বেগুন, পটল এবং কাঁঠালের বিচির স্বাদে মলা মাছ রান্না 🐟

in আমার বাংলা ব্লগ2 years ago
বেগুন, পটল এবং কাঁঠালের বিচির স্বাদে মলা মাছ রান্না 🐟
Polish_20220823_092524091.jpg

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পোস্ট। আজকে মলা মাছের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। বাসায় আরো একদিন মলা মাছ রান্না হয়েছিল, দেখলাম আমার মেয়ে ঈলমা মাছগুলো বেশ পছন্দ করেছিল। তাই আবারো তার জন্য মলা মাছ কিনে আনলাম বাজার থেকে। মলা মাছ ভীষণ স্বাদের এবং পুষ্টিকর মাছ। মলা মাছের সবথেকে বড় উপকারী দিক হচ্ছে এটি চোখের জ্যোতি বাড়ায়। আজকে আমি এটি কিভাবে খুব সহজে রান্না করা যায়, সেই তৈরি প্রনালী দেখাবো। যে কেউ এভাবে চমৎকার রান্না করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍
মলা মাছIMG20220820145254~3.jpgপেঁয়াজIMG20220820133527~2.jpg
বেগুন 🍆IMG20220820130950~2.jpgটুকরোIMG20220820145410~2.jpg
পটলIMG20220820131003~2.jpgটুকরোIMG20220820145307~2.jpg
কাঁঠালের বিচিIMG20220820145332~2.jpgকাঁচামরিচIMG20220820133546~2.jpg
রসুন বাটাIMG20220820145525~2.jpgজিরা গুঁড়াIMG20220820145545~3.jpg
হলুদ গুঁড়াIMG20220820145558~2.jpgমরিচ গুঁড়াIMG20220820145625~2.jpg
লবণIMG20220820145645~2.jpgমনের মাধুরীভরপুর

peppers-575843_640 (1).webp

আহ্ রান্না সে তো শিল্প ☺️
IMG20220820130950~2.jpgIMG20220820145410~2.jpg
IMG20220820131003~2.jpgIMG20220820145307~2.jpg

IMG20220820145254~3.jpg

প্রথমেই বেগুন এবং পটল কেটে টুকরো করে নিলাম। এরপর মলা মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220820145434~2.jpgIMG20220820145444~3.jpg
আমরা রান্নাটা একটু অন্যভাবে করবো। প্রথমেই সবজি এবং মাছ ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে চুলায় চাপিয়ে দেবো। এরজন্য একটি কড়াই নিয়ে এতে প্রথমেই বেগুন এবং কাঁঠালের বিচি দিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220820145454~2.jpgIMG20220820145507~2.jpg
এখন মলা মাছ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220820145525~2.jpgIMG20220820145545~3.jpgIMG20220820145558~2.jpgIMG20220820145625~2.jpg

IMG20220820145642~2.jpg

এবার একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, জিরা গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220820145731~2.jpgIMG20220820145736~2.jpg

IMG20220820145741~2.jpg

এবার মশলা দেয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর সোয়াবিন তেল ঢেলে দিলাম এবং আবারো ভালোভাবে মাখিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220820145824~2.jpgIMG20220820145907~2.jpg

IMG20220820145917~2.jpg

এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার চুলায় আগুন দিয়ে কড়াই চাপিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220820151942~2.jpgIMG20220820153554~2.jpg

IMG20220820153608~2.jpg

এবার বিশ মিনিট রান্না করে ঝোলটা শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে। আমাদের রান্না শেষ, এবার পরিবেশনের পালা।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20220820153814~2.jpg

IMG20220820154005~2.jpg

IMG20220820153953~2.jpg

IMG20220820153936~2.jpg

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

😋 স্বাদের বিবরণ 😋

IMG20220820153827~2.jpg

অতুলনীয় স্বাদের তরকারি এটা 😋 আমাদের ঈলমা তরকারি থেকে মাছ উঠিয়ে খাওয়া শুরু করেছিল। খুব সহজ করে আমি রান্না করে দেখিয়েছি। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি এই তরকারিটি রান্না করে খেতে পারেন।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

ছবির বিবরণ
বিষয়বস্তুবেগুন, পটল এবং কাঁঠালের বিচির স্বাদে মলা মাছ রান্না 🐟
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png

Sort:  
 2 years ago 

বেগুন, পটল এবং কাঁঠালের বিচির স্বাদে মলা মাছ রান্না করেছেন দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। মলা মাছ অনেক দিন হলো খাওয়া হয়না। আপনার রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

মলা মাছ ভীষণ স্বাদের জিনিস, মাঝে মাঝেই খাওয়ার চেষ্টা করবে।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে মলা মাছ দিয়ে বেগুন পটল কাঁঠালের বিচি সহ অনেক সুন্দর ভাবে রান্না করে আমাদের মাঝে শেয়ার করছেন। সত্যি আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় একটি রেসিপি। কাছে পেলে হয়তো খেয়ে ফেলতাম অল্প একটু। ধন্যবাদ ভাই এত সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
এভাবে রান্না করলে ভীষণ স্বাদের হয় আর খুব সহজেই রান্না করা যায়।

 2 years ago 

বেগুন পটল ও কাঁঠালের বিচি দিয়ে মলা মাছ রান্না দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে।মলা মাছ এমনিতেই খেতে অনেক ভালো লাগে যেকোনভাবেই। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

মাছ, কাচকলা, কাঁঠালের বিচি বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা আজকের রেসিপিটি অনেক লোভনীয় মনে হচ্ছে। এরকম খাবার আগে কখনো খাইনি।সব সবজি মিলিয়ে একদিন রান্না করে দেখতে হবে খেতে কেমন। মনে হচ্ছে আপনারা সকলে অনেক মজা করে খাবার খেয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি বেগুন, পটল এবং কাঁঠালের বিচি দিয়ে মলা মাছ রান্না করেছি।
খেতেও বেশ স্বাদের ছিল 😋

 2 years ago 

ভাইয়া আপনার রেসিপি টি দেখেই বোঝা যাচ্ছে যে আপনি মনের মাধুরি মিশিয়েই রান্না টা করেছিলেন তাই এত সুন্দর হয়েছে, আসলে রান্না করার সময় যদি মনের মাধুরি না থাকে তাহলে সেটা রান্না হবে ঠিকই কিন্তু খাওয়ার উপযোগী খুব একটা হবেনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যিই তাই 🤗
মনের মাধুরী মিশিয়ে রান্না করলে খাবার স্বাদের হবেই। ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

খুবই মজাদার একটি মলা মাছ রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি বরাবরই আমাদের মাঝে অনেক মজাদার মজাদার রেসিপি শেয়ার করে থাকেন। ভবিষ্যতেও আপনার কাছ থেকে এরকম মজাদার রেসিপি আশা করব ভাইয়া শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাই, আমি সবসময়ই ভালো কোন রেসিপি ভাগ করে নেয়ার চেষ্টা করছি।
আজকের রেসিপি খুব সহজ করে দেখিয়েছি, যা দেখে যে কেউ তৈরি করতে পারবে।

 2 years ago 

বেগুন কচু এবং কাঁঠালের বিচি দিয়ে খুবই লোভনীয় ভাবে মলা মাছের রেসিপি প্রস্তুত করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।। মলা মাছ যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু

 2 years ago 

বেগুন, পটল আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি তরকারিটা।
বেশ ভালই লেগেছে খেতে।

 2 years ago 

বেগুন, পটল এবং কাঁঠালের বিচির স্বাদে মলা মাছের দারুণ একটা রেসিপি করেছেন।মলা মাছ নানা ধরনের সবজি দিয়ে হাতে মেখে রান্না করলে খুব মজা হয়।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি বিভিন্ন সবজি দিয়ে মলা মাছ খুব দারুন লাগে খেতে 😋
বেশ লোভনীয় রেসিপি এটা।

 2 years ago 

বিভিন্ন সবজি দিয়ে এভাবে তরকারি রান্না করা হলে আমার কাছে ভালো লাগে। আপনি আজকে বেগুন পটল এবং কাঁঠালের বিচির সাথে মলা মাছ রান্না করেছেন এটা খেতে খুব মজা হবে সেটা আমি খুব ভালভাবেই বুঝতে পেরেছি। কেননা কালার টা অনেক বেশি সুন্দর এসেছে। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমরা বেগুন আর পটল দিয়ে ছোট মাছটি খেতে পছন্দ করি বেশি।
স্বাদটা দারুন লাগে 😋

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41