আজকের পুরো দিন টা || (better life) date : 26-07-2021
আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন ?
• আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন সুস্থ আছেন। প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme ভাইয়াকে। যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমার বাংলা ব্লগে আমি আজ পোস্ট করতে পারছি নিজের মাতৃভাষায় পোস্ট করে নিজেকে আমি গর্ববোধ মনে করছি।
আজকের সকালের কিছু মুহূর্ত
• প্রতিদিনের মতো আজকে সকাল বেলায় উঠে আমি দাঁত ব্রাশ করলাম এবং দাঁত ব্রাশ করার পরে 20 মিনিট এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করার পরে আমাদের বাড়িতে আমরা কিছু গাভী ওখানে তাদেরকে সকালের খাবার দিলাম।
• খাবার দেওয়ার পরে আম্মু সকালে রান্না শেষ করলে আমি আমার সকালের নাস্তা শেষ করে ফেললাম। তারপরে আমার আব্বুর সাথে বাড়ির কাজে হাত লাগালাম
দুপুর বেলাতে
• আমাদের বাড়িতে আমাদের একটা আমড়া কাজ রয়েছে যেখানে অনেক আমড়া ধরেছে আজকে আমার আমড়া খেতে মন চাইলো। তাই আজকে আমি আমাদের আমড়া গাছে উঠে ছিলাম। উঠে কিছু আমড়া
পেরে নিলাম নেওয়ার পরে সেগুলো একটা বটি দ্বারা কাটলাম।
• আমড়াগুলো একটি বাটিতে স্বচ্ছ পানি দ্বারা ধুয়ে নিলাম।তারপরে সেগুলো ঝাল এবং লবণ মিশিয়ে খেলাম। আমাদের গাছের আমড়া অনেক মিষ্টি হওয়ায়৷আমড়া গুলো খেতে অনেক ভালো লাগছিল।
বিকেল বেলায়
• আমি একজন শিক্ষার্থী এবং আমি দশম শ্রেণীর একজন ছাত্র আমি জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আমি একজন শিক্ষার্থী হয়াই আমার প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা তাই প্রতি বিকেল বেলায় আমি আমার পড়াশোনা চালিয়ে যাই।
• আমি দশম শ্রেণির বিজ্ঞান শাখার একজন ছাত্র। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই এটাই আমার স্বপ্ন। তাই আমি বিজ্ঞান শাখাতে আমার পড়াশোনা চালিয়ে যা। আপনারা সবাই দোয়া করবেন।
আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
বিশেষ দ্রষ্টব্য : পোস্টে কোন ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
অনুবাদে
@emomv
আমড়া আমার খুব ভালো লাগা ফলগুলোর মাঝে অন্যতম, এক সময় প্রচুর খেতাম তবে কাসুন্দি দিয়ে বেশী খেতাম। ধন্যবাদ