আমার বাংলা ব্লগ ||এসো নিজে করি, রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করি || (10% Beneficiaries to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211010_154646.jpg

আমার নতুন একটি পোস্টে সবাইকে সুস্বাগতম

  • আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি ইমন এবং আজকে আমি দেখাবো কিভাবে আপনার রঙ্গিন কাগজ দিয়ে খুব সহজে বাড়িতে বসে দেয়ালে লাগানো ফুল তৈরি করবেন। আজকের পোস্টের প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই @rme
    দাদা সহ আমার বাংলা ব্লগের সকল সুদক্ষ মডারেটর দের যারা এই সপ্তাহের ডাই- প্রজেক্ট প্রতিযোগিতা তৈরি করেছেন আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। দেয়ালে লাগানো ফুল আমাদের দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি পাওয়াই। এছাড়াও এসব কর্মকাণ্ডের ফলে আমাদের মস্তিষ্ক আরো তীক্ষ্ণ হয়ে ওঠে এবং নিজের ভিতরেও প্রতিভা তুলে ধরার একটি বিরাট মাধ্যম হতে পারে এই কর্মকাণ্ড সুতরাং বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে রঙ্গিন কাগজ এবং পুতির মিশ্রণে তৈরি করা দেওয়ালে লাগানো ফুল।

# আজকের ডাই-প্রজেক্ট টি তৈরি করতে প্রয়োজনীয় সরঞ্জাম

প্রয়োজনীয় সরঞ্জামপরিমাণ
রঙ্গিন কাগজপরিমাণমতো
আঠা১ কৌটা
পুতিতিন রকমের
কাচি১টি

প্রথম ধাপ

IMG_20211009_152541.jpg

IMG_20211009_152523.jpg

  • প্রথমে নীল কালারের একটি রঙ্গিন কাগজ নিতে হবে তারপরে সেটি চারকোনা করে কেটে নিতে হবে এবং তা মাঝ বরাবর থেকে ভাগ করে নিতে হবে।

দ্বিতীয় ধাপ

IMG_20211009_152742.jpg

IMG_20211009_152927.jpg

  • এবার ভাঁজ করা কাগজটি একটি কাচির মাধ্যমে মাঝ বরাবর থেকে কেটে নিতে হবে

তৃতীয় ধাপ

IMG_20211009_152936.jpg

IMG_20211009_152944.jpg

  • এবার পিরামিডের মতো তৈরি করা কাগজের মাথা ভালো করে কেটে নেওয়ার পরে এভাবে অনেকগুলো করে নিতে হবে

চতুর্থ ধাপ

IMG_20211009_153248.jpg

IMG_20211009_153534.jpg

  • এবার সমস্ত ফুলগুলো ভাঁজ করে পাপড়ি গুলো একটি ,একটি করে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।

পঞ্চম ধাপ

IMG_20211009_153752.jpg

IMG_20211009_153937.jpg

  • এবার তৈরি করা পাপড়িগুলোর পিছনের দিকে আঠা লাগিয়ে নিতে হবে এবং একটির পর একটি লাগিয়ে নিতে হবে তারপরে চাপ দিতে হবে। চাপ দেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ ফুলটি।

ষষ্ঠ ধাপ

IMG_20211009_154101.jpg

IMG_20211009_154112.jpg

  • এবার আরেকটি বেগুনি কালারের কাগজ নিতে হবে এবং সেটি মাঝ বরাবর থেকে ভাজ করে নিতে হবে।

সপ্তম ধাপ

IMG_20211009_154128.jpg

IMG_20211009_154144.jpg

  • এবার ভাঁজ করা কাগজের একপাশে থেকে একটি কাচির মাধ্যমে কেটে নিতে হবে যার ফলে অনেকটা পাপড়ির মতো আকার ধারণ করবে।

অষ্টম ধাপ

IMG_20211009_154314.jpg

IMG_20211009_154420.jpg

  • এবার পাপড়িগুলো একটি গোলাপি কালারের কাগজের উপরে রেখে আঠা দিয়ে একটির পর একটি লাগিয়ে নিতে হবে।

দশম ধাপ

IMG_20211009_154608.jpg

IMG_20211010_154553.jpg

  • এবার পর্যায় ক্রমে একটির পর একটি লাগিয়ে নিবেন তার পরে পুঁতিগুলো আঠা দিয়ে পুনরায় লাগিয়ে নিবেন তাহলে তৈরি হয়ে যাবে সুন্দর রঙ্গিন কাগজের দেয়াল ফুল
     দেয়াল ফুলটির সাথে আমার একটি ছবি

IMG_20211010_154911.jpg

আমার পরিচিতিকিছু তথ্য
আমার নাম@emonv(ইমন)
আমার বাসামেহেরপুর
আমার বয়স১৮ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এ ব্লগিং করা

ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ধৈর্য ধরে এতক্ষণ ব্লকটি উপভোগ করার জন্য।

Sort:  

অদম্য ইচ্ছের প্রকাশ। ভাল

 3 years ago 

কাগজ দিয়ে ফুল তৈরির আর্টিকেলটি অনেক ভালো হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ এটি পোস্টটি শেয়ার করার জন্য

অসাধারণ ক্রাফট তৈরি করেছেন ভাই।খুব সুন্দর ভাবে আপনার কাজটি উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে বানানো আপনার ফুলের দৃশ্য খুবই সুন্দর লাগছে বিশেষ করে আপনি খুবই ডিফারেন্ট কালার দিয়ে ফুল তৈরি করেছেন কালার গুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

অত্যন্ত সুন্দর নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।নিজের দক্ষতা খাটিয়ে কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। অনেক সময় লাগে এগুলো করতে। আপনি এই যথেষ্ট সময় দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে জিনিসটা পরিবেশন করেছেন। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি খুব সুন্দর অনেক গুলো ফুল তৈরি করেছেন কাগজ দিয়ে। আমার কাছে খুব ভালো লেগেছে আপনি চাইলেএটিকে ওয়ালমেট বাদিয়ে রাখতে পারেন দেখতে খুব সুন্দর লাগবে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ফুল তৈরি সত্যিসত্যিই অসাধারণ হয়েছে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেনও বটে।আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

বেগুনি আর গোলাপি রঙ্গিন কাগজ গুলো আমার খুব বেশি পছন্দের।
হয়তো রঙ গুলোর মিষ্টি একটা আভার কারণেই।
সবমিলিয়ে অনেক বেশি ভালো হয়েছে দেয়াল ফুলটি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল বানিয়েছেন।আপনি অনেক সুন্দর ভাবে আবার উপস্থাপন ও করেছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64319.13
ETH 3411.87
USDT 1.00
SBD 2.51