বিদ্যুৎ বিভ্রাট আর গরমে দুর্বিষহ জীবন।

in আমার বাংলা ব্লগlast year
বিদুৎ বিভ্রাট আর গরমে দুর্বিষহ জীবন

photo-1473496169904-658ba7c44d8a.jpeg

সংগ্রহশালা

গরমে দুর্বিষহ জীবনযাত্রা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদুৎ বিভ্রাট। এটা অনেকটাই মরার উপর খাড়ার ঘা। গত কিছুদিনের গরমে ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পরেছে এবং পাল্লা দিয়ে তাপমাত্রা বেড়ে চলেছে। এই সময়টাতে সুস্থ থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা যারা কর্মজীবী মানুষ তাদের কোন দিকে না তাকিয়ে জীবন জীবিকার জন্য ছুটে যেতে হয়, হোক সেটা তীব্র গরম কিংবা ঘন বর্ষায়। তবে গত কিছুদিনের তাপমাত্রা সত্যিই অসহনীয় পর্যায়ে চলে গেছে তবুও মেনে নেয়া যেতো কিন্তু প্রতি দুই তিন ঘন্টা পর পর বিদুৎ বিভ্রাট কষ্টের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে।

গরমের কথা বাদ দিলাম কারন এটা উপর ওয়ালা প্রদত্ত কিন্তু বিদুৎ বিভ্রাট তো এক শ্রেণীর মানুষের কারসাজি। যেখানে অগ্রীম টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হয় সেখানে বিদ্যুৎ তৈরির জ্বালানি ফুরিয়ে যায় সেটা হাস্যকর এবং সীমাহীন দুর্নীতির বহিঃপ্রকাশ ঘটায়। আমরা বাঙালিরা ভীষণ কষ্ট সহ্য করতে পারি, তাই হয়তো একের পর এক দুর্ভোগ নেমে আসে আমাদের উপর।

বায়ুদূষণসহ বিভিন্ন প্রাকৃতিক কারনে তাপমাত্রা বেড়েই চলেছে এতে মানুষের নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির প্রাকৃতিক কারন গুলোকে মানুষ উস্কে দিচ্ছে বিভিন্নভাবে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা প্রতিবছর রেকর্ড করছে। এক সময় হয়তো তাপমাত্রা সৌদি আরবের টপকে যাবে। যাই হোক আমাদের মতো করে প্রস্তুতি গ্রহণ করে মানুষকে বাঁচাতে হবে কিন্তু সেই জায়গায় যদি আমাদের বিদ্যুৎ না থাকে তাহলে মানুষের কষ্টের সীমা থাকে না।

প্রতিনিয়ত আমরা আমাদের ধৈর্য এবং সহ্য ক্ষমতার পরীক্ষা দিয়ে চলেছি। সত্যিই জানিনা আমাদের দেশে কবে সবকিছু ভালোভাবে চলবে এবং স্বাভাবিকভাবে ভালো থাকতে পারবো। যাই হোক আমরা কামনা করি সবকিছু স্বাভাবিক হবে তাড়াতাড়ি। তবে ভবিষ্যতে প্রজন্মের ভবিষ্যত নিয়ে সত্যিই আমি চিন্তিত।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

বর্তমান সময়কে সামনে রেখে আজ পোস্ট শেয়ার করেছেন। খুব ভালো লাগলো ভাইয়া। সত্যি বিদ্যুৎ এক শ্রেনী মানুষের হাতে।আজ মানুষ তাদের হাতে বন্দী। কবে যে শান্তি ফিরে আসবে জানা নেই।তবে আশাকরি খুব শীঘ্রই সমস্যার সমাধান ফিরে আসুক।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে, সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু আবহাওয়া বেশ কিছুটা ঠান্ডা হয়েছে।
উপর ওয়ালা মুখ তুলে চেয়েছেন। আর বিদুৎ কিছুটা লাইনে আছে এখন।

 last year 

আসলে ভাইয়া গরমে জনজীবন খুবই বিপর্যস্ত হয়ে পড়ছে । একদিকে প্রচন্ড গরম এবং অন্যদিকে প্রচুর পরিমাণে লোড শেডিং ।সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে প্রতি ১ ঘন্টা পর পর কারেন্ট যাচ্ছে ।সত্যিই একটি অসহনীয় যন্ত্রণা।রাতের বেলাতে ঘুমানো যাচ্ছে না । কবে যে এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাব আল্লাই জানে ।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।
আবহাওয়া কিছুটা শীতল হয়েছে আপু আর বিদুৎ একটু বেশি সময় থাকছে এখন।

 last year 

প্রচন্ড রোদ গরমের মাঝে আজকে যেন একটু প্রশান্তি পেয়েছি ভাইয়া। দুপুর গড়াতে বিকেল হতে আমাদের এখানে প্রচন্ড ঝড় পানি আর মাঝে মাঝে মেঘের গর্জন। তবে এটা সত্য কথা আবহাওয়া যখন ঠান্ডা হয়েছে তখন আর কারেন্ট আমাদের এখান থেকে যায়নি কিন্তু এতদিন রোদ গরমে যেমন পচন্ড কষ্ট করেছি ঠিক তেমনি কারেন্ট খুবই ডিস্টার্ব করেছে। সারাদিনে এক ঘন্টা কারেন্ট পেয়েছি বলে মনে হয় না। যাই হোক এই বিষয়ে দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।

 last year 

অনেক ধন্যবাদ ভাই পোস্টটি পড়ার জন্য।
আমাদের এদিকেও আজ বৃষ্টি হয়েছে, আবহাওয়া কিছুটা শীতল হয়েছে।

Heres a free vote on behalf of @se-witness.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61797.74
ETH 2429.84
USDT 1.00
SBD 2.64