"চন্দ্র রাত্রি লাজুক খ্যাঁকের সাথে" চিত্র অঙ্কন || (১০% লাজুক খ্যাঁকের জন্য (◔‿◔) )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


"চিত্র অংকনে মনের অনুভূতি প্রকাশ"



Polish_20211025_000328589.jpg


চিত্র অংকনের মাধ্যমে আমাদের মনের যত অনুভুতি আছে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব। এমন অনেক অনুভূতি রয়েছে যা মুখের ভাষায় সুন্দরভাবে প্রকাশ না পেলেও একমাত্র চিত্র অংকনে ফুটিয়ে তোলা সম্ভব। ছবি কিন্তু কথা বলে, তবে বিষয়টি হৃদয়ের গভীরে অনুভব করতে হবে। প্রাগৈতিহাসিক যুগে মানুষ কিন্তু একমাত্র ছবি এঁকে এবং আকার ইঙ্গিতে কথা বলতো। এগুলো থেকে বোঝা যায় ছবি অংকনের মহত্ব অনেক। এমন কয়েকজন চিত্র শিল্পী রয়েছেন যারা একটি চিত্র অঙ্কন করেও ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। যাক এই ছিল চিত্র অংকনের মহত্ব নিয়ে কথা। আসলে আমরা কেউ চিত্র শিল্পী নই কিন্তু আমাদের সবার মাঝেই একজন চমৎকার শৈল্পিক ব্যাক্তিত্ব লুকিয়ে আছে।
অনেকেই আছি অনেক ইতস্তত করি ছবি আঁকা নিয়ে।
কেন রে ভাই?

শুরু করুন আর ম্যজিক দেখুন নিজের সুন্দর অনুভূতি গুলো যখন কাগজ কলমে প্রকাশ পাবে তখন ভেতরে একটা স্নিগ্ধ প্রশান্তি বয়ে যাবে। তাই আমার বাংলা ব্লগের সকল নবীন শিল্পীর প্রতি শুভকামনা জানিয়ে শুরু করলাম আজকের অংকন।

divider-6118759_640.png


✏️ প্রয়োজনীয় উপকরণ ✏️


IMG_20211024_162003.jpg


যা যা প্রয়োজন ✏️:-

  • অংকন খাতা
  • পেন্সিল
  • সাদা রং পেন্সিল


✏️"অংকন প্রক্রিয়া"✏️



এই ছবিটি অংকন করা হয়েছে আসলে @shy-fox এর প্রতি ভালোবাসা থেকে। আসলে সে আমাদের জন্য অনেক করছে যা বলা বাহুল্য। তাই নিজের কল্পনা শক্তির সাথে কিছুটা সংমিশ্রণ ঘটিয়ে এটি আঁকা। যাক প্রথমে একটি অংকন খাতা এবং পেন্সিল নিলাম সাহস করে দেখি কি হয়।

✏️ অংকন প্রক্রিয়া চলছে ✏️


IMG_20211024_165337.jpg

IMG_20211024_170148.jpg

প্রথমে লাজুক খ্যাঁকের মুখের আকৃতি অংকন করলাম পেন্সিল দিয়ে। এরপর একটি চাঁদ 🌙 এঁকেছি। ঠিক মাঝ বরাবর একটি দাগ অংকন করলাম যেখানে গাছের সারি হবে।

✏️ অংকন প্রক্রিয়া চলছে ✏️


IMG_20211024_172843.jpg

এই ধাপে পাহাড়ের সারি একে দিলাম এবং পেন্সিল দিয়ে কিছুটা অবয়ব ফুটিয়ে তুললাম।

✏️ অংকন প্রক্রিয়া চলছে ✏️


IMG_20211024_173556.jpg

IMG_20211024_173611.jpg

হরিণ এঁকে নিলাম, এমনভাবে আঁকলাম যেন মনে হচ্ছে হরিণটি দৌড়াচ্ছে। আর পেন্সিল দিয়ে গাঢ় রঙ করে দিলাম।

✏️ অংকন প্রক্রিয়া চলছে ✏️


IMG_20211024_175257.jpg

IMG_20211024_182724.jpg

এইবার গাছ অংকন করলাম এবং পেন্সিল দিয়ে গাছপালা আর পুরো রাতের পরিবেশ এঁকে নিলাম।

✏️ অংকন প্রক্রিয়া চলছে ✏️


IMG_20211024_231711.jpg

এইবার সবথেকে মজার কাজ। রাতের আকাশের তারা অংকন করলাম সাদা রং দিয়ে। দেখুন কি সুন্দর মোহময় পরিবেশ তৈরি হলো।

"অংকন নিয়ে নিজের কিছু কথা"


fox-4489746_640.png

সংগ্রহশালা

  • আমার আজকের অংকনটির মূল বিষয় হলো লাজুক খ্যাঁকের স্বপ্নময় রাত। যেখানে চন্দ্রশিক্ত রাতের আঁধারে একটি হরিণ দৌড়াচ্ছে মনের সুখে। যদিও আমি কোন শিল্পী নই তারপরও চেষ্টা করলাম। চিত্র অঙ্কন কেমন হলো জানাবেন কিন্তু ☺️

ছবির বিবরণ:-

বিষয়বস্তুস্বপ্নময় লাজুক খ্যাঁক
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

fox-6116682_640.png

সংগ্রহশালা

IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

চন্দ্র রাত্রি লাজুক খ্যাঁকের সাথে" চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে স্যার আপনি লাজুক খ্যাঁকের মুখ দিয়ে অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। অনেক সুন্দর হয়েছে আমার ভিশন পছন্দ হয়েছে। একদম ইউনিক আইডিয়া এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইলো।
@emranhasan স্যার 🥀

 3 years ago 

ধন্যবাদ লিমন সুন্দর মন্তব্যের জন্য 🥀।
আশাকরি পাশেই থাকবে।

 3 years ago 

বিষয়টা আমার কাছে খুবই ভাল লাগল। প্রথমে আমি সম্পূর্ণ চিত্র টি দেখে ভেবেছিলাম এটি একটি খেকশিয়াল এর চিত্র। কিন্তু পরে দেখলাম শুধু খেকশিয়াল এর চিত্র নায়। খেকশিয়াল এর চিত্রের অবয়বের মধ্যে আবার আলাদা একটি দৃশ্য। ব্যাপারটি প্রশংসনীয়।

 3 years ago (edited)

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 。◕‿◕。
আসলে সবই আপনাদের উৎসাহ এবং আমার বাংলা ব্লগের সৃজনশীল পরিকল্পনার জন্য সম্ভব হচ্ছে। আমাদের সম্প্রদায় এক একজন সদস্যকে শিল্পী করে গড়ে তুলছে, যা আসলে প্রশংসনীয়। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি এবং আপনাদের মতো সুযোগ্য অভিভাবকদের প্রতি।
(◕ᴗ◕✿)

 3 years ago 

আপনি তো ইঞ্জিনিয়ার। এবং ড্রইং হলো ইঞ্জিনিয়ারের ভাষা। আপনার ড্রইংয়ের থিমটা ইউনিক এবং অসাধারণ ছিল। এবং আপনার আর্টের প্রশংসা করতে হয়। ধন্যবাদ
এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ইন্জিয়ারিং ড্রয়িং এ আমার নাম্বার খুব ভালো ছিল।
যা জীবনের অনেক ক্ষেত্রে কাজে দিচ্ছে, কি বলেন (◠‿◕)

 3 years ago 

যা বলেছেন ভাই✌✌✌

 3 years ago 

আসলে আপনার চিত্রটির প্রসংসা না করে পারলাম না।খেকসিয়ালের চিত্রের মধ্যে আবার চাঁদের দৃশ্য যা অবাক করার মতো। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। (◔‿◔)

 3 years ago 

লাজুক খ্যাঁকের চিত্র অংকনটি খুবি সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনি অনেক দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য ◉‿◉

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি খেকের চিত্র এঁকেছেন। খুব সুন্দর হয়েছে শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য (◍•ᴗ•◍)

 3 years ago 

অনেক করে অঙ্কন করেছেন ভাইয়া। লাজুক খ্যাকের সাথে চন্দ্র রাত্রি সত্যি অসাধারণ হয়েছে। চিত্র অঙ্কনের মাধ্যমে আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ হয় আপনার এ কথাটি একদম যথার্থ। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া ❤️

 3 years ago 

অনেক ধন্যবাদ জানাই 。◕‿◕。
চিত্র অংকনের মাধ্যমে আমাদের মনের অনুভূতি সত্যিই বহিঃপ্রকাশ হয়, এই দেখুন এই ছবিটির মাধ্যমে আমার মনের যত অনুভুতি ছিল ছড়িয়ে দিয়েছি। ◉‿◉

 3 years ago 

চন্দ্র রাত্রির চিত্র অংকনটি ছিল ভাবনাময়।আপনারা অংকনের মধ্যে বিভিন্ন বিষয় বস্তুর দৃশ্য ফুটে উঠেছে। ভালো লেগেছে অংকনটি শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য (◔‿◔)

 3 years ago 

অসাধারন ভাই, এটা ব্যতিক্রম ছিলো। প্রশংসা না করে পারলাম না।

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই (✷‿✷)
আশাকরি পাশেই থাকবেন 。◕‿◕。

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার চিত্রাংকনটি।অনেক ভালো লেগেছে আমার কাছে এটি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য (◔‿◔)

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53807.82
ETH 2237.98
USDT 1.00
SBD 2.30