তেলবাজী মহৌষধ

in আমার বাংলা ব্লগ5 months ago
তেলবাজী মহৌষধ

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আজকাল তেলবাজীর স্বর্নযুগ চলছে। এটা একটা মহৌষধে প্রতীয়মান হয়েছে। এমন কোন কাজ নেই যা এই ঔষধ দিয়ে সমাধান না হয়।

ধরুন আপনি কোন একটি প্রতিষ্ঠানে কাজ করছেন, খুব সৎভাবে এবং আপনার কাজের গুনগত মান বেশ ভালো। কিন্তু বছর শেষে দেখবেন আপনার ইনক্রিমেন্ট আশানুরূপ হবে না। তাছাড়াও পদোন্নতির ক্ষেত্রেও এর ব্যাবহার না করলে খুব বেশি সুবিধা করা যায় না। এমনকি দীর্ঘদিন এই ঔষধের ব্যাবহার না করলে কর্মচ্যুতি ঘটতে পারে।

এবার আসি সমাজের অন্যান্য ক্ষেত্রে তেলবাজীর কিছু উদাহরণ দেয়া যাক, ধরুন আপনি একটি কাজের জন্য এলাকার জনপ্রতিনিধির কাছে গেলেন। কিন্তু তাকে কখনোই তোষামোদ কিংবা তেল দেননি, তাহলে ধরে রাখুন আপনার কাজটি কখনোই হবে না।

ঠিক এভাবেই সমাজের প্রতিটি ক্ষেত্রে এমনকি পরিবারের মধ্যেও এই রোগ ছড়িয়ে যায়। কিছু কিছু সময় এটা এমন মাত্রাতিরিক্ত ছড়িয়ে যায় যা মেনে নেয়া সম্ভব না। তখন হয়তো নিজের অবস্থান কিংবা কাজের পরিবেশ পরিবর্তন করা জরুরি হয়ে পরে।

তবে সবকিছুর একটা সীমা কিংবা শেষ রয়েছে, দেখা যায় মাত্রারিক্ত তেলবাজীর ফলে গোটা পরিবেশটা নষ্ট হয়ে যায়। আর একসময় সবকিছুর ধ্বংস ডেকে আনে, তখন আর কুল কিনারা খুঁজে পাওয়া যায় না।
কিছু মানুষের তো এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, আর তারা কখনো এই গন্ডি থেকে বেরিয়ে আসতে পারে না।

আসলে আমাদের এই অভ্যাস ত্যাগ করা উচিত এবং সততার সাথে নিজের কাজগুলো পরিচালনা করা উচিত। হ্যা সৎ পথে চলতে গিয়ে আপনার অনেক কষ্ট হবে এবং হয়তো অনেক কিছু থেকে বঞ্ছিত হবেন, তবুও আপনি নিজের কাছে নিজে ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারবেন। দিনশেষে এটাই আপনার সবথেকে বড় সার্থকতা। তেলবাজীর একদিন শেষ হবে, তবে সেদিন হয়তো সুন্দর পরিবেশটা আর থাকবে না।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আপনার এই ধরনের পোস্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি যা লিখেন সব আপনার ভিতর থেকে লিখার চেষ্টা করেন। আপনি ঠিকই বলেছেন এই সমাজ তেল বাজদের জন্য নষ্ট হয়ে গিয়েছে। সৎ ভাবে চললে তেলবাজ আমাদের কোন কিছুই করতে পারবে না। আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ💞।

 5 months ago 

আপনার এধরনের লেখা গুলো পড়ার অপেক্ষায় থাকি। তেলবাজী বর্তমান সময়ে একটা ভাইরাস এর নাম। এই ভাইরাসটি এমন ভাবে পরিবেশ নষ্ট করছে তা আপনি আমি সবাই জানি। সততা হচ্ছে মানুষের মহৎ গুণ। সৎ পথে চলতে যদিও কষ্ট রয়েছে। তবে মনের ভিতরে এক ধরনের শান্তি রয়েছে। আপনার লেখা গুলোর যুক্তি রয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 5 months ago 

বর্তমান পরিস্থিতিতে যত দিন যাচ্ছে নিজেকে সৎ পথে সচল রাখতে ততই যুদ্ধ করতে হচ্ছে। হ্যাঁ আমাদের সমাজে বেশিরভাগ লোক এখন তেলবাজির উপরে চলছে। হ্যাঁ ভাই এই তেল বাজি শুধু একটি এলাকা নয় সারাদেশে যেন ছেয়ে যাচ্ছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বর্তমান সময়ে কাজের মূল্যায়ন একদমই হয় না। যারা পরিশ্রম করে তাদের উন্নতি খুব কম হচ্ছে। যারা এরকম তেল বাজি করে চলে তাদের অনেক বেশি উন্নতি হয়। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকেই আত্মমর্যাদা সম্পন্ন হওয়ার কারণে ভালো কাজ করেও তেলবাজি করতে পারেনা। এজন্য তাদের উন্নতি হয় না। যাই হোক ভালো লাগল বাস্তবসম্মত লেখাটি পড়ে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার কাছ থেকে এই সুন্দর পোস্টটি পড়তে পেরে খুব ভালো লাগলো। আসলে এখনকার সময়ে সৎ পথে চলা খুবই কষ্টকর৷ সৎ পথে চলতে হলে মানুষকে যুদ্ধ করে যেতে হয় এবং এই যুদ্ধে প্রতিনিয়তই মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়৷ এই সৎ পথে চলার সময় তেলবাজি যেভাবে বেড়ে যাচ্ছে তা সকালের পক্ষেই অনেকটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

বর্তমান সময়ে সৎ ভাবে থেকে নিজের কাজের মূল্যায়ন পাওয়া অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।যারা তোষামোদকারী তারাই দিনশেষে সফল হচ্ছে।আর যারা সত্যিকারের দক্ষ তারা তেলবাজি না করার কারনে পেছনেই পরে রয়েছেন।বাস্তব নির্ভর পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 5 months ago 

আপনি আজকে খুবই বাস্তব একটি টপিক নিয়ে পোস্ট লিখেছেন। বর্তমান সময়ে সৎ পথে কাজ করে কেউ উপরে উঠতে পারে না। আমাদের সমাজে এখন তেলবাজী একটা নেশায় পরিনত হয়ে গিয়েছে। যে মত তেলবাজী করতে পারবে সে তত দ্রুত উপরে উঠতে পারবে। আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64867.61
ETH 3451.61
USDT 1.00
SBD 2.55