স্বরচিত কবিতা: মন যমুনার পাড়ে || Original poetry by @emranhasan.
মোর্শেদ গরিব মাঝি, মানুষকে নদী পারাপার করে সামান্য রোজগার হয়। এই রোজগার দিয়ে সে কোন রকমে নিজে একা চলতে পারে। এ গ্রামের সবাই মোটামুটি মোর্শেদকে ছোট থেকেই চেনে, আর ভীষণ আদর করে। সবার দৃষ্টি একরকম হলেও শুধুমাত্র একজন রয়েছে তাকে ভিন্ন চোখে দেখে সে হলো সুরাইয়া। গ্রামের বৃদ্ধ রজত আলীর সাথে তার অল্প বয়সে বিয়ে হয়েছে কিন্তু বেশিদিন বাঁচলো না রজত আলী। সুরাইয়া এখন পরিপূর্ণ যুবতী, গাঁয়ের লোক বিভিন্ন কু-প্রস্তাব দেয়। কিন্তু তার মনে একমাত্র মোর্শেদের ছায়া, সে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু মোর্শেদ গরিব হাওয়ায় সে তাকে গ্রহন করতে চায় না। একদিন এক দুষ্ট লোক সুরাইয়ার সম্ভ্রমহানী করতে চায়, কিন্তু সুরাইয়া তাকে দা দিয়ে একটা কোপ দিয়ে পালিয়ে যায়। সে দৌড়ে নদীর ঘাটে মোর্শেদের কাছে এসে বলে তুমি যদি আমায় গ্রহন না করো তবে নদীতে লাফ দিয়ে মরে যাবো। এই কথা বলেই সুরাইয়া নদীতে লাফ দেয়, সাথে মোর্শেদ লাফ দিয়ে তাকে কোন মতে বাঁচিয়ে নৌকায় উঠিয়ে নৌকা চালাতে থাকে। কারন পেছনে কখন কে ধাওয়া করে ঠিক নেই।
মাঝ নদীতে হঠাৎ ঝড় উঠেছে, সুরাইয়ার চোখে ভয়। মোর্শেদ ভয়কে আর তোয়াক্কা করে না, সে সুরাইয়াকে এখন মন থেকে চায়। সে জানে উপরওয়ালা তাদের মারবে না। শত বাধা উপেক্ষা করে তারা একটি অজানা নদীর চড়ে এসে পড়ে, যেখানে বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ। এখানেই তারা বাঁধবে নতুন ঘর।
ভাঙ্গা ছোট্ট ডিঙ্গী নৌকা নিয়ে
তুমি কি ভাসবে অথই জলে
এই নবীন মাঝির হাতটি ধরে?
হিমশীতল শিহরণ তোমার মনে
মুচকি হেসে আমার প্রতিশ্রুতি
শত বিপদেও রয়েছি পাশাপাশি।
দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ললাটে
ভয় আসেনি মনে তা বলবো না
শত দুশ্চিন্তা শুধুই তোমায় ঘিরে।
ঝড়টা যেন হঠাৎ থেমে গেছে
তোমার ক্ষীনকন্ঠে ফুটেছে বুলি
কি গো তীরে বুঝি ভিড়লো তরি।
ঝড়টাও যেন কোথায় মিলিয়েছে
দূর সেই নীলিমার রঙিন প্রান্তরে
বাঁধবো সুখের ঘর তোমায় নিয়ে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/emranhasan1989/status/1622660252578758656?t=J2-W_9XZF4-n48Up4zy1Ng&s=19
খুব সুন্দর কবিতা লিখছেন ভাই। সত্যি কবিতার ছন্দ গুলো বেশ দুর্দান্ত হয়েছে। অনুভূতি গুলো প্রাকৃতিক বাস্তবতায় মিলিয়েছেন। বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার থেকে এই ধরনের কবিতা আরো আশা করছি।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
কবিতার ছন্দ সত্যিই আমি প্রাকৃতিকতার মাধ্যমে মেলাতে চেষ্টা করেছি।
কবিতাটা খুবই চমৎকার হয়েছে, কিন্তু কবিতার পটভূমির কাহিনীটা আমাকে বেশি আকৃষ্ট করেছে। যদি সেটি সত্য ঘটনা হয়, তাহলে ওই গল্পটা আরো বিস্তারিত জানতে চাই।
ধন্যবাদ ভাই।
গল্পটা আমার কল্পনার প্রতিচ্ছবি, চেষ্টা করেছি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। তবে চেষ্টা করবো গল্পটাকে পূর্নতা দেয়ার, হয়তো খুব শীঘ্রই পুরোটা লিখে ফেলবো।
আগে হতেই জানি যে আপনি অনেক সুন্দর করে কবিতা লেখেন। আজ আবার দেখছি আপনি গ্রামের সুরাইয়াকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দিলেন। বিশেষ করে নিচের লাইন গুলোতো অপূর্ব-
অনেক ধন্যবাদ আপু আমাকে উৎসাহ দেয়ার জন্য।
আপনার কবিতাগুলোর পটভূমি পড়তেই ভীষণ ভালো লাগে। আমি তো পড়তে পড়তে আমি ভাবছিলাম একটা গল্পের মাঝে হারিয়ে গেলাম। শেষ পর্যন্ত সুরাইয়া আর মোর্শেদ একসাথে নতুন ঘর ভাববে এটাই ভালো লাগলো। আর কবিতাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। এরকম কবিতা পড়তে ভীষণই ভালো লাগে। এইরকম যদি সবার জীবন হতো তাহলে কতই না ভালো হতো।
সত্যিই তাই এতোটা ভালোবাসায় সবার জীবন এগিয়ে গেলে ভীষণ ভালো হতো।
কবিতার সাথে বেশ সুন্দর করে কবিতার পটভূমি আলোকপাত করেন অনেক ভালো লাগে।আপনি একেবারে চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে খুব সুন্দর করে কবিতার ভাব ফুটিয়ে তুলেন যা দিয়ে কবিতার সুন্দর আরো দ্বিগুণ বেড়ে যায়।মন যমুনার পাড়ে কবিতাটি অসাধারণ লিখেছেন ভাইয়া।এমন সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু।
আপনাদের উৎসাহ আর অনুপ্রেরণায় আমি এগিয়ে যাচ্ছি। দোয়া করবেন।
ভাইয়া খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে তুলেছেন। কবিতার পটভূমি পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
ভালো থাকুন দোয়া রইল।
অও, সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।পড়তে অনেক ভালো লাগছিল আমার।আসলে উপরের লেখাটিও কিছুটা গল্প আকারের লিখেছেন যেটা খুব সুন্দর ছিল।ছন্দ মিলিয়ে দারুণভাবে উপস্থাপন করেছেন যেটা বেশ অর্থপূর্ণ ছিল।ধন্যবাদ আপনাকে।
আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
চেষ্টা করেছি সাবলীল লেখনীর মাধ্যমে সবকিছু ফুটিয়ে তুলতে। আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা।