বৃষ্টির ছোঁয়া || আমার বাংলা ব্লগ ‌|| তারিখঃ-২১-০৪-২০২৩

in আমার বাংলা ব্লগ2 years ago

corgi-4415649__480.jpg

Source

আজ-বৃহস্পতিবার

০৭ এ বৈশাখ, ১৪৩০বঙ্গাব্দ
এপ্রিল, ২১, ২০২৩ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

সবাই কে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকে আবারো নতুন একটি পোস্ট শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। গতকাল আমি আপনাদের মাঝে গ্রীষ্মকাল নিয়ে আমার জীবনের ছোট্ট একটি অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আজকে আমি সেই গ্রীষ্মকালকে ঘুরেই গ্রীষ্মকালে বৃষ্টির ছোঁয়া নিয়ে আমার অনুভূতি শেয়ার করব তবে চলুন আজকের ব্লগ শুরু করি।

leaf-1001679__480.jpg

Source

আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আজকের দিনটা আমার কাছে সত্যি অনেক চমৎকার লেগেছিল অন্যান্য দিন এর তুলনায় কেননা আজকে সামান্য পরিমাণ হলেও এই গ্রীষ্মকালে বৃষ্টির ছোঁয়া গায়ে লেগেছে গত কয়েকদিনে আমাদের এলাকার চেহারা পুরোটাই পাল্টে গেছিল যেখানে যাই শুধু ভাবসা গরম এবং কাঠফাটা রোদের তাপ শুধু আমাদের এলাকার কথা বললে হয়তোবা ভুল হবে আমাদের আশেপাশের যত শহর অঞ্চল এবং পুরো বাংলাদেশ জুড়েই এই পরিস্থিতির মুখে পড়েছিল। গতবারের গ্রীষ্মের তুলনায় এবারের গ্রীষ্মকালটা আমার কাছে একটু বেশি গরম মনে হয়েছে এর একটি কারণ হয়তো বা ঘন ,ঘন লোডশেডিং তবে এখন আপাতত এটি নিয়ন্ত্রণের মাত্রায় এসেছে গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের এদিকে মনে হয় একবার বিদ্যুৎ গেছিল এবং বিদ্যুৎ গিয়ে আধা ঘন্টার মধ্যে আবার চলে এসেছে যাতে করে বুঝতে পারলাম ভবিষ্যতে ঘন,ঘন লোডশেডিং এর সমস্যাটা থেকে হয়তোবা এবার মুক্তি মিলেছে।

water-815271__480.jpg

source

চলে আসা যাক আসল ঘটনায় আপনাদের মাঝে প্রথমে আমি ক্যাপশনে উল্লেখ করেছি যে বৃষ্টির ছোঁয়া আসলেও গরমকালে বৃষ্টি গায়ে লাগলে সত্যি অনেক ভালো লাগে আমাদের এলাকায় তেমন একটা বেশি বৃষ্টি হয়নি তবে খবরে দেখলাম আশেপাশে অঞ্চলগুলোতে বেশ ভালই বৃষ্টি হয়েছে মনে হয় আমাদের এলাকা থেকে ঠান্ডা আবহাওয়া অনুভব করছিলাম এবং আজকের রাতটাও বেশ ঠান্ডা আজকের দিনটা পার হলেই আগামীকাল ঈদ শুনেই অনেক ভালো লাগছে তবে আমাদের তুলনায় আমাদের থেকে বয়সে যারা ছোট তাদের মনে হয় ঈদের আনন্দটা আরও একটু বেশি অনেকে দেখলাম হাতে মেহেদি দিয়েছে আবার অনেক ছেলে-মেয়ে রাস্তায় বাজি ফুটাচ্ছে তাদের কত না আনন্দ। আমার মনে আছে যখন ঈদের সময় আসত আমরা রাস্তায় হাওর উড়াতাম এটা হয়তোবা অনেকে অন্যান্য নামে চিনে থাকবেন আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হাওর বলা হয়।

আজকে আমাদের এলাকাতে সামান্য বৃষ্টিপাতের মাধ্যমে গ্রীষ্মকালের নতুন একটা রূপ ফুটে উঠেছে আশেপাশে আমগাছগুলোতে অনেক আম ধরেছে আর কিছুদিন পরে হয়তোবা আমের আটিগুলো শক্ত হয়ে যাবে এবং স্বাভাবিক একটি সময়ের পরে আমগুলো পাকতে শুরু করবে তখন আম খেয়ে বেশ মজা হবে এভাবেই আমাদের গ্রীষ্মকাল শীতকাল সবগুলো ঋতু নিয়েই চলতে থাকে আমাদের এই জীবন । প্রকৃতির সব সৌন্দর্য দেখতে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে এবং আমি এটাও জানি অনেক প্রকৃতি প্রেমিক রয়েছে যারা দূরদূরান্ত থেকে এগুলো উপভোগ করার জন্য ছুটে আসে। আজকে ছিল এটাই আমার অভিজ্ঞতা আজকে রাত টা পার হলেই ঈদ তাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং সবাই যেন সুস্থ এবং সুন্দরভাবে ঈদ পালন করতে পারেন সেই কামনা করি। প্রতিবার ঈদেই প্রায় বৃষ্টি হয়ে থাকে এবং বাড়ি আসার পথে ভিজতে, ভিজতে বাড়ি আসতে হয় যাই হোক আশা করি এবার বৃষ্টিটা হবে না সুন্দরভাবে ঈদ টা পালন করতে পারবো সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

অনুবাদে
@emonv

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago (edited)

ভাই শুরুতেই ঈদের শুভেচ্ছা, রইল ঈদ মোবারক। আপনারা অনেক ভাগ্যবান যে বৃষ্টির দেখা পেয়েছেন। আমাদের এখানে তো বৃষ্টির নাম গন্ধও পেলাম না। তবে হ্যাঁ আবহাওয়া টা বেশ ঠান্ডা হয়েছে। যা শুরু হয়েছিল বিগত সপ্তাহে তার থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে।

 2 years ago 

তখন যে বৃষ্টি এলো আর কখন যে বৃষ্টি চলে গেছে জানতেও পারলাম না। বৃষ্টি আসবে জানতে পারলে ঘরের মধ্যে থাকতাম না। তবে কি আর করার আমি কি এই মুহূর্তে ভালোভাবে চিনতে পারছি। চাইলে আমার সাথে দেখা করে যেতে পার তো। তবে যাই হোক ঈদ মোবারক সুন্দর একটি পোস্ট ভালো লাগল আমার।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 114171.74
ETH 4191.98
USDT 1.00
SBD 0.77