DIY PROJECT}:‑) ঈলমার খরগোশ টুথব্রাশ হোল্ডার তৈরি 🐰|| কি দিয়ে বানালাম (◔‿◔) (১০% লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"সৃজনশীলতাই শক্তি"

Polish_20211031_123508326.jpg
--

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি করা"
"ঈলমার খরগোশ টুথব্রাশ হোল্ডার"



ঈলমার আবদার

রাত বাজে নয়টা সবে বাসায় ফিরলাম অফিস থেকে। সাথে সাথে ঈলমা দৌড়ে কাছে আসতে চাইলো, বললো "বাবা অনেক কথা আছে তাড়াতাড়ি এসো"। আমি বললাম বাবা বাইরে থেকে এসেছি পরিষ্কার হয়ে এসে কথা বলছি বাবা। না বাবা আগে বলি শোন। বুঝলাম আগে শুনতে হবে না হলে রক্ষে নেই। "বাবা জানো আমি না আজ টুথব্রাশ নিতে গিয়ে পড়ে গেছি"। আমি বললাম কিভাবে পড়লে, কোথায় লেগেছে। "বাবা তেমন ব্যাথা পাইনি কিন্তু ঐ টুথব্রাশ নিতে আমার কষ্ট হয় তুমি আমায় ব্রাশ রাখার একটা কিছু বানিয়ে দাওনা"। আমাদের ব্রাশ হোল্ডার সত্যিই অনেক উপরে ও চেয়ারে উঠে তারপর ব্রাশ নেয়, তাই আজ এই দূর্ঘটনা। বুঝলাম আজকে এটা না করা পর্যন্ত ঘুম হবেনা তার। বললাম বাবা দশ মিনিট সময় দাও বাবা গোসল করে পরিষ্কার হয়ে আসছি। "ঈলমা বললো এই আমি বসলাম বাবা।"আচ্ছা বাবা খরগোশের মতো কিছু কি করা যায়?" আমি বললাম বাবা এখনতো অনেক রাত দেখি তাড়াতাড়ি কিছু একটা করা যায় কিনা। যাক পরিষ্কার হয়ে এসে সামান্য কিছু খেয়ে কাজে নেমে পড়লাম। দেখুন কিভাবে বানালাম, ঈলমার খরগোশ টুথব্রাশ।

খরগোশ টুথব্রাশ
IMG_20211030_231344~2.jpg
--

সকাল সাতটার আগেই ঘুম থেকে উঠতে হবে এই চিন্তাটা মাথায় ছিল। তাই খুব দ্রুত নাকে মুখে কিছু দিয়েই কাজটা শুরু করলাম। ঈলমা পুরো কাজে আমাকে সহযোগিতা করেছে।

প্রয়োজনীয় উপকরণ 🐇

IMG_20211029_160633.jpg

IMG_20211030_215132.jpg

IMG_20211029_155115.jpg

"🐇 উপকরণ সমূহ 🐇"
অংকন খাতা
পেন্সিল
রং পেন্সিল
প্লাস্টিকের বোতল
আঠা
গিফট পেপার
--

🐰 কাজ শুরু করলাম 🐰
IMG_20211029_154906.jpg
--

প্রথমে একটি প্লাস্টিকের বোতল ভালো করে পরিষ্কার করে নিলাম এবং আমার টুথব্রাশ হোল্ডারের মাপ মতো কেটে নিলাম।

IMG_20211029_155115.jpg

🐰 কাজ চলছে 🐰
IMG_20211029_161704.jpg
--

এবার একটি অংকন খাতা নিয়ে পেন্সিল দিয়ে খরগোশের অবয়ব ফুটিয়ে তুললাম।

IMG_20211029_163224.jpg

🐰 কাজ চলছে 🐰
IMG_20211029_184103~2.jpg

এবার সুন্দর করে চোখ, মুখ এবং চমৎকার দুটি দাঁত অংকন করে নিলাম। চোখগুলো খুব সুন্দর করে আঁকতে হবে। চোখ যত সুন্দর হবে জিনিসটা ততো আকর্ষণীয় হবে।

IMG_20211029_190507.jpg

🐰 কাজ চলছে 🐰
IMG_20211029_211054.jpg

এই ধাপে রং পেন্সিল দিয়ে সুন্দর করে পুরো অবয়ব, চোখ এবং মুখ রং করে নিলাম। এরপর কাঁচি দিয়ে খরগোশটি কেটে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মূল আকর্ষণ খরগোশ।

IMG_20211029_212135.jpg

🐰 কাজ চলছে 🐰
IMG_20211029_214646.jpg

মজার কাজ করবো এখন। খরগোশের হাত এবং পা তৈরি করবো। প্রথমে কাগজের মধ্যে হাত এবং পা এঁকে নিয়ে রং করলাম। এরপর কাঁচি দিয়ে কেটে নিলাম।

🐰 কাজ চলছে 🐰
IMG_20211030_215234.jpg

এবার প্লাস্টিকের বোতলের পুরোটা গিফট পেপার দিয়ে আবৃত করে দিলাম আর একধরনের আঠালো টেপ দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20211030_220238.jpg

🐰 কাজ চলছে 🐰
IMG_20211030_220431~2.jpg

এবার আঠা দিয়ে খরগোশটি লাগিয়ে দিলাম। এরপর হাত এবং পা আঠা দিয়ে লাগিয়ে দিলাম

IMG_20211030_221600~2.jpg

🐰 কাজ চলছে 🐰
IMG_20211030_230407.jpg
--

এইবার খরগোশ প্রতিদিন ঈলমাকে শুভ সকাল জানাবে সে ব্যাবস্থা করলাম। লিখা গুলো কলম দিয়ে লিখে রং করলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG_20211030_230646~2.jpg

🐰 কাজ চলছে 🐰
IMG_20211030_221943.jpg
--

এবার সুন্দর একটি গিফট পেপার নিয়ে দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর আমাদের খরগোশ মহাশয়কে আঠা এবং বিশেষ এক ধরনের টেপ দিয়ে লাগিয়ে দিলাম। গুড মর্নিং লিখাটি লাগিয়ে কাজটি শেষ করলাম। দেখুন তো কেমন হলো 🐇

IMG_20211030_223202.jpg

ওর ছোট্ট দুটি হাত সারাক্ষণ আমায় সহযোগিতা করেছে
🐰 খরগোশ মহাশয় তৈরি 🐰
IMG_20211030_231344~2.jpg
🐇 সমাপ্তকৃত কাজ 🐇

আমাদের ছবি তোলা
IMG_20211030_231532~2.jpg

রাত ১ টায় সে এটি হাতে পেয়ে অবশেষে তার মুখে হাসি ফুটলো।

🐇🐰🐇

🐇 নিজের কিছু কথা 🐇
bunny-5786251_640.png
সংগ্রহশালা
--

সময় রাত ১টা বাজে আমাদের কাজ শেষ হলো। বিশ্বাস করুন পুরো সময়টা আমার সাথে হাত লাগিয়ে সহযোগিতা করছে। বারবার তার চোখের পাতায় ঘুম এলেও চোখ বন্ধ করেনি। শুধু মাত্র দেখছিল বাবা কি করছে। যাক অবশেষে খরগোশ মহাশয়কে দেখে তার সে কি মহা আনন্দ বলে বোঝানো যাবে না। যাক এখন সে প্রতিদিন মনের সুখে দাঁত ব্রাশ করুক আর খরগোশ মহাশয়ের সাথে খেলা করুক। এই কামনায় বিদায় নিলাম। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

ছবির বিবরণ
বিষয়বস্তুখরগোশ টুথব্রাশ
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন
Sort:  
 3 years ago 

ঈলমার খরগোশ টুথব্রাশ হোল্ডার তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে স্যার ঈলমার মুখে তো অনেক সুন্দর হাসি ফুটেছে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক খুশি হয়েছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন স্যার আমার ভিশন পছন্দ হয়েছে। আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি

 3 years ago 

ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

আপনি খুব সুন্দর টুথ ব্রাশের হোল্ডার তৈরি করেছেন ।আপনার তৈরি টুথব্রাশ হোল্ডার টি দারুন সুন্দর হয়েছে ।মনে হচ্ছে সত্যি সত্যিই একটি খরগোশ ।আপনার মেয়েটিও খুবই মিষ্টি দেখতে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

এত্তো এত্তো এত্তো সুন্দর হয়েছে ভাইয়া যা বলার মতো না। আমার খুব পছন্দ হয়েছে, কনসেপ্ট পেলাম একটি আপনার পোস্ট টি থেকে৷ অনেক শুভ কামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপু আপনাকে শুধু ধন্যবাদ দেবো না (✷‿✷)

আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল
(✷‿✷) 。◕‿◕。। (✷‿✷)
--
 3 years ago 

বাহ ভাইয়া আপনার ব্রাশ হোল্ডারটা খুবই সুন্দর হয়েছে। আমার ছেলে দেখে বলছে যে ওকেও একটি বানিয়ে দিতে। আপনি খুব সুন্দর করে পদ্ধতি বর্ণনা করেছেন। দেখি ওকেও একটা বানিয়ে দিতে পারি কিনা। শুভকামনা আপনার জন্য সুন্দর একটি ব্রাশ হোল্ডার আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবেন।
খুব সহজেই তৈরি করতে পারবেন একটু সময় লাগে এই যা।
আর বাবুর জন্য অনেকগুলো চকলেটের 🍫 আদর রইলো। ভালো থাকবেন আপু 💌

 3 years ago 

আপনার কাজ বরাবরই আমার কাছে ভালো লাহে। ইলমার জন্য বানানো টুথ ব্রাশ হোল্ডারটি অসাধারণ হয়েছে। ইলমা মনে হয় খুব খুশি হয়েছে এটা পেয়ে। আপনার জন্য দোয়া রইল সেই সাথে ইলামর জন্য ও।

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার (✷‿✷)
আমিও সবসময়ই দোয়া করছি। ভালো থাকবেন।

 3 years ago 

ভাই আপনি ইলমার জন্য খুব সুন্দর একটা টুথব্রাশ এর বক্স বানিয়েছেন। এবং সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার হাতের কারুকাজ ঠিক খুবই ভালো লেগেছে। এবং আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। এত সুন্দর একটা টুথ ব্রাশের বক্স বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

বাচ্চাদেরকে এসব কিছু করে দিলে তারা সত্যিই খুব আনন্দ পায়। আপনি খুব চমৎকারভাবে আপনার মেয়েকে নিয়ে সু্ন্দর কাজটি করেছেন এজন্য আপনাদের দুজনের জন্য রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই ♥️
সত্যিই মাঝে মাঝে ওদের কিছু তৈরি করে দিলছ খুব খুশি হয়। আপনার পরিবারের সবার জন্য অনেক শুভকামনা রইল 💌

 3 years ago 

ওয়াও ভাইয়া আইডিয়াটা অসাধারণ লাগছে। টুথব্রাশ হোল্ডারটি দেখতে ও অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

ঈলমার খরগোশ অনেক অনেক কিউট লাগছে। কিন্তু ইলমা মা কে সব থেকে বেশি কিউট লাগছে। কত সুন্দর করে খরগোশ বানিয়েছেন কিন্তু সব কিছু ছাপিয়ে ঈলমা মার হ্যাপিনেস ইজ ইম্পোর্টেন্ট। আর সেটায় হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀
দোয়া করবেন ঈলমার জন্য 💌
আর আপনার জন্য দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

প্রথমে জানাই ইলমার প্রতি আন্তরিক ভালোবাসা। কি বলবে ভাইয়া অনবদ্য পোস্ট হয়েছে আজকে আপনার। সত্যিই অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.028
BTC 55629.86
ETH 2914.29
USDT 1.00
SBD 2.28