আমার তোলা আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ21 days ago
:) আমার তোলা আলোকচিত্র :)

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার মানেই ফটোগ্রাফী দিবস তাইতো আবারো ফিরে এলাম চমৎকার কিছু ছবি নিয়ে। আজকের ছবির থিম হচ্ছে ফুল, মানে বেশ কিছু ফুলের ছবি আপনাদের উপহার দেয়ার চেষ্টা করবো। ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া দুষ্কর, আমি নিজেও ফুল ভীষণ ভালোবাসি। যাইহোক চলুন দেখে নেয়া যাক আজকে কোন কোন ছবিগুলো স্থান পেয়েছে ফটোগ্রাফী পোস্টে।

IMG20240331175132.jpg

IMG20240331175135.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

এটা গাঁদা ফুল, শীতের সময় এই ফুলটি দেখতে পাওয়া যায়। আমি বাসার পাশের একটি নার্সারি থেকে এই ফুলের ছবিগুলো সংগ্রহ করেছি। এগুলো ছবিতে বেশ সুন্দর দেখাচ্ছে এবং বাস্তবেও এগুলো অসম্ভব সুন্দর ছিল।

IMG20240522174031.jpg

IMG20240522174034.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

হলুদ রঙের এই ফুলটির নাম আমি জানিনা তবে এগুলো দেখতে বেশ সুন্দর। এই ফুলের ছবিগুলো তুলেছিলাম একটি পার্কে ঘুরতে গিয়ে। আমার ছেলে মেয়েরা এই ফুলগুলো দেখে দুটো ফুল ছিড়ে হাতে নিয়েছিল।

IMG20240522174846.jpg

IMG20240522174842.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ডালিয়া ফুল আমার পছন্দের কাতারে রয়েছে। ভীষণ সুন্দর ফুলটি সত্যিই নজর কাড়ে। এরকম অসংখ্য চমৎকার ফুলের মাঝে হারিয়ে গিয়েছিলাম কিছুটা সময়ের জন্য।

IMG20240608122626.jpg

IMG20240608122558.jpg

টাইম ফুল। যেমন নামটা বেশ সুন্দর, তেমনি দেখতে। তবে বেশিক্ষণ এই ফুলের সৌন্দর্য টিকে থাকে না। কিছুটা সময়ের পর ফুলগুলো নষ্ট হয়ে যায়, তাই হয়তো এর নাম টাইম ফুল রাখা হয়েছে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 21 days ago 

কি সুন্দর সুন্দর দেখতে কয়েকটি ফুলের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন আমাদের সাথে। যার বেশিরভাগই শীতকালের ছবি। গাঁদা ফুলের ছবিটি দেখে খুব ভালো লাগছে এছাড়াও ডালিয়া পর্যন্ত সবসময়ই খুব প্রিয়। আপনি নিঃসন্দেহে খুব ভালো ফটোগ্রাফি করেন। বরাবরই ভালো লাগে আপনার তোলা ছবি দেখতে।

 21 days ago 

Screenshot_2025-03-14-21-17-55-72_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-03-14-21-17-06-35_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-14-21-16-55-33_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 21 days ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। তবে আমার কাছে টাইম ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 21 days ago 

বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা গাঁদা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে ভাইয়া।

 21 days ago 

ভাইয়া আপনার আজকের আলোকচিত্র গুলো অনেক ভালো লেগেছে আমার। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি আমি। যেখানে ফুলের ফটোগ্রাফি বেশি থাকে সেখানে অনেক ভালো লাগে। এমন পোস্টগুলো আমি বেশ পছন্দ করে থাকি। সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 21 days ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফুল এর ছবি শেয়ার করার জন্য। সব গুলো ফুলই সুন্দর। আসলে ফুল মানেই সুন্দর। টাইম ফুল আমার অনেক ভালো লাগে।

 20 days ago 

আপনি আজকে চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে আমি অনেক্ষণ তাকিয়ে ছিলাম চোখ সরাতে পারছিলাম না। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে টাইট ফুলের ফটোগ্রাফিটি এছাড়া বাঁকি সব ফটোগ্রাফি দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।

 20 days ago 

আপনার তোলা প্রতিটা আলোকচিত্র ছিল এক কথায় চমৎকার। অনেক সুন্দর করে আপনি আপনার সবগুলো ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আমার কাছে টাইম ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। এই ফুলটা সাদা কালারের হওয়ায় দেখতে একটু বেশি সুন্দর লাগছিল।

 20 days ago 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 82531.35
ETH 1782.46
USDT 1.00
SBD 0.69