বিপদ এড়াতে মিতব্যায়ী হোন এবং নিরাপত্তা বলয় তৈরি করুন।
|
---|
শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। গতকাল হঠাৎ শরীর খারাপ লাগছিল, আজ আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভালো বলতে দুশ্চিন্তায় রয়েছি বিভিন্ন কারণে এরমধ্যে অর্থনৈতিক অনিশ্চয়তা একটা বড় বিষয় যা আমার মনে হয় প্রতিটি মানুষের মাঝে এই দুশ্চিন্তা বিদ্যমান। এ যেন এক অদৃশ্য কালো ছায়া ধেয়ে আসছে আমাদের জীবন যাত্রার উপর। সার্বিক অর্থনীতির উপর আমাদের হাত নেই কিংবা আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো না সব। তবে নিজস্ব এবং পারিবারিক অর্থনৈতিক হিসাব নিকাশ করে এগিয়ে যেতেই হবে। নিজস্ব কিছু নিরাপত্তা বলয় তৈরি করতে হবে,যাতে বিপদ এড়িয়ে চলা যায়। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, আমি জানি এটা সময়ের প্রয়োজন এখন। না আমি কোন আর্থিক বিশ্লেষক নই শুধুমাত্র নিজস্ব কিছু চিন্তা চেতনা ভাগ করে নিতে এসেছি।
মিতব্যয়ী হোন
মিতব্যয়ী হওয়া একটি অনেক বড় গুণ যা এই সময়ে আপনার বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। এক্ষেত্রে একটি উদাহরণ দিলেই হয়তো বুঝতে পারবেন। ধরুন আপনি বাজার করতে গেলেন তার আগেই আপনাকে পরিকল্পনা করতে হবে কতটুকু সবজি কিংবা মাছ আপনি কিনবেন। আমরা জানি সবজি পচনশীল পণ্য আপনি একগাদা শাক সবজি কিনে আনলে বাজার থেকে হয়তো তার অধিকাংশই নষ্ট হয়ে যাবে। এখন আপনি বলবেন আমার তো রেফ্রিজারেটর রয়েছে সংরক্ষণের জন্য কিন্তু তারপরও দেখবেন বেশ কিছু সবজি নষ্ট হয়ে গেছে। অথচ এই টাকা দিয়ে হয়তো আরো বেশ কিছু সবজি কিনতে পারতেন। আর পঁচা বাসি খাবার খেতে কার ভালো লাগে বলুন। এভাবে প্রতিটি ক্ষেত্রে চিন্তা করে এগিয়ে যেতে হবে।
নিরাপত্তা বলয় তৈরি করুন
নিজস্ব কিছু নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। এক্ষেত্রে বিষয়টি গভীরভাবে চিন্তা করা দরকার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা এগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পরলেও তা সুনিশ্চিত করার জন্য আপনাকেই পদক্ষেপ নিতে হবে। প্রত্যেকটির জন্য এক একটি নিরাপত্তা বলয় তৈরি করতে হবে এবং সেই মাফিক কাজ করতে হবে। আপনাকে মাসের প্রথমেই একটি পরিকল্পনা সাজিয়ে কোন খাতে আপনি কতটুকু ব্যায় করলে আপনার অন্য বলয় ক্ষতিগ্রস্ত হবেনা তা চিন্তা করতে হবে। কারন এর মধ্যে একটি বলয় ভেঙ্গে গেলে আপনি চলতে পারবেন না।
সঠিক আর্থিক পরিকল্পনা
মাসের প্রথমেই আপনাকে আয় এবং ব্যায়ের পরিকল্পনা সাজাতে হবে। ধরুন আয়ের থেকে আপনার ব্যায় কোন কারনে বেড়ে গেলে এরজন্য সুদূরপ্রসারী বিপদ বয়ে আনতে পারে। এক্ষেত্রে আপনি হয়তো চিন্তা করতে পারেন কিছুটা ধার দেনা করে পরিস্থিতি সামাল দেবো কিন্তু সেই দেনা পরিশোধ তো করতেই হবে। যেভাবেই চিন্তা করুন সেই চাপ কিন্তু আপনার উপরেই পরবে। আর অর্থনৈতিক চাপের সময় বিলাসী মনোভাব পরিত্যাগ করতে হবে এবং যথাসম্ভব খরচ কমিয়ে আনতে হবে। সবমিলিয়ে সঠিক আর্থিক পরিকল্পনা আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে।
সঞ্চয়ী হোন
মিতব্যায়ীতা, নিরাপত্তা বলয় এবং সবশেষে সঠিক আর্থিক পরিকল্পনার পর আপনি এবার কিছুটা ও সঞ্চয় করতে পারেন। এই সঞ্চয় হয়তোবা কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আপনার নিরাপত্তা বলয় গুলোকে ঠিক রাখবে। তাই সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ বিষয়।
পরিশেষে বলতে চাই আমার কথাগুলো কার কাছে কেমন লাগলো জানিনা তবে এগুলো নিজস্ব চিন্তা চেতনা। তবে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের এগুলো চিন্তা করতেই হবে এবং বিকল্প নেই বলে আমি মনে করি। তাছাড়াও কোন কিছু সংযোজন কিংবা বিয়োজন করার প্রয়োজন হলে অবশ্যই মন্তব্যে জানাবেন। অর্থনীতির ভয়াল দানব যতই ভয় দেখিয়ে চলুক না কেন আপনার আর আমার নিরাপত্তা বলয় নিজেকেই তৈরি করতে হবে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

আপনার দিকনির্দেশনা মূলক পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। বিপদ থেকে নিজেকে রক্ষা করতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা সকলের দরকার।
ধন্যবাদ আপু।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1589905676859768832?t=o8LrJlNjFZGf4e6zXuyMWw&s=19
আলহামদুলিল্লাহ জানতে পেরে খুব ভালো লাগলো যে আপনি এখন পুরোপুরি ভাবে সুস্থ।।
ঠিকই বলেছেন আপনি অর্থনৈতিক দুশ্চিন্তা মানুষের সব থেকে বড় ভোগান্তির কারণ।। আপনি বেশ কয়েকটি পয়েন্ট খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন পুরো পোস্টটি পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো।। আসলে আমাদের একটি স্বভাব আছে যে কাছে টাকা থাকলে উরাধুরা খরচ করতে থাকি। ভবিষ্যৎ চিন্তা মাথায় থাকে না।। নিরাপদ থাকতে হবে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে মৃত্যু ব্যয় হতে হবে অংক কষে জীবন পরিচালনা করতে হবে।।
ধন্যবাদ ভাই।
এখন সময় এসেছে মিতব্যয়ী হয়ে দিনযাপন করার। কারন যেভাবে দাম বাড়ছে সব জিনিসের তাতে নিজের সুরক্ষা বলয় তৈরি করা উচিত বলে মনে করি।
সময় উপযোগী একটি ব্লগ লিখেছেন ভাইয়া।সামনের অর্থনৈতিক মন্দা নিয়ে খুবই দুশ্চিন্তায় দিন কাটছে।শুধু আর্থিক নিরাপত্তার জন্য অনেক প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি।যাতে সঞ্চয় হয়। আপনার পোস্ট টি পড়ে অনেক উপকার হল।বেশ ভাল কিছু অর্থনৈতিক উপদেশ পেলাম।ধন্যবাদ ভাইয়া এমন উপদেশ মূলক পোস্টের জন্য।
ধন্যবাদ ভাই।
এ যেন বিপদের কালো ছায়া ধেয়ে আসছে, যা আমাদের চোখের সামনে অনেকটাই ভেসে আসছে। তাই মিতব্যয়ী হওয়া এবং সঠিক পরিকল্পনা জরুরী বলে মনে করছি।
ভাই খুব সুন্দর একটি টপিক তুলে ধরেছেন ৷ আসলে বিশ্ব পরিস্থিতি বর্তমান যে হারে আর্থিক মন্দা তাতে আসলে সবার সর্তক খুবই দরকার ৷
তবে একটা বিষয় কি জানেন এতে আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলো বুঝে ৷আর যাদের কারি কারি টাকা তারা কিছু মনে করছে না ৷
সর্বোপরি আসলেই আমদের সবার উচিত যেটুকু প্রয়োজন সে টুকু ছাড়া বেশি না নেওয়া ৷
জি ভাই ঠিক বলেছেন, অর্থনৈতিক বিপর্যয় ধেয়ে আসছে তাই সতর্ক হতে হবে এখনি। মিতব্যয়ীতা সবথেকে বড় হাতিয়ার হতে পারে।
আপনি পোস্ট এর মাধ্যমে চমৎকার কিছু তুলে ধরার চেষ্টা করেছেন। সব গুলো বিষয় পড়ে ভালো লাগলো। আসলে এখন পরিস্থিতি খুব খারাপ তাই আমাদের সব কিছু নিয়ম মাফিক চলতে হবে। তা না হলে ঠিকে থাকা মুশকিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো।
লিমন অবশ্যই নিয়মমাফিক চলা উচিত আমাদের।
তাছাড়া আর উপায় নেই।
আপনার পোস্ট টা একেবারে সময় উপযোগী ছিল ভাই। সামনের দিনগুলো আমাদের জন্য খারাপ হতে চলেছে সম্ভবত। সেজন্য সঞ্চয়ী ও মিতব্যয়ী হওয়ার কোনো বিকল্প নেই। আপনার পোস্ট টা ভালো ছিল। দারুণ কিছু তথ্য এবং উপায় পেলাম। ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। মিতব্যয়ীতা বেশ ভালো একটি গুণ।।
আসলে কিছু বলার নেই, পরিস্থিতি সেদিকে যাচ্ছে যা আমরা আশা করি না।
তাই সতর্কতা জরুরি বলে মনে করছি।
ভালো থেকো ।
ভাই কিছু বলার নাই করার ও নাই শুধু চেয়ে চেয়ে দেখো ছাড়া।দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তবে অবশ্যই এখন থেকে যতটুকু পারা যায় সঞ্চয় করা।কিন্তু সঞ্চয় করবো কেমনে ভাই?যেটা প্রয়োজন সেটাই তো মেটাতে পারি না🥺।তবে যাইহোক আপনার এই পোস্ট টা সবার জন্য গুরুত্তপূর্ণ মনে করি, বিশেষ করে বর্তমানের যা অর্থনৈতিক পরিস্থিতি।🙏
সত্যিই ভাই, আমাদের সঞ্চয় করার উপায় নেই। কিন্তু মিতব্যয়ী হওয়া উচিত। অতিরিক্ত যেগুলো চিন্তা করছি সেগুলো বাদ দিয়ে চলা শিখতে হবে।
একদম ভাই।সামনে যে আরো কি দিন দেখতে হবে উপর অলাই জানে🥺