অতিরিক্ত মোবাইল ব্যাবহারে চোখের সমস্যা || সমাধানে ২০:২০:২০ পদ্ধতি।
সমাধানে ২০:২০:২০ পদ্ধতি |
---|
শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। গত কয়েকদিন ধরে চোখ লাল হওয়া থেকে শুরু করে মাথা ব্যথা এবং কয়েকটি সমস্যায় জর্জরিত ছিলাম। তখন পরিচিত একজন চিকিৎসকের সাথে কথা বললাম সমস্যাটি নিয়ে। তখন তিনি প্রথমেই যে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করেছেন তা হলো আমি অতিরিক্ত মোবাইল ব্যাবহার করি কিনা। তখন তাকে বললাম আসলে অনলাইনে বেশ কিছু কাজ আমাকে করতে হয় এবং বেশ লম্বা সময় মোবাইলের দিকে তাকিয়ে কাজটি করতে হয়। তখন তিনি পুরো বিষয়টি আমাকে বুঝিয়ে বললেন আমার কেন মাথা ব্যাথাসহ অন্যান্য সমস্যা হচ্ছে।
প্রথমত আমরা যখন মোবাইল ব্যাবহার করি তখন একটানা দীর্ঘ সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকি এবং চোখের পাতা ফেলি না। এতে চোখ শুষ্ক হয়ে যায়। এর ফলে চোখ লাল হয়ে যায়। অনেকেই রয়েছেন মোবাইল একদমই চোখের সামনে নিয়ে কাজ করেন এতে মোবাইলের তীব্র আলো মাথা ব্যাথা সৃষ্টি করে। আরো একটা মারাত্মক সমস্যা হলো ঘুমানোর আগে আমরা দীর্ঘ সময় মোবাইল ব্যাবহার করি যা ঘুমের ব্যাঘাত ঘটায়। তাছাড়া শোয়ার সময় মোবাইল এবং আমাদের চোখের দুরুত্ব খুব কম থাকে। এর ফলস্বরূপ সবথেকে বেশি চোখের ক্ষতি তখন হয়ে থাকে এবং মাথা ব্যাথাসহ বিভিন্ন সমস্যা তৈরি হতে থাকে।
আমি তার প্রতিটি কথা মন দিয়ে শোনার চেষ্টা করলাম। এরপর তিনি কিছু করনীয় সম্পর্কে আমাকে বললেন তা হলো -
আই কমফোর্ট মুড চালু করা। আমাদের এখনকার মোবাইল গুলোতে আই কমফোর্ট মুড রয়েছে। মোবাইলে কাজ করার সময় এটি অতিরিক্ত আলোর হাত থেকে চোখকে রক্ষা করবে।
মোবাইল চোখ থেকে কিছুটা দূরে রাখা। আমরা সবসময়ই চেষ্টা করবো যতটা সম্ভব ফোন দূরে রেখে কাজ করার জন্য। এতে চোখ অনেকটাই রক্ষা পাবে।
মাঝে মাঝেই চোখে পানি দেয়া। দীর্ঘসময় মোবাইলে কাজ করার পর চোখে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে বেশ ভালো লাগবে এবং চোখ কিছুটা পানি পাবে।
রাতে ঘুমানোর আগে ফোন এড়িয়ে চলা। চেষ্টা করতে হবে রাতে ঘুমানোর আগে ফোন ব্যাবহার না করা কারন এই সময়টাতে মোবাইল এবং চোখের দুরুত্ব অনেক কম থাকে। আরো একটা ব্যাপার হলো এতে করে ঘুমের ভাব চলে যেতে পারে । এভাবে চলতে থাকলে অনেক সময় অনীদ্রা রোগ হতে পারে, তাছাড়া ঘুম না হওয়ায় মাথা ব্যাথা হবার সম্ভাবনা সবথেকে বেশি থাকে।
- ২০:২০:২০ পদ্ধতি। চোখের সমস্যা সমাধানে এটি সবথেকে কার্যকরী একটি পদ্ধতি। ধরুন আপনি বিশ মিনিট মোবাইল ব্যাবহার করলেন তাহলে বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দুরুত্বে তাকাতে হবে আর কয়েকবার চোখের পাতা ফেলতে হবে। এখন বিশ ফুট দুরুত্ব হয়তো আপনার ঘরের ভেতর নেই, তাহলে জানালা দিয়ে বাইরে বিশ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে পারেন। এতেই অনেকটা উপকার হবে আপনার জন্য।
এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আশাকরি কিছু মানুষের উপকার হবে। আপনাদের পুরো বিষয়টি কেমন লাগলো জানাবেন হয়তো কিছু সংযোজনে আরো অর্থবহ হয়ে উঠতে পারে পুরো পোস্টটি।
ঠিক বলেছেন ভাইয়া অতিরিক্ত মোবাইল চোখের জন্য অনেক ক্ষতিকর। আর রাতে অন্ধকারে মোবাইল না দেখা অতি উত্তম। ঘুম না হওয়ার কারণে অনেক সময় মাথা ব্যাথায়।আপনি অনেক গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন।আপনার এই ২০:২০:২০ পদ্ধতিটি মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আশাকরি এই পদ্ধতি আপনার ক্ষেত্রে কাজে দেবে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1584808957969063938?t=fF8_fV1MMjzbfia-oa02pQ&s=19
আমরা যেহেতু অললাইনে কাজ করি। এসব সমস্যা গুলো আমাদের হতে পারে। কারন আমাদের সব সময়ই ফোনের দিকে তাকিয়ে কাজ করতে হয়। তবে আপনি ঠিকই বলেছেন অতিরিক্ত মোবাইল ব্যাবহারে চোখের সমস্যা হতে পারে। কয়েক দিন থেকে আপনি চোখের সমস্যার ভুকছেন যেনে খারাপ লাগলো। দোয়া রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আর আপনার পরিচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে থাকুন। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের সবার জন্য আপনার আজকের পোস্টটি খুবেই গুরুত্বপূর্ণ। আমি সব সময়ই আই কমফোর্ট মুড চালু করে ফোন চালাই। সমাধানে ২০:২০:২০ পদ্ধতিটি জানতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ধন্যবাদ লিমন।
তুমি আই কমফোর্ট মুড ব্যাবহার করছো জেনে ভীষণ খুশি হলাম। এটা বেশ কার্যকর একটা পদ্ধতি।
ভাইয়া, আশা করি আপনার চোখের সমস্যা দূর হয়েছে।আপনি দারুন বিষয় ও তার সমাধান উল্লেখ করেছেন।আমিও ফোন ব্যবহার করি এবং মাঝে মাঝেই চোখ ব্যথা করে।যারা ফোন ব্যবহার করে তাদের অবশ্যই কাজে আসবে এই পোষ্টটি।ধন্যবাদ ভাইয়া।
হ্যা চোখের সমস্যা কিছুটা ভালো হয়েছে।
কদিন থেকে ভালো লাগছে। জি আশাকরি পদ্ধতিগুলো সবার উপকারে আসবে।
ভাইয়া আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন, যা আমাদের সবার জন্য খুবই উপকারী। ইদানীং আমাদের বেশিরভাগ সময় মোবাইল এ কাজ করতে হয় মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে আসে সেই সাথে মাথা ব্যথাও করে। আজ থেকে আমি আপনার দেওয়া কথাগুলো মেনে চলার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু। এগুলো মেনে চললে আশাকরি চোখের সমস্যার জন্য উপকার পাবেন।
আপনি চোখের সমস্যা হওয়ার যে কারণগুলো বললেন এই সবগুলো কারণ আমাকেও ডাক্তার বলেছিল। কিছুদিন আগে আমিও গিয়েছিলাম। চোখের পাওয়ার অনেক বেড়েছে। ডাক্তার আমাকে রাতের বেলায় অন্ধকারে মোবাইল একদম নিষেধ করে দিয়েছে। অতিরিক্ত মোবাইল দেখার কারণে চোখেও শুকিয়ে গিয়েছে তার জন্য ড্রপ দিয়েছে। আপনার এই ২০:২০:২০ পদ্ধতিটি অনুসরণ করার চেষ্টা করব। আশা করি এটি খুবই উপকারী হবে। ধন্যবাদ ভাইয়া।
আশাকরি ২০:২০:২০ পদ্ধতিটি আপনার ক্ষেত্রে কাজে দেবে কারন আমি নিজে এর উপকারিতা পেয়েছি। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।
আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এবং তথ্য আমাদের মাঝে শেয়ার করেছে। আসলে এগুলো আমাদের সবারই অনেক উপকারে আসবে। অতিরিক্ত মোবাইল ব্যবহার করা আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকর। আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা যারা অনলাইনে কাজ করি তাদের খুবই উপকারে আসবে। গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি আপু আমি মনে করি আমাদের এই বিষয়গুলো মেনে চললে চোখের সমস্যা অনেকটাই কম হবে।
সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চোখের জন্য এই পরামর্শ গুলো ডাক্তার সব সময় বলে থাকেন। আসলে বাংলাদেশের মানুষের চোখের সমস্যা টা দিন দিন বেড়েই চলছে। আসলে চোখের সুস্থতার জন্য আপনার পরামর্শ গুলো অনুসরন করলে ভালো হবে বলে আশা করছি। এছাড়া আপনার ২০:২০:২০ পদ্ধতিটা ভালো লেগেছে। এইটা অনুসরণ করার চেষ্টা করবো এখন থেকে। আশা করছি সবার অনেক উপকারী হবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
আশাকরি নিয়মগুলো আপনার কাজে লাগবে।