জাঙ্গাল || একটি অসাধারণ সারভাইভাল মুভি || ১০% প্রিয় @shy-fox এদের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Screenshot_20220507-081111.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @emonv
আজ শনিবার , মে ০৭/২০২২

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও অনেক ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে একটি সারভাইভাল মুভি রিভিউ করতে যাচ্ছি এই মুভিটির নাম হচ্ছে "জাঙ্গাল" আসলে একশন মুভি, সারভাইভাল মুভি এবং সাইন্স ফিকশন মুভি গুলো দেখতে আমি অনেক পছন্দ করি । এই ধরনের মুভিগুলো দেখে যেন অন্যরকম একটা আনন্দ পাওয়া যায় । মুভি দেখার মধ্যে সবচেয়ে বেশি ভাল লাগার বিষয় হচ্ছে মাত্র দুই থেকে তিন ঘন্টার মুভিতে আমাদের জীবনে শিক্ষানীয় অনেক বিষয় রেখে যায় যেগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করি তাহলে আমাদের জীবনটা হতে পারে আরো বেশি চমৎকার। আজকে আমি আপনাদের মাঝে তেমনই একটা হার না মানার গল্প নিয়ে চমৎকার একটি মুভি রিভিউ করতে যাচ্ছি আশা করি আপনাদের এই মুভিটা অনেক ভালো লাগবে। তবে চলুন বন্ধুরা দেখে আসা যাক মুভির বিস্তারিত।

মুভিটির কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী

নামজাঙ্গল
পরিচালকগ্রেগ ম্যাকলিন
অভিনয়ড্যানিয়েল র‌্যাডক্লিফ,অ্যালেক্স রাসেল, টমাস ক্রেশম্যান, ইয়াসমিন কাসিম
দৈর্ঘ্য১১৫ মিনিট
ভাষাইংরেজি
মুক্তির তারিখ9 নভেম্বর 2017 (অস্ট্রেলিয়া)
দেশঅস্ট্রেলিয়া
বক্স অফিস$1.9 মিলিয়ন

তথ্যগুলো Wikipedia থেকে সংগ্রহ করা হয়েছে

"মুভিটির সারসংক্ষেপ"

Screenshot_20220507-100903.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

মুভিতে আমাদের প্রথম দেখা হয় কেলভিন, ইয়োসি, মার্কাস নামে তিনজন বন্ধু জঙ্গলে অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্য আসে। এই তিনজন বন্ধু হচ্ছে প্রকৃতিপ্রেমিক তারা তাদের শহর অঞ্চলের জীবন ছেড়ে কিছুদিনের জন্য জঙ্গলে বেড়াতে আসেন তবে এদের তেমন একটা জঙ্গলে থাকার কোন অভিজ্ঞতা নেই তাই তারা কাল নামে একজন ব্যক্তিকে হায়ার করে যিনি তাদেরকে সুরক্ষা দিবে। কাল হচ্ছেন একজন জঙ্গল বিশেষজ্ঞ এবং তিনি স্বীকার করতে অনেক ভালবাসেন সুতরাং তিনি এদের সঙ্গে যেতে খুবই আগ্রহী ছিলেন ‌‌‌। এই তিনজন বন্ধুর মধ্যে মার্কাস অনেক নরম প্রকৃতির মানুষ এবং তিনি পেশায় একজন ডাক্তার। তারা তিনজন বিভিন্ন দেশের আলাদা, আলাদা স্থান থেকে এসেছেন এবং তাদের মধ্যে প্রথমে বন্ধুত্ব হয় তারপরে তারা জঙ্গলে উদ্দেশ্যে রওনা দেয়।

Screenshot_20220507-101635.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার মার্কাসের যেহেতু আগে কোন জঙ্গলে আসার এক্সপিরিয়েন্স ছিল না সুতরাং সে অনেক দূর পথ হাঁটার ফলে তার পায়ে হঠাৎ করে এক ধরনের মারাত্মক রকমের কালসিট পড়ে যায় এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে তার পায়ের ভিতর কোন আলো-বাতাস পৌঁছায়নি । কারণ তারা দীর্ঘদিন শুধু জঙ্গলে ভ্রমণ করেছেন মার্কাস নরম প্রকৃতির মানুষ হওয়াই এই সমস্যাটি প্রথমে মার্কাস এর হয়। এবারে এই টিমের দলনায়ক হচ্ছে কাল যাকে তিনজন বন্ধু হায়ার করে এনেছেন‌। কাল বলে যে তাদের এখন একটি জায়গায় ক্যাম্প করে বিশ্রাম নেওয়া উচিত কেনা মার্কাসের এই অবস্থা নিয়ে আমরা বেশিদূর যেতে পারবো না কিন্তু অন্যদিকে ইয়োসি এবং কেলভিন উনারা দুইজন চিন্তা করেন মার্কাস এর পা সেরে উঠতে অনেক দিন সময় লাগবে তবে আমরা এখানে থাকতে আসিনি আমরা এখানে ভ্রমণ করতে এসেছি‌। এর ফলে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে এই দলের দলনায়ক কাল বলেন দেখো তোমরা যদি আলাদা হতে চাও তবে আমি এবং মার্কাস থাকতে পারি কেননা মার্কাস কে আমি একা ছেড়ে কোথাও যাবো না। তোমারা যদি চাও তাহলে আমরা তোমাদেরকে একটা কাঠের নৌকা বানিয়ে দিতে পারি। এবার ইয়োসি এবং কেলভিন এতে রাজি হয়ে যায় তারপর তারা মাত্র দুইজন মিলেই নদীর রাস্তা ধরে এই জঙ্গল পাড়ি দিতে থাকে।

Screenshot_20220507-102144.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার কেলভিন ও ইয়োসি মনের সুখে তাদের নৌকা নিয়ে নদী পারাপার হচ্ছিলো কিন্তু হঠাৎ করে নদীতে স্রোত অনেক বেড়ে যায় এটি যেহেতু পাহাড়ে নদী সুতরাং এটি স্বাভাবিক নদীর মতো নয় এখানে এলোমেলো পাথর এবং হঠাৎ করেই জল বেড়ে যায় আবার চোখের নিমিষে জল আবার কমে যায় সুতরাং এই বিষয়টি তারা আন্দাজ করতে পারেনি ফলে হঠাৎ করে যখন নদীতে জল বেড়ে যায় নদীর স্রোত অনেক উঁচুতে উঠে পড়ে তখন কেলভিন এবং ইয়োসির নৌকা সামলানোর বিষয়টি একটু কষ্টদায়ক হয়ে ওঠে ফলে তারা একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার ফলে নৌকা গিয়ে ধাক্কা দেয় বড় একটি পাথরের সাথে । যখন নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লাগে তখন সেটি ভেঙে যায় এবং তারা দুইজন নদীতে পড়ে যায় এবার কেলভিন কোনমতে সাঁতরে পারে উঠে আসতে পারে কিন্তু ইয়োসি নদীর স্রোতে নদীতে ভেসে যায়।

Screenshot_20220507-103131.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার ইয়োসি নদীর পাড় থেকে ভেসে যাওয়ার পরে অনেকদিন পর তার জ্ঞান ফেরে এবং সে দেখে সে একটি নদীর পাড়ে এসে পড়েছে এখন এই জঙ্গলে‌ সে একা তার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস নেই যে তাদের বন্ধুদের সঙ্গে সে কন্টাক করবে ফলে আদিম মানুষের মতো তাকে জীবনযাপন করতে হয় । তার যেহেতু অভিজ্ঞতা ছিল না ফলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় এই জঙ্গলে টিকে থাকার জন্য সে একবার একটি কাদায় পড়ে এবং অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসে। এভাবে সে জঙ্গলে শিকার করে এবং খাওয়া-দাওয়া করে। একবার বুলেট পিপড়ার কামড় খেয়ে একেবারেই হতভম্ব হয়ে যাই সে শুধু কান্না করতে থাকে এবং সে কখনোই হাল ছাড়ে না। এভাবে অনেকদিন কেটে যাওয়ার পরে ইয়োসি একটি নদীর পারে চলে যায় এবং তার বন্ধু কেলভিন একজন কে নিয়ে নৌকা করে তাকে খুঁজতে আসে এবং শেষ পর্যন্ত তাদের দেখা হয় এবং ইয়োসি উদ্ধার পায়।

মুভি থেকে পাওয়া শিক্ষা

এই মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে এই মুভিটির কাহিনীটা অনেক ইউনিক।এই মুভিতে আমাদের দেখানো হয় জীবনে যত বড় বিপদ আসুক কিনা কখনোই হাল ছেড়ে দেয়া উচিত নয় । এই মুভিতে ইয়োসি অনেক কষ্ট সহ্য করেছে সে দুই বেলা খাবার পাইনি তবুও বেঁচে থাকার হাল ছেড়ে দেয়নি বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে গিয়েছেন এবং শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর জঙ্গল থেকে উদ্ধার হতে পেরেছেন সুতরাং আমাদের যখন জীবনে কঠিন পরিস্থিতি আসবে তখন আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া চলবে না আমাদের শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে।

মুভিটির আইএমবিডি রেটিং

এই মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে ‌‌৬.৭/১০

আমার ব্যক্তিগত রেটিং

আমার ব্যক্তিগত রেটিং হচ্ছে ‌৯/১০

Dawnload link

  • ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।

❤️ধন্যবাদ!!!❤️

অনুবাদে@emonv

image.png

[[‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]‍"ইমন ব্লগ"‍ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

image.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  
 2 years ago 

সময়ের অভাবে মুভি এখন বেশি একটা দেখা হয় না তাই আপনার রিভিউ দেখে নিলাম ।যেখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই ছিল মুল চরিত্রের। সব মিলে ছবিটা ভালো ছিল বলে মনে করি । শুভেচ্ছা

 2 years ago 

এই মুভিটি এর আগে কখনো দেখা হয়নি, তবে আপনার সুন্দর রিভিউ এর মাধ্যমে মুভিটি দেখার ইচ্ছা জাগল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মুভি আমাদের মাঝে তুলে ধরার জন্য, ভালো থাকবেন।

 2 years ago 

মুভিটির কাহিনী পড়ে অনেক ভালো লাগলো। এ ধরনের সিনেমা দেখতে আমি পছন্দ করি। আশাকরি দু'একদিনের মধ্যেই ছবিটি দেখে ফেলব। অনেক সাবলীল একটি রিভিউ লিখেছেন। ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব সুন্দর করেই ছবিটি রিভিউ করেছেন। আপনার এই রিভিউ করার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। অবশ্য সিনেমাটি আমার দেখা নেই, তবে আপনার রিভিউ থেকে সিনেমা সম্পর্কে যথেষ্ট কিছু জানতে ও বুঝতে পারলাম।

 2 years ago 

আমি আগে কখনো দেখিনি এই মুভিটি। কিন্তু আপনার মুভির রিভিউ দেখে খুবই আমার আগ্রহ জেগে গেল এই মুভিটি দেখার উপর। আপনার মুভির রিভিউ পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। একদিন সময় করে এই মুভিটি দেখে নিব। ধন্যবাদ এত সুন্দর একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

এই মুভির একটা শিক্ষা হলো শখের বসে হলেও আমাদের কখনো ঐ জীবনে যাওয়া উচিয় নয় যেখানে আমরা টিকে থাকতে পারব না। যেমনটা মুভিতে দেখা গেছে। তবে জীবনে এইরকম অভিজ্ঞতার দরকার আছে। মুভিটা দারুণ কাহিনী টা আমার অনেক ভালো লেগেছে। যাইহোক ধন্যবাদ আমাদের সঙ্গে কাহিনী টা শেয়ার করে নেওয়ার জন্য। ভালো ছিল রিভিউ টা।

 2 years ago 

একসময় অনেক মুভি দেখতাম। কিন্তু এখন সময়ের অভাবে আর মুভি দেখা হয়ে ওঠেনা। এই ধরনের সারভাইভাল হলিউড মুভি গুলো আমার অনেক পছন্দের। আপনি এত সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন তাতে আমি মুভির পুরো কাহিনীটি বুঝতে পেরেছি। সুন্দরভাবে মুভির রিভিউ উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অবসর সময় আগের মত আবার মুভি দেখতে পারেন আশা করি আপনারা অবসর সময় আরো আনন্দদায়ক হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32