মুভি রিভিউ || দি এড্যাম প্রজেক্ট‌ ২০২২ || ১০% প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_20220314-094741.jpg

মোবাইলের স্কিনশর্ট থেকে নেওয়া হয়েছে

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @emonv
আজ সোমবার , মার্চ ০৭/২০২২

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভাল আছি। আমি মুভি দেখতে অনেক পছন্দ করি বিশেষ করে হলিউড মুভি গুলো আমাকে সব সময় আনন্দ দিয়ে থাকে। আজকে আমি আপনাদের মাঝে রিসেন্টলি লঞ্চ হওয়া একটি হলিউড মুভি রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের এই মুভিটা ভালো লাগবে । আপনারা চাইলে আপনাদের অবসর মুহূর্তে এই মুভিগুলো উপভোগ করতে পারেন। তবে চলুন শুরু করা যাক।

মুভিটির কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী

নামদি এড্যাম প্রজেক্ট
পরিচালকশন লেভি
অভিনয়রায়ান রেনল্ডস ,মার্ক রাফালো ,জেনিফার গার্নার,ওয়াকার স্কোবেল
দৈর্ঘ্য106 মিনিট
ভাষাইংরেজি
মুক্তির তারিখ11 মার্চ, 2022
দেশযুক্তরাষ্ট্র
বাজেট$175 মিলিয়ন

মুভির সারসংক্ষেপ

Screenshot_20220314-101525.jpg

মোবাইলের স্কিনশর্ট থেকে নেওয়া হয়েছে

মুভির প্রথমে আমাদের দেখানো হয় এই মুভির প্রধান চরিত্র অর্থাৎ অ্যাডাম একটা একটি প্লেন চুরি করে 2050 সাল থেকে 2018 সালে যাচ্ছে । অর্থাৎ 2050 সালে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে মানুষ টাইম ট্রাভেল করতে পারে। তার 2018 সালের যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে তার স্ত্রী লড়া‌ কে হত্যা করা হয়েছে অতএব সে অতীতে ফিরে গিয়ে তার স্ত্রীকে বাঁচাতে চাচ্ছে। কিন্তু ঠিক এই সময় এডাম যাদের প্লেন চুরি করেছিল তারা তাদের তার পিছে পড়ে যায় তারা অন্য একটি প্লেন দিয়ে অ্যাডামের প্লেনে ফায়ার করতে থাকে এবং একসময় অ্যাডামের পেটে একটা গুলি লাগে ফলে সে টাইম ট্রাভেল করার সময় 2018 সালের না গিয়ে 2022 সালে চলে আসে। এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এডাম যে প্লেনে টাইমটেবিল করছিল সেখানে শুধু একই রকম ডিএনএ যুক্ত মানুষই ভ্রমণ করতে পারে অর্থাৎ এই প্লেনটিতে যার ডিএনএ সেট করা থাকবে সেই লোকটি ব্যতীত অন্য কোনো মানুষ এই প্লেনটিতে ভ্রমণ করতে পারবেনা। যাইহোক তারপরও সে এক পর্যায়ে হুমড়ি খেয়ে 2018 সালে এবং ওদের বাড়ি যেখানে ছিল ওইখানে এসে ল্যান্ড করে।

Screenshot_20220314-102353.jpg

মোবাইলের স্কিনশর্ট থেকে নেওয়া হয়েছে

যখন অ্যাডাম তাদের বাড়িতে এসে ল্যান্ড করে তখন তার মা একজনের সঙ্গে ডেটে গিয়েছিল । এ বিষয়টা আমাদের সবার জানা দরকার সেটা হচ্ছে অ্যাডামের বাবা প্রায় দেড় বছর আগে মারা গেছে তার বাবা একজন বিখ্যাত সাইন্টিস্ট ছিল এবং তার বাবা মূলত এই টাইম ট্রাভেল টেকনোলজি তৈরি করেছিলেন। এবার যখন ভবিষ্যতের এডাম এর সাথে বর্তমানের এডাম এর পরিচয় হয় তখন তাদের বয়সের ডিফারেন্স অনেক ছিল এবং এডাম এর একটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে এডম অনেক বেশি কথা বলে এবং অনেক বেশি প্রশ্ন করে যেটা তার বন্ধুরা পছন্দ করে না ,যাইহোক সেই ধারাবাহিকতায় যখন ভবিষ্যতের অ্যাডাম বর্তমানে অ্যাডামের কাছে আসে তখন বর্তমানের এডাম অনেক বেশি কথা বলতে থাকে যার ফলে ভবিষ্যতের অনেক বিরক্ত হয়ে যায় এবং এক পর্যায়ে সে সবকিছু খুলে বলে এবং তাকে সাহায্য করার কথা বলে সে 2018 সালে যেতে চেয়েছিল কিন্তু এক্সিডেন্টলি 2022 সালে চলে এসেছে। ভবিষ্যতের অ্যাডাম একটু ঘায়েল ছিল কেননা যখন প্লেনে গোলাগুলি হচ্ছিল তখন তার পেটে একটা গুলি লাগে যার ফলে সে অসুস্থ হয়ে যাই এবং সে টাইম ট্রাভেল করতে পারবে না কারণ তার ডিএনএর সঙ্গে টাইম ট্রাভেল প্লেন ম্যাচ এখন বিজনেস করছে না যতক্ষণ না সে সুস্থ হয়ে ওঠে। ভবিষ্যতের এডাম কে বর্তমানের এডাম এর সাহায্য নেওয়া লাগে কেননা তাদের ডি এন এস এক।

Screenshot_20220314-103102.jpg

মোবাইলের স্কিনশর্ট থেকে নেওয়া হয়েছে

যাই হোক তারা এক পর্যায়ে টাইম ট্রাভেল করে 2022 সাল থেকে 2018 সালের দুইজন মিলে চলে আসতে পারে। 2018 সালে ফিরে আসার দুইটা উদ্দেশ্য ছিল প্রথম হচ্ছে তার স্ত্রী লড়া‌ কে হত্যার হাত থেকে বাঁচাবে। এবং দুই নম্বর কারণ হচ্ছে 2022 সালে ম্যাডামের বাবা জীবিত ছিলেন না সুতরাং তার সঙ্গে যদি দেখা করতে হয় তাহলে তাদেরকে 2018 সালে ফিরে আসতে হবে। আমি আগেই বলেছি যে এই ঘটনাটির সবচেয়ে বড় কারণ হচ্ছে তার বাবা এই টাইম ট্রাভেল টেকনোলজি তৈরি করেছিলেন ফলে আর এটিকে কেন্দ্র করে অ্যাডামের স্ত্রী মারা গেছে সুতরাং এই টেকনোলজি যদি 2018 সালে ধ্বংস করে দেওয়া হয় তাহলে অ্যাডামের স্ত্রী বেঁচে থাকবে। তারা ধ্বংস করতে চাইলেও কিন্তু এটা সহজে সম্ভব না কেননা অ্যাডামের শত্রুপক্ষ কিন্তু টাইম ট্রাভেল করতে পারে এবং তারা টাইম ট্রাভেল এর মাধ্যমে 2018 সালে চলে আসে এবং এই টেকনোলজি ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাই। তবে এই টেকনোলজি নিয়ে যে এই বিশ্বাসঘাতকতা করে ছিল তার নাম হচ্ছে মায়া এবং সে ফিজিক্সে একটু দুর্বল ছিল।

Screenshot_20220314-103642.jpg

মোবাইলের স্কিনশর্ট থেকে নেওয়া হয়েছে

এবার মায়ার দলগুলোর সঙ্গে এডাম দের অনেক ধ্বস্তাধ্বস্তি এবং মারামারি হয় এখানে একটা বিষয় অনেক মজাদার সেটা হচ্ছে যখন কেউ ভবিষ্যৎ থেকে অতীতে আসে তখন যদি তাকে মেরে ফেলা হয় তাহলে সে ধোঁয়াশা হয়ে যায় অর্থাৎ কেউ যদি ভবিষ্যৎ থেকে অতীতে আসে তাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে সে কিন্তু মরবে না তাকে মারতে হলে অতীতে যিনি আছেন তাকে শেষ করতে হবে তাহলে ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না। এই বিষয়টা কে কাজে লাগিয়ে এডাম এর বাবা মায়াকে শেষপর্যন্ত হত্যা করে এবং টাইম ট্রাভেল সিস্টেম নষ্ট হয়ে যায়।

মুভি থেকে পাওয়া শিক্ষা

এই মুভি থেকে আমরা যা শিক্ষা পেতে পারি সেটা হচ্ছে টেকনোলজি সবসময়ই ভালো হবে এর কোন মানে নেই অর্থাৎ একটি আশ্চর্যজনক টেকনোলজিও মানুষের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। এই মুভির ভিতর আমার সবচেয়ে যেটি ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের এই ইউনিভার্স এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এটি সম্পর্কে বোঝা এবং উপলব্ধি করার অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই মুভিতে ‌। যার ফলে আমাদের বেসিক ফিজিকস এর কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হতে পারি এই মুভিটি দেখে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই মুভিটি অনেক শিক্ষণীয় মনে হয়েছে।

মুভিটির আইএমডিবি রেটিং

৬.৯/১০

আমার ব্যক্তিগত রেটিং

৯/১০

ডাউনলোড লিংক

  • ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।

❤️ধন্যবাদ!!!❤️


image.png

[[‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]‍"ইমন ব্লগ"‍ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

image.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  
 2 years ago 

এখনো এই ছবি টি দেখিনাই। তবে দেখতে হবে। রিভিউ পড়ে মনে হচ্ছে একশন এর একটি ছবি। এ ধরনের ছবি খুব ভালো লাগে। দেখি সময় পেলে আজকেই দেখবো রাতে। এই টাইপ এর ছবি দেখতে আমার খুব ভালো লাগে। শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

যদিও এই ছবিটি এখনো দেখা হয় নাই। তবে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে ছবিটি দেখতে হবে। আপনি খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল ভাই। এরকম সুন্দর একটি মুভি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এবছর রায়ান রেনল্ডস এর বেশ কয়েকটি মুভি রিলিজ হতে চলেছে। তার মধ্যে অন্যতম এই অ্যাডাম প্রজেক্ট ছিল। যদিও মুভিটি ডাউনলোড করা আছে এখনো দেখা হয়নি তাই আপনার রিভিউটি আর পড়া হলো না। কারণে স্পয়লার হয়ে গেলে মুভি দেখে মজা পাওয়া যায় না 😍।

 2 years ago 

ও গ্রেট, এই মুভি টার লিংক ডুয়েল অডিও ফাইল আপনি চাইলে ডাউনলোড করতে পারেন তাহলে হিন্দিতে উপভোগ করতে পারবেন।

আপনার দি এড্যাম প্রজেক্ট‌ ২০২২ রিভিউটি ভেশ দারুন দিয়েছেন।তবে আমি মুভিটি এখনো দেখি নাই ।আপনার রিভিউ দেখে মনে হলো মুুভিটি অনেক সুন্দর ।আর এখানে ইউনিভার্স এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সর্ম্পকে আমি জানতে না ।তাই আমি জানার জন্য এই মুভি দেখবে।অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

জি ভাইয়া এই মুভিতে আইনস্টাইনের থিওরি গুলো অনেক সুন্দর ভাবে বোঝানো হয়েছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ❣️

 2 years ago 

খুব সুন্দর একটি মুভি রিভিউ দিয়েছেন আপনি। যদিও এই মুভি আমার দেখা হয়নি।তবে আপনার স্কিনশট গুলো দেখে এই মুভি দেখার আগ্রহ বেড়ে গেলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মুভি রিভিউ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago (edited)

জি আপু মুভিটা দেখতে পারেন অনেক সুন্দর একটা মুভি ছিল।

সত্যি বলতে ভাইয়া ইংলিশ মুভি গুলো একটু কমই দেখি। আসলে যে মুভি গুলো একটু ভালো লাগে সেগুলো একটু দেখি। আপনার করা মুভি রিভিউ টি পড়ে বেশ ভালই লাগলো। আসলেই আমাদের তৈরি করা সব প্রযুক্তি অসময় ভালো হবে এটা কোন কথা না। এর ভালো দিক আছে আবার খারাপও দিক আছে। তাই আমাদের প্রযুক্তির ভালো দিকটা ব্যবহার করা উচিত। ধন্যবাদ আপনাকে মুভিটি র‌ মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যের মধ্য মুভির মূল বক্তব্য টা খুজে পেলাম ধন্যবাদ আপনাকে। ❣️

 2 years ago 

অনেক সুন্দর একটি মুভি রিভিউ করেছেন ভাইয়া। মুভি রিভিউ দেখলে খুব ভালো লাগে। কারণ মুভিটি যদি না দেখা হয় তাহলে পরে দেখে ফেলতে পারি‌। এই মুভিটি আমার এখনো দেখা হয়নি। কিন্তু আপনি রিভিউ দিয়েছেন বলে দেখতে সুবিধা হবে। তাছাড়া আপনি মুভি সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার যেহেতু মুভিটা দেখা হয়নি একবার দেখতে পারেন আশা করি মজা পাবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের সকলের উচিত এ ধরনের সাইন্স ফিকশন মুভি দেখা। খুব সুন্দর ভাবে আপনি এই মুভির রিভিউ নিয়ে আলোচনা করেছেন। তবে আমাদের সকলের উচিত টেকনোলজি কিংবা প্রযুক্তির সঠিক ব্যবহার করা। ধন্যবাদ আপনাকে সুন্দর এবং শিক্ষামূলক মুভি রিভিউ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই সাইন্স ফিকশন মুভি গুলো দেখলে আমাদের নলেজ অনেক বেশি বৃদ্ধি পাবে ধন্যবাদ আপনাকে। ❣️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58478.70
ETH 3158.37
USDT 1.00
SBD 2.43