সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year
সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপি

IMG20230519163837~2.jpg

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আশাকরি সবাই ভালো আছেন। আমি বেশ কর্ম ব্যাস্ততার মধ্যে সময়গুলো পার করছি। এতোটাই ব্যাস্ততায় পরে যাবো ভাবতেই অবাক লাগছে, যাক জীবন এবং জীবিকার তাগিদে ছুটে চলেছি। সবাই দোয়া করবেন যেন নতুন জব এবং পারিপার্শ্বিক সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে পারি।
গত শুক্রবার আমার অফিস ছুটি ছিল, আর শুক্রবার মানেই আমার বাসায় ভালো খাবারের আয়োজন 😋 তাইতো চিকেন বিরিয়ানি রান্না করলাম, তো চলুন শুরু করি আজকের আয়োজন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

Polish_20230521_213728480.jpg

পোলাও চাল৫০০গ্রামমুরগির মাংস৫০০ গ্রাম
দেশী আলু১০০ গ্রামপেঁয়াজ কুচিএক কাপ
বিরিয়ানি মসলাঅর্ধেক প্যাকদুধএক কাপ
জিরা গুঁড়াএক চামচমরিচ গুঁড়াএক চামচ
আদা বাটাএক চামচরসুন বাটাএক চামচ
লবণস্বাদমতোসোয়াবিন তেলপরিমাণ মতো
লংতিনটিতেজপাতাদুটি
এলাচচারটিগোল মরিচছয়টি
লেবুএকটিকিসমিসস্বাদমতো
কাঁচামরিচস্বাদমতোমটরশুটি৫০ গ্রাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প

IMG20230519121837.jpg

IMG20230519132345.jpg

প্রথমেই মুরগি কেটে টুকরো করে নিলাম। এরপর ধুয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম।

IMG20230519132603.jpgIMG20230519134012.jpg

এবার আলুর খোসা ছাড়িয়ে নিলাম এবং পোলাওয়ের চাল ধুয়ে নিলাম।

IMG20230519132919.jpgIMG20230519132949.jpg
IMG20230519133034.jpgIMG20230519133125.jpg

এবার একটি পাতিল নিয়ে তাতে পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এরপর মুরগির মাংস, গোল মরিচ, এলাচ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম।

IMG20230519132708.jpgIMG20230519132643.jpgIMG20230519132722.jpgIMG20230519132746.jpg

IMG20230519132756.jpg

IMG20230519133305.jpgIMG20230519133336.jpg

এবার আমরা একটি মসলার মিশ্রন তৈরি করবো। জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ এবং দুধ দিয়ে তৈরি করলাম আমাদের মসলার মিশ্রন।

IMG20230519133401.jpg

IMG20230519133437.jpgIMG20230519134225.jpg

এই ধাপে মসলার মিশ্রনটি মাংসের মধ্যে দিয়ে দশ মিনিট রান্না করলাম।

IMG20230519134238.jpgIMG20230519134818~2.jpg

IMG20230519134739~3.jpg

এবার মাংসগুলো আরো দশ মিনিট পরিমান মতো ঝোল দিয়ে রান্না করলাম।

IMG20230519140530~2.jpgIMG20230519140556~2.jpg

IMG20230519140758~2.jpg

এবার একটি পাতিল নিয়ে তাতে পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এরপর পেঁয়াজকুচি দিয়ে বাদামী রঙের করে ভেজে নিলাম।

IMG20230519140824~2.jpg

IMG20230519140903~2.jpgIMG20230519141300~2.jpg

এরপর পোলাওয়ের চাল গুলো দিয়ে দিলাম এবং নাড়তে থাকলাম কিছুক্ষণ।

IMG20230519141500~2.jpgIMG20230519141523~2.jpg

এবার মটরশুটি দিয়ে দিলাম এবং ভালভাবে মিশিয়ে নিলাম।

IMG20230519141545~2.jpg

IMG20230519141551~2.jpgIMG20230519141629~2.jpg

এই ধাপে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। এরপর দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG20230519141641~2.jpg

IMG20230519141732~2.jpgIMG20230519141816~2.jpg

এই ধাপে পরিমাণমতো ঝোল দিয়ে দিলাম। এরপর বিরিয়ানির মসলা ঢেলে দিলাম। এবার লেবুর রস দিয়ে দিলাম।

IMG20230519143119~2.jpgIMG20230519151420~2.jpg

এবার বিশ মিনিট হালকা আঁচে রান্না করলাম। আমাদের সুস্বাদু চিকেন বিরিয়ানি তৈরি, এবার পরিবেশনের পালা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20230519164147~2.jpg

IMG20230519164236~2.jpg

IMG20230519163837~2.jpg

IMG20230519164241.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" স্বাদের বিবরণ "

IMG20230519164120~2.jpg

ভীষণ সুস্বাদু হয়েছে খেতে এই চিকেন বিরিয়ানি, বেশ তৃপ্তি সহকারে খেলাম বলতেই হচ্ছে। আশাকরি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation (1).gif

" ছবির বিবরণ "
বিষয়বস্তুসুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপি।
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানউত্তরখান, ঢাকা, বাংলাদেশ

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 last year 

আপনি নতুন চাকরি পেয়েছেন শুনে সত্যিই অনেক ভালো লাগলো। কারও কোনো সুখবর শুনলে অনেক ভালো লাগে আমার। শুক্রবারের দিন টি আসলেই ব্যতিক্রম। চিকেন বিরিয়ানি আমার বাচ্চাদের অনেক পছন্দের। আপনি খুব সুন্দর করে চিকেন বিরিয়ানি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি ও মজাদার ছিল ধন্যবাদ ভাই সুন্দর একটি রিসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু, দোয়া করবেন।
চিকেন বিরিয়ানি আমার ছেলে মেয়েদের ভীষন পছন্দের খাবার।

 last year 

নতুন জব পেয়েছেন সেটা ইতিমধ্যেই জেনেছি আপনার কাছ থেকে। দোয়া করি নতুন দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারেন। যাইহোক ছুটির দিনে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। চিকেন বিরিয়ানি রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে। চিকেন বিরিয়ানি আমার খুব পছন্দ। নিশ্চয়ই সবাই মিলে বেশ মজা করে খেয়েছেন। এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাই দোয়া করার জন্য।
সত্যিই সবাই মিলে খাবারটি দারুন মজা করে খেয়েছি।

 last year 

আপনি নতুন চাকরি পেয়েছেন জেনে অনেক ভালো লাগল।সত্যি ভাইয়া শুক্রবার মানে অনেক রকম একটা দিন।শুক্রবারে একটু ভালো না খেলে আসলে ভালো লাগে না। চিকেন বিরিয়ানির যা বাচ্চাদের অনেক পছন্দের। আপনার বিরিয়ানি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।
আমার বাচ্চারা চিকেন বিরিয়ানি ভীষণ পছন্দ করে।
তাই শুক্রবার একটু বিশেষ খাবারের আয়োজন করা হয়।

 last year 

কিছু কিছু রেসিপি দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। তার মধ্যে চিকেন বিরিয়ানি অন্যতম। আপনার উপস্থাপন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 last year 

চিকেন বিরিয়ানি আমিও ভীষণ পছন্দ করি।
তাইতো শুক্রবার তৈরি করে ফেললাম।

 last year 

বিরিয়ানি দেখেই তো লোভ লেগে গেল। চিকেন বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে। কিছুদিন আগে বাসায় রান্না করে খাওয়া হয়েছে। খেতে খুবই মজা ছিল। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছিল। ছুটির দিনে বাসায় একটু ভালো মন্দ রান্না না হলে কি হয়। আপনার নতুন চাকরি হয়েছে জেনে খুবই ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ ভাই।
ছুটির দিনে একটু ভালো খাবার না হলে চলেই না।

 last year 

বিরিয়ানি নামটা শুনলেই তো লোভ সামলানো যায় না। তারপর যদি এমন সুন্দর পরিবেশন করে সামনে রাখা হয় তাহলে তো কোন কথাই নেই। চিকেন বিরিয়ানি রেসিপি দারুন ছিল বিশেষ করে পরিবেশনটা ভালো ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
চেষ্টা করেছি চমৎকারভাবে উপস্থাপন করার। আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা।

 last year 

জীবনটা এইরকম আসলে জীবিকার তাগিদে কোথাও না কোথাও গিয়ে ছোটাছুটি করতে হয়। তবে আপনার জন্য শুভকামনা রইল পারিপার্শ্বিক অবস্থা এবং জব যেন সবকিছু ভালো কাটে। আপনি শুক্রবার ঠিক বলছেন খাওয়া-দাওয়া ভাল করে খাওয়ার দিন। আপনি অনেক মজার করে চিকেন বিরিয়ানি করেছেন দেখে লোভ সামলানো যাচ্ছে না😋😋।

 last year 

ধন্যবাদ আপু, দোয়া করবেন।
শুক্রবার মানেই ভালো খাবারের আয়োজন।

 last year 

ভাই চিকেন বিরিয়ানি আমার মোস্ট ফেভারিট একটি খাবার। যা রান্না করেছেন দেখেইতো জিভাতে জল চলে আসছে। একটু খেয়ে দেখলে প্রাণটা শান্তি পেত মনে হচ্ছে। রন্ধন প্রক্রিয়াটা অনেক সুন্দর ছিল এবং আপনি খুব সুন্দর ভাবেও আমাদের সাথে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 last year 

অনেক ধন্যবাদ ভাই।
চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার।
আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

নতুন জব পেয়েছেন এখন মন দিয়ে কাজ করবেন এটাই আপনার প্রথম দায়িত্ব। আর যারা কাজ বাইরে চাকরি করে তাদের জন্য ছুটির দিন আসলেই ভালো-মন্দ খাওয়ার দিন। মুরগির মাংসের বিরিয়ানীর কালারটা কিন্তু ভালো হয়েছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু।
চেষ্টা করছি সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করার।
দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61081.38
ETH 2930.23
USDT 1.00
SBD 3.70