গ্রামের অভিজ্ঞতা || পোকার স্বর্গে বসবাস 🦗 পর্ব -২

in আমার বাংলা ব্লগ2 years ago

গ্রামের অভিজ্ঞতা
পোকার স্বর্গে বসবাস 🦗 পর্ব -২

Polish_20220517_130639236.jpg

সবার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শুরু করছি। আশাকরি সবাই ভালো আছেন। আমি খুব বেশি ভালো না। কারন গতকাল করোনার বুষ্টার ডোজ নিয়েছি আর শরীর ভীষণ খারাপ লাগছে, তাই যদিও আমি রাতে পোস্ট করি কিন্তু আজ সকাল সকাল পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন কয়েকদিন আগেও কুমিল্লা ছিলাম গ্রামে আজ পোকার স্বর্গে বসবাস পর্ব ২ নিয়ে হাজির হলাম 🤗 চলুন শুরু করি।

" মাছি যুগল "

1652770440867.jpg

1652770951133.jpg

IMG20220508112203_01~2.jpg

গ্রামে একটি প্রানী সবথেকে বেশি দেখা যায় তা হলো মাছি। যেখানে সেখানে যখন তখন এর অত্যাচারে অতিষ্ঠ। সারাক্ষণ ভনভন করে ঘুরতে থাকে আশেপাশে। মাছি গুলো বেশ অসভ্য এরা ভালোবাসা করে যেখানে সেখানে 🤭 আমি তাদের ভালোবাসার মূহূর্ত চমৎকারভাবে ধারন করতে পেরেছি 🤗

"রঙিন ফড়িং"

1652770551290.jpg

IMG20220507130116_01~2.jpgIMG20220507130201_01~2.jpg

IMG20220507130155_01~2.jpg

কি চমৎকার দেখতে ফড়িংটি। এরা সারাক্ষণ উড়াউড়ি করে পুরো বাড়ি জুড়ে। সত্যি বলতে সবথেকে যেটা বেশি ভালো লাগে তা হলো এরা বেশ সাহসী ফড়িং। আমি বেশ কাছে থেকে ছবিগুলো তুলেছি, কিন্তু এটি উড়লো না। ছোট বেলায় আমি ফড়িং এর পেছনে সুতা বেঁধে উড়াতাম ওদের । মাঝে মাঝে তো লেজ ছিঁড়ে পালিয়ে যেতো এরা। খেলাটা খুব দারুন উপভোগ করতাম। আজ এই ফড়িং দেখে সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। সত্যিই দিনগুলো দারুন ছিল। আমাদের ঈলমা বায়না ধরলো ফড়িং নিয়ে খেলা করার কিন্তু আমি তাকে এটা ওটা বুঝিয়ে বিরত রাখলাম। কারন এখন বুঝি ফড়িংয়ের পেছনে সুতা বেঁধে দিলে তার লেজ ছিঁড়ে যায় এবং সে মৃত্যুর মুখে পতিত হয়। তাই ফড়িং না ধরে তাকে খেলতে দিলাম তাদের সাথে।

" বড় মাকড়সা "

1652770801323.jpg

IMG20220505235951_01~2.jpgIMG20220506000003_01~2.jpg

IMG20220506000142_01~2.jpg

সবথেকে ভয় পেয়েছিলাম যখন রাতে শুয়ে পড়েছি সবাই, ঠিক তখন এই বড় মাকড়সাটি মশারীর ভেতর ঢুকে যায়। খুব দ্রুত একটি চিরুনি দিয়ে এটাকে মশারীর বাইরে বের করে দিলাম। সে বের হতেই চাইছিলো না। অবশেষে তাকে বের করতে পারলাম। কিন্তু সে ঘুরঘুর করতে থাকলো আমাদের আশেপাশে। এটা বিষাক্ত কিনা জানিনা তবে বেশ ভয় পেয়েছিল ঈলমা।

"পরিশেষ"

পরিশেষে বলতে চাই কিছু পোকামাকড় রয়েছে যা আমাদের বিপদের কারন হতে পারে। কারন অনেক পোকা বিষাক্ত থাকে। তাই সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই রাতে শোয়ার সময় বিছানা ভালোভাবে পরিষ্কার করে মশারী টাঙিয়ে শুতে হবে। এতে বিপদের ঝুঁকি কম থাকবে। সবশেষে বলতে চাই আমার পোস্টটি কেমন লাগলো আশাকরি জানাবেন সবাই 🤗 আর আমার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারি।

ছবির বিবরণ
বিষয়বস্তুপোকার স্বর্গে বসবাস 🦗 পর্ব -২
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

বিদায় নিলাম

Sort:  
 2 years ago 

আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে এই ফটোগ্রাফি গুলো যদি ম্যাক্রো ফটোগ্রাফি করতেন তাহলে আরো বেশি সুন্দর লাগতো। আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে ড্রাগনফ্লাইর ফটোগ্রাফি আমার বেশ ভাল লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাই ম্যাক্রো ফটোগ্রাফী করলে হয়তো আরো ভালো লাগতো।
কিন্তু মোবাইলের ম্যাক্রো লেন্স তেমন ভালো না।

 2 years ago (edited)

সমস্যা নেই ভাই আপনি চাইলে ছোট একটি লেন্স কিনে নিতে পারেন। মাত্র 270 টাকা দিয়েও আপনি একটি লেন্স পেতে পারেন যেটা দিয়ে আপনি খুব সুন্দর ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক আছে ভাই আমি আপনার সাথে যোগাযোগ করবো। কিভাবে এটা সংগ্রহ করতে পারি।

 2 years ago 

@emranhasan ভাই এখানে ছোট লেন্সটার দাম 270 থেকে 300 টাকার মতো এরচেয়ে বেশি হবে না। এই লেন্সটা আপনি সংগ্রহ করতে পারলেও খুব সুন্দর ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন।
20220218_095420.jpg

 2 years ago 

মাছি গুলো বেশ অসভ্য এরা ভালোবাসা করে যেখানে সেখানে

হাহাহা। লাইনটা পরে আমি শুধু হাসতেছি। কিছু দিন আগে আমিও দিয়েছিলাম এমন এক ছবি। আসলেই মাছি গুলো অসভ্য। যেখানে সেখানে প্রেম ভালোবাসা করতে বসে যায়। ফড়িং এর ছবি গুলো দারুণ হয়েছে ভাই। আমি তো এমন ছবি তুলতে গেলেই উড়ে যায়।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
মাছি গুলো বেশ অসভ্য 🤭
ফড়িংয়ের ছবি তুলতে বেশ ধৈর্য্য ধরতে হবে 👌

 2 years ago (edited)

আপনি খুব অসাধারণ করে পোকামাকড়ের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে ফড়িংয়ের ফটোগ্রাফি অত্যন্ত সুন্দর করে করেছেন। আমাদের প্রত্যেকের ছোটবেলার ঘটনা গুলোতে কিছু না কিছু মিল আছে। আপনার মত আমিও ফড়িংয়ের পেছনে সুতা বেধে অনেক উড়িয়েছি। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
আসলে ছোটবেলায় ফড়িং নিয়ে অনেক মজা করতাম। তবে এখন বুঝি এতে একটি প্রানী মারা যায় যা সঠিক কাজ নয়।

 2 years ago 

ভাই প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। গ্রামীণ কিছু পোকামাকড়ের বেশ দারুণ ফটোগ্রাফি করেছেন কিন্তু! বিশেষ করে মাছির এই দুষ্টামি টা ধারণ না করলেও পারতেন, লজ্জা পেয়ে গেলাম ধুরর! 🙈🙈
খুব সুন্দর কিছু ছবি দেখে নিলাম এক পলকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
মাছির ছবিটি বেশ দুষ্টুমি করে দেয়া হয়েছে ☺️
ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম 🤗

 2 years ago 

আসলেই ভাই গ্রামের আনাচে-কানাচে এখন অনেক মাছি দেখা যায়। আর এই যে ফড়িংয়ের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন এ ফড়িং ছোটবেলায় হাতে নিয়ে অনেক দুষ্টামি করতাম।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যিই তাই এই ফড়িং নিয়ে অনেক দুষ্টুমি করতাম আমিও।
ছবিগুলো ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ভাই।

 2 years ago 

বাহ পোকাগুলো ফটোগ্রাফি তো আপনি অনেক চমৎকার ভাবে করেছেন। আসলে ফটোগ্রাফি করে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় কেননা ফটোগ্রাফি করার সময় প্রকৃতির মধ্যে মিশে যাওয়া খুবই সহজ হয়ে যায়। দারুন একটা পোস্ট করেছেন ভাই খুবই ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যিই এ ধরনের ছবি মানসিক প্রশান্তি দেয় 🤗
দোয়া রইল 🥀

 2 years ago 

প্রথমে আপনার শেয়ার করা ছবিগুলো দেখে আমি রীতিমত অবাক হয়েছি কারণ মাছি বা ঘাস ফরিং এর ছবি তুলতে গেলে উড়ে যায় তাহলে আপনি কতটা ধৈর্য সরকারের ছবি গুলো তুলেছেন। ছবিগুলো তুলে ফটোগ্রাফি করার দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি ভাই।
ছবিগুলো তোলা বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকর কাজ।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

প্রথমে আপনার শেয়ার করা ছবিগুলো দেখে আমি রীতিমত অবাক হয়েছি কারণ মাছি বা ঘাস ফরিং এর ছবি তুলতে গেলে উড়ে যায় তাহলে আপনি কতটা ধৈর্য সরকারের ছবি গুলো তুলেছেন। ছবিগুলো তুলে ফটোগ্রাফি করার দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি পোকামাকড়ে ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ঘাসফড়িং দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক দক্ষতার সাথে সবগুলো পোকামাকড়ের ফটোগ্রাফি তুলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দরভাবে পোকামাকড়ের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যি বলতে এ ধরনের ছবি তোলা বেশ দুষ্কর।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63425.40
ETH 3253.95
USDT 1.00
SBD 3.88