গত কয়েকদিন আগেই ঈলমার জন্য টিশার্টটি কিনেছিলাম। কিন্তু আমি ভাবতেই পারিনি যে এটি সে এতটাই পছন্দ করবে, যে শরীর থেকে খুলতেই চায় না। আর টিশার্টের হুতুম পেঁচার 🦉 সাথে খুব বেশি সখ্যতা গড়ে উঠেছে, কি আর বলবো। তাই আজ তার বন্ধু হুতুম পেঁচা 🦉 তৈরি করবো টিস্যু পেপার কোর দিয়ে। চলুন দেখি কিভাবে বানালাম টিস্যু পেপার কোর দিয়ে হুতুম পেঁচা 🦉।

যা যা লাগবে 🦉:)
| 👉 টিস্যু পেপার কোর |
| 👉 রঙিন কাগজ |
| 👉 কাঁচি |
| 👉 আঠা |
| 👉 গ্লু গান |
| 👉 পেন্সিল |

প্রথমেই একটি টিস্যু পেপার কোর নিয়ে আঠা লাগিয়ে দিলাম এবং একটি রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম।

এবার কোরের উপরের দিকে ভাঁজ করে দিলাম এবং গ্লু গান দিয়ে প্রান্তদেশ জোড়া লাগিয়ে দিলাম।

এবার বুকের হলুদ রঙের পেখম বানাবো। প্রথমেই হলুদ কাগজে পেন্সিল দিয়ে পেখম এঁকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এভাবে আরও কয়েকটি কেটে নিলাম।
এইধাপে ডানা বানাবো। যদিও এই ডানা দিয়ে উড়তে পারবে না, তবুও আমরা বানাবো☺️। প্রথমেই ডানার আকৃতি করে এঁকে নিয়ে এবার কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর কিছুটা সাজিয়ে নিলাম রং পেন্সিলের সাহায্যে।

এবার নিচের পেখম আর ঠোঁট একে নিলাম আর অবশেষে কেটে নিলাম কাঁচি দিয়ে।

চোখ বানাবো 👀 প্রথমেই সাদা কাগজে চোখ এঁকে নিলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর কালো কাগজে চোখের মনি একে নিয়ে তাও কেটে নিলাম এবং মনিটা জায়গা মতো আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

এখন জোড়া লাগাতে হবে সবকিছু। প্রথমেই নিচের পেখম আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর ধাপে ধাপে বুকের পেখম লাগাতে থাকলাম। সবশেষে ঠোঁট লাগিয়ে দিলাম।

এটাই শেষ ধাপ। এখন আঠা দিয়ে চোখ এবং ডানা লাগিয়ে দিলাম। ব্যাস ঈলমার বন্ধু হুতুম পেঁচা 🦉 তৈরি।

আমার বাংলা ব্লগের জন্য আজ এতো কিছু করা আর এতো কিছু পাওয়া তাই আমার বাংলার সাথে ছবি না তুললে হয় বলুন ☺️।

🦉 ঈলমার বন্ধু হুতুম পেঁচা 🦉
সত্যি বলতে বাঁধভাঙা আনন্দ যাকে বলে।☺️




| বিষয়বস্তু | হুতুম পেঁচা তৈরি 🦉 |
| ছবি তোলার যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |
আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।
"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"



Support
@heroism Initiative by Delegating your Steem Power


ভাইয়া আপনার পোস্টগুলোর যে বিষয়টি আমার কাছে খুব ভালো লাগে সেটি হল আপনি আপনার যে কোন পোষ্টের ছবি আপনার মেয়ের সঙ্গে দেন। যেটা দেখতে খুব ভালো লাগে। আজকের হুতুম পেঁচার ডাই টি খুব সুন্দর হয়েছে। ইলমার টি শার্টের সঙ্গে বানানো হুতুম পেঁচাটি একদম মিলে গেছে। দেখতে খুব ভালো লাগছে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে হুতুমপেঁচা বানানো টি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার এবং আপনার মেয়ের জন্য।
প্রথমত আমার সব কাজের অনুপ্রেরণা আর উৎসাহ সব হলো আমার মেয়ে 👸
ওর বায়নার জন্য সবকিছু আমার দ্বারা সম্ভব হয়। আমি আমার মেয়েকে আমার মতো করে গড়ে তোলার চেষ্টা করছি। তাই সবকিছুর মাঝে সে থাকে।
দোয়া করবেন আপু।
ঈলমার বন্ধু হুতুম পেঁচা 🦉 তৈরি করেছেন স্যার হুবাহু তার টি-শার্টের পেঁচার মতো হয়েছে। আপনি যেভাবে ধাপে ধাপে পেঁচা তৈরি করেছেন। আমিও শিখে নিলাম। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার বাংলা ব্লগ এর সাথে পেঁচার ছবিটা দারুন দেখাচ্ছে। খেলার সাথী পেয়ে ঈলমা মামুনি তো অনেক খুশি। ঈলমার জন্য দোয়া রইলো আগামী দিন গুলোতে ও যেনো এমন হাঁসি খুশি থাকতে পারে। আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা রইলো।
@emranhasan 💞স্যার
অনেক ধন্যবাদ লিমন ♥️
পাশে থাকো এভাবেই ❣️
নিজের হাতে বানানো হুতুম পেচা দেখতে খুবই কিউট আর মিষ্টি লাগছে।ইলমা।মা।মনির সাথি এটা ভালো লাগলো শুনে।ইলমার জন্য দোয়া রইলো যেনো সে এভাবে হাসিখুশি থাক।ধন্যবাদ ভাই।
জি ভাই অনেক ধন্যবাদ💌
দোয়া করবেন ❣️
আপনার এই সৃজনশীল কাজগুলো আমার খুবই ভালো লাগে। সামান্য একটি টিস্যু কোর কতগুলো রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হুতুমপেঁচা তৈরি করলেন সত্যি দারুন। আপনার মেয়ে ইলমার হাতে দারুন লাগছে দেখতে। সব মিলিয়ে পোস্টটা দারুন ছিল।উপস্থাপনাটাও অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই ♥️
আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে 💌
ভালো থাকবেন দোয়া রইল ♥️
ভাইয়া আপনার পোষ্টের প্রথম বাক্যটি আবার কাছে অসম্ভব ভালো লেগেছে সেটা হল সৃজনশীলতাই শক্তি আপনার এই কথার সাথে আমি একমত সৃজনশীলতার মাধ্যমে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে আপনার মধ্যে কিন্তু অনেক ধরনের সৃজনশীলতা বিদ্যমান যেটা আমরা মাঝেমাঝেই পরিলক্ষিত করতে পারি বা বুঝতে পারি অথবা দেখতেও পারি
কাগজ দিয়ে আপনি অনেক সুন্দরভাবে ইলমা মামণির জন্য একটি হুতুমপেঁচা তৈরি করেছেন হুতুম পেঁচাটি আমার কাছে বেশ ভালই লেগেছে মামণির গেঞ্জির উপরে মনে হচ্ছে একটা হুতুম পেঁচার চিত্র। খুবই সুন্দর ভাবে প্রতিটা ধাপ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন হুতুমপেঁচা পেয়ে ইলমা মামনি মনে হচ্ছে অনেক খুশি। মামণির জন্য শুভকামনা রইল সেই সাথে আপনিও সুস্থ থাকুন সেই দোয়া করি শুভকামনা রইল ভাইয়া
অনেক ধন্যবাদ ইন্জিনিয়ার সাহেব ♥️
আপনার চমৎকার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে ❣️ পাশে থাকবেন সবসময় এভাবেই।
আপনার জন্য দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀
সত্যি ভাইয়া আপনার কাজগুলো দেখে আমার অনেক ভালো লাগে। আপনি সবার থেকে ইউনিক কিছু নিয়ে হাজির হন। হুতুমপেঁচা তৈরি করেছেন ইলমা মামুনির জন্য। অনেক ভাল ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং আপনার কাজ মানে প্রশংসার দাবিদার। অনেক অনেক শুভকামনা রইল
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
আপনার জন্য দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀
ভাই আপনার তো অনেক বুদ্ধি। রঙিন কাগজ দিয়ে হুতুম পেচা তৈরি করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে। ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।
শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাই ♥️
চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀
কিভাবে হুতুমপেঁচা তৈরি করতে হয় সেটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনের দিকগুলো আমার বেশি ভালো লাগছে। সবশেষে ছোট ভিডিওটি অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ♥️
আপনার একেকটি আইডিয়া দেখলে একেবারে মাথা নষ্ট হয়ে যায় আমার। আজকের হুতুম পেঁচা তৈরি টিও আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। আসলে ঈলমার আবদার গুলোর জন্য আমরা অনেক নতুন কিছুই দেখতে পারি। আজকের কাজটিও অনেক বেশি ইউনিক ছিল, ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ আপু 💌
আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে ❣️
পাশে থাকবেন সবসময় এভাবেই।
মনে হচ্ছে যেন পেঁচা পুতুল। ইলমার হাতে ছবি খুবই ভালো লাগছে মনে হচ্ছে ও এটি পেয়ে খুবই খুশি। টিস্যু রোল দিয়ে অনেক সৃজনশীলতা দেখা গেছে কিন্তু আপনার এই সৃজনশীলতাটি একেবারে অন্যরকম। প্রথমে দেখে বোঝাই যাবে না কি দিয়ে তৈরি করলেন। চমৎকার।
অনেক ধন্যবাদ আপু 💌
দোয়া করবেন ঈলমার জন্য 💌