রেসিপি: শীতের সবজি শিম দিয়ে মাছ রান্না।

in আমার বাংলা ব্লগlast year
শীতের সবজি শিম দিয়ে মাছ রান্না

শীতের সবজি শিম দিয়ে মাছ রান্না.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে ভেবেছিলাম কবিতা লিখবো কিন্তু মন ভীষণ বিক্ষিপ্ত আর অস্থির লাগছিলো। সত্যি বলতে কবিতা লিখতে গেলে যে ধরনের অবস্থা দরকার সেটা ছিলো না। তাই সিদ্ধান্ত পরিবর্তন করে রেসিপি পোষ্ট নিয়ে হাজির হলাম।

পুরো শীতকাল আমার জন্য সবথেকে ভালো সময় কারন আবহাওয়া বেশ ঠান্ডা থাকে আর তরতাজা সবজি খেয়ে পেট বেচারাও ঠান্ডা থাকে। সবমিলিয়ে ভালোই লাগে শীতকাল। শীতের সময় শিম তরকারি বেশ কমন ব্যাপার কিন্তু আমার সবসময়ই এর স্বাদ অসাধারণ লাগে। তাইতো গতকাল শিম সিলভার কার্প মাছ দিয়ে রান্না হলো। এই তরকারিটা গরম গরম যতটা স্বাদ লাগে একটু বাসি হলে তার থেকে বেশি স্বাদের হয়। যাক অনেক বকবক করলাম চলুন রেসিপি দেখে আসি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

Polish_20230218_175441703.jpg

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

শিম৫০০গ্রামসিলভার কার্প মাছ৩০০ গ্রাম
টমেটোদুটিকাঁচামরিচস্বাদমতো
দেশী আলু২০০ গ্রামপেঁয়াজ কুচিএক কাপ
হলুদ গুঁড়াএক চামচমরিচ গুঁড়াএক চামচ
জিরা গুঁড়াএক চামচরসুন বাটাএক চামচ
লবণস্বাদমতোসোয়াবিন তেলপরিমাণ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প

IMG20230214214153.jpg

IMG20230214215041.jpg

প্রথমেই শিম, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে গুছিয়ে নিলাম।

রান্নার কাজ করছি

IMG20230214215007.jpg

এবার মাছগুলো কেটে ধুয়ে নিলাম। এরপর একটি বাটিতে উঠিয়ে নিলাম।

রান্নার কাজ করছি
IMG20230214214703.jpgIMG20230214214718.jpg

এবার একটি পাতিল চুলায় চাপিয়ে দিলাম এবং পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম।

রান্নার কাজ করছি
IMG20230214214850.jpgIMG20230214214909.jpgIMG20230214214925.jpg
IMG20230214214940.jpgIMG20230214215023.jpg

এবার একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, জিরা গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। এরপর মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম।

রান্নার কাজ করছি
IMG20230214215054.jpgIMG20230214215138.jpg

IMG20230214215944.jpg

এবার মাছগুলো দিয়ে মসলার সাথে দশ মিনিট কষিয়ে নিলাম। এরপর একটি বাটিতে মাছগুলো উঠিয়ে নিলাম।

রান্নার কাজ করছি
IMG20230214215954.jpgIMG20230214220014.jpg

IMG20230214220102.jpg

এবার আলু এবং শিম দিয়ে দিলাম এবং ভালোভাবে মসলার সাথে মাখিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে পনেরো মিনিট রান্না করলাম।

রান্নার কাজ করছি
IMG20230214221145.jpgIMG20230214225516.jpg

IMG20230214225547.jpg

এবার টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম।

রান্নার কাজ করছি

IMG20230214225644.jpg

IMG20230214232123.jpgIMG20230215001215.jpg

IMG20230215001241.jpg

এবার মাছগুলো দিয়ে পরিমাণমতো ঝোল দিয়ে দিলাম। এরপর আরো পনেরো মিনিট রান্না করলাম। ঝোল শুকিয়ে এলে আমাদের রান্না শেষ এবার পরিবেশনের পালা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20230215170457.jpg

IMG20230215170508.jpg

IMG20230215170519.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" স্বাদের বিবরণ "

IMG20230215170534.jpg

যদি স্বাদের কথা বলতে হয় এটা এককথায় অসাধারণ স্বাদের এবং পেটভরে খাওয়ার মতো একটি তরকারি। আমি জানি এভাবে সবাই মোটামুটি তৈরি করে খেয়ে থাকেন, তবে যারা শিম খেতে পছন্দ করেন না তাদের বলবো একদিন রান্না করে খেয়ে দেখবেন এভাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation (1).gif

" ছবির বিবরণ "
বিষয়বস্তুশীতের সবজি শিম দিয়ে মাছ রান্না
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানউত্তরখান, ঢাকা, বাংলাদেশ

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 last year 

ঠিক ভাই শীতকালে পেট ভরে সব্জি খাওয়া যায়। কত রকম সব্জি পাওয়া যায়। শিম দিয়ে আপনার সিল্ভার কার্প মাছ রেসিপিটি দেখতে বেশ হয়েছে। খেতেও মজা হয়েছিল।আপনার পোস্ট পরে বোঝা যাচ্ছে। ভাইয়া আপনার লিখার ফ্রন্ট এক্টু বড় করেন । আমরা যারা চশমা পড়ি তাদের পড়তে অসুবিধা হয়। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

ঠিকই বলেছেন ভাইয়া পুরো শীতকাল জুড়ে বিভিন্ন ধরনের সবজি যা খেয়ে আমাদের দেহ পুষ্টিগুণের সমৃদ্ধ হয়।।
সবজি হিসেবে সিম আমার খুবই ফেভারিট বিশেষ করে সিমের বেশি খেতে সবথেকে বিচি ভালো লাগে কেননা সিমের বিচি তে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন।।
রেসিপিটি দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজাদার হবে।।

 last year 

সবজি হিসেবে শিম আপনার ভালো লাগে জেনে ভীষণ খুশি হলাম ভাই। তরকারিটা ভীষণ সুস্বাদু ছিল।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

 last year 

সত্যি ভাইয়া শীতের সবজির মজাই আলাদা। আপনি সিলভার কার্প মাছ দিয়ে আলু টমেটোর অসাধারণ রেসিপি করেছেন।তরকারিতে টমেটো দিলে স্বাদ আরো বেড়ে যায়। আর আপনি ঠিক বলেছেন যেকোন জিনিস করতে মন থাকা দরকার। আর মন ভালো মন না থাকলে আসলে কবিতা লিখা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপু বিকেলের দিকে সত্যিই মন খুব খারাপ ছিল।এরপর এ রেসিপিটি উপস্থাপন করলাম। আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

শিম,আলু,টমেটো এবং সিলভার কার্প মাছ দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। রেসিপিটা দেখেই তো খেতে ইচ্ছে করছে। রেসিপির কালারটা দুর্দান্ত হয়েছে, দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। রেসিপির পরিবেশনাও চমৎকার হয়েছে। এত লোভনীয় একটি রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত। সত্যিই খাবারটি ভীষণ সুস্বাদু ছিল।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

আমি তো আগে সবজি কম খেতাম। তবে এখন যে কোন তরকারীতে সবজি খেতে ভীষণ সুস্বাদু লাগে। শীতের সবজি শিম দিয়ে মাছ রান্না রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। এধরনের খাবার গুলো ভীষণ পুষ্টিকর। শরীরের জন্য খুব উপকারী। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 last year 

সবজি খাওয়াটা শরীরের জন্য বেশ জরুরী। তাই নিয়মিত সবজি খাবার চেষ্টা করবে, আর সুস্থ থাকবে।
ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের জন্য।

 last year 

এত এত রঙিন সবজি মাছে থাকলে না খেয়ে কি পারা যায়। তখন মাছের চাইতে সবজিটাই বেশ ভাল লাগে। আপনার রেসিপিটি বেশ লোভনীয় লাগছে ভাইয়া।আপনি খুব সুন্দরভাবে রেসিপিটি তুলে ধরেছেন। অনেক মজার ছিল খেতে ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি।রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 last year 

সত্যিই আপু খাবারটি অনেক সুস্বাদু ছিল।
আর শীতকালের সবজি মানেই ভরপুর খাওয়া দাওয়া।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

 last year 

শীতকাল মানেই নানান রকমের মজাদার সব সবজির বাহার। শিম খেতে আমারও খুব ভাল লাগে। আপনি শিম এবং সিলভার কার্প মাছ দিয়ে খুব সুস্বাদু তরকারি রান্না করেছেন। রান্নার ধাপগুলো খুব সহজভাবে উপস্থাপন করেছেন যার কারণে সহজেই বুঝতে পেরেছি। আপনার রান্নার পরিবেশন খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

পুরু শীতকাল জুড়ে আমি সবজি টাই বেশি খাই। ফুলকপি আর শিম সবথেকে বেশি ভালো লাগে।
ধন্যবাদ ভাই রেসিপিটি পছন্দ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45