লাইফ স্টাইল রাইটিংঃ- রাস্তায় আসার পথে পানির তৃষ্ণা

in আমার বাংলা ব্লগ2 months ago

Picsart_24-06-20_12-09-28-528.jpg

আজ - রবিবার

০৮ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জুন ২৩, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

সেদিন ঘোরাঘুরি উদ্দেশ্যে গেছিলাম বাইরে। বাইরে যে কি রোদ ওরে বাবা বাবা!! একেবারে বলার কথা না।তবুও এই অবুঝ মন যেন মানে না সারাদিন মন চায় যে ঘোরাফেরা করি এবং নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করি। আচ্ছা বলেন তো আপনাদের কি আমার মত এমন ঘোরাঘুরি করতে ভালো লাগে ? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমিও দেখতে চাই ভ্রমণ পিপাসু মানুষ কেমন রয়েছে আমাদের এই পরিবারের মধ্য। ঘোরাঘুরি করার একপর্যায়ে রোদের তাপে প্রচুর পানি পিপাসা লাগলো কিন্তু আমি যেহেতু এক নির্জন এলাকায় অবস্থান করছিলাম ওই জন্য ওদিকে পানি পান করার জন্য তেমন টিউবওয়েল অথবা তেমন কোনো জলকূপ ছিল না যে সেখান থেকে আমি পানি সংগ্রহ করে নিজের তৃষ্ণা মিটাবো। কিন্তু আশেপাশে অনেক বাড়ি দেখছিলাম কিন্তু সেখানে গিয়ে পানি খেয়ে আসা নিজের কাছে একটু ইতস্তত বোধ লাগছিল। আমি চাচ্ছিলাম যদি রাস্তার পাশে কোন টিউবওয়েল পাওয়া যায় তাহলে সেখান থেকে পানি পান করে নিব। ‌

IMG_20240615_122245_571-01.jpeg

পেলাম না তবে আশেপাশে একটু খোঁজ করে দেখলাম যে একটা মেশিনের মাধ্যমে পাটের মাঠ ছেস দেওয়া হচ্ছে। মেশিনটা দেখে আমার মনের ভিতর খানিকক্ষণের জন্য একটু আনন্দ জেগে উঠলো কারণ এবার মনে হয় আমি আমার পানি তৃষ্ণা মেটাতে পারবো। আর এই মেশিনগুলো থেকে উত্তোলন করা পানি খুবই পরিষ্কার হয়ে থাকে একেবারে টিউবয়েলের পানির মত তাই পানি খাওয়া যায়। আমি আর অপেক্ষা না করে হাত-মুখ ধুয়ে নিজের পিপাসা আগে মেটালাম তারপরে খানিকক্ষণ জিরিয়ে নিয়ে আশেপাশের প্রকৃতি উপভোগ করছিলাম। দেখলাম যে চারিদিকে রৌদ্রজ্জ্বল পরিবেশ এবং অনেক কৃষক রয়েছে যারা মাঠে কাজ করছে। ঐ রোদে এত কষ্ট করে কাজ করা কিন্তু চারটা খানা কথা না। আপনারা যদি কোনদিন কৃষকের পরিশ্রম অনেক কাছ থেকে দেখেন তাহলেই হয়তোবা বুঝতে পারবেন যে তারা কি পরিমান পরিশ্রম করে। পরিশ্রম আমরা সবাই করে থাকি কারণ আমাদের জীবিকা নির্বাহ করার জন্য পরিশ্রমের মাধ্যমে আমরা আমার আমাদের রিজিক সংগ্রহ করে থাকি।

IMG_20240615_122403_378-01.jpeg

যাই হোক সে কোথায় আর যাচ্ছি না তো এভাবে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আশেপাশের আবহাওয়া উপভোগ করে পরবর্তীতে আবার বাইকটা নিয়ে চলে গেলাম কামারখালীতে। ‌ কামারখালী হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা, এখানে বিভিন্ন প্রকার শাকসবজি থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় সেদিন কামারখালীর হাট ছিল তাই ভাবলাম যে ওখান থেকে কিছু ক্রয় করে খাব। তো ওখানে গিয়ে দেখি বড়া, সিঙ্গারা ভাজছিল এবং তারপরে আমি ওখান থেকে ৩০ টাকার বড়া ক্রয় করলাম এবং কিছুক্ষণ বসে খেলাম খাওয়ার পরে বাড়ির দিকে আবার রওনা দিলাম। ‌ আজকে অনেকটা সময় নুনার বিলে কাটিয়েছিলাম । এই জায়গাটা সম্পর্কে হয়তোবা আপনাদের মাঝে আমি একটা এর আগে পোস্ট করেছিলাম। আপনারা কেউ যদি ওই পোস্টটা পড়ে থাকেন তাহলে এই বিলটা সম্পর্কে বেশ ভালই ধারণা নিতে পারবেন কারণ এটি বেশ অদ্ভুত একটা বিল এবং এটা নিয়ে অনেক কাহিনী রয়েছে।

IMG_20240615_122253_047-01.jpeg

এখন পাটের সময়ে যেদিকেই দেখছি শুধু পাট আর পাট। আমরা সবাই জানি পাট হচ্ছে সোনালী আঁশ এর মাধ্যমে বাংলাদেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। ‌ আমি শুনেছি নাকি পাটের যেই মাথা রয়েছে ওগুলো শাক হিসাবে খাওয়া যায় তবে আজ পর্যন্ত কোনদিন খাইনি, বাবা চাচার মুখে এই কথা অনেক শুনেছি আপনারা কেউ কি খেয়েছেন এটা? এখন একটু পাটের খারাপ সময় যাচ্ছে কারণ আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আশেপাশে বন্যার কারণে অনেক জায়গায় পানিতে ডুবে গেছে যার জন্য অনেক মানুষের অনেক রকম ক্ষতি হয়েছে। আমাদের এদিকে যেহেতু নদী-নালা বা তেমন কোন খাল বিল নেই তাই আমাদের একটু কম ক্ষতি হলেও আশপাশে খোঁজ নিয়ে দেখলাম মানুষ এখন বেশ অসহায়। ‌ এইতো কিছুদিন আগে একটা নদীতে ঘুরতে গিয়েছিলাম কয়েক মাস আগেই নদীর পানি শুকিয়ে গিয়েছিল কিন্তু এখন পানি টই টুম্বুর করছে। এই জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বন্যার কারণে মানুষের অনেক সমস্যায় হয়েছে। ‌

IMG_20240615_122408_975-01.jpeg

আমি আজ পর্যন্ত কোনদিন বন্যার সম্মুখীন হই নি তবে হয়তোবা এবার হতে পারি। বন্যার কারণে অনেক বিষধর সাপ আশেপাশে ছড়িয়ে গেছে আমাদের এলাকাতেই একজন কৃষক রয়েছে কৃষি কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে শিকার হয়েছে।যার জন্য সে এখন হসপিটালে যাইহোক আপনাদের কাছে একটাই আবেদন আপনারা সবাই একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন না হলে হয়তো বা কোন একটা বিপদ আসতে পারে। যাই হোক মোটামুটি অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরে আপনাদের জন্য কিছু কনটেন্ট কালেকশন করেছি । ধীরে, ধীরে এগুলো শেয়ার করার চেষ্টা করব । সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে ব্লড উপভোগ করার জন্য আবারও খুশি করে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

ব্লগার@emonv
ডিভাইসInfinix note 11 pro
শ্রেণী ‌ট্রাভেলিং

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 months ago 

আপনার দেখছি ভীষণ তৃষ্ণা পেয়েছিলো।অবশেষে পাটের সেচ দেয়া জল খেয়ে তৃষ্ণা নিবারন করেছেন। আমার ছোট বেলার কথা মনে পড়ে গেলো এরকম কোন সেচের জল দেখলেই আমার তৃষ্ণা পেতো।কি ভয়ংকর কথা ভাইয়া আপনাদের এলাকায় রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষক হাসপাতালে। সাবধানে থাকবেন এবং এলাকার সবাইকে সাবধানে থাকতে বলবেন। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 
  • X promotion tweet link
 2 months ago 

বর্তমান সময়ে খরা প্রবন সময় বলা যায়। আর এই সময়ে যদি বাইরে কোথাও যাওয়া যায় তাহলে পানি সাথে করে নিয়ে যাওয়াটাই উত্তম। ডাক শেষ পর্যন্ত মাঠের মধ্যে পানি পেয়েছেন এটা বেশ ভালো কথা। যার পিপাসা লাগে সেই বোঝে পিপাসার মর্ম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58004.44
ETH 2579.54
USDT 1.00
SBD 2.40