খাবার তুমি হয়তো আর গরিবের পেট ভরাবে না || আমরা আজ নির্বাক প্রতিবন্ধী 😕

in আমার বাংলা ব্লগ2 years ago
খাবার তুমি হয়তো গরিবের পেট ভরাবে না
আমরা আজ নির্বাক প্রতিবন্ধী 😕

spices-2233670_640.jpg

সংগ্রহশালা

আজকের পোস্টটি লিখছি নিতান্তই নিজের ভেতরে থাকা তীব্র ক্ষোভ আর যন্ত্রনা থেকে। দেখুন আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, যেখানে খাবার নিয়ে দুশ্চিন্তার কারণ আমি দেখিনা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লিখছি হয়তো চোখের সামনে খাবারের মজুদ থাকলেও কিনে খাওয়ার সামর্থ্য অনেকেরই থাকবেনা। সবথেকে বেশি ঝুঁকির মুখে রয়েছেন মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত মানুষগুলো। দ্রব্যমূলের কালো মেঘ যেন ধেঁয়ে আসছে এই হতদরিদ্র মানুষগুলোর উপর। এ যেন এক অশনিসংকেত যা গত কয়েকদিন ধরেই আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

যেখানে পুরো পৃথিবীর সব জায়গায় জ্বালানি তেলের দাম কমছে প্রতিনিয়ত সেখানে একদল রক্তচোষা প্রানী দাম বাড়িয়ে দিয়েছে অযৌক্তিকভাবে। এর প্রভাব পরতে শুরু করেছে যাতায়াত ব্যাবস্থায়, আর সেখান থেকেই বাড়ছে লাগামহীনভাবে দ্রব্যমূল্যের দাম। এইতো কদিন আগেই বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়িয়ে একবার বাজার অস্থির করেছিল আবার তেলের দাম বাড়িয়ে এই দূর্যোগ তৈরি করার মানে টা কি ❓

সকালের খবরে জানতে পারলাম বাসভাড়া যে যার ইচ্ছে মতো যাত্রীর কাছে লুটপাট করছে, তার মধেই শুনলাম নৌযান ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব এসেছে 😡 এ যেন রক্তচোষা প্রানী বাড়িয়ে দেয়ার মহা উৎসব।

সবথেকে যেটা ভয়ের খবর তা হলো চট্রগ্রামের খাতুন গন্জের যেখান থেকে খাদ্যদ্রব্য পুরো দেশে সরবরাহ করা হয় সেখানে খাদ্য পরিবহনের জন্য ট্রাক মিলছে না। কারনটা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকগুলো দ্বিগুণ ভাড়া ছাড়া যেতে রাজি না। তারপর আরো বিষয় হলো যেসব মালিকদের দুই একটি ট্রাক রয়েছে, তারা গাড়ি আর চালাবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে বোঝা যাচ্ছে সেখানে খাদ্য রয়েছে কিন্তু সেই খাদ্য পরিবহনের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। তাহলে একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে আরো বিশাল একটা ধাক্কা বাজারে আসছে খুব তাড়াতাড়ি।

এখানে বিষয়টি হচ্ছে বর্তমানে প্রতিটি পন্যের দাম অনেক চড়া রয়েছে, তারপর এই অযৌক্তিক তেলের দাম বাড়ানোর ফলে ভয়াবহ খারাপ প্রভাব পরতে যাচ্ছে বাজারে। এখন প্রশ্নটা হলো মানুষের আয় কতটুকু বাড়িয়েছো তুমি রক্ত চোষা প্রানী ❓ কিনে খাওয়ার মতো পথ যদি নাইবা থাকে তাহলে কি খাবে গরিব মানুষেরা ❓একটা বার কি ভেবে দেখেছো এই হতদরিদ্র মানুষগুলোর অবস্থা কি হবে ❓

আমার পেটে যদি খাবার না থাকে তাহলে এই উন্নয়নের মিথ্যা নাটকে তো আর আমার পেট ভরবে না। মনে রেখো অত্যাচার আর অবিচারের শেষ একদিন হবে, কেউ কোন দিন অন্যায় করে পার পায়নি 😡 হয়তো আজ চুপ রয়েছে মানুষগুলো বিভিন্ন কারনে কিন্তু তোমায় সমর্থন করে এটা কখনো ভেবো না। @shuvo35 ভাইয়ের কথার সাথে সহমত জানিয়ে বলতে চাই ফাইজলামির একটা শেষ আছে 😡


গরিব তোমার পেট হয়তো
খাবার দিয়ে ভরবে না।
রক্তচোষা প্রানী আজ
রক্তের নেশা ছাড়বে না।

দুবেলা দুমুঠো খাবার যেন
হয়েছে আজ বিলাসীতা।
শেয়াল কুকুর আর হায়নার দল
চাইছে যেন জ্বলুক চিতা।

কষ্টে ভরা তোমার এই দীর্ঘশ্বাস
বিধাতার আরশ কেঁপে যাক
এই দেশের রক্তের রন্ধ্রে
স্বৈরাচার নিপাত যাক।

দূর্নীতির কালো মেঘের ছায়ায়
ছেয়েছে আজ পুরো দেশ
অন্যায় আর পাপাচারের
হবেই হবে একদিন শেষ।


"কষ্টের আক্ষেপ নিয়ে শেষ করলাম"
Sort:  
 2 years ago 

বিশেষ করে হতদরিদ্র পরিবারের আরো বেশি সমস্যায় পড়ছে । একবেলা ভাত এখন তারা সঠিকভাবে খেতে পারবে না । যেভাবে পণ্যের দাম বাড়ছে । কয়েকদিন পরে বুঝা যাচ্ছে না খেয়ে থাকতে হবে । এর জন্য দায়ী আসলে কারা ভাইয়া ? অবশ্যই সরকার না হয় আমরা । এভাবেই দেশ চলতে থাকলে এক সময় শ্রীলংকার মত হয়ে যাবে মনে হয় । যাত্রী সেবা থেকে শুরু করে সব জায়গায় শুধু দুর্নীতি আর দাম বাড়তি ।

 2 years ago 

দেশ ভাই শ্রীলঙ্কার পথেই হাঁটছে, বেশি দেরি নেই।
রক্ত চোষা প্রানীগুলো গরিবের রক্ত চুষে খেয়ে নিচ্ছে সব 😡

 2 years ago 

ভাইয়া,পোস্ট পড়ে খারাপ ই লাগছে। সত্যি সামনের দিন গুলো কি হবে জানি না 😥সবার ই এক ভাবনা। আপনার ভাবনার সাথে সবার ভাবনাই মিলে যাবে। ধন্যবাদ ভাইয়া পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সামনে খারাপ দিন আসছে তাই এখন থেকেই বাস্তবতা মেনে নিয়ে মিতব্যয়ী হয়ে জীবনযাপন করতে হবে।

 2 years ago 

দুবেলা দুমুঠো খাবার যেন
হয়েছে আজ বিলাসীতা।
শেয়াল কুকুর আর হায়নার দল
চাইছে যেন জ্বলুক চিতা।

ঠিকই বলেছেন ভাইয়া এখন হতদরিদ্র মানুষের দুবেলা দু'মুঠো খাওয়া মানেই বিলাসিতা। এভাবে বেশি দিন চলতে থাকলে হয়তো সাধারণ মানুষদের না খেয়েই মরতে হবে। এই রক্তচোষা প্রাণীদের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতেই হবে। সত্যি ফাইজলামির একটা শেষ আছে।

 2 years ago 

পরিস্থিতি আসলে দিন দিন প্রতিকূলতার দিকে যাচ্ছে 😕 আসলে সামনে কি দিন অপেক্ষা করছে বলা যাচ্ছে না।
সতর্ক হতে হবে আমাদের।

 2 years ago 

ভাই যথার্থই বলেছেন, আপনার মনের ভেতর জমে থাকা ক্ষোভগুলো মনে হচ্ছে আমার না বলা কথা। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সেই সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এই দুটো মিলে যেন আমাদের পিষে মারছে। আর আমরা নিরুপায় হয়ে পিষে মরছি। আমাদের যেন কিছুই করার নেই, আমরা নিশ্চুপ নির্বাক প্রতিবন্ধী। ভাই শুধু গরিবের পেট নয় আমাদের মত মধ্যবিত্ত পরিবারেও যেন হাহাকার উঠে গেছে। এভাবে আর মেনে নেয়া যায় না মাঝে মাঝে হুংকার ছেড়ে বলতে ইচ্ছে করে আর নয় অনেক হয়েছে এবার থাম।

 2 years ago (edited)

জি ভাই।।
সামনে আরো চরম বিপর্যয় নেমে আসতে পারে।
তাই নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব মিতব্যয়ী হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কিছু শেয়াল কুকুরের দল বিপর্যয় তৈরি করতে পারে।

 2 years ago 

কি আর বলবো ভাই, বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে। এদিকে বেতন তো কোন ভাবেই বৃদ্ধি পায় না। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। কিছুদিন আগে ঢাকায় আসলাম যেখানে ভাড়া ছিল ৮০০ টাকা সেটা হয়ে গিয়েছে বারোশো টাকা. কিভাবে বেঁচে থাকব সেটাই চিন্তা করছি...

 2 years ago 

সিয়াম ভাই সামনে আরো খারাপ দিন আসছে 😕
এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
আসলে কখন কি হয় বলা যাচ্ছেনা।

 2 years ago 

দুবেলা দুমুঠো খাবার যেন
হয়েছে আজ বিলাসীতা।
শেয়াল কুকুর আর হায়নার দল
চাইছে যেন জ্বলুক চিতা।

ভাইয়া বর্তমানে এতটাই দাম যে গরিব সহ মধ্যবিত্তের পেটেও যেন আর খাবার জুটবে না। সমসাময়িক বিষয় নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন অনেক ভালো লেগেছে প্রত্যেকটি কথা।

 2 years ago 

আসলে পরিস্থিতি ভীষণ খারাপের দিকে যাচ্ছে 😕
নিজের রাগ আর সামলাতে পারছিনা।।।
তাই আজকের পোস্টটি লিখেছি।

 2 years ago 

আমাদের দেশের পরিস্থিতি হয়তো দিন দিন আরো বেশি খারাপ হবে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তদেরই চলতে কষ্ট হয়ে যাবে নিম্নবিত্তদের অবস্থা তো আরো বেশি খারাপ হবে। বর্তমান পরিস্থিতি নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।

 2 years ago 

দেশের পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাবে তাই সতর্কতার সাথে দিনযাপন করতে হবে।

 2 years ago 

যদি অন্যান্য অবস্থার পরিবর্তন না হয় তবে আগামী দু বছরের মধ্যে দেশ দেউলিয়া হয়ে যাবে। যেটা দেশের বিভিন্ন প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা দেখে বুঝলাম। আমাদের উচিত এখনি সাবধান হওয়া নতুবা সামনে দিনগুলো সত্যিই ভয়াবহ রুপ ধারন করবে। আর বিপদে নিজেকে শান্ত রাখতে হবে। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
আমাদের সবার উচিত এখন থেকে সতর্কতা অবলম্বন করা। সামনের দিনগুলো হয়তো সত্যিই বিপত্তির দিকে যাচ্ছে। 😕 মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছি কিন্তু পারছিনা।।।।
দেখা যাক কি হয় 😔

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আসলে দেশের যে অবস্থা তাতে করে কোন দিকে যাচ্ছে দেশ সেটা বলা মুশকিল। প্রতিটি জিনিসের যে হারে দাম বাড়ছে তাতে হাতের নাগালে বাহিরে চলে যাচ্ছে। কিন্তু মানুষের আয় কোন ভাবেই বাড়ছে না। সবচেয়ে বেশি বিপদে পড়বে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। তারা না পাড়বে কিছু চাইতে না পাড়বে কিছু করতে। এখন টিকে থাকাটাই হচ্ছে বড় বিষয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

টিকে থাকাটা এখন বড় চ্যালেঞ্জ।।
হয়তো মধ্যবিত্ত আর গরিব মানুষেরা আর বাঁচবে না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.60
ETH 2685.59
USDT 1.00
SBD 2.86