স্টীমিটে কিভাবে বন্ধুত্ব গড়বেন ? || যেখানে বন্ধুত্ব হলো মূল চাবিকাঠি (১০% স্বত্বভোগী @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

❤️ শুভ সন্ধ্যা ❤️

"ভালো থাকা মানেই স্টীমিট"



স্টীমিটে কিভাবে বন্ধুত্ব গড়বেন.jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

💚 বন্ধুত্ব মানেই স্টীমিট 💚

আর স্টীমিটে বন্ধুত্ব মানে নিজের প্রতিবিম্ব অন্যের মাঝে ফুটিয়ে তোলা, ব্যাপারটা হলো অনেকটা একে অপরের মাঝে আত্তিক সংযোগ সৃষ্টি করার মতো ব্যাপার। স্টীমিটে প্রতিটি সদস্য এক মালায় গাঁথা যেখানে সুতা হলো বন্ধুত্ব। এক মালায় যতক্ষন রয়েছেন সৌন্দর্য আছে আর মূল্যও রয়েছে। মনে করুন ভুল বশত সুতাটা ছিঁড়ে ফেললেন, তাহলেই হারিয়ে গেলেন অন্ধকারে। আপনি যত মূল্যবান হোন না কেন কেউ আপনাকে মনে রাখবে না।
তাই যেভাবেই হোক বন্ধুত্ব তৈরি করতে হবে এবং এক সুতোয় বাঁধা পড়তেই হবে। কিভাবে বন্ধুত্ব তৈরী করবেন আমার আজকের পোস্টে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যায়।

স্টীমিটে কিভাবে বন্ধুত্বের সুতায় গাঁথবেন❓



beads-967179_640.jpg

সংগ্রহশালা

বন্ধুরা খেয়াল করুন এটি একটি গলার হার। এখানে লকেট হলো @rme দাদা আর আমরা সবাই তার চারপাশে একটি শক্ত বন্ধুত্বের সুতায় গাঁথা। যদি কোন কারনে একটি পুঁতি ছিঁড়ে গেল তাহলে পুরো গলার হার বিচ্ছিন্ন আর মূল্যহীন। দাদা প্রান-পন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঁধন শক্ত করার।
তো সহজ কিছু কৌশল রয়েছে যাতে বাঁধনটা শক্ত করা যায়।

  • আপভোট করা
  • ইতিবাচক মন্তব্য করা
  • রিস্টীম করা
  • ফলো করা

👉 আপভোট করা 👈


like-2643085_640.png

সংগ্রহশালা

আমাদের স্টীমিট দুনিয়ায় আপভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপভোট এর মাধ্যমে আমাদের পোস্টে একটি উপার্জন জমা হয় আবার ডাউনভোটের মাধ্যমে তা কেড়ে নেয়া হয়। স্টীমিটে সফল হতে হলে অবশ্যই আপনাকে আপভোট করতে হবে সক্ষমতা অনুযায়ী। আপনি যখন কারও পোস্টে আপভোট দেবেন উক্ত ব্যাক্তির আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে। তিনি পরবর্তীতে আপনাকে আপভোট দিতে উৎসাহি হবে। এভাবে একে অপরের মাধ্যমে একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে।
আর ডাউনভোটের মাধ্যমে তিক্ততা প্রকাশ পায় যা পরবর্তীতে একটি অদৃশ্য দুষ্ট যুদ্ধে অবতীর্ণ করে। তাই সম্পর্কের বন্ধন অটুট রাখতে এবং বন্ধুত্ব তৈরি করতে আপভোট করুন সক্ষমতা অনুযায়ী।

👉 ইতিবাচক মন্তব্য করা 👈


speech-bubble-3525664_640.jpg

সংগ্রহশালা

ইতিবাচক মন্তব্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই স্টীমিট দুনিয়ায়। দেখুন আপনি একটি সুন্দর মঞ্চে খুব ভালো মানের একটি গান উপহার দিলেন কিন্তু কোন দর্শক আপনার গান শেষে হাততালি কিংবা উৎসাহ দিলো না। তাহলে আপনি মোটামুটি ধরেই নেবেন আপনার গান ভীষণ বাজে হয়েছে যার কারণে আপনি উৎসাহ পেলেন না। আমার মনে হয় এই অবস্থার পর দ্বিতীয় বার আপনি ঐ মঞ্চে আর উঠতে চাইবেন না, হারিয়ে যাবে অন্ধকারে। ধরে নিন স্টীমিট একটি মঞ্চ এবং কোন একজন সদস্য এখানে তার পোস্টের মাধ্যমে প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তখন আপনি খুব সুন্দর করে ইতিবাচক একটি মন্তব্য করে দিন। দেখুন এটি জাদুর মতো কাজ করবে তার হৃদয়ে এবং তিনি আপনাকে তার ভালো বন্ধু ভাবতে শুরু করবে। তারপর আপনি যাই পোস্ট করুন না কেন আপনি নিশ্চিন্তে থাকুন আপনার ঐ বন্ধুটির কাছ থেকেও ইতিবাচক সাড়া পাবেন। এভাবেই এক অদৃশ্য মিষ্টি বন্ধনে দু'জন বাঁধা পড়ে গেলেন।

👉 রিস্টীম করা 👈


37114595701_821abb5044_b~2.jpg

সংগ্রহশালা

রিস্টীম হলো আপনার কোন বন্ধু কোন একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন যা সবার জানা জরুরী সেই পোষ্টটি আপনি আপনার যারা ফলোয়ার রয়েছে তাদের মাঝে ভাগ করে নিলেন। এতে আপনার প্রতি উক্ত বন্ধুটির আস্থা এবং ভালোলাগা তৈরি হবে। সেই বন্ধুটি আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। এভাবেই শুরু হবে সম্পৃতির অনবদ্য এক মিলন।

👉 ফলো করা 👈


arrow-1538694_640.png

সংগ্রহশালা

আপনি তাকেই ফলো করবেন যে আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি ফলো করার মাধ্যমে তার সকল কর্মকান্ড নজরে রাখতে পারবেন এবং তাকে প্রতিনিয়ত উৎসাহ প্রদান করতে পারবেন। আবার আপনি যাকে ফলো করছেন তিনি নিজেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করবেন। এখানে একটি সুন্দর বন্ধুত্বের জায়গা তৈরি হবে।

joining-770559_640.jpg

সংগ্রহশালা

🎴 পরিশেষ 🎴


sunset-1807524_640.webp

সংগ্রহশালা

পরিশেষে বলতে চাই আমরা যদি উপরোক্ত পথগুলো অনুসরণ করি তাহলে আমাদের স্টীমিটে উৎসাহ দেবার মতো বন্ধুর অভাব হবেনা। যারা সারাক্ষণ আপনাকে একটি উদ্দীপনার মধ্যে রাখবে যতক্ষন না আপনি সফল হচ্ছেন। এটি আসলে মূলত স্টীমিটে সফলতার রসদ। আমরা কখনো চাইবোনা আমাদের গলার হার ছিড়ে সবকিছু বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাক। তাই আমরা একে অপরের বন্ধুত্বের শক্ত বাঁধনে বেঁধে রাখি। এভাবেই অক্ষুন্ন থাকবে আমাদের বন্ধুত্ব। আমরা খুব বেশি ভালোবাসি তোমায় @amarbanglablog

❤️ বন্ধুত্বের অনন্য নিদর্শন স্টীমিট ❤️

IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার। আমি মানুষকে ভালোবাসা দিতে জানি এবং পেতেও জানি।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

Sort:  

গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন আপনি।আমাদের সকল steemit ইউজারদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব না।আপনি ঠিকই বলেছেন গুরুত্বপূর্ণ ব্যাক্তিকে ফ্লো করা উচিত।যাতে আমি তার পোস্ট থেকে কিছু হলেও শিখতে পারি।

ধন্যবাদ আপনাকে সুন্দর বিষয়টি তুলে ধরার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আশাকরি পাশেই থাকবেন 🥀

 3 years ago 

গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন আপনি। স্যার আপনার পোস্ট পড়ে অনেক কিছুই শিখলাম। গুরুত্বপূর্ণ ব্যাক্তিকে ফ্লো করা উচিত এই কথাটা আমি সহমত। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

চেষ্টা করুন সময় নিয়ে অন্যদের পোস্ট পড়ার এবং ইতিবাচক মন্তব্য করার। এতে সম্পর্কের উন্নতি হবে।
সবাই একসাথে এগিয়ে যেতে পারবো।

 3 years ago 

অবশ্যই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

খুবই সুন্দর বিষয় সম্পর্কে তুলে ধরেছেন ভাইয়া।আমরা সবাই এক সুতোই যেন গাঁথা মালা এটিই আমাদের সম্পর্ক।আর সারাজীবন যেন এই সম্পর্কের বন্ধন অটুট থাকে আমাদের সকলের মাঝে এই প্রত্যাশায় করি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্যগুলো সবসময়ই আমাকে অনুপ্রেরণা যোগায়।
আশাকরি সবসময়ই পাশে থাকবেন 🥀
এই বন্ধুত্বের মালা যেন ছিঁড়ে না যায়।

 3 years ago 

ভাইয়া আপনি সব কিছু এতো সুন্দর ভাবে উপস্থাপন করেন যে কেও পড়লেই সব বুঝতে পারবে। বিশেষ করে নতুন ইউজারদের জন্য এই পোস্টটা অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি।সাথে আমাদের সবার জন্যই। খুব সুন্দর লিখেছেন ভাইয়া।

 3 years ago 

আসলেই পৃথিবী অনেক সুন্দর।
আর স্টীমিট আরো দারুন।
দেখুন এমন অনেকে রয়েছে স্টীমিট নিয়ে খুব আতঙ্কে থাকেন কি লিখব? কিভাবে লিখবো আর কে আমার পোস্ট পড়বে?
আবার এমন অনেকেই রয়েছেন তার সময় কম কিন্তু তার কাছে লিখার আছে অনেক কিছু ।
আসলে দুনিয়া আপনি যেমন করে দেখবেন ঠিক তেমনি অনুভব করবেন।
আপনি আমার লিখা গুলো সুন্দর করে দেখছেন তাই আপনার কাছে সুন্দর লাগছে।

ধন্যবাদ সুন্দর করে দেখার জন্য

ornament-2019452_640.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48