মতো অনেক মেয়ে কিংবা ছেলেরা আছেন আজকাল অবহেলায় বড় হচ্ছে আমাদের সমাজে। দিন চলে যায় রাত চলে যায় টেরও পায়না তারা ফুল বিক্রি কিংবা অন্যান্য কাজ করে জীবিকা সরবরাহ করে। ফুলটুসি কবিতাটি আমার অনেক ভালো লেগেছে পড়তে।

 last year 

খুব সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন। সত্যি কবিতাটি পড়ার সময় চোখের এক কোণের জল চলে এসে জমে গিয়েছিল। আসলে ফুলটুসির মতো অনেক বাচ্চা রয়েছে যারা রাস্তায় এরকম ফুলসহ আরো অনেক কিছুই বিক্রি করে। সত্যি একেবারে বাস্তবমুখী একটা কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। এরকম কবিতা গুলো পড়লে সেই পথ শিশুদের কথা মনে পড়ে যায়। সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর ভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। সম্পূর্ণ কবিতা অসম্ভব ভালো ছিল বলতে হয়।

 last year 

ঢাকা শহরে ফুলটুসের মত অনেক ফুল ঝরে গেছে। এরা বাপকে পাইলে মাকে পায় না মাকে পেলে বাপকে পায় না এভাবেই এদের জীবন অতিবাহিত হয়ে যায়। এরা একমুঠো ভাত জোগাড় করার জন্য সারা শহরে অলি গলিতে ঘুরে বেড়ায়। এদের কষ্টের কথা বলে শেষ করা যাবেনা। ভাই আপনি ফুলটুসি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। সমাজের এই নিপীড়িত মানুষের নিয়ে আপনি লিখেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67408.93
ETH 3491.49
USDT 1.00
SBD 2.70