আমার বাংলা ব্লগ || রেসিপি :বাড়িতে তৈরি পরোটা এবং ডিম ভাজি || ১৪-০৮-২০২১

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20210813_095225.jpg

আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন

আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভাল আছেন আমি ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠাতা @rme সহ #amarbanglablog এর সফল সুদক্ষ মডারেটরদের যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমি আমার মাতৃভাষায় পোস্ট করতে পারছি।

আজকের পোস্টের বিষয় হচ্ছে : বাড়িতে তৈরি পরোটা এবং ডিম ভাজি।

প্রথম ধাপ:

IMG_20210813_091732.jpg

IMG_20210813_091807.jpg

এবার পরিমানমতো গমের ময়দা নিতে হবে এবং তার ভিতর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

দ্বিতীয় ধাপ

IMG_20210813_092057.jpg

IMG_20210813_092154.jpg

এইবার মেশানো ময়দা গোল গোল করে রুটি করে নিতে হবে তারপরে ছুরি দিয়ে চার কোল কেটে নিতে হবে।

তৃতীয় ধাপ

IMG_20210813_092212.jpg

IMG_20210813_092416.jpg

এবার ছুরি দিয়ে কেটে নেয়া অংশগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলে তৈরি হয়ে যাবে আপনার পরোটা।

চতুর্থ ধাপ

IMG_20210813_093030.jpg

এবার একটি পাত্রে ঝাল পেঁয়াজ কেটে এবং পরিমাণ মত কিছু লবণ দিয়ে নেবেন।

পঞ্চম ধাপ

IMG_20210813_093228.jpg

এবার মসলাপাতির মধ্যে ডিম ভেঙে দেবেন এবং তা ভালো করে মিশিয়ে নেবেন।

ষষ্ঠ ধাপ

IMG_20210813_094639.jpg

IMG_20210813_094527.jpg

এবার ডিম গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে ডিম ভাজি।

সপ্তম ধাপ

![IMG_20210813_095000.jpg](UPLOAD FAILED)

IMG_20210813_092451.jpg

IMG_20210813_095000.jpg

এই দুটো আইটেম তৈরি হয়ে গেলেই হয়ে যাবে আপনার সুস্বাদু পরোটা ভাজি এবং ডিম ভাজি। এই পোস্টে যেই খাবারটি শেয়ার করা হয়েছে এটি হলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি অতি সুস্বাদু খাবার। আশা করছি আমাদের পোস্টটি আপনাদের ভালো লাগবে।

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

বাংলায় পোস্ট করে আমি গর্বিত
অনুবাদে
@emonv

Sort:  
 3 years ago 

আপনার পোষ্টের একটা ইমেজ failed হয়েছে এটা ঠিক করেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68363.69
ETH 2642.16
USDT 1.00
SBD 2.69