স্বরচিত কবিতা: স্বার্থপর ভালোবাসা || Original Poetry by @emranhasan.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
স্বরচিত কবিতা: স্বার্থপর ভালোবাসা


স্বরচিত কবিতা স্বার্থপর ভালোবাসা.jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

" পটভূমি এবং আলোকপাত "

কোন এক অপ্সরার দিকে তাকিয়ে হঠাৎ হৃদয়ে ভালোবাসার ঘন্টা বেজে ওঠে। মুগ্ধ চোখে শুধু চেয়ে থেকে নিমেষেই ভালোবাসার একটি বীজ বপন হয়েছে। প্রবল আকর্ষণে ধীরে ধীরে কাছে এসে, বন্ধুত্বের আড়ালে ভালোবাসার হাতছানি দিয়ে তাকে ধীরে ধীরে কাছে টেনে নেয়া। একদিন সাহস করে বলে ফেলা ভালোবাসি, ভালোবাসি তোমায়। অনেকটাই অবাক করে দিয়ে ভালোবাসায় স্বায় দিয়ে হাতটি ধরা।
এ যেন এক মধুর সময়ের সূচনা, দিনরাত শুধুই প্রিয় মুখটি নিয়ে যত জল্পনা কল্পনা। মধ্যবিত্তের বেড়াজালে থেকেও স্বপ্ন দেখা একটি সুখের ঘর। অবশেষে তাকে বধু হিসেবে পাওয়া, জীবনে যেন অনেকটাই স্বার্থক ভেবে নেয়া। কিছুটা সময় যেন স্বর্গে বসবাস, ভালোবাসায় সিক্ত যেন পুরো জীবনে যেন প্রশান্তির ছোঁয়া। হঠাৎ জীবনে বাস্তবতার টানাপোড়েন, অনেক চাওয়া পাওয়া হচ্ছিল না পূরন। অবাক করে দিয়ে একদিন সকালটা শুরু হয় যেন অন্য ধরনের, শুধু নেই আর নেই। হিসেব কষতে বসেছে প্রিয়তমা কি পেয়েছে এই জীবনে। সবাই কত সুখে রয়েছে, একমাত্র সে পৃথিবীতে কষ্টের সাগরে ডুবে রয়েছে।
এ যেন এক তীব্র বিষক্রিয়া যা জীবনকে দংশন করে দিয়েছে। আহারে বেচারা সেদিনের সেই পাগল হতচ্ছাড়া, কষ্টের নীলে আর বিষক্রিয়ায় যেন মরতে বসেছে। তার নিজের চোখ আর কান যেন সে নিজেই বিশ্বাস করতে পারছেনা। স্বার্থের বেড়াজালে আজ সে তার ভালোবাসার শেষ পরিনতি দেখছে। ভাবতে ভাবতেই ক্লান্ত হয়ে পরেছে ভালোবাসা কি শুধুই স্বার্থের বেড়াজালে বাঁধা❔ আজ তার মনে হয় জীবনটাই যেন বড় এক ধাঁধা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

স্বার্থপর ভালোবাসা

প্রথম তোমায় একটু দেখায়
মুগ্ধতা ছড়িয়ে চোখের পাতায়
বিদ্যুৎ খেলে যায় আমার নয়নে
হানা দিয়েছিলে হৃদয় গহীনে।

বাঁকা চোখের মিষ্টি চাহনি
ঘায়েল আমি শুধু সংজ্ঞা হারায়নি
তীব্র নেশা আর সুখের আশ্বাস
পেলাম মিষ্টি কোন ফুলের সুবাস।

ধীরে ধীরে কাছে আসা
মিষ্টি আবদার আর ভালোবাসা
মনের মাঝে শীতল অনুভূতি ছেয়েছে
যবে থেকে মন তোমায় পেয়েছে।

আমি বিভোর যেন তোমার স্বপ্নে
পেয়েছি যেন অরন্যের রত্নে
হারিয়ে গেছি আমি তোমার মাঝে
বুঝিনি গড়িয়েছে সময় সন্ধ্যা সাঁঝে।

অবশেষে তোমায় হলো পাওয়া
সার্থক হলো দুটো হৃদয়ের চাওয়া।
সুখের স্বপ্নে বেঁধেছিলাম ঘর
ভাবিনি কভু হবে তুমি পর।

স্বার্থের বেড়াজালে রঙিন দুনিয়া
ভালোবাসা মূল্যহীন যেন শুধুই বুনিয়া,
খনিকের ব্যাবধানে তোমার রুপ বদলেছে
বদলে গিয়েছি আমি, বদলে গিয়েছো তুমি।

বিন্দু বিন্দু করে জমানো একরাশ ভালোবাসা
ক্ষনিকের ব্যাবধানে ছড়িয়েছে কষ্টের ধোঁয়াশা
তোমার রুপের আগুনে সত্যিই পুড়েছি
অন্ধ ছিলাম আমি তাই মরমে মরেছি।



পরিশেষ

ভুল ত্রুটি মার্জনা করবেন এটা অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। যদি এরকম হয় তাহলে এটা নিছক কাকতালীয় ব্যাপার।

পরামর্শ: নিজের চোখের ধোকায় পরা যাবেনা এবং বাস্তবতার নিরিখে সবকিছু যাচাই বাছাই করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।



Black and White Modern Company Presentation.gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago (edited)

আপনি তো দেখতেছি দারুন দারুন কবিতা লিখতে পারেন। আপনার কবিতা লাইন গুলো পড়তে আসলেই খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো লিখতেন অনেক চিন্তা ধারা করতে হয়। আমারও আপনার মত গল্প লিখতে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আমার গল্প এবং কবিতা লিখতে ভালোই লাগে।।

 2 years ago 

আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে।এরকম কবিতা গুলোর মাধ্যমে অনেক কিছুই তুলে ধরা যায়। যেমন আপনি এই কবিতাটির মাধ্যমে স্বার্থপর ভালবাসার কিছু কথা তুলে ধরেছেন। কবিতার প্রত্যেকটি লাইনই খুবই ভালো ছিল। কবিতার মাধ্যমে নিজের দক্ষতা প্রকাশ করা যায়। এরকম কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। এরকম কবিতা গুলো পড়লে মনটা ভরে যায় একেবারে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার কথাগুলো পড়ছিলাম, আর খুব ভালো লাগছিল ভাইয়া। আহা! এ যেন স্বার্থের বেড়াজালেই বন্ধী ভালোবাসা! প্রিয়তমা এখন সুখ খুজেঁও পায়না। বেচারা করবেটা কি এখন! আসলে মধ্যবিত্তদের যত ভুল, শুধু শুধু কেন এতো স্বপ্নমদেখতে যাওয়া!

 2 years ago 

এগুলো অনেক পরিবারে বাস্তবতা। তাই আগে নিজেকে স্বাবলম্বী এবং শক্ত অবস্থানে রেখে এরপর জীবন সঙ্গী বিবেচনা করবেন আশাকরি।
দোয়া রইল।

 2 years ago 

জি ভাইয়া, আপনার কথাটা মাথায় থাকবে সবসময় 🌼💟

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আপনি আমাদের মাঝে। আসলে ভালোবাসা যখন দূরে ঠেলে দেয় তখনই সেটি স্বার্থপরতার কাতারে পড়ে যায়। আপনার কবিতার বিষয়বস্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের কবিতা গুলো হৃদয় ছুঁয়ে যায়।

 2 years ago 

ধন্যবাদ আপু।
কিছু মানুষ সত্যিই স্বার্থের বেড়াজালে দূরে ঢেলে দেয়। তাই সতর্ক থাকতে হবে।

 2 years ago 

"স্বার্থপর ভালোবাসা" খুবই ভালো লিখেছেন কবিতাটি। পটভূমি এবং আলোকপাত পড়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আসলেই জীবনটা এক বড় ধাঁধা। খুবই সুন্দর একটি টপিক নিয়ে আপনি আজকের এই কবিতাটি লিখেছেন। আপনার কবিতার মাধ্যমে অনেক কিছুই বুঝতে পারলাম। প্রত্যেকটি লাইন আপনি খুবই ভালো লিখেছেন। আমার কাছে নতুন নতুন কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। তাইতো খুবই মনোযোগ সহকারে আপনার কবিতাটি পড়েছিলাম। ধন্যবাদ জানাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার কবিতাটি পড়ার জন্য।

 2 years ago 

হঠাৎ জীবনে বাস্তবতার টানাপোড়েন, অনেক চাওয়া পাওয়া হচ্ছিল না পূরন।

মাঝে মাঝে বাস্তবতা এসে জীবনে ধরা দেয়। আর সেই বাস্তবতায় ভালোবাসা গুলো রঙহীন হয়ে যায়। মাঝে মাঝে কাছের মানুষগুলো বদলে যায়। আর নতুনভাবে মানুষকে চেনা যায়। ভাইয়া আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু কবিতার মর্মার্থ বোঝার জন্য। বাস্তবতা মানুষ চিনতে সাহায্য করে। আপন আর পর বোঝা যায়।

 2 years ago 

মধ্যবিত্ত পরিবারের মানুষরা ভালোবাসা নিয়ে অনেক জল্পনা কল্পনা স্বপ্ন দেখে ভাইয়া। আর এই ভালোবাসার মধ্যে বাস্তবতা রঙহীন হয়ে দাঁড়ায়। আপনার কবিতার মাধ্যমে বাস্তবতার অনেক কিছুই মিল পেলাম ভাইয়া। দক্ষতা সহকারে দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ‌

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু বাস্তবতার নিরিখে সবকিছু চিন্তা করার জন্য। কবিতাটি বাস্তবতার প্রতিচ্ছবি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62613.64
ETH 2438.01
USDT 1.00
SBD 2.67