কিছু সৌন্দর্যমন্ডিত পাখির আলোকচিত্র || পাখি ভালোবাসি 🐦

in আমার বাংলা ব্লগ2 years ago

কিছু সৌন্দর্যমন্ডিত পাখির আলোকচিত্র
🐦 পাখি ভালোবাসি 🐦


Polish_20220717_225815460.jpg

🐦 সুত্রপাত 🐦

কেমন আছেন #amarbanglablog পরিবার ? আশাকরি ভালো আছেন। গরমের কারনে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন শুনছি 😕 আমি নিজেও এই পরিস্থিতির মধ্যে রয়েছি। তবে আশাকরছি দুএকদিনের মধ্যে হয়তো গরমের প্রকোপ কিছুটা কমবে। উপর ওয়ালা সবসময়ই আমাদের পাশে রয়েছেন, তাই আশাকরি খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আবারো সবাই সঠিকভাবে কাজে মনোনিবেশ করতে পারবেন। তাই সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পোস্টটি।

আমার বাসায় মোট চারটি লাভবার্ড রয়েছে আর আরো ছয়টি ডিম ফুটে বাচ্চা বেরুবে কয়েকদিনের মধ্যেই। আমি দুএকদিনের মধ্যে ঢাকা ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছি আর সাথে দুটি লাভ বার্ডস 🦜 নিয়ে যাবার জন্য মনস্থির করেছি। এদের জন্য আজ খাঁচা কিনতে গিয়েছিলাম আর কিছু খাবার। পাখির দোকানে ঢোকা মাত্র অজস্র সুন্দর পাখি দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। আমি চেষ্টা করলাম বেশ কিছু সুন্দর ছবি তুলতে তাদের। তাই আজ আমি তাদের কিছু সৌন্দর্যমন্ডিত ছবি নিয়ে সাজিয়েছি আজকের পর্ব। তো চলুন শুরু করা যাক।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

"সৌন্দর্যমন্ডিত পাখির আলোকচিত্র"


IMG20220717174431~2.jpgIMG20220717174423~2.jpg

IMG20220717112950~2.jpg

এই লাভ বার্ডসগুলো 🦜 আমার বাসার। মা ভীষণ দক্ষতা আর পরিশ্রম করে তার ছয়টি ডিম আগলে রাখছে আর দিন রাত তা দিয়ে যাচ্ছে। অপরদিকে তার পুরুষ সঙ্গী বেশ আরাম করে দোলনায় দোল খেয়ে বেড়াচ্ছেন।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220717113026~2.jpgIMG20220717113028~2.jpg

IMG20220717113034~2.jpg

ঘুঘু পাখি সবাই মোটামুটি আমরা চিনি। আমি ছোটবেলায় গুলতি দিয়ে অনেক সময় মারার চেষ্টা করতাম পাখিটি কিন্তু এখন বুঝি এটা অন্যায় কাজ ছিল। আর আজ এই খাঁচার ভেতর বন্দি পাখিটি দেখে ভীষণ খারাপ লাগছিল। তবে তার চোখগুলো ভীষণ মায়াবী। মনে হচ্ছিল আমায় বলছে ছেড়ে দাও আমায় মুক্ত আকাশে 😕

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220717113429~2.jpgIMG20220717113441~2.jpg

IMG20220717113448~2.jpg

এগুলো ফানটেইল জাতের কবুতর। কি অসাধারণ তার গায়ের গঠন আর কি চমৎকার তার পালকের বাহার। বেশ সুন্দর দেখতে কবুতর জোড়াটি। আমার খুব ইচ্ছে জেগেছিল তাদের পোষ মানিয়ে রেখে দেই। চিন্তা করলাম দাম জিজ্ঞেস করি। দোকানদার যে দাম বললো তা আমার ধরা ছোঁয়ার বাইরে আপাতত। তবে ইচ্ছে আছে একদিন এধরনের কবুতর সংগ্রহ করে পোষ মানানোর।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220717112316~2.jpg

IMG20220717112323~2.jpg

কাকাতুয়া দম্পতি, এরা নাকি আবার কথা বলতে পারে মানুষের মতো। এই শোনার পর ঈলমা বেশ বায়না ধরলো অন্তত এই দুটি সে নেবে। যাক যদিও আমার শরীর ভালো নেই, তবুও তাকে বেশ বুঝিয়ে বাসায় নিয়ে ফিরলাম শুন্য খাঁচা নিয়ে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

🪴 পরিশেষ 🪴


পরিশেষে বলতে চাই আসলে পাখি মুক্ত আকাশে উড়ে বেড়ালে তা দেখতে ভালো লাগে আর মন সত্যিই প্রানচঞ্চল লাগে। কিন্তু অনেকেই রয়েছেন বিভিন্ন প্রজাতির পাখি পুষে থাকেন, না আমি এটাকে খারাপ বলছিনা তবে খাঁচার থেকে বাইরে তারা ভালো থাকে। আমিও একজোড়া পোষার সিদ্ধান্ত নিলাম একান্ত ঈলমার জেদের কারনে। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকুন সবাই।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

ছবির বিবরণ
বিষয়বস্তুসৌন্দর্যমন্ডিত পাখির আলোকচিত্র
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

নিষ্পাপ কিছু পাখির নিদারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের সাথে আজকে তুলে ধরেছেন। সুন্দর লাগলো পাখিগুলোর ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে আপনার সুস্বাস্থ্য কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
আসলে পাখি আমার ভীষণ ভালো লাগে আর খাঁচায় দেখলে মনে হয় আকাশে উড়িয়ে দেই।ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ভাই।
খুব ভালো থাকুন দোয়া রইল 🥀

 2 years ago 

প্রিয় ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো এবং আমার নিজেরও পাখি অনেক বেশি পছন্দ ভালো থাকবেন।

 2 years ago 

আমার কাছে এই সবগুলো পাখি ভীষণ ভালো লেগেছে। পাখি আমার কাছে খুবই ভালো লাগে। পাখির ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য খুবই সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার পাখির ছবিগুলো পছন্দ করার জন্য।
এগুলো সত্যিই খুব সুন্দর।

Sustainability is our greatest hope.♻🤲

 2 years ago 

ভাইয়া আপনি ঢাকায় নিয়ে আসলে তারপর যদি পাখি বংশবিস্তার হয়,তাহলে আমাকে ২ টা গিফট করিয়েন😉😉।আসলেই বেশ সুন্দর পাখিগুলো।ধন্যবাদ

 2 years ago 

ঠিক আছে আগে বংশ বিস্তার করুক🤗
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু পাখির আলোকচিত্র আমাদের মধ্যে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে আমার পাখি সংগ্রহশালায়ও কবুতর ঘুঘু লাভ বার্ড এবং টিয়া রয়েছে। সুন্দর উপস্থাপনা করেছেন পোস্টটি সম্পর্কে শুভেচ্ছা রইল ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই 🤗
ইনশাআল্লাহ একদিন আমার সংগ্রহশালায় কিছু পাখি থাকবে।

 2 years ago 

পাখির সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগবে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন আমার অনেক ভালো লেগেছে, সত্যি অসাধারণ।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
আমার ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম 🤗

 2 years ago 

আরো ছয়টি ডিম ফুটে বাচ্চা বেরুবে কয়েকদিনের মধ্যেই।

নতুন অথিতি আসছে ভালোই হবে আপনার লাভ বার্ড আরো বৃদ্ধি পাবে। যাইহোক, আপনার ফটোগ্রাফি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি প্রো লেভেলের ফটোগ্রাফার। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
সত্যিই নতুন আরো কিছু পাখি পেতে যাচ্ছি এটাই সবথেকে বড় বিষয়।
আমার ছবিগুলো পছন্দ করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

কিছু সুন্দর পাখির আলোকচিত্র দেখে অনেক ভালো লাগলো। পাখিগুলো অনেক সুন্দর আসলেই আপনি অনেক সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। নতুন নতুন বিষয় সম্পর্কে তথ্য জানতে অনেক ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপু।
আমার পাখির ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
আর চেষ্টা করেছি ভালো বর্ননা দেয়ার।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61059.95
ETH 2677.49
USDT 1.00
SBD 2.61