ইফতার রেসিপি :) আলুর স্লাইচ দিয়ে সুস্বাদু ডিমের চপ 😋

in আমার বাংলা ব্লগ2 years ago

:) ইফতার রেসিপি :)
🕌

😋 আলুর স্লাইচ দিয়ে সুস্বাদু ডিমের চপ 😋
Polish_20220412_132521537.jpg
সারাদিন রোজা রাখার পর ইফতার আমার কাছে অমৃত লাগে। বিশেষ করে না আমি শরবত খেজুর খাওয়ার পর বেশি করে ইফতার খেতে পছন্দ করি 🤭 গতকাল একটু বেশি করে ইফতার তৈরি করলাম আর ডিমের চপটা একটু ভিন্নভাবে তৈরি করলাম। আলু স্লাইচ করে ডিমের চপ তৈরি করলাম। তো চলুন শুরু করি।
♍ প্রয়োজনীয় উপকরণ ♍
ডিমIMG20220407144532_01~2.jpgআলুIMG20220407144917_01~2.jpg
কাঁচামরিচIMG20220407144923_01~2.jpgপেঁয়াজIMG20220407144936_01~2.jpg
হলুদ গুঁড়াIMG20220407163524_01~2.jpgজিরা গুঁড়াIMG20220407163444_01~2.jpg
রসুন বাটাIMG20220407163547_01~2.jpgআদা বাটাIMG20220407163556_01~2.jpg
বেসনIMG20220407163818_01~2.jpgলবনIMG20220407163505_01.jpg
আহ্ রান্না সে তো শিল্প ☺️
IMG20220407144841_01~2.jpgIMG20220407163332_01~2.jpg
IMG20220407144917_01~2.jpgIMG20220407165149_01~2.jpg

IMG20220407163426_01~2.jpg

প্রথমেই একটি পাতিলে পানি দিয়ে ডিম সিদ্ধ করে নিলাম আর আলুর খোসা ছাড়িয়ে স্লাইচ করে নিলাম। আর ডিমগুলোর খোসা ছাড়িয়ে কিছু টুকরো করে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220407163324_01~2.jpgIMG20220407163435_01~2.jpg
এবার আমাদের মূল রান্না শুরু। প্রথমেই একটি বাটিতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220407163540_01~2.jpgIMG20220407163643_01~2.jpg

IMG20220407163650_01~2.jpg

এবার হলুদ গুঁড়া, জিরা গুঁড়া , রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220407163858_01~2.jpgIMG20220407164008_01~2.jpg
IMG20220407164023_01~2.jpgIMG20220407164108_01~2.jpg

IMG20220407164151_01~2.jpg

এই ধাপে এককাপ বেসন দিয়ে মাখিয়ে নিলাম। এতে সামান্য পরিমাণ পানি যোগ করলাম। এরপর একটি ডিমে টুকরো নিয়ে কুঁচি করে দিয়ে দিলাম মিশ্রনের মধ্যে। এতে স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এবার ভালোভাবে মাখিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220407164746_01~2.jpgIMG20220407164752_01~2.jpg

IMG20220407164818~2.jpg

এবার মিশ্রনটি হাতের মধ্যে নিয়ে, এক টুকরো মুড়িয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220407165340_01~2.jpgIMG20220407165350_01~2.jpg
IMG20220407165046_01~2.jpgIMG20220407165133_01~2.jpg

IMG20220407170035_01~3.jpg

এবার ডিম মোড়ানো চপটিকে আলুর স্লাইচ দিয়ে দুপাশে মুড়িয়ে নিলাম এবং একটি টুথপিক দিয়ে গেঁথে দিলাম। এতে আলুর স্লাইচ খুলে আসার সম্ভাবনা কম থাকবে।
রান্নার কাজ করছি ☺️
IMG20220407170010_01~2.jpgIMG20220407170304_01~3.jpgIMG20220407170314_01~2.jpg
IMG20220407170623~2.jpgIMG20220407170812-01.jpeg

IMG20220407170909_01-01.jpeg

এবার আমাদের চপগুলো ভেজে নেয়ার পালা। প্রথমেই একটি ফ্রাইপ্যানে চুলায় চাপিয়ে দিলাম এবং কিছুটা সোয়াবিন তেল ঢেলে দিলাম। তেল গরম হলে চপগুলো একে একে দিয়ে দিলাম। একপাশ ভাঁজা হলে অপর পাশ ভেজে নিলাম। এরপর একটি বড় জালি চামচ দিয়ে চপগুলো উঠিয়ে নিলাম। এবার পরিবেশনের পালা।
🍱 পরিবেশন করলাম 🍱

IMG20220407181657_01-01.jpeg

IMG20220407181646_01~2-01.jpeg

IMG20220407181637-01.jpeg

😋 স্বাদের বিবরণ 😋

IMG20220407181720_01~2.jpg

IMG20220407181728_01~2.jpg

কিছু বলার নেই তৃপ্তি সহকারে খেলাম 😋 দারুন স্বাদের জিনিস।
ছবির বিবরণ
বিষয়বস্তুআলুর স্লাইচ দিয়ে সুস্বাদু ডিমের চপ
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

আপনার ইফতার রেসিপি দেখে মনটা ভরে গেলো ভাই। আসলে ইফতারে যত আনকম আইটেম রাখা যায় তত ভালো। আমি ইফতারে ভিন্ন আইটেম খেতে বেশি পছন্দ করি। অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

জি আমারো একই অবস্থা, বেশ কিছু খাবার আইটেম না হলে মন আর ভরে না ভাই 🤗
আর পেট বললাম না ☺️

 2 years ago 

স্যার আপনি আলুর স্লাইচ দিয়ে সুস্বাদু ডিমের চপ রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার রেসিপি আমার কাছে ভিশন ভালো লেগেছে। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

অবশ্যই তৈরি করবে।
এটা কিন্তু দারুন স্বাদের জিনিস 😋

 2 years ago 

নতুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। আলুর স্লাইস দিয়ে খুব সুন্দর ডিমের চপ বানিয়েছেন। এটি আমার কাছে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটা রেসিপি। এর আগে আমি কখনো খাইনি। আমি অবশ্য এটা একদিন বাসায় ট্রাই করে দেখব। আপনাকে ধন্যবাদ ভাইয়া রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ইনশাআল্লাহ আপু, চেষ্টা করবেন বাসায়।
ভীষণ চমৎকার স্বাদের খাবার এটি 😋।
আর সত্যিই এটি নতুন কিছু।

 2 years ago 

আলুর স্লাইচ দিয়ে সুস্বাদু ডিমের চপ দেখে খুব ভালো লাগলো। আমাদের বাসার প্রায় সময় এ ধরনের রেসিপি তৈরি করা হয়। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে আলুর স্লাইচ দিয়ে সুস্বাদু ডিমের চপ তৈরি করেছেন। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

জি ভাই খুব ভালো বলেছেন। সত্যিই এধরনের রেসিপি ইফতারের জন্য ঘরে ঘরে তৈরি করা হয়।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 2 years ago 

আমার তো দেখেই খেতে মন বলছে। আলুর স্লাইচ দিয়ে সুস্বাদু ডিমের চপ এটা দুর্দান্ত ছিল। আপনি দারুণ দক্ষতায় এটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া এবং খুবই সুস্বাদু। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দাওয়াত রইল ♥️ চলে আসো বাসায়।
খাবারটা কিন্তু খুব স্বাদের ছিল 😋

 2 years ago 

আলুর স্লাইচ দিয়ে সুস্বাদু ডিমের চপ রেসিপি খুবই লোভনীয় হয়েছে ভাইয়া। এই রেসিপি এর আগে আমার কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করা মজার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক মজাদার হয়েছে। অনেক লোভনীয় ও মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

দাওয়াত রইল ভাই ♥️
সত্যিই ভীষণ স্বাদের ছিল ডিমের চপটি😋
আমিতো বেশ কয়েকটি খেয়ে ফেললাম 😄

 2 years ago 

ভাই আপনি তো দারুণ রেসিপি মেকার হয়ে গেছেন। দারুন একটি রেসিপি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো। আলুর যে কোন আইটেম আমার কাছে খুব পছন্দের। আপনার ছবি গুলো যেমন সুন্দর হয়েছে তেমনি খাবার টিও মনে হয় সুস্বাদু হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

জি ভাই খাবারটি ছবির মতো স্বাদের হয়েছে 😋
এ ধরনের খাবার সত্যিই খেতে ভীষণ ভালো লাগে ☺️
খুব ভালো মন্তব্যের জন্য ধন্যবাদ ♥️

 2 years ago 

ওয়াও ভাইয়া নতুন একটা রেসিপি দেখলাম। দেখে বেশ ভালো লাগল, আমার আগে জানা ছিল না এই রেসিপি সম্পর্কে। আজ সব শিখে নিলাম।উপস্থাপনা অনেক সুন্দর ভাবে করেছেন আপনি ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল

 2 years ago 

জি আপু নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছি। অত্যন্ত চমৎকার স্বাদের খাবার 😋
তৈরি করবেন নিশ্চয়ই 🤗

 2 years ago 

ডিমের চপ আগেও বেশ কয়েকবার খেয়েছি তবে আপনার তৈরি করা আলুর চপ একটু ভিন্ন ধর্মী ছিল। এজন্য আমার বেশি ভালো লেগেছে। আশা করি সামনে আরো কিছু সুন্দর রেসিপি দেখতে পারবো।

 2 years ago 

জি ভাই খাবার তো সবাই খাই কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করলে খেতে ভীষণ স্বাদের লাগে 😋
ভীষণ চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ 💌

 2 years ago 

ভাই আপনার আজকের এই ডিমের চপ রেসিপিটি একদম ইউনিক মনে হচ্ছে। খুবই চমৎকার ভাবে আপনি ডিমের চপের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ, শুভকামনা অবিরাম আপনার জন্য

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই ♥️।
আমি ডিমের চপকে ভিন্নভাবে উপস্থাপন করলাম 🤗
সত্যিই দারুন জিনিস 😋

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66903.90
ETH 3098.58
USDT 1.00
SBD 3.67