DIY PROJECT:) হুতুম পেঁচা 🦉 তৈরি || ঈলমার খেলার সাথী 🦉 কি দিয়ে বানালাম ❓

in আমার বাংলা ব্লগ3 years ago
"সৃজনশীলতাই শক্তি"


🦉 হুতুম পেঁচা তৈরি🦉

Polish_20211119_220459389.jpg
ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

গত কয়েকদিন আগেই ঈলমার জন্য টিশার্টটি কিনেছিলাম। কিন্তু আমি ভাবতেই পারিনি যে এটি সে এতটাই পছন্দ করবে, যে শরীর থেকে খুলতেই চায় না। আর টিশার্টের হুতুম পেঁচার 🦉 সাথে খুব বেশি সখ্যতা গড়ে উঠেছে, কি আর বলবো। তাই আজ তার বন্ধু হুতুম পেঁচা 🦉 তৈরি করবো টিস্যু পেপার কোর দিয়ে। চলুন দেখি কিভাবে বানালাম টিস্যু পেপার কোর দিয়ে হুতুম পেঁচা 🦉।

🦉প্রয়োজনীয় উপকরণ 🦉
IMG20211119120511_01.jpg

যা যা লাগবে 🦉:)

👉 টিস্যু পেপার কোর
👉 রঙিন কাগজ
👉 কাঁচি
👉 আঠা
👉 গ্লু গান
👉 পেন্সিল

🦉 হুতুম পেঁচা তৈরি প্রনালী🦉
IMG20211119114847.jpg
IMG20211119121502_01.jpgIMG20211119121859_01.jpg
IMG20211119122350_01.jpg

প্রথমেই একটি টিস্যু পেপার কোর নিয়ে আঠা লাগিয়ে দিলাম এবং একটি রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম।

🦉 হুতুম পেঁচা তৈরি চলছে 🦉
IMG20211119135217_01.jpgIMG20211119124448_01.jpg

এবার কোরের উপরের দিকে ভাঁজ করে দিলাম এবং গ্লু গান দিয়ে প্রান্তদেশ জোড়া লাগিয়ে দিলাম।

🦉 হুতুম পেঁচা তৈরি চলছে 🦉
IMG20211119164744_01.jpgIMG20211119164451.jpg

এবার বুকের হলুদ রঙের পেখম বানাবো। প্রথমেই হলুদ কাগজে পেন্সিল দিয়ে পেখম এঁকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এভাবে আরও কয়েকটি কেটে নিলাম।

🦉 হুতুম পেঁচা তৈরি চলছে 🦉
IMG20211119165203_01.jpgIMG20211119165322_01.jpg
IMG20211119165921_01.jpg

এইধাপে ডানা বানাবো। যদিও এই ডানা দিয়ে উড়তে পারবে না, তবুও আমরা বানাবো☺️। প্রথমেই ডানার আকৃতি করে এঁকে নিয়ে এবার কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর কিছুটা সাজিয়ে নিলাম রং পেন্সিলের সাহায্যে।

🦉 হুতুম পেঁচা তৈরি চলছে 🦉
IMG20211119170426.jpg
IMG20211119170644.jpg

এবার নিচের পেখম আর ঠোঁট একে নিলাম আর অবশেষে কেটে নিলাম কাঁচি দিয়ে।

🦉 হুতুম পেঁচা তৈরি চলছে 🦉
IMG20211119172459_01.jpgIMG20211119173111_01.jpgIMG20211119174826_01.jpg
IMG20211119175323_01.jpg

চোখ বানাবো 👀 প্রথমেই সাদা কাগজে চোখ এঁকে নিলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর কালো কাগজে চোখের মনি একে নিয়ে তাও কেটে নিলাম এবং মনিটা জায়গা মতো আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

🦉 হুতুম পেঁচা তৈরি চলছে 🦉
IMG20211119180631_01.jpgIMG20211119181042_01.jpg
IMG20211119182031_01.jpgIMG20211119182126_01.jpg

এখন জোড়া লাগাতে হবে সবকিছু। প্রথমেই নিচের পেখম আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর ধাপে ধাপে বুকের পেখম লাগাতে থাকলাম। সবশেষে ঠোঁট লাগিয়ে দিলাম।

🦉 হুতুম পেঁচা তৈরি চলছে 🦉
IMG20211119182513.jpg
IMG20211119183010_01.jpg

এটাই শেষ ধাপ। এখন আঠা দিয়ে চোখ এবং ডানা লাগিয়ে দিলাম। ব্যাস ঈলমার বন্ধু হুতুম পেঁচা 🦉 তৈরি।

🦉 আমার বাংলা ব্লগের সাথে হুতুম পেঁচা 🦉
IMG20211119190408_01.jpg
IMG20211119185354_01.jpg
IMG20211119185023_01.jpg

আমার বাংলা ব্লগের জন্য আজ এতো কিছু করা আর এতো কিছু পাওয়া তাই আমার বাংলার সাথে ছবি না তুললে হয় বলুন ☺️।

🦉 ঈলমার বন্ধু হুতুম পেঁচা 🦉


IMG20211119185945_01.jpg
IMG20211119185948_01.jpg
IMG20211119190214_01.jpg

সত্যি বলতে বাঁধভাঙা আনন্দ যাকে বলে।☺️

GIF-211120_010613.gif

এটি জিফ শপ দিয়ে তৈরি
পুরো প্রক্রিয়াটি দেখানো হয়েছে এখানে

☺️ কেমন হলো জানাবেন কিন্তু ☺️
🦉 না হলে হুতুম পেঁচা মশাই রাগ করবেন 🦉
owl-5986451_640.webp
সংগ্রহশালা

ছবির বিবরণ
বিষয়বস্তুহুতুম পেঁচা তৈরি 🦉
ছবি তোলার যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Heroism_Copy.png

Sort:  
 3 years ago 

ভাই আপনার তো অনেক বুদ্ধি। রঙিন কাগজ দিয়ে হুতুম পেচা তৈরি করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে। ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।
শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই ♥️
চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর হুতুম পেঁচা তৈরি করেছেন। দেখে অনেক সুন্দর লাগছে এবং আমার অনেক ভালো লেগেছে। আপনার উপস্থাপনটি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

ঈলমার বন্ধু হুতুম পেঁচা 🦉 তৈরি করেছেন স্যার হুবাহু তার টি-শার্টের পেঁচার মতো হয়েছে। আপনি যেভাবে ধাপে ধাপে পেঁচা তৈরি করেছেন। আমিও শিখে নিলাম। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার বাংলা ব্লগ এর সাথে পেঁচার ছবিটা দারুন দেখাচ্ছে। খেলার সাথী পেয়ে ঈলমা মামুনি তো অনেক খুশি। ঈলমার জন্য দোয়া রইলো আগামী দিন গুলোতে ও যেনো এমন হাঁসি খুশি থাকতে পারে। আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা রইলো।
@emranhasan 💞স্যার

 3 years ago 

অনেক ধন্যবাদ লিমন ♥️
পাশে থাকো এভাবেই ❣️

 3 years ago 

আপনার একেকটি আইডিয়া দেখলে একেবারে মাথা নষ্ট হয়ে যায় আমার। আজকের হুতুম পেঁচা তৈরি টিও আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। আসলে ঈলমার আবদার গুলোর জন্য আমরা অনেক নতুন কিছুই দেখতে পারি। আজকের কাজটিও অনেক বেশি ইউনিক ছিল, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু 💌
আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে ❣️
পাশে থাকবেন সবসময় এভাবেই।

 3 years ago 

নিজের হাতে বানানো হুতুম পেচা দেখতে খুবই কিউট আর মিষ্টি লাগছে।ইলমা।মা।মনির সাথি এটা ভালো লাগলো শুনে।ইলমার জন্য দোয়া রইলো যেনো সে এভাবে হাসিখুশি থাক।ধন্যবাদ ভাই।

 3 years ago 

জি ভাই অনেক ধন্যবাদ💌
দোয়া করবেন ❣️

 3 years ago 

আপনার এই সৃজনশীল কাজগুলো আমার খুবই ভালো লাগে। সামান্য একটি টিস্যু কোর কতগুলো রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হুতুমপেঁচা তৈরি করলেন সত্যি দারুন। আপনার মেয়ে ইলমার হাতে দারুন লাগছে দেখতে। সব মিলিয়ে পোস্টটা দারুন ছিল।উপস্থাপনাটাও অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই ♥️
আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে 💌
ভালো থাকবেন দোয়া রইল ♥️

 3 years ago 

ভাইয়া আপনার পোষ্টের প্রথম বাক্যটি আবার কাছে অসম্ভব ভালো লেগেছে সেটা হল সৃজনশীলতাই শক্তি আপনার এই কথার সাথে আমি একমত সৃজনশীলতার মাধ্যমে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে আপনার মধ্যে কিন্তু অনেক ধরনের সৃজনশীলতা বিদ্যমান যেটা আমরা মাঝেমাঝেই পরিলক্ষিত করতে পারি বা বুঝতে পারি অথবা দেখতেও পারি

কাগজ দিয়ে আপনি অনেক সুন্দরভাবে ইলমা মামণির জন্য একটি হুতুমপেঁচা তৈরি করেছেন হুতুম পেঁচাটি আমার কাছে বেশ ভালই লেগেছে মামণির গেঞ্জির উপরে মনে হচ্ছে একটা হুতুম পেঁচার চিত্র। খুবই সুন্দর ভাবে প্রতিটা ধাপ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন হুতুমপেঁচা পেয়ে ইলমা মামনি মনে হচ্ছে অনেক খুশি। মামণির জন্য শুভকামনা রইল সেই সাথে আপনিও সুস্থ থাকুন সেই দোয়া করি শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

অনেক ধন্যবাদ ইন্জিনিয়ার সাহেব ♥️
আপনার চমৎকার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে ❣️ পাশে থাকবেন সবসময় এভাবেই।
আপনার জন্য দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

 3 years ago 

সত্যি ভাইয়া আপনার কাজগুলো দেখে আমার অনেক ভালো লাগে। আপনি সবার থেকে ইউনিক কিছু নিয়ে হাজির হন। হুতুমপেঁচা তৈরি করেছেন ইলমা মামুনির জন্য। অনেক ভাল ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং আপনার কাজ মানে প্রশংসার দাবিদার। অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
আপনার জন্য দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

 3 years ago 

ওয়াও,,, দাদা এত কিউট হুতুম পেঁচা আমি জীবনেও দেখি নি। ছোট বাবু আর পেঁচা দুটো একসাথে দাড়িয়ে মনে হচ্ছে দুটো মিষ্টির হাড়ী পাশাপাশি দাঁড়িয়ে। দারুন আইডিয়া করে সবটা করেছেন দাদা। একটা ভালো চমক ছিল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি 💚

 3 years ago 

কিভাবে হুতুমপেঁচা তৈরি করতে হয় সেটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনের দিকগুলো আমার বেশি ভালো লাগছে। সবশেষে ছোট ভিডিওটি অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ♥️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57184.88
ETH 3097.33
USDT 1.00
SBD 2.41