গ্রামের অভিজ্ঞতা || পোকার স্বর্গে বসবাস পর্ব-৩

in আমার বাংলা ব্লগ2 years ago

গ্রামের অভিজ্ঞতা
পোকার স্বর্গে বসবাস পর্ব-৩

Polish_20220522_230118335.jpg

🍄 সুত্রপাত 🍄

ঘটনাগুলোর সুত্রপাত ঈদে কুমিল্লা যাওয়ার পর থেকেই। গ্রামে থাকার অনুভূতি সত্যিই দারুন। সবুজ ফসলের মাঠ আর মেঠো পথ সত্যিই অসাধারণ। গ্রামের ফসলের ক্ষেতের মাঝখান দিয়ে হাটার সময় একটা অন্যরকম অনুভূতি আসে মনে যা ভাষায় প্রকাশ করা যাবেনা। তবে কিছু কিছু বিপত্তি রয়েছে যেমন পোকার অত্যাচার। সন্ধ্যা হতে না হতেই একগাদা পোকা অতিথির মতো এসে হাজির হয়। কেউবা দেখতে বেশ সুন্দর আবার কেউবা কামড় বসিয়ে দেয়। মাঝে মাঝে তো মশারি টাঙিয়েও নিস্তার পাওয়া যায় না।এ যেন এক পোকার স্বর্গে বসবাস। যাক আমি পোকার স্বর্গে বসবাসের দুটি পর্ব করেছি। আজ হলো তৃতীয় পর্ব। তো চলুন শুরু করি।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

" পোকার স্বর্গে বসবাস পর্ব-৩ "

IMG20220504195353_01~2.jpgIMG20220504195404_01~2.jpg

IMG20220504195427_01~2.jpg

গ্রামে এই পোকাকে গান্ধী পোকা বলে। এটিকে স্পর্শ করলো একটি বাজে গন্ধ ছেড়ে দেয় এটি। যা সত্যিই একটি দুর্বিসহ একটি ব্যাপার। আর সবথেকে যেটা বড় ব্যাপার ধরুন আপনার শরীরের এটি বসেছে আপনি তাকে হাত দিয়ে মারতে গেলেন কোন কারনে সে আপনার শরীরের ত্বকের উপর সেই বিষাক্ত গ্যাস ছেড়ে দিও ঐ জায়গাটা ঘা হয়ে যায় অনেক সময়।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

1653238685327.jpg

IMG20220427110935_01~2.jpgIMG20220427111026_01~2.jpg

আর বল্লার অত্যাচারের কথা কি বলবো। ঘরে বাইরে সব জায়গায় শুধু ঘুরে বেড়ায় ভো ভো করে। আর সুযোগ পেলেই কামড় বসিয়ে দেয়। এইতো সেদিন আমার ভাগ্নিকে কামড় বসিয়ে দিল‌। তার অপরাধ ছিল তারা যেখানে বাসা বেঁধেছে তার আশেপাশে খেলা করছিল। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেই এবং সে ব্যাথায় চিৎকার করছিল। এরা আসলে এদের বাসাগুলো যেখানে সেখানে বানায় এবং এরা বেশ আক্রমনাত্বক।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

1653238138822.jpg1653238212673.jpgIMG20220427003719_01.jpg

এগুলোকে আমরা গুবড়ে পোকা বলে থাকি। এটি গোবর কিংবা অন্য কোন ময়লার স্তূপে বেশি দেখা যায়। তবে এই পোকাটির সংখ্যা দিন দিন বাড়ছে। সব জায়গায় এখন এটি দেখা যায় এখন।

ছবির বিবরণ
বিষয়বস্তুপোকার স্বর্গে বসবাস পর্ব-৩
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

" পরিশেষ "

গ্রামে কাটানো মুহূর্তগুলো সত্যিই দারুন ছিল। সত্যি বলতে পোকার কিছুটা অত্যচার থাকলেও দারুন ছিল পুরো সময়টা। সবার উচিত বছরে একবার হলেও গ্রাম যাওয়া। সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিলাম।

" বিদায় নিলাম "

Sort:  
 2 years ago 

সত্যিই গ্রামে কাটানো মুহূর্তগুলো খুবই অসাধারণ ছিল । খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন । আপনি কিছু ছোট পতঙ্গের ফটোগ্রাফি এবং ভিডিও করেছেন দেখে খুব ভালো লাগলো। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

জি ভাই গ্রামে কাটানো মুহূর্তগুলো সত্যিই দারুন ছিল। আর পোকার ছবিগুলো ধৈর্য ধরে তুলতে হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভীষণ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি। আপনার ক্যাপচার অনেক ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন গ্রামের ফসলের ক্ষেতের মাঝখানে মেঠো পথে হাঁটতে খুব ভালো লাগে। আমার কাছেও অন্যরকম একটা অনুভূতি কাজ করে। গ্রামে ঘুরতে গিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রফি গুলো দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফিগুলো খুব ভালো ছিল বিশেষ করে বললাম ফটোগ্রাফি অসাধারণ লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
গ্রামের পরিবেশ সবসময়ই আমাকে মোহিত করে।

 2 years ago 

তবে আমার ক্ষেত্রে উল্টো ভাই। পোকার ডাক যেন গ্রামে গেলে আমার অনেক ভালো লাগে। আসলে গ্রাম মানে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। ভাই সত্যি কথা বলতে আপনার বল্লার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। অসাধারণ কিছু মাইক্রো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এরকম সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সামনে তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি ভাই পোকার ডাক শুনতে ভালোই লাগে।
কিন্তু আমি যেগুলো পোকা ক্ষতিকর তাদের কথা বলেছি।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

হুম ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ৷আর গ্রামের এসব পোকা প্রতিনিয়ত দেখা যায় ৷আর ছবি গুলো অনেক চমৎকার ভাবে তুলেছেন ৷
ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার ছবিগুলো পছন্দ করার জন্য 🥀
জি ভাই গ্রামে এই পোকাগুলো সবসময়ই দেখা যায়।

 2 years ago 

গ্রামে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। গ্রামে গেলে প্রকৃতিকে খুব কাছে থেকে অনুভব করা যায়। স্যার আপনি আজকে চমৎকার ভাবে পোকার স্বর্গে বসবাস এর চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। বোল্লার ছবি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

হ্যা গ্রামে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। বল্লাগুলো মারাত্মক। এরা সুযোগ পেলেই হুল ফুটিয়ে দেয়।

 2 years ago 

আমি জীবনে একবার খেয়েছি, বল্লার কামড় খেয়েছি, কি যে সাংঘাতিক। আর গান্ধী পোকার কথা নাই বা বললাম।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

জি আপু বল্লার কামড় বেশ মারাত্মক। আমিও একবার খেয়েছি। আর গান্ধী পোকা আমার অপছন্দের।

 2 years ago 

কি কাকতালীয় ব্যাপার ভাই আজকে আপনি বল্লার ফটোগ্রাফি শেয়ার করেছেন, অন্যান্য পোকার ফটোগ্রাফির সাথে। ঠিক আজকে আমি ও বল্লার ফটোগ্রাফি করলাম এবং বল্লার বাসার সেটা হয়তো দু'এক দিনের মধ্যে আপনার সাথে তুলে ধরব।
20220523_122031.jpg

 2 years ago 

হা হা 😄
সমস্যা নেই।
অপেক্ষায় রইলাম 🤗
আপনার ছবি তোলার হাত সবসময়ই সুন্দর।

 2 years ago 

তাই বুঝি ভাই🙏 আচ্ছা ঠিক আছে খুব শীঘ্রই পোস্ট করব। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

পোকামাকড়ের ছবির প্রথম পর্ব আমি দেখেছিলাম অনেক সুন্দর ছিল আর এই পর্বে বল্লার ছবিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বোঝাই যাচ্ছে অনেক রিস্ক নিয়ে বল্লার ছবি তুলেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার ছবিগুলো পছন্দ করার জন্য।
সামনের পর্বে আরো সুন্দর কিছু আসছে।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46