পুকুর পারে কলাবাগান || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year (edited)

Screenshot_20231020-150821.jpg

আজ-শুক্রবার

২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০বঙ্গাব্দ
অক্টোবর,২০ , ২০২৩ খ্রিষ্টাব্দ


সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আবারো নতুন একটি পোস্ট শুরু করতে যাচ্ছি, আজকে আমি পলা চাষের বিষয়ে ছোট্ট একটি ব্লগ তৈরি করছি আশা করি ব্লগটি আপনার উপভোগ করবেন তবে চলুন শুরু করি....') আমি গত বছরে মাছ চাষের উপর দিয়ে অনেকগুলো ব্লগ পোস্ট করেছিলাম এবং আমার মনে হয় আপনার অধিকাংশ মানুষই জানেন আমাদের এলাকাতে মাছ চাষ অনেক ভালো হয়ে থাকে আসলে এখানে তেমন কোন সবজি আবাদ করা হয় না শুধুমাত্র ধান পাঠ এবং সবার জনপ্রিয় ব্যবসার খাত হচ্ছে মাছ চাষ।

IMG_20231020_144629_241-01.jpeg

photography device;- Infinix note 11 prow3w

মাছ চাষের পুকুরকে ঘিরে অনেকেই কলা চাষ করতেছেন আসলে আসলে জলাকার বা পুকুরের ভেরি আমাদের এদিকে অনেক বড় রাখা হয় যাতে এটি অনেক দিন স্থায়ী হতে পারে কারণ যদি তেলাপিয়া অথবা পাঙ্গাস মাছ চাষ করা হয় সেই ক্ষেত্রে জলকারের পাড় ধীরে ,ধীরে ভাঙতে শুরু করে তাই সবাই পুকুরের চারিদিকে একটা ভালো পরিমাণে জায়গা বিক্রি করার জন্য রেখে দেয় যাতে পুকুরটি দীর্ঘস্থায়ী হতে পারে । এই পুকুরের ভেড়িতে মূলত কলা চাষ করা হয়েছে। কলাগাছ লম্বায় বেশি বড় না হওয়ার কারণে এটি পুকুরের ভেরিতে চাষ করলে পুকুরে দিনের বেলায় যথেষ্ট পরিমাণে রোদ থাকে যার কারণে মাছের কোন ক্ষতি হয় না।

IMG_20231020_144144_488-01.jpeg

photography device;- Infinix note 11 prow3w

এই কারণে সবাই পুকুর পারে মাছ চাষের পাশাপাশি কলা চাষ করে থাকে, আমার জানামতে কলা হয়তো বা সবজি। তাই বলা যায় কলা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু সবজি আমি নিজেও ব্যক্তিগতভাবে পাকা কলা খেতে অনেক পছন্দ করি । আজকে আমি যেই কলাবাগান টা নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে আমাদের অতি পরিচিত জাকিরুল ভাইয়ের কলাবাগান আজকে আমি কলাবাগানটি পরিদর্শন করার জন্য গিয়েছিলাম তবে কলাবাগানে তেমন কাউকে পেলাম না যার কারণে তাদের ফটোগ্রাফি নিতে পারেনি। আমি নিজের মতো করে কলাবাগান টা ভালো করে ঘোরাঘুরি করে সেখান থেকে কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, আমি ঘোরাঘুরি করে যা বুঝলাম উঁচু জায়গায় ভেরিতে কলার বাগান তৈরি করাতে কলা গাছে প্রচুর পরিমাণে ফলন এসেছে প্রত্যেকটা গাছের নিচে একাধিক কোয়া রয়েছে এবং বেশিরভাগ গাছে কলার কাঁধি এসেছে।

IMG_20231020_144506_992-01.jpeg

photography device;- Infinix note 11 prow3w

কলা চাষ করে সফল ব্যবসায়ী এই কথাটি দ্বারা আমি এটাই বুঝতে চেয়েছি যে একদিক থেকে মাছ চাষ করে মোটামুটি ভালো পরিমাণের মুনাফা পাওয়া যায় অন্যদিকে যদি মাছের পুকুরে কলা চাষ করা যাই সেই ক্ষেত্রে এখানে এক এক্সট্রা একটা প্রফিট হবে এবং অনেকেই রয়েছে যাদের নিজস্ব মাছ চাষের জমি নেই অনেকের লিজে জমি ক্রয় করে মাছ চাষ করে থাকে তাদের জন্য এটা অনেক ভালো হবে বলে আমার মনে হয়। কারণ মাছ চাষ করাটা যেহেতু একটি ব্যবসা তাই এখানে লাভ লস দুটোই থাকাটাই স্বাভাবিক তবে মাছ চাষের পাশাপাশি যদি জলাকারের ভেড়িতে কলাবাগান করা যায় সেই ক্ষেত্রে এক দিক থেকে মাছের পুকুরে খরচটা উঠে যাবে এবং অন্য দিক থেকে নিজেরাও তৃপ্তিকরে এই সবজি ফলগুলো খেয়ে নিজের চাহিদা পূরণ করতে পারবে। সব মিলিয়ে আমার মনে হয়েছে এটি অনেক প্রফিটেবল একটা উদ্যোগ।


  • ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।

🫂ধন্যবাদ!!!🤵


[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 last year 

অনেকদিন পর আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগতেছে ভাইয়া। পুকুর পাড়ে কলাবাগানের দৃশ্য তুলে ধরেছেন বেশ ভাল লাগলো।হুম ভাইয়া গত বছরে মাছ চাষের অনেক ব্লগ পোস্ট করেছিলেন দেখেছিলাম।জ্বি ভাইয়া জনপ্রিয় ব্যবসার খাত হচ্ছে মাছ চাষ এবং মাছ চাষে অনেক লাভবান হওয়া যায়। আপনাদের জুগিরগোপাযদি ভালোভাবে সবকিছু চাষ করা যায়।জি ভাইয়া ব্যবসাতে লাভ লস দুটোই থাকবে। শুধুমাত্র লাভ হলে ওটা হারাম হয়ে যাবে। যাই হোক উদ্যোগটি আমার ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

পুরনো মুখ সামলে ভেসে ওঠায় বেশ ভালো লাগছে, দেখলাম আপনি গত দুই বছর পর আবার ভালবাসার টানে ফিরে আসলেন আমাদের এখানে ,আমিও গত দুই বছর তেমন কাজ করি নাই এইতো রিসেন্টলি শুরু করেছি , চালিয়ে যান ভাই আড্ডা হবে মজা হবে এভাবেই

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

পুকুরের পাড়ে কলা চাষ ব্যাপারটা বেশ চমৎকার। একই স্থানে দুটি জিনিস উৎপাদন যা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক অবদান রাখে। কলা অনেক পুষ্টিকর একটি ফল যে আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কলা চাষের পদ্ধতি সত্যিই বেশ ভালো লাগলো। এখানে জমির অপচয় হলো না সাথে কলা এবং মাছ দুটাই উৎপাদন হচ্ছে।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি বলেছেন ভাই মাছের পুকুরের চারিপাশ দিয়ে যদি কলার চাষ করা হয় তাহলে একটা এক্সট্রা প্রফিট পাওয়া যায়। আপনাদের এলাকায় মাছ কলা আর ধান বাদে তেমন কিছু খুব একটা চাষ হয় না। আজকে আপনার ব্লগটি পড়ে অনেক বেশি ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

পুকুর পাড়ে কলা চাষের দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন ভাইয়া। বর্তমান আমাদের গ্রামাঞ্চলে অনেক পুকুর রয়েছে সেখানে পুকুরের পাড়ে অনেক কলা গাছ লাগানো দেখা যায়। আমার মনে হয় পুকুরের ধারে এই সমস্ত কলা গাছে ফলন বেশ ভালো হয়। বেশ ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে।

 last year 

মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে কলা চাষ পদ্ধতিটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। পুকুর পাড়ে সারি সারি কলা গাছগুলোতে বেশ ভালোই কলার ফলন হয়েছে দেখছি। আর সেই পুকুর ও কলা বাগানে গিয়ে আপনি বেশ সুন্দর ভাবে পুকুরসহ কলা বাগানের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিও করেছেন যা দেখে খুব ভালো লাগলো। সব মিলিয়ে খুব সুন্দর পোস্ট ছিল এটি। অনেক অনেক ধন্যবাদ ভাই, পুকুর পাড়ে সারি সারি কলা বাগানে, কলা চাষ নিয়ে দারুণ একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69701.45
ETH 2509.99
USDT 1.00
SBD 2.56