কাতলা মাছের কালিয়া || সুস্বাদু রান্নার রেসিপি (১০% লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
"কাতলা মাছ সবসময়ই স্বাদের"
Polish_20211106_135830030.jpg
সংগ্রহশালা

কাতলা মাছ আমার খুব প্রিয় একটি মাছ। মাঝে মাঝেই মাছটি খাওয়া হয়। গতকাল শুক্রবার থাকায় এই মাছের কালিয়া করেছিলাম। চলুন রেসিপিটি দেখে আসি।

school-of-fish-5890245__480.png

🐟 কাতলা মাছের কালিয়া 🐟
IMG_20211105_145605.jpg

কাতলা মাছের কালিয়া খুব স্বাদের একটি খাবার 😋। আর বেশকিছু পুষ্টিকর উপাদান এই রেসিপিটির মধ্যে থাকায় বেশ পুষ্টিকর খাবার এটি।

school-of-fish-5890245__480.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍
উপকরণপরিমাণ
কাতলা মাছচার টুকরাIMG_20211105_122527.jpg
হলুদএক চামচIMG_20211105_123010.jpg
মরিচএক চামচIMG_20211105_123205.jpg
জিরা ও ধনিয়াএক চামচIMG_20211105_123050.jpg
কাঠবাদামচার পাচটিIMG_20211105_122759.jpg
পেঁয়াজ কুচিএক বাটিIMG_20211105_122652.jpg
কাঁচা মরিচস্বাদ মতোIMG_20211105_122720.jpg
আদা এবং রসুন বাটাএক চামচIMG_20211105_123140.jpg
টক দইএক কাপIMG_20211105_123235.jpg
তেজপাতাএক টিIMG_20211105_122826.jpg
দারচিনি, এলাচ, লবঙ্গIMG_20211105_122904.jpg
লেবু 🍋এক চিলতেIMG_20211105_122923.jpg
লবণস্বাদ মতোIMG_20211105_123028.jpg

school-of-fish-5890245__480.png

👨‍🍳 রন্ধনশালার কাজ 👨‍🍳
IMG_20211105_141417.jpg

রান্না ঘরে সবকিছু গুছানো থাকলে কাজ করতে খুব ভালো লাগে। প্রথমেই আমার পুরো উপকরণ গুছিয়ে নিলাম। কাঁচা মরিচ, বাদাম এবং কিছুটা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিলাম প্রথমে।

👨‍🍳 রন্ধনশালার কাজ চলছে 👨‍🍳

IMG_20211105_123416.jpg

IMG_20211105_123555.jpg

প্রথমে এক চিলতে লেবু নিয়ে মাছের উপর চিপে দিলাম, এরপর লবণ এবং হলুদ দিয়ে মাছটি মাখিয়ে নিলাম। এটি কিছু সময়ের বিশ্রামে পাঠিয়ে দিলাম।

👨‍🍳 রন্ধনশালার কাজ 👨‍🍳
IMG_20211105_141446.jpg

এইবার একটি ফ্রাইপ্যানে সরিষার তেল ঢেলে দিয়ে গরম হবার পর মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো বাদামী রঙের হলে উঠিয়ে নিলাম

👨‍🍳 রন্ধনশালার কাজ 👨‍🍳

IMG_20211105_141756.jpg

IMG_20211105_141852.jpg

IMG_20211105_142126.jpg

IMG_20211105_142059.jpg

IMG_20211105_142321.jpg

এবার ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে এর ভেতর দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামী রং আসা পর্যন্ত ভাজলাম। এইবার বাদাম, কাঁচা মরিচ এবং পেঁয়াজের ব্লেন্ড করা মিশ্রনটি ঢেলে দিলাম। একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন টক দই দিয়ে আবার বেশ কিছু সময় কষিয়ে নিলাম।

👨‍🍳 রন্ধনশালার কাজ 👨‍🍳

IMG_20211105_143254.jpg

IMG_20211105_144833.jpg

IMG_20211105_142606.jpg

এইধাপে কষানো মসলার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম এবং কিছুটা ঝোল দিয়ে দিলাম। এবার শুধু অপেক্ষার প্রহর গুনার পালা। বিশ মিনিট রান্না করার পর আমাদের কাতলা মাছের কালিয়া তৈরি। এবার পরিবেশনের পালা।

👨‍🍳 পরিবেশন করলাম 👨‍🍳
IMG_20211105_145551.jpg

school-of-fish-5890245__480.png

👨‍🍳 কিছুটা স্বাদের বিবরণ 👨‍🍳
fish-5306485_640.png
সংগ্রহশালা

কাতলা মাছ আমার এমনিতেই খুব প্রিয় একটি মাছ, আর যখন কাতলা মাছের কালিয়া করা হয় তাহলে তো কথাই নেই। শুধু পেট চুক্তি খাওয়ার পালা 😋 যাক আমি পেট চুক্তি খেলাম আর আপনাদের জন্য রেসিপি তৈরি করে দেখালাম। তৈরি করবেন কিন্তু। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি।

ছবির বিবরণ
আজকের রেসিপিকাতলা মাছের কালিয়া
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার কাতলা মাছের কালিয়া রেসিপি টি খুবই চমৎকার হয়েছে। সম্পূর্ণ রেসিপিটি আপনি এতো সুন্দর করে সাজিয়েছেন যা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেছে ।প্রতিটি স্টেপ ছিল দেখার মতো। আপনার কাতলা মাছের কালিয়া খেতে নিশ্চয়ই খুবই টেষ্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। পরিবেশনটা আপনি এতো সুন্দর করে করেছেন যে কি বলব ।দেখতে দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য 🥀
আসলে প্রিয় মাছের তালিকায় এটি রয়েছে তাই চেষ্টা করেছি ভালো উপস্থাপনা করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু 💌
ঠিক পাশেই থাকুন। 💜

 3 years ago 

কাতলা মাছের কালিয়া অনেক মজার একটি খাবার। আর দেখে ও অসাধারণ সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ♥️

 3 years ago 

রুই মাছের কালিয়া খেয়েছি কিন্তু কাতলা মাছ এর টি খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে তো জিভে পানি চলে এসেছে ভাইয়া। অনেক মজাদার হয়েছে দেখেই লোভ লাগছে। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু 💌 খুব চমৎকার একটি মন্তব্য করেছেন। আসলে আমি চেষ্টা করি সবসময়ই একটু আলাদা কিছু করার জন্য 🥀
তার ধারাবাহিকতায় এই আলাদা রেসিপি করা। আপু তৈরি করবেন। এটি খুব স্বাদের ছিল 😋। শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

 3 years ago 

ভাইয়া জানেন অনেক দিন হলো কাতলা মাছ খাইনা। আর কাতলা মাছের কালিয়া যে কতদিন খাই না তা তো নিজের ই মনে নেই। আমি কাতলা মাছের কালিয়া কয়েকবার ই খেয়েছি। তবে আমি রেসিপি জানতাম না।আজকের আপনার কারণে জেনে নিলাম।দেখেই মনে হচ্ছে কালিয়াটি খেতে বেশ সুস্বাদু হয়েছে।

 3 years ago 

আপু আমি রেসিপিটি খুব সহজভাবে দেখিয়েছি। আশাকরি খুব সহজেই তৈরি করতে পারবেন। শুধু মাছটি কষ্ট করে কিনে আনুন 😌 শুভ কামনা অবিরাম 💚

 3 years ago 

ভাইয়া,কাতালা মাছের কালিয়া রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আমি এই রেসিপিটি নাম শুনেছি কখনো আমার খাওয়া হয়নি। কারণ আমি রান্না করতে পারি না তবে আপনার এই রেসিপিটি দেখে আমি কাতালা মাছের কালিয়া রান্নার শিখে নিলাম। আপনার এই রেসিপিটি আমি শেয়ার করে রেখেদিলাম যখনই ঘরে কাতলা মাছ আনা হবে।আমি কাতলা মাছের কালিয়া রান্না করে দেখব। ভাইয়া, কাতলা মাছের কালিয়া রান্নার প্রতিটি ধাপ বর্ণনা সহকারে আমাদের মাঝে শেয়ার করেছেন।ধন্যবাদ ভাইয়া,এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি মন্তব্যের জন্য ♥️ প্রথমত রেসিপিটি খুব সুস্বাদু ছিল 😋 দ্বিতীয়ত আমি খুব সহজ করে দেখিয়েছি আপনি চাইলেই এটি তৈরি করতে পারবেন।
তৃতীয়ত আমার পোস্টটি রিস্টীম করার জন্য ধন্যবাদ ♥️
শুভ কামনা রইল 🥀

 3 years ago 

যেমন সুন্দর রেসিপি রান্না তেমনি আপনার উপস্থাপনা। মাছ শব্দটি শুনলেই বাঙালির ঐতিহ্যের কথা মনে পড়ে যায়।এক কথায় মাছে ভাতে বাঙালি। রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনার রান্নার ধরণ দেখেই বুঝতে পারলাম। 😍😍

 3 years ago 

আসলেই খাবারটি খুব স্বাদের ছিল 😋।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ♥️
আশাকরি সাথেই থাকবেন 💚

 3 years ago 

ইমরান ভাই কাতলা মাছের কালিয়া রেসিপিটি খুব সহজে ধাপে ধাপে তুলে ধরেছেন আমাদৈর সামনে ।খেতে তো পারবোনা তবে দেখে লোভ 😋দিয়েছি ভাই কারন রেপিটি লোভোনীয় তাই।এতো সুন্দর রান্না শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
খুব চমৎকার একটি মন্তব্য করেছেন ♥️

 3 years ago 

কাতলা মাছ আমার প্রিয় একটি মাছ,কাতলা মাছের কালিয়া রেসিপি অনেক সুন্দর করে তৈরী করেছেন দেখে তো খেতে ইচ্ছা করছে স্যার অনেক গোছালো উপস্থাপনা করেছেন আপনার রেসিপি দেখে আমিও শিখে গেলাম ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভকামনা রইলো

কাতলা মাছের কালিয়া রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। এবং আপনার পুরা রেসিপিটা বুঝার জন্য খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। খুব সুন্দর একটা পোস্ট করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনার উপস্থাপনার কথাই আগে বলি। সত্যি ভাই আপনার উপস্থাপনা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
আর রান্নার কথা কি বলব কাতলা মাছের কালিয়া রেসিপি দেখেই আমার মুখে জল চলে এলো। অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই ♥️
আশাকরি পাশেই থাকবেন 💚

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37