||📷রেনডম ফটোগ্রাফি📸 || ❣️আমার বাংলা ব্লগ 💯|| 🦊১০% ভালোবাসার জন্য 🦊||
আজ- বৃহস্পতিবার
প্রিয় বন্ধুরা আবার নতুন একটি ব্র্যান্ড নিউ পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে আমার মোবাইল দিয়ে ক্যাপচার করা কিছু ফটোগ্রাফি সবার মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে বলুন ? আমি নিজেই একজন ফটোগ্রাফি প্রেমিক তাই মাঝে মধ্যেই ফটোগ্রাফি করি সেই সাথে স্টিমিটের মতো এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম উপহার পেয়ে সত্যিই আমি অনেক আনন্দিত 🥰। যখন যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যায় এবং পরিবেশে একটা ঠান্ডা ,ঠান্ডা ভাব আসে তখন ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে ।গতকাল ঠিক এই সময় আমি ফটোগ্রাফি করার উদ্দেশ্যে আমার মোবাইলটা নিয়ে বের হয়েছিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে কিছু ফটোগ্রাফি আমার মোবাইলটা দিয়ে ক্যাপচার করেছি আশা করি আমার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন ? 🥰🥰 তবে চলুন দেখে আসি আজকের ফটোগ্রাফি গুলো
w3w locationhere
- ছোটবেলা থেকেই দেখে আসতেছি এই ফুলগুলো ধানের ক্ষেতে অথবা ভেজা পরিবেশে অনেক জন্মায়। এই ফুলটির আকৃতি এবং বিবরণ টি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যখনই ফুলটির ফটোগ্রাফি করেছিলাম তখন এই ফুলটির উপরে একটা ছোট পোকা বসেছিল হয়তোবা আপনারা ফটোগ্রাফিতে সেটা দেখতে পাচ্ছেন এ পোকাটির জন্য ফুলটিকে আরো বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল।
w3w locationhere
- এই গাছটি যেকোনো পরিবেশের সঙ্গে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে এই গাছটির নাম আমি ঠিক জানিনা তবে রাস্তার আশেপাশেই মাঝেমধ্যে এই গাছটিকে দেখতে পাই, এই গাছটি দেখতে বেশ সুন্দর এবং গাছটি থেকে কেমন যেন একটা সুভাষ আসে এটি আমার অনেক ভালো লাগে। এই কাজটি হয়তোবা কোন বুনোফুল হতে পারে এটা আমার সঠিক জানা নেই।
w3w locationhere
- এই গাছটি সম্পর্কে আমি তেমনভাবে অবগত নই হয়তোবা কোন ওষুধি গাছ হতে পারে। গাছটি দেখতে অনেক চিকন এবং উচ্চতায় ৩ মিটার মতো হতে পারে। গাছটির পাতার আবরণী গুলো অনেক সুন্দর সেই সাথে গাছটিতে কিছু ফল এসেছিল এবং সেগুলো পেকে গিয়েছিল হয়তো বা ওই ফলের বীজ থেকে আবার নতুন করে এই জাতের গাছ জন্মাবে। গাছটিকে দেখে আমার অনেক ভালো লেগেছিল।
w3w locationhere
- এবার আপনারা যেই গাছটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা গাছের একটি ফটোগ্রাফি। এই কলা গাছটি পুকুরের পাড়ে লাগানো ছিল এবং গাছটি হয়তোবা অনেক ভালো জাতের একটি গাছ কেননা গাছটির কলার কাঁধিটা দেখতে অনেক লম্বা ছিল এবং কলা গুলো অনেক বড় ,বড় এ ধরনের কলা গুলো খেয়েও যেমন তৃপ্তি পাওয়া যায় তেমনি কলা গাছ চাষেও অনেক লাভবানও হওয়া যায়।
w3w locationhere
- আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবলু পোকার মাইক্রো ফটোগ্রাফি। আসলে মাইক্রো ফটোগ্রাফি করা একটু ধৈর্যের বিষয় এই ফটোগ্রাফি টা করার সময় অনেকবারই এই পোকাটি উড়ে গিয়েছিল তবুও আমি বিরক্ত না হয়ে ফটোগ্রাফিটা শেষ পর্যন্ত তুলতে পেরেছি আশা করি ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।
w3w locationhere
- এই ফুলটির নাম আমার সঠিক জানা নেই তবে হতে পারে এটা কোন ঔষধি গাছের ফুল । আপনারা যদি কেউ এই গাছটি সম্পর্কে অবগত হন তাহলে কমেন্টে জানাতে পারেন । এই ফুলটি দেখতে অনেক হলুদ বর্ণের ছিল এবং রাস্তার পাশেই এই ফুল গাছটি হয়েছিল । হয়তোবা গাছটি কোন বুনো ফুল গাছ হবে তবে দেখতে বেশ সুন্দর।
w3w locationhere
- এটি হচ্ছে আইস্যর গাছের ফুলের ফটোগ্রাফি। এই গাছটিকে আমাদের আঞ্চলিক ভাষায় আইস্যর গাছ হিসাবেই সবাই চিনে থাকে তবে হয়তোবা এলাকাভেদে এর নাম আলাদা হতে পারে এটি দিয়ে অনেক সুন্দর দাতন করা যায়। রমজান মাসে যারা রোজা থাকেন অনেক সময় তারা এগুলোকে দাঁতন হিসেবে ব্যবহার করে থাকেন এটি স্বাদ অনেক মিষ্টি হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে এতক্ষন পাশে থাকার জন্য।
- বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
🫂ধন্যবাদ!!!🤵
ফটোগ্রাফার | @emonv |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন পরিবেশটা অনেক বেশি শান্ত থাকে চারিদিকে যেন এক অন্যরকম ভালোলাগা কাজ করে, আর আপনি সেই মুহূর্তেই ফটোগ্রাফি গুলো করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটো অনেক বেশি আকর্ষণে ছিল, সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
র্যান্ডম ফটোগ্রাফি আমারও খুব ভালো লাগে। যেখানেই যাই কিছু না কিছু ফটো তুলি। ভালো লাগল আপনার পোস্ট দেখে।
ফটোগ্রাফি কম বেশি সবারই ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে ফটোগ্রাফি করতে। তবে আপনি এটা একদম ঠিক বলেছেন পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার মুহূর্ত টাই ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার আসে। আর সেই সময় আপনি বেশ কিছু ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই ভালো লাগছে। বেশ কিছু আনকমন ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন এগুলো সাধারণ আমরা যারা শহরে থাকি তারা খুব একটা দেখতে পাই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে আনকমন ফটোগ্রাফি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আসলে ভাইয়া ফটোগ্রাফি করার জন্য চমৎকার পরিবেশের প্রয়োজন। সূর্যটা যখন ঢলে পড়ে তখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে প্রকৃতির ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। তাইতো আপনার সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। কলা গাছের ফটোগ্রাফিটি দারুন হয়েছে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
আমারও ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। যদিও বাকি সবার মত খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারিনা। আপনার ফটোগ্রাফি গুলো ভালোই লেগেছে আমার কাছে। গোবলু পোকার মাইক্রো ফটোগ্রাফি টা দারুন হয়েছে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
প্রথম যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন এই ফুলগুলো আমিও সেই ছোটবেলা থেকেই দেখে আসছি কিন্তু নাম জানিনা। আর কলার গাছে দেখছি কলার ভারে গাছ অনেকটাই নুয়ে পড়ছে। আর ঘাস ফড়িং এর ফটোগ্রাফি টা খুব চমৎকার হয়েছে।