স্বরচিত কবিতা: জীবনের হিসাব।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
স্বরচিত কবিতা: জীবনের হিসাব


elderly-981400_640.jpg

সংগ্রহশালা

" পটভূমি এবং আলোকপাত "

মানুষের জীবন বেশ বৈচিত্র্যময় এবং রঙিন। জীবন বিভিন্ন সময় বিভিন্ন রং ছড়িয়ে ছড়িয়ে এগিয়ে চলে। ছেলেবেলার জীবন বেশ আনন্দময় এবং দুরুন্তপনায় কাটে। যতই দিন যায় ততই সবকিছু পরিবর্তন হতে থাকে। একটা সময় যৌবনের দ্বারে দাঁড়িয়েই অর্থ উপার্জনের খেলায় মেতে উঠতে হয়। এ যেন এক যন্ত্র মানবের বহিঃপ্রকাশ। জীবনের প্রয়োজনে সংসার গড়ে তোলা আর একটু সবুজ স্বপ্ন দেখার চেষ্টা। সেখানেও সম্পর্কের টানাপোড়ন চলে মধ্যবিত্ত জীবনে। আর বার্ধ্যকের দ্বারে দাঁড়িয়ে কিছু মানুষ হয়ে যায় বৃদ্ধাশ্রমের মেহমান। রঙিন জীবন ঢাকা পরে সাদা কালো দেয়ালের ছায়ায়। যেখানে হয়তো কখনো কখনো দেখা হয়না আর প্রিয় সেই মুখগুলো, যাদের জন্য জীবনের প্রতিটি মুহূর্তে তিল তিল করে রং জমিয়ে বিলিয়ে দেয়া হয়েছে। শ্বাস প্রশ্বাস ক্রমশ ক্ষিন হয়ে আসছে আর চোখ যেন ঝাঁপসা, তবুও জীবনের হিসাব মিলাতে ব্যার্থ এক মৃত্যু পথযাত্রী বৃদ্ধ। হঠাৎ যেন সাদা কালো ছায়া ধেয়ে আসছে তার দিকে।

"জীবনের হিসাব"

জীবন পাতার পরতে পরতে
রয়েছে বিস্তর রঙের ছড়াছড়ি
নাটাই ঘুড়ি আর সুতার মতন
জীবন জুড়ে সম্পর্কের বাঁধন।

কিছু সম্পর্ক যেমন নাড়ি ছেঁড়া
কিছু ভালোবাসা হৃদয় জোড়া
কভু কভু সম্পর্কে টানাপোড়ন
শত অভিমানে তবুও আপন।

ছেলে বেলার রঙিন জীবন
মাঠে বেড়ানো ফড়িং যেমন
কোলাহল আর দুষ্টুমির ছোটন
মায়ের বকুনি যখন তখন।

বয়ঃসন্ধিকালের সময় পেরিয়ে
যৌবনের দ্বারে সবে দাড়িয়ে
বুঝতে শেখা বাস্তবতার ত্রাস
সুখ যেন ছেড়েছে নাভিশ্বাস

বাঁচা মরার লড়াই যেন
অর্থ উপার্জন নেশাই কেন?
পরিবার গড়েছি বাঁধনে জড়িয়ে
স্বপ্ন যেন সবুজ রং ছড়িয়ে।

শুকনো পাতার শুষ্কতা আজ
বার্ধক্যে পড়েছে চামড়ায় ভাঁজ
আদর আর ভালোবাসার সাজ
রং বদলিয়ে কেন ধূসর আজ?

জীবন সাঁঝের বেলায় আজ ভাবছি
স্মৃতিগুলো যেন শুধু হাতড়াচ্ছি
পাওয়া না পাওয়ার হিসেব যেন
শত চেষ্টা করেও মিলছেনা কেন?

যাদের আপন করে আজ এতদূর
তারা যেন আজ দূর বহুদূর
বৃদ্ধাশ্রমের দেয়াল জুড়ে সাদা কালো ছায়া
ছেড়ে যাচ্ছি রঙিন জীবনের মায়া।



❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

এই ছিল জীবনের হিসাব নিয়ে আমার ছোট্ট কবিতা। কার কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। কবিতাটির অর্থ কিন্তু বেশ গুরুতর তবুও গুছিয়ে লিখার চেষ্টা করেছি। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাই জীবনটা একটা বড় রঙ মঞ্চ সেখানে একেক জন একেক রকম অভিনয় করছে ৷ আমি মনে করি আমাদের জীবনটা ঠিক তেমনি এক রঙ মঞ্চ ৷
একটা সময় সুন্দর পৃথিবীতে এসে মা বাবার কলে বড় ৷ শৈশব গেলো বাল্য গেলে কৈশোর শেষে যৌবন ৷ শুরু হলো জীবনের আরেকটা অধ্যায় ৷ শেষমেষ দেখি আমি একা আমার সাথে আর কেউ নেই ৷ কারন আমার যে অভিনয় শেষ ৷ তাই আমাকে এখন একজন শ্রোতা হিসেবে থাকা ছাড়া কিছু নেই ৷ হয়তো এটাই জীবন ৷
অনেক সুন্দর একটি কবিতা ছিল ৷

 2 years ago 

ছেলে বেলার রঙিন জীবন
মাঠে বেড়ানো ফড়িং যেমন
কোলাহল আর দুষ্টুমির ছোটন
মায়ের বকুনি যখন তখন।

বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এমন সুন্দর কবিতা লেখা সম্ভব ।আসলেই জীবন কখন যে ছুটে চলে তা মাঝে মাঝে টের পাওয়া যায় না। সময়ের সাথে সাথেই মানুষের পরিবর্তন এজন্য প্রকৃতির নিয়ম ।জীবন বড়ই রহস্যময়।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
আপনি কবিতার অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।

 2 years ago 

যাদের আপন করে আজ এতদূর
তারা যেন আজ দূর বহুদূর
বৃদ্ধাশ্রমের দেয়াল জুড়ে সাদা কালো ছায়া
ছেড়ে যাচ্ছি রঙিন জীবনের মায়া।

স্বরচিত কবিতা: জীবনের হিসাব। আপনার কবিতা গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। আপনি সব সময়ই বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। উপরের লাইন গুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ লিমন। কবিতা যদি বাস্তবতার নিরিখে লিখা হয় সেটা বেশি বোধগম্য আর মাধুর্য পূর্ণ হয়ে ওঠে।

 2 years ago 

ভাই কি আর বলবো। আপনার কবিতাটি পড়ে অন্য এক জগতে চলে গেছিলাম। কারণ আপনি জীবনের হিসাব কবিতাটিতে আমাদের জীবনের সকল পর্যায়ে অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে কবিতার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। যেগুলো প্রত্যেকটি আমাদের বাস্তবতার সাথে অনেক জড়িত।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। আসলে বাস্তব জীবনের প্রতিটি ধাপ এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 2 years ago 

আপনি একেবারে বাস্তবিক বিষয় তুলে ধরে কবিতাটি লিখেছেন। একটা মানুষের জীবন কিভাবে সম্পূর্ণ হয় বিশেষ করে যারা মধ্যবিত্ত তাদের জীবন বৃত্তান্ত লিখেছেন। প্রত্যেকটা লাইন যেন সত্যি। আপনার কবিতাটা না পরলে হয়তো এরকম ভাবে ভাবতে পারতাম না। অসাধারণ লিখেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। কবিতাটি বাস্তবতার নিরিখে লিখা এবং চেষ্টা করেছি সেটাই উপস্থাপন করার যা ঘটে চলেছে আমাদের জীবনে।

 2 years ago 

আপনার কবিতার নামটি দেখতেই সুকুমার রায়ের জীবনের হিসাব কবিতাটির কথা মনে পড়ে গেল।জীবন বড়োই বিচিত্রময় ও পরিবর্তনশীল।জীবনের সব আনন্দের ধাপগুলো পেরিয়ে একসময় অঢেল দায়িত্ব এসে পড়ে কাঁধে।একসময় সঠিক কিংবা ভুল দায়িত্ব পালন করতে করতে মৃত্যু কাছে আসে।সুন্দর হয়েছে কবিতাটি,বেশ অর্থবহ।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ দিদি চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য। জীবনের দায়িত্ব গুলো পালন করতে করতে একসময় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যাই আমরা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68208.41
ETH 2447.71
USDT 1.00
SBD 2.57