টাকি মাছের শুঁটকি আর কাঁঠালের বিচির স্বাদে ডাটা শাক রান্না।

in আমার বাংলা ব্লগ2 years ago
"টাকি মাছের শুঁটকি আর কাঁঠালের বিচির স্বাদে ডাটা শাক রান্না"
Polish_20220716_215309217.jpg

শুভ সকাল #amabanglablog পরিবার । কেমন আছেন সবাই আশা করি ভালো, তবে ভালো থাকাটা বেশ কঠিন এই প্রতিকূল আবহাওয়ার মাঝে। গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের রোগ বালাই, যার শিকার আমি নিজেও হয়েছি। তবে জ্বর বাবাজির মতিগতি বোঝা মুশকিল, মাঝে মাঝেই কাঁপুনি দিয়ে ওঠে। সকালের দিকটায় শরীর কিছুটা ভালো লাগে আমার কারন এ সময়টাতে জ্বর কম থাকে। তবে কাশিটা নিয়ন্ত্রণে এসেছে বেশ। ভাবলাম তাড়াতাড়ি পোস্টটি করতে পারলে শান্তি লাগবে অন্তত কাজের জায়গায় কিছুটা নিজের অবস্থান ধরে রাখা যাবে। আজ রেসিপি পোষ্ট করার চিন্তা করেছি। টাকি মাছের শুঁটকি হয়তো অনেকেই খেয়ে থাকবেন। সেই টাকি মাছের শুঁটকি আর কাঁঠালের বিচি দিয়ে ডাটা শাক রান্না প্রনালী দেখাবো আজ, তো চলুন শুরু করি।

♍ প্রয়োজনীয় উপকরণ ♍
ডাটা শাকIMG20220715121607~2.jpgটাকি শুঁটকিIMG20220715121615~2.jpg
কাঁঠালের বিচিIMG20220715121625~2.jpgকাঁচামরিচIMG20220715121646~2.jpg
পেঁয়াজIMG20220715121650~2.jpgরসুন কুচিIMG20220715121657~2.jpg
জিরা গুঁড়াIMG20220715122604~2.jpgহলুদ গুঁড়াIMG20220715122615~2.jpg
মরিচ গুঁড়াIMG20220715122628~2.jpgআদা বাটাIMG20220715122549~2.jpg

peppers-575843_640 (1).webp

আহ্ রান্না সে তো শিল্প ☺️
IMG20220715122447~2.jpgIMG20220715122502~2.jpg

IMG20220715122522~2.jpg

প্রথমেই একটি পাতিল চুলায় চাপিয়ে দিলাম এবং কিছুটা সোয়াবিন তেল ঢেলে দিলাম। এরপর তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কিছুটা সময় নিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220715122549~2.jpgIMG20220715122604~2.jpgIMG20220715122615~2.jpgIMG20220715122628~2.jpg
IMG20220715122636~2.jpgIMG20220715122700~2.jpg
এবার ভাজা পেঁয়াজের মধ্যে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন কুচি এবং লবণ দিয়ে দিলাম। এরপর কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাগুলো।
রান্নার কাজ করছি ☺️
IMG20220715122713~2.jpgIMG20220715122731~2.jpg
এবার কষানো মসলার মধ্যে টাকি মাছের শুঁটকি দিয়ে দিলাম। এবার শুঁটকি গুলো মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220715122921~2.jpgIMG20220715122927~2.jpg

IMG20220715122942~2.jpg

এবার কষানো শুটকির মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220715122953~2.jpgIMG20220715123023~2.jpg

IMG20220715123636~3.jpg

এবার শুটকি আর কাঁঠালের বিচির মিশ্রনের মধ্যে ডাটাশাক দিয়ে দিলাম। শাকগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে ঢাকনা দিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220715125309~2.jpgIMG20220715125316~2.jpg
এবার পনেরো থেকে বিশ মিনিট মধ্যম আগুনের আঁচে রান্না করলাম। ব্যাস আমাদের সুস্বাদু তরকারি তৈরি। এবার পরিবেশনের পালা।
🍱 পরিবেশন করলাম 🍱

IMG20220715140955~2.jpg

IMG20220715141006~2.jpg

IMG20220715140930~2.jpg

IMG20220715141041~2.jpg

😋 স্বাদের বিবরণ 😋

IMG20220715141017~2.jpg

ভীষণ সুস্বাদু আর পুষ্টিকর খাবার এটি 😋। যদিও মুখের রুচি কমে গেছে তবুও কিছুটা খাবার খেতে পেরেছি। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন।
ছবির বিবরণ
বিষয়বস্তুটাকি মাছের শুঁটকি আর কাঁঠালের বিচির স্বাদে ডাটা শাক রান্না
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

টাকি মাছের শুঁটকি আর কাঁঠালের বিচির স্বাদে ডাটা শাক রান্না

বর্তমানে কাঁঠালের বিচি সময়ের উপযোগী সবজি ।যেটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করলে খেতে অনেক মজাদার হয়। খুবই সুন্দর ছিল আপনার রেসিপি তৈরি।

 2 years ago 

ধন্যবাদ ভাই ভালো বলেছেন।
আমরাও কাঁঠালের বিচি খেতে ভীষণ পছন্দ করি।

 2 years ago 

জিভে জল চলে আসলো আপনার এত সুস্বাদু রেসিপি দেখে। কাঁঠালের বিচি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় মাঝে মাঝে এই খাবার রান্না করা হয়। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপনার আজকের রেসিপিটা।

 2 years ago 

জি খাবারটি অনেক স্বাদের ছিল 😋
জ্বরের মুখে খেতে বেশ ভালো লেগেছিল।

 2 years ago 

ঠিকই বলেছেন, গরমে ভালো থাকাটা বেশ মুশকিল। যাই হোক শাকগুলো ছবি দেখে মনে হচ্ছে বেশ ফ্রেশ এভাবে কখনো টাকি শুটকি দিয়ে খাওয়া হয়নি।মনে হচ্ছে খেতে ভালোই লাগে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

জি শাকগুলো বেশ সতেজ ছিল এবং তরকারিটা বেশ সুস্বাদু হয়েছে খেতে।
চেষ্টা করেছি ভালোভাবে উপস্থাপন করার।

 2 years ago 

এই সময় কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে। তবে যাই হোক ভাইয়া সব কিছুকে সামনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। টাকি মাছের শুটকি খেতে আমি খুবই পছন্দ করি। আপনি খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। মজার এই রেসিপি তৈরির পদ্ধতি দেখেই জিভে জল চলে এসেছে। খুবই লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

জি আপু সবকিছু মানিয়ে নিয়ে যেভাবেই হোক এগিয়ে যেতে হবে।
জি আপু তরকারিটা সত্যিই খুব স্বাদের হয়েছিল।
আপনার জন্য দোয়া রইল।

 2 years ago 

টাকি মাছের শুঁটকি আর কাঁঠালের বিচির স্বাদে ডাটা শাক

😋😋😋 আহ কি স্বাদের রেসিপি প্রস্তুত করে শেয়ার করলেন ভাই দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে।😋😋 কাঁঠালের বিচি আমারও খুব ফেভারিট কাঁঠালের বিচি দিয়ে যে কোনভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
আপনি একমাত্র স্বাদের ব্যাপারটা ধরতে পেরেছেন।
ভীষণ সুস্বাদু খাবার এটি 😋

 2 years ago 

টাকি মাছ যদি হালকা ঝোল রেখে রান্না করে খাওয়া যায় তাহলে যে কত মজা লাগে তা বলেই বোঝানো সম্ভব নয়। আমার কাছে তো বেশ দারুন লাগে। তা আবার কাঁঠালের বিচি সাথে ব্যবহার করলে টেস্ট অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
জি ভাই টাকি মাছের শুঁটকি দিয়ে ডাটা শাক বেশ ভালোই লেগেছে খেতে 😋

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে যেকোনো তরকারি খেতে খুবই ভালো লাগে। আজকে আপনার রেসিপি একদমই ইউনিক এবং ভিন্ন ছিল। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু।
এভাবে আমিও প্রথম খেলাম।
সত্যিই খুব অসাধারণ লেগেছে খেতে।

 2 years ago 

ভাই সত্যি বলতে সম্পন্ন ব্যতিক্রম একটা রেসিপি ছিল এই ধরনের রেসিপি আমার কাছে খুব ভালো লাগে খেতে। রেসিপিটি দেখতে যেরকম অসাধারণ খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই 🤗
এই রেসিপিটি আমি প্রথম খেলাম 😋
খুব ভালো লেগেছে খেতে।

 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক মজাদার মজাদার রেসিপি শেয়ার করে থাকেন প্রতিবারের ন্যায় আপনার আজকের এই রেসিপিটি দেখেই আমার কাছে অনেক বেশি লোভনীয় এবং ইউনিক মনে হয়েছে। এত মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আসলে এধরনের খাবার আমিও প্রথম খেলাম কিন্তু বেশ তৃপ্তি সহকারে খেয়েছিলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.07
ETH 2408.18
USDT 1.00
SBD 2.43