DIY || এসো নিজে করি || রঙ্গিন কাগজ দিয়ে ম্যাজিক পাখি তৈরি করি || ১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

PicsArt_11-12-07.01.28.jpg

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভাল আছেন। রঙ্গিন কাগজ দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি যার মাধ্যমে আমাদের ক্রিটিভিটি সবার মাঝে উপস্থাপন করতে পারি । আজকে আমি রঙ্গিন কাগজ দিয়ে ম্যাজিক পাখি তৈরি করছি। এগুলো তৈরি করতে আমার খুব ভালো লাগে কেননা এগুলো তৈরি করার মাধ্যমে আমার মেধা যেমন বিকশিত হয়। তেমনি আমার হাতের সামান্য কিছু কারুকাজ সবার মাঝে শেয়ার করতে পারি। তবে চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে তৈরি করা যায় রঙ্গিন কাগজের ম্যাজিক পাখি।

image.png

# প্রয়োজনীয় উপকরণ

উপকরণ ‌পরিমাণ
রঙ্গিন কাগজদুইটি
কাঁচিএকটি
কাগজের কালারআপনার ইচ্ছে মত

⬇️ ধাপ:-১↙️

IMG_20211112_153310.jpg

প্রথমে একটি রঙ্গিন কাগজ নির্ধারণ করতে হবে। তারপরে একটি কাচির মাধ্যমে ত্রিভুজ আকৃতির মাপ নিয়ে কাগজটি কেটে নিতে হবে।

⬇️ ধাপ:-২↙️

IMG_20211112_153503.jpg

এবার কাগজটি লম্বালম্বিভাবে একটি ভাজ করে নিতে হবে।

⬇️ ধাপ:-৩↙️

IMG_20211112_153743.jpg

লম্বালম্বি ভাবে ভাঁজ করার পরে যখন পুনরায় আবার ত্রিভুজ আকৃতির ভাজ দিতে হবে যার ফলে অনেকটা এমন আকার ধারণ করবে।

⬇️ ধাপ:-৪↙️

IMG_20211112_153752.jpg

এবার নিচের জে ভাজটি দেখা যাচ্ছে সেখান থেকে উল্টো করে একটি ভাজ দিতে হবে।

⬇️ ধাপ:-৫↙️

IMG_20211112_153819.jpg

উল্টো করে ভাঁজ করা শেষে ঠিক এমনটা হবে।

⬇️ ধাপ:-৬↙️

IMG_20211112_153843.jpg

এবার বেরিয়ে থাকা মাথাটি মাঝ বরাবর ধরে ভাঁজ এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে।

⬇️ ধাপ:-৭↙️

IMG_20211112_153937.jpg

এবার ডান দিক থেকে একটি কাগজের অংশ নিয়ে এভাবে খারা ভাবে ভাজ করতে হবে।

⬇️ ধাপ:-৮↙️

IMG_20211112_154137.jpg

এবার খারা করে ভাঁজ করা কাগজটি এক পাশ থেকে চেপে ছবিতে যেমন করা আছে ঠিক এমন করতে হবে।

⬇️ ধাপ:-৯↙️

IMG_20211112_154300.jpg

এবার দুপাশ থেকে অনুরূপভাবে ভাজ করে নিতে হবে।

⬇️ ধাপ:-১০↙️

IMG_20211112_154438.jpg

উভয় দিকে ঠিক এভাবেই ভাজ করে নিতে হবে।

⬇️ ধাপ:-১১↙️

IMG_20211112_154510.jpg

এবার মাথায় বেরিয়ে থাকা ত্রিভুজ আকৃতির কাগজটি ঠিক এভাবে চেপে ভাজ করে নিতে হবে।

⬇️ ধাপ:-১২↙️

IMG_20211112_154701.jpg

এবার উপরে থাকা কাগজ এর ভাজ গুলোকে সামান্য ডিল দিতে হবে। যেন এমন আকৃতি ধারণ করে যেমনটা ছবিতে দেখানো হয়েছে।

⬇️ ধাপ:-১৩↙️

IMG_20211112_155105.jpg

এবার দুপাশ থেকে হালকা টানলে কাগজটি ঠিক এমন আকৃতি ধারণ করবে।

⬇️ ধাপ:-১৪↙️

IMG_20211112_155330.jpg

এবার উভয় দিকে এমন ভাবে ভাজ করতে হবে।

⬇️ ধাপ:-১৫↙️

IMG_20211112_155707.jpg

এবার ডান পাস থেকে পুনরায় এক পাশ দিয়ে ত্রিভুজ আকৃতির ভাজ করে নিতে হবে।

⬇️ ধাপ:-১৬↙️

IMG_20211112_155800.jpg

এবার ভাঁজ করা শেষে ভিতরের বেরিয়ে থাকা কাগজটি সামান্য টানতে হবে।

⬇️ ধাপ:-১৭↙️

IMG_20211112_155847.jpg

এটি আবার পুনরায় বাঁকা করে অনুরূপভাবে ভাজ করে নিতে হবে।

⬇️ ধাপ:-১৮↙️

IMG_20211112_155928.jpg

এবার সব মাথা গুলো গুছিয়ে এবার এক জায়গায় আনতে হবে।

⬇️ ধাপ:-১৯↙️

IMG_20211112_160043.jpg

এবারে দুইপাশের মাথা চেপে ঠিক এমন আকৃতি দিতে হবে।

⬇️ ধাপ:-২০↙️

IMG_20211112_160201.jpg

এবার ডান পাশের ত্রিভুজ এর মাথাটা আলতো করে চাপ দিতে হবে এবং ভিতরে ঢুকিয়ে দিতে হবে।

⬇️ ধাপ:-২১↙️

IMG_20211112_160323.jpg

পুনরায় আবার মাথাটা বের করার পরে অনেকটা এমন আকৃতি ধারণ করবে

⬇️ ধাপ:-২২↙️

IMG_20211112_160403.jpg

এবার পাখা দুটো ভাজ করে দিতে হবে

⬇️ ধাপ:-২৩↙️

IMG_20211112_161150.jpg

অবশেষে আমাদের রঙ্গিন কাগজের ম্যাজিক পাখি তৈরি।

  • ছোট একটা ম্যাজিক চাইলে দেখতে পারেন

পাখির লেজ ধরে টানলে পাখা নরবে (এজন্য একে বলা হয় ম্যাজিক পাখি)

🫂ধন্যবাদ!!!🤵


ফটোগ্রাফার@emonv
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y12 A

image.png

[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

image.png

image.png

image.png

Sort:  
 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার রঙ্গিন কাগজ দিয়ে ম্যাজিক পাখি তৈরি করা। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর সব মিলিয়ে অসাধারণ ছিলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাই একটি সুন্দর মতামতের জন্য

সত্যি ভাইয়া রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ম্যাজিক পাখি তৈরি করেছেন আপনি। যা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন। আবার ভিডিও শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত টি শেয়ার করার জন্য

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ম্যাজিক পাখি তৈরি করেছেন, যা দেখে সত্যিই আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাহ ভাইয়া অনেক চমৎকার করে বানিয়েছেন কাগজ দিয়ে ম্যাজিক পাখি। আমি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে এই ম্যাজিক পাখি বানানো শিখিয়েছেন। এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এমনি ভালো ভালো ডাই প্রজেক্ট আমাদের উপহার দিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ একটি সুন্দর মতামতের জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার ম্যাজিক পাখিটি খুবই সুন্দর হয়েছে। কাগজের কালারটিও আপনি দারুণ পছন্দ করেছেন ।দেখতে পাখি গুলো খুবই চমৎকার লাগছে ।আমার কাছে আপনার পাখি গুলো খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পাখি তৈরীর পদ্ধতি আমাদের সামনে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য

ইমন ভাই ম্যাজিক পাখি গুলা বানানো সুন্দর হয়েছে

আমার কাছে অনেক ভালো লেগেছে

খুব সুন্দর উপাস্থপনা ছিলো

শুভকামনা ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32