আমাদের ঈদ উদযাপন 🌙 || ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার জীবনে।

in আমার বাংলা ব্লগlast year
আমাদের ঈদ উদযাপন 🌙
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার জীবনে

Polish_20230423_121222386.jpg

ছবিটি পলিশ এপস দিয়ে তৈরি

ঈদ মোবারক 🌙 আমার বাংলা ব্লগ পরিবার 🕌
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার জীবনে। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। একমাস সিয়াম সাধনার পর গতকাল আমরা ঈদ পালন করেছি। ঈদ মানে খুশি আর আনন্দ, এই আনন্দ ছড়িয়ে পরে ছোট থেকে বড় এবং ধনী গরিব সবার হৃদয়ে। আশাকরি সবাই ভীষণ প্রানবন্ত একটি ঈদ পালন করছেন। আর এই ঈদের আনন্দ আরো কিছুদিন সবার মাঝে থাকবে কারন এখন সবাই বিনোদন কেন্দ্র গুলোতে ভিড় জমাবেন পরিবার পরিজন নিয়ে।

Polish_20230423_120543553.jpg

Polish_20230423_114620611.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

আমার গত পোস্টে ঈদের দিনের কাটানো সকালবেলার সমস্ত কিছু তুলে ধরেছিলাম। আজ বিকেলে থেকে রাত অবধি আমাদের আনন্দ আয়োজনের কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করবো।
আসলে বিকেলের দিকে ইচ্ছে ছিল বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হবো পার্কের দিকে কিন্তু ঈলমা শেষ রোজা রাখার ফলে বেশ অসুস্থ বোধ করে, আর বিকেলের দিকটায় ঘুমিয়ে পড়েছে। অবশেষে সে ঠিক সন্ধ্যায় ঘুম থেকে উঠে সাজুগুজু করে তৈরি হয়েছে কিন্তু তখন আর পার্কে যাবার অবস্থা ছিল না। যেহেতু সাথে আরো কিছু ভাগ্নে ছিল তাই সিদ্ধান্ত নিলাম সবাইকে নিয়ে তেরমুখ নদীর পাড়ে বেড়াতে যাবো। অবশেষে অটো নিয়ে হাজির হলাম তেরমুখ নদীর পাড়ে।

Polish_20230423_120719989.jpg

Polish_20230423_120628508.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

তেরমুখ পৌঁছে সবাইকে নিয়ে নদীর পাড়ে ঘুরলাম বেশ কিছু সময়, আসলে মানুষের ঢল নেমেছে মনে হলো এখানে। চারিদিকে আলোকজ্জ্বল পরিবেশ দেখে বাচ্চারা ভীষণ খুশি হলো। আমার কোলে ইয়ান থাকায় তেমন ছবি তুলতে পারিনি। ওদের সবাইকে প্রথমেই আইসক্রিম খাওয়ালাম, আহা আইসক্রিম পেয়ে সবাই ভীষণ খুশি হলো। এরপর সবাইকে নিয়ে ফুসকা খেতে বসে গেলাম। এদিকটায় তেমন ভালো রেস্টুরেন্ট না থাকলেও বাঁশের বেত আর খড়কুটা দিয়ে ছোট ছোট রেস্টুরেন্ট তৈরি করেছে, আর এগুলোতে বসে খেতে কিন্তু বেশ মজা। দেখতেই পারছেন বাবুরা সবাই কতটা খুশি। সবাই মিলে বেশ মজা করে ফুচকা এবং আরো কিছু খাবার খেয়ে নদীর পাড়ে আবার চলে এলাম। প্রায় রাত সাড়ে আটটার নাগাদ বাসায় ফেরার সিদ্ধান্ত নিলাম। আর আসার সময় বেশ কিছু আতশবাজি কিনে নিয়ে এলাম।

Polish_20230423_120903630.jpg

Polish_20230423_120754312.jpg

Polish_20230423_121014148.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

বাইরে ঘুরাঘুরির পর এবার আতশবাজি অভিযান শুরু হলো ছাদের উপর। বাচ্চাদের নিয়ে ছাদে চলে গেলাম আর একটা একটা করে তারা বাজি, আর চকলেট বোমা ফাটালাম বেশ কিছু। তবে বোমা ফাটানোর সময় বাচ্চাদের কিছুটা দূরে সরিয়ে রাখলাম নিরাপত্তার স্বার্থে। সত্যি বলতে ছোটদের সাথে আমিও যেন ছোট্ট হয়ে গেছি 😄 সবশেষে ছাদের উপর থেকে সবার আতশবাজি ফোটানোর দৃশ্য দেখলাম। সত্যিই অনবদ্য একটি ঈদের দিন পালন করলাম যেন মনে হলো।
আপনাদের সবার ঈদ কেমন কাটলো আশাকরি জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

ঈদ মোবারক ভাইয়া। বাচ্চাদের নিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখে খুব ভাল লেগেছে। আপনার মত আমিও বাচ্চাদের সাথে সাথে বাচ্চা হয়ে যাই।আর বাচ্চারা আইসক্রিম খেতে খুব পছন্দ করে।আর একসাথে বেশ কয়জন থাকলে যে কোন খাবার ই কিন্তু ভাল লাগে।আপনারা তেরমুখ নদীর পাড়ে খুব সুন্দর সময় কাটালেন।ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

ঈদ মোবারক আপু।
সত্যিই অসাধারণ লেগেছে নদীর পাড়ে ঘুরতে, আর রাতে আতোশবাজি বেশ উপভোগ করেছে বাচ্চারা।

 last year 

আমার ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবে কেটেছে। আসলে ঈদের দিন যেকোনো ঘুরার জায়গা তে অনেক বেশি ভিড় থাকে। যাই হোক, তেরমুখ নদীর পাড়ে গিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে। বাঁশের বেত আর খড়কুটা তৈরি রেস্টুরেন্ট গুলো আসলে দেখতে খুব সুন্দর হয়। আমার এই ধরনের রেস্টুরেন্ট গুলোতে যাওয়া হয়নি তবে যাওয়ার ইচ্ছা রয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আসলে বাচ্চাদের সাথে সম্ভবত সবাই একদম বাচ্চাদের মত হয়ে যায়। আমার ক্ষেত্রেও এমনটাই হয়।

 last year 

হা হা 😄
বাচ্চাদের সাথে যদি বাচ্চা না হতাম তাহলে ওরা আনন্দ পেতো না। তাই তো সর্বোচ্চ চেষ্টা করেছি ওদের একটু আনন্দে রাখার।

 last year 

তেরমুখ জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ইলমা ইয়ান বাবুকে দেখে ভীষণ ভালো লাগলো। সত্যি সবাই মিলে অনেক সুন্দর সময় পার করছেন। ভালো লাগলো। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনাকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি বাচ্চাদের সাথে ঈদের আনন্দ খুব ভালোভাবেই দেখছি উপভোগ করছেন। আবার বাচ্চাদের মতো আতস বাজি ও বোমা ফুটাচ্ছেন। আপনার ঈদ আনন্দে কাটুক এই কামনা করি।

 last year 

আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই।
হা হা। সত্যিই বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি 😄 নাহলে ঈদের আনন্দ ভেস্তে যেতো।

 last year 

ঈদের দিনে আইসক্রিম এবং ফুচকা খাওয়া যায় তাহলে তো মজাই আলাদা।যে দুটির মজাই আপনি উপভোগ করেছেন।

 last year 

সত্যিই ঈদের দিন আইসক্রিম আর ফুচকা সবথেকে বেশি ভালো লাগে।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।

 last year 

ঈদের দিন বিকেলে পার্কে যাওয়ার প্ল্যান থাকলেও ইলমা মামুনি শেষ রোজা করে অসুস্থ থাকায় ঘুমিয়ে পড়েছিল। যার ফলে পার্কে যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছিল।তাই সন্ধায় উঠেই সেজে বসেছিল,তাই আপনার আরও ভাগ্নেদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন।বাইরে খাওয়া দাওয়া ঘুরাঘুরি করে বাসায় ফিরে ছাদে আতোসবাজি ফাটিয়েছেন আপনারা।ঈদের দিনের বাকি সময়টা ভালো কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ার জন্য।
সত্যিই দারুন সময় কাটিয়েছি বাচ্চাদেরকে সাথে নিয়ে।

Heres a free vote on behalf of @se-witness.

ঈদ হোক বা অন্য যেকোন অনুষ্ঠান, পরিবারের সাথে সময় কাটানোর মজাই আসলে অন্যরকম হয়।আপনার পোস্ট পড়ে যতটা বুঝতে পারলাম বেশ ভালই মজা করেছেন। আসলে আমি নিজেও পুজোর সময় প্রচুর বাজি ফুটাই। তখন আমিও বাচ্চাদের সাথে থাকতে থাকতে কখন যে বাচ্চা হয়ে যাই বুঝতে পারি না।

 last year 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
জি ভাই বেশ আনন্দ করেছি, আর বাচ্চাদের আনন্দ দিতে হলে ওদের মতো করে ভাবতে হয় 🤗

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62884.65
ETH 2444.83
USDT 1.00
SBD 2.61