প্রিয়জনদের খুশি করার প্রানপন প্রচেষ্টা || ঈদের কেনাকাটা আর খানাপিনা 😋

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয়জনদের খুশি করার প্রানপন প্রচেষ্টা
ঈদের কেনাকাটা আর খানাপিনা 😋

Polish_20220425_013300421.jpg

আমি ভাই মধ্যবিত্ত মানুষ। তবে একটা ব্যাপার আমার মধ্যে রয়েছে তা হলো ওদের একটু ভালো রাখার জন্য যতটুকু কষ্ট করা যায় তার সর্বোচ্চটা করতে ভীষণ আনন্দ বোধ করি। নিজের জন্য চুল পরিমান না করেও যদি ওদের মুখে হাসি ফোটাতে পারি, এই চেষ্টা নিজের সর্বোচ্চটা দিয়ে করি। আসলে আমি কুমিল্লায় রয়েছি শশুর বাড়িতে আর ওনাদের সাথে ঈদ করার জন্য এসেছি। যাক গতকাল আমাদের কিছু কেনাকাটা করার দিন ছিল। আজ আপনাদের সাথে সেই অনুভূতিগুলো নিয়ে হাজির হলাম ☺️ আমি পুরো পোস্টটি দুটো অংশে ভাগ করেছি একটি অংশে শপিং এবং অন্য অংশে খানাপিনা 😋 তো চলুন শুরু করি।

🕌 ঈদের কেনাকাটা 🕌


IMG20220421200527_01~2.jpg

ইফতারের ঠিক পরপরই বেড়িয়ে পরলাম ওদের নিয়ে একটি অভিজাত শপিং কমপ্লেক্সে। বাইরে থেকে ভীষণ আলোকসজ্জা আর রঙিন বেলুন দিয়ে চমৎকার সাজিয়েছে ওরা পুরো শপিং কমপ্লেক্স। আসলে গত কয়েক বছর করোনা সব শেষ করে দিয়েছে। তবে এ বছর ব্যাবসায়ীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ব্যাবসা পরিচালনা করছে। সত্যি বলতে দোকানদারের মুখেও একটি চমৎকার হাসি দেখেছি আমি, যা কিছু পাওয়ার আনন্দের হাসি।

IMG20220421203713~2.jpgIMG20220421210632_01~2.jpg

IMG20220421210854~2.jpg

প্রথমেই আমাদের পরিবারের ছোট্ট সদস্যের জন্য কিছু কেনার চেষ্টা করলাম। তাকে তো ভীষণ আনন্দিত মনে হচ্ছিল। সে রংবেরঙের বিভিন্ন জামা কাপড় দেখার পর কি বুঝছে জানিনা তার মুখে আদো আদো বুলি শুনলাম ইইইটা ইইইটা ☺️ মানে এটা চাই ওর ☺️। আমি কি বলবো ওর আনন্দ দেখে নিজের কাছে ভীষণ ভালো লাগছিল। তার জন্য পাঞ্জাবি কেনার জন্য মনস্থির করলাম। কিন্তু এতো আকাশচুম্বি দাম কি বলবো 😔 যাক অবশেষে একটি পান্জাবি তার জন্য কিনতে পারলাম যদিও দাম অনেক বেশি। কিন্তু তার হাসির থেকে দামি কিছুই নয়। সে ভীষণ খুশি হলো ☺️ ছবি দেখে আশাকরি বুঝতে পারছেন।

IMG20220421204650_01~2.jpgIMG20220421204656_01~2.jpg

IMG20220421204701~2.jpg

এবার এলো আমাদের মিষ্টি মেয়ের পালা। তার চয়েজ সবসময়ই দারুন। তিনি ভালো মানের এবং ডিজাইনের পোশাক পরিধান করতে বেশি পছন্দ করেন। তাই ঈলমার জন্য জামা খুঁজতে বেশ বেগ পেতে হয়েছে। যাও পেলাম , সেটা আবার এমন দাম চেয়ে বসলো কি বলবো 😔 যাক বেশ কিছুটা দরদামের পর তার দুটো জামার ব্যাবস্থা করতে পারলাম। ঈলমা মহা খুশি হলো ☺️

IMG20220421203641_01~2.jpg

এবার আমার ম্যাডামের পালা☺️ আমি সবসময়ই তার জন্য পোশাক কিনতে গেলে তার মতামতকে প্রাধান্য দেই সবসময়ই। তাকে তার পছন্দ করার সময় দিলাম এবং অবশেষে তিনি জামা কিনতে সমর্থন হলেন। যাক মোটামুটি সবাই খুশি আমিও খুশি। এবার প্রশ্ন উঠলো আমি কি কিনবো? এখানে একটু বলি যতক্ষনে তাদের খুশি করছিলাম ততক্ষণে পকেটের সক্ষমতা বেশ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। যাক সুকৌশলে সবাইকে নিয়ে আবার মার্কেটে এসে আমার জন্য কেনাকাটা করার প্রতিশ্রুতি দিয়ে কোন মতে পাশ কাটিয়ে আসলাম🤗

খানাপিনা পর্ব 😋

IMG20220421214726_01-01.jpeg

IMG20220421213325_01~2-01.jpeg

IMG20220421212850_01~2.jpg

আমাদের ঈলমার পিজ্জা আর বার্গার ভীষণ পছন্দের। তাই ওদের নিয়ে শপিং কমপ্লেক্স এর ৫ম তলায় ফাস্টফুড কর্নারে নিয়ে গেলাম এবং আমরা কিছু ফাস্টফুড খেলাম। আমার পুরো পরিবার বেশ খুশি ছিল আর আমি সবচাইতে বেশি খুশি হলাম ওদের আনন্দ দেখে এবং একটি তৃপ্তির হাসি দিলাম ☺️

প্রিয়জনদের মুখের হাসি অমলিন থাকুক সবসময়ই 🤗

ছবির বিবরণ
বিষয়বস্তুঈদের কেনাকাটা আর খানাপিনা 😋
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

আমার পুরো পরিবার বেশ খুশি ছিল আর আমি সবচাইতে বেশি খুশি হলাম ওদের আনন্দ দেখে এবং একটি তৃপ্তির হাসি দিলাম।

স্যার আপনি প্রিয়জনদের খুশি করার প্রানপন প্রচেষ্টা করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঈলমা আর ইয়ান বাবুর হাসি দেখে মনটা ভরে গেলো। সত্যিই ছবি দেখে বুঝলাম তাদের জামা পছন্দ হয়েছে।
দোয়া করি স্যার আপনার প্রিয়জনদের মুখের হাসি অমলিন থাকুক সবসময়ই 🤗। ঈদের শুভেচ্ছা রইলো, সবার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

লিমন আসলে ওদের জন্য সবকিছু করা। তুমিতো সবই জানো।
যাক ওরা খুশি ছিল এটা সবথেকে বড় বিষয়।
ভালো থেকো দোয়া রইল 🥀

 2 years ago 

আসলে মধ্যবিত্ত হলেও পরিবারের খুশির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এটার মধ্যে আনন্দ অনেক। একটা সময় এর পর কি হয় ছেলেরা দায়িত্ব নিতে যখন শিখে যায় নিজের জন্য আর ভাবে না তখন ফ্যামিলির জন্যই ভাবতে-ভাবতে নিজের জন্য আর ভাবা হয়না কিন্তু তাদের সুখে নিজের সুখ।আসলে আমাদের স্টিমেট বয় এর আনন্দ দেখে বেশি ভালো লাগলো। সর্বোপরি খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন এবং নিজের জন্য ভুলে যেয়েন না। নিজের জন্য কিনিনিয়েন। আপনাদের পরিবারের জন্য সব সময় দোয়া রইল।

 2 years ago 

সত্যিই তাই সব ছেলেকেই একদিন দায়িত্ব নিতে হবে আর তার পরিবারকেই ভালো রাখতে হবে। হ্যা স্টিমিট বয় ভীষণ খুশি হয়েছিল আর পাঞ্জাবি গায়ে দেয়ার পর আর খুলতেই চাইছিল না। তোমার জন্যেও অনেক দোয়া রইল। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই ❤️

 2 years ago 

আসলে কি বলব ঈদ আসলে এইসব দোকানদাররা মনে হয় সুযোগে থাকে। আর এই আকাশচুম্বী দামের কাছে আমাদের মত মধ্যবিত্ত দের অনেক সময় মাথা নিচু করতে হয় নিজের স্বপ্নগুলোকে অধরাই দেখে দিতে হয়। কিন্তু কি করার প্রিয়জনের মুখে একটু হাসি ফোটাতে যত প্রচেষ্টা আমাদের। আর প্রিয়জনরা সুখে থাকলেই নিজের মনের মধ্যে এমনিতেই অনেক সুখ বিরাজমান হয়। যাইহোক বাপজান কে পাঞ্জাবিতে মাশাল্লাহ দারুন লাগছে,একদম নায়ক☺️

 2 years ago 

ধন্যবাদ ভাই ♥️
আসলে ঈদের সময়টিতে ব্যাবসায়ীরা একমাত্র ব্যাবসা করতে গিয়ে মানুষের গলায় টাকার অংকের ছুড়ি বসাতে পারে। হ্যা ইয়ানের মুখে হাসি ফুটেছিল পান্জাবি পাওয়ার পর ☺️
আমার তখন আসলেই আনন্দ হচ্ছিল।
অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল 🥀

 2 years ago 

সুন্দরভাবে আপনার পোস্টটিকে দুটি অংশে সাজিয়েছেন ভাই। তবে আপনার নিজের জন্য না কেনাকাটা করে প্রিয়জনদের জন্য কেনাকাটা করাটা আপনার উদার মন-মানসিকতার পরিচয় দিয়েছে। আসলে দায়িত্ববোধ বলে একটা কথা আছে। ছোটবেলায় আমিও দেখেছি আমার বাবা-মা নিজের জন্য না কিনে আমার এবং আমার ছোট ভাইয়ের জন্য কেনাকাটা করতো সবসময়। ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে দায়িত্ব একটি বড় জিনিস ❤️
একদিন আপনাকেও এই দায়িত্ব নিতে হবে।
মানসিকভাবে তৈরি হোন। আর আসলে ওদের আনন্দের মাঝেই আমার আনন্দ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই সন্তানের মুখের হাসির চাইতে দামি অন্য কিছু হতে পারে না। কেনাকাটা করতে গিয়ে সন্তানদের মুখের হাসি ধরে রাখার জন্য আপনার মত কোন বাবাই দামের তোয়াক্কা করে না। যাইহোক শেষপর্যন্ত কেনাকাটা ভালোভাবে শেষ করেছেন এবং ফাস্টফুড দিয়ে পেট পুজো করে কেনাকাটা সমাপ্তি টেনেছেন। আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই তাই ওদের আনন্দের জন্য দামের তেমন তোয়াক্কা করা যায় না। চেষ্টা করেছি ওদের জন্য কিছু কেনাকাটা করার জন্য আর ঈলমার ফাস্টফুড ভীষণ প্রিয় তাই কিছুটা খাবার গ্রহণ করেছি 🤗
ভালো থাকুন আর ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই।

 2 years ago 

আপনার প্রিয় পরিবারের সাথে ঈদের কেনাকাটার মুহূর্তের গল্প পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। আমারও মন ভাল হয়ে গেল ভাই আসলে পরিবারের জন্য এভাবে কেনাকাটা করতে সবাই পছন্দ করে। যেটা সুখ বয়ে আনে ছোট্ট বাবুর জন্য অনেক কিছু কেনাকাটা করলেন ।আপনি একটি কথা ঠিকই বলেছেন করোনা মহামারীর কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাল্লাহ তারা অতীতের সকল খারাপ সময় ভুলে গিয়ে ভবিষ্যতের সুফল বয়ে আনুক এটাই কামনা করি ।আপনার কাটানো মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই ♥️
আপনার মন ভালো করতে পেরেছি এটাই আমার সার্থকতা ❣️ আসলে গত কয়েকবছর ব্যাবসায়ীরাও বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে তারাও এবার ঈদের বেঁচা বিক্রির মাধ্যমে ওরাও জীবন যুদ্ধে বেঁচে থাকুক। এই কামনা করছি।

 2 years ago 

পরিবারের হাসি মানেই নিজের হাসি।আমাদের এলাকায় ঈদ করছেন,তাহলে কিন্তু সালামি দিতে হবে,😉😉।বাবুর গায়ে পাঞ্জাবি টা বেশ সুন্দর। ঈলমার জামাটা ও।ভালো ছিলো।শুভেচ্ছা রইলো।

 2 years ago 

সত্যিই তাই পরিবারের হাসি মানে নিজের আনন্দ।
আপনাদের এলাকায় ঈদ করছি হা হা 🤗
সেলামি দেবো ইনশাআল্লাহ ✨
ওদের জন্য চেষ্টা করেছি আমার সাধ্যমত করার।
তবে ওরা সত্যিই খুশি ছিল ♥️
অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল 🥀

 2 years ago 

ঈদ মানে কেনা কাটা, ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবারকে খুশি করা। আপনি পরিবারের খুশির জন্য খুবই সুন্দরভাবে আজকে কেনাকাটার ব্যবস্থা করেছেন। আসলে ছোট বাবুকে পাঞ্জাবি পড়ে অনেক সুন্দর লাগছে এবং খুবই সুন্দর ভাবে তাকিয়ে আছে। দেখে খুব ভালো লাগলো। পরিবারের সকলের জন্য সুস্থতা কামনা করছি এবং ঈদ যেন খুবই আনন্দের সাথে পালন করতে পারেন, দোয়া করি।

 2 years ago 

সত্যিই তাই ঈদ মানে আনন্দ ❣️
চেষ্টা করেছি ভাই ওদের জন্য সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করার। হ্যা ইয়ান বাবু সত্যিই পান্জাবি পেয়ে ভীষণ খুশি হয়েছিল। আপনার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল 🥀

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68500.64
ETH 3751.22
USDT 1.00
SBD 3.65